রঞ্জন | 122.162.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০০:০৬459004@অর্জুন,
বন্দনা শিবা? পরিবেশবিদ?
অর্জুন | 113.2.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০০:০১459003রঞ্জন-দা, S, বোধিসত্ত্ব দাশুগুপ্ত, আপনাদের বন্দনা শীবার কাজ ও বক্তব্য কেমন লাগে?
ar | 96.23.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৭459002
S | 2a0b:f4c0:16c:16::***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৬459001
রঞ্জন | 122.162.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫০459000অতীন্দ্রমোহন গুণঃ ছোট্ট একটু স্মৃতি
----- ময়মনসিংহ জেলার বারাট্টা গ্রামে গুণ পরিবারের দুই ভাই স্বাধীনতার পরবর্তী কোলকাতায় পরিচিতি পেয়েছিলেন।
অতীন্দ্রমোহন ( স্ট্যাটিসটিক্সের অধ্যাপক ) এবং ক্ষিতীন্দ্রমোহন ( মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ)। ঘটনাচক্রে এঁদের বড়দি আমার বড়মামীমা। আমাদের বাঙাল জিভে অতু গুণ এবং ক্ষিতু গুণ। এক ভাই পূর্ব পাকিস্তানে রয়ে গ্যালেন।
এই দুই ভাইয়ের সঙ্গে আমার দুটো অকিঞ্চিৎকর স্মৃতি জড়িয়ে আছে যা টই নয় ভাটের উপযুক্ত।
.১ ১৯৫০ সালে মেডিকেল কলেজের ইন্টার্ণ ক্ষিতু গুণের সুপারিশে আমার মা জেনারেল ওয়ার্ডে মাটিতে একটি বেড পেলেন এবং গাদাগাদির মধ্যে আমার জন্ম দিলেন।
২ ১৯৬৭ সালে হায়ার সেকেডারি মাত্র দিয়েছি ,এজাল্ট বেরোতে আরও তিনমাস বাকি। একটি পারিবারিক উৎসবে দেখা হওয়ায় অতীন্দ্র গুণ বাবাকে বললেন ছেলেকে বলুন আমার ডিপার্টমেন্টে এসে দেখা করতে। ওনার অফিসে দেখা করলাম। বুশশার্ট প্যান্ট, চোখে চশমা সুপুরুষ ব্যক্তিত্ব। হাসিমুখে বসিয়ে বললেন যদি ফার্স্ট ডিভিশনে পাশ কর আর অংকে ভাল নম্বর পাও, তাহলে ভর্তি করে নেব । আমি বললাম--স্ট্যাটিস্টিক্স পড়ব না, ইকনমিক্স পড়তে চাই। একটু চুপ করে বললেন -- ইকনমিক্সে অ্যাডমিশন টেস্টে বসতে হবে, আমার ডিপে লাগবে না।
আমার এক গোঁ। উনি আলমারি থেকে একটা পাতলা বই টেনে আমায় দিয়ে বললেন--তুমি বোধহয় জানো না ,স্ট্যাটিস্টিক্স কি । ছুটিতে এই বইটা পড়ে দেখ। তারপর ভেবেচিন্তে --।
আমি ভাবছি-- কেন জানব না? ওই তো --মীন/মীডিয়ান/মোড, ওতে আছেটা কি?
তিনমাস বাদে বেকার ল্যাবে ইকনমিক্সে অ্যাডমিশন টেস্ট ( শুধু ইংরেজি ও অংক) দিয়ে ওনার অফিসে বই ফেরত দিতে গেলাম। উনি মার্ক্সশীট দেখলেন, বই ফেরত নিলেন। তারপর আমাকে ফর্ম এগিয়ে দিলেন। আমি দুর্বিনীতের মত মাথা নাড়লাম। ইকনমিক্সে টেস্ট দিয়েচি। উনি বললেন--ঠিক আছে, যেটা ভাল বোঝ। কিন্তু সাতদিন টাইম আছে।
আমি পালালাম। তখন মাও সে-তুঙ বলে দিয়েছেন == এই ব্যবস্থায় যে যত পড়ে সে তত মূর্খ হয়। তারপরে কোন কথা হয় ?
ছ'বছর পরে ছত্তিশগড়ে আব্বার ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। ওখানে পড়ানো হয় রে এন্ড শেঠ, রে এন্ড শর্মা এইসব। আমি কোল্কাতা থেকে আনিয়ে নিলাম-- গুণ , গুপ্ত, দাশগুপ্তের ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিসটিক্স।
২০১২ সালে বিয়েবাড়িতে দেখা। চেহারার সে ঔজ্বল্য নেই, অনেক রোগা হয়ে গেছেন। পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। পরিচয় দিলেম। কিন্তু অপরাধবোধ থেকে মুক্তি পাইনি আজও।
S | 2405:8100:8000:5ca1::2cf:***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৭458998
r2h | 73.106.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৫458997
Ishan | ০৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৪458996
b | 14.139.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৪458995
b | 14.139.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৭458993
S | 2a0b:f4c0:16c:2::***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৯458992
i | 59.102.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩৮458991
অর্জুন | 223.223.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৬458990বাইপাসে 'বুকটুক' দেখেছি। ওখানে কিলো দরে বই বিক্রি হয় বুঝি!
"১ থেকে ১০০ র মধ্যে কোন কোন নাম্বারের অড সংখ্যক ফ্যাক্টর আছে?"
ঠিক, একমাত্র পূর্ণবর্গ সংখ্যার অযুগ্ম সংখ্যক বিভাজক থাকে |"
আহ, দুর্যোধনকে ধরে ১০ জন, ৪, ৯, ১৬, ..., ১০০ তম কৌরব |
:-)
kc | 188.236.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৪:১১458988বাইপাসের ধারের দোকান মানে ওই বুকটুক? ওজনদরে যেগুলো বিকোয় সেগুলো অতি অখদ্যে। ভালো বইগুলো ক্যাশবাক্সের পাশে ডাঁই করে রাখে প্লাস্টিক মুড়িয়ে, ছাপা দামই নেয়। ডিসকাউন্ট চাইলে মুখ ব্যাজার করে।
একবার গোঁ ধরে ঘন্টা খানেক খুঁজে মকরন্দ পরাঞ্জপের দুটো সরু বই ওজনদরে পেয়েছিলাম। বেশ ঝাল বই।
অর্জুন | 223.223.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৪:০০458987ইংরেজিতে শীলা ধরের 'Raga n josh' দারুণ । বেশ মজারও।
একক | 1.39.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫৭458986পিছিয়ে গিয়ে ছোটাইদির গল্পের আইডিয়াটা পড়লুম। বেশ গপ্পো! আমি সংগীতের গঠনগত বিষয়ে এক্কেরে আবুইদ্যা তাই , লেখায় ও জগৎ ভুলেও মাড়াইনা।
kc | 188.236.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫২458985দিলীপ মুখোপাধ্যায়।
অর্জুন | 223.223.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫২458984@i ০৫ সেপ্টেম্বর ২০২০ ১০:৪৩
চমৎকার।
'একটা ছোটো গল্প হয়' - লিখেই ফেলুন।
সম্বিৎ | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৭458982অমিয়নাথ সান্যাল।
অর্জুন | 223.223.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৫458981@i কে অনেকদিন বাদে দেখলাম। :-)
গোলপার্কে পুরনো বইয়ের দোকানে দাম বড্ড বেশী নেয়। তবে ওদের সংগ্রহ খুব ভাল।
বাংলা গান নিয়ে মজলিশি লেখা কুমারপ্রসাদ ছাড়া আর কার আছে?
অমিয়ভূষণ সান্যাল সঙ্গীত নিয়ে লিখতেন না!
T | 146.196.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৯458980কিরম সি এর স্ট্রাকচার পয়েন্টারের মতন হয়ে গ্যাছে। নারী -> পুরুষ
সম্বিৎ | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৯458979অশ্রুনদীও আছে।
kc | 188.236.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৮458978ন্যাড়াদা, নিভৃত প্রাণের দেবতা আর আজি এ আনন্দসন্ধ্যা।
সম্বিৎ | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৬458977এককের মাইরি সিমিলিগুলোর কোন তুলনা হয়না।
একক | 103.124.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৩458976আরে ধুর এসব কী!!! রিফ্রেশ করতেই সঞ্জীব কুমারের চাদর উড়ে গিয়ে কাটা হাত, থুরি ভাটয়ালিতে মাত্র একটা পোস্ট
দীপাঞ্জন, আমি মনে হয় ধাঁধাটা বুঝতে পারছি না।
এখানে মনে হয় ২ থেকে ১০০ এর মধ্যে ইভেন নম্বর ফ্যাকটর চাওয়া হচ্ছে? (১ বাদ দিয়ে কারণ ২য় দিন থেকে শুরু হচ্ছে)।
নারী == Initial state
যেমন ২নং কৌরব = ১ বার, (নারী -> পুরুষ)
৩ নং কৌরব = ১ বার, কিন্তু (নারী -> পুরুষ)
৪ = ২য়, ৪থ দিনে, (নারী -> পুরুষ -> নারী)
৯ = ৩য়, ৯ম দিনে, (নারী -> পুরুষ -> নারী)
১৬ = ২য়, ৪থ, ৮ম, ১৬তম দিনে (নারী -> পুরুষ -> নারী -> পুরুষ -> নারী)