এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রঞ্জন | 122.162.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০০:০৬459004
  • @অর্জুন,

      বন্দনা শিবা? পরিবেশবিদ?

  • অর্জুন | 113.2.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০০:০১459003
  • রঞ্জন-দা, S, বোধিসত্ত্ব দাশুগুপ্ত, আপনাদের বন্দনা শীবার কাজ ও বক্তব্য কেমন লাগে? 

  • S | 2a0b:f4c0:16c:16::***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৬459001
  • ঐ মৈত্রীশ ঘ্টকের লেখাটা? সে লেখায় সত্যি বলতে নতুন কিছু তো পেলাম না। গত কোয়ার্টারে ভারতের জিডিপি কমে গেছে অনেকটা, সেটা কোরোনার জন্য স্বাভাবিক। ঐ কোয়ার্টারে অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থা সঙ্গীন, সেটাও স্বাভাবিক। বিভিন্ন দেশ কোরোনা মোকাবিলায় বিভিন্ন স্টেজে রয়েছে, তাছাড়া ম্যানুয়েল লেবার সেন্ট্রিক অর্থ্নীতিতে সেটাই স্বাভাবিক। ঐ চার্টটার কোনও মানে নেই, কারণ ওখানে অপেক্ষাকৃত অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনসগুলোকে নেওয়া হয়েছে। আর দেশের গরীব লোকেদের অবস্থা আরো সঙ্গীন, সেতো চিরকালই তাই।

    আসল কথাটা হল অর্থনীতি এরপর যখন রিকভার করবে, তখন যেন আমরা বেশি লাফালাফি না করি। কারণ তখন অন্কের নিয়মেই বিশাল বড় গ্রোথ দেখাবে, কিন্তু অর্থনীতি থাকবে সেই অন্ধকারেই।
  • রঞ্জন | 122.162.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫০459000
  • অতীন্দ্রমোহন গুণঃ ছোট্ট একটু স্মৃতি

    ----- ময়মনসিংহ জেলার বারাট্টা গ্রামে গুণ পরিবারের দুই ভাই স্বাধীনতার পরবর্তী কোলকাতায় পরিচিতি পেয়েছিলেন।

    অতীন্দ্রমোহন ( স্ট্যাটিসটিক্সের অধ্যাপক ) এবং ক্ষিতীন্দ্রমোহন ( মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ)। ঘটনাচক্রে এঁদের বড়দি আমার বড়মামীমা। আমাদের বাঙাল জিভে অতু গুণ এবং ক্ষিতু গুণ। এক ভাই পূর্ব পাকিস্তানে রয়ে গ্যালেন। 

    এই দুই ভাইয়ের সঙ্গে আমার দুটো অকিঞ্চিৎকর স্মৃতি জড়িয়ে আছে যা টই নয় ভাটের উপযুক্ত।

             .১  ১৯৫০ সালে   মেডিকেল কলেজের ইন্টার্ণ ক্ষিতু গুণের সুপারিশে আমার মা জেনারেল ওয়ার্ডে মাটিতে একটি বেড পেলেন এবং গাদাগাদির মধ্যে আমার জন্ম দিলেন।

          ২ ১৯৬৭ সালে হায়ার সেকেডারি মাত্র দিয়েছি ,এজাল্ট বেরোতে আরও তিনমাস বাকি। একটি পারিবারিক উৎসবে দেখা হওয়ায় অতীন্দ্র গুণ বাবাকে বললেন ছেলেকে বলুন আমার ডিপার্টমেন্টে এসে দেখা করতে। ওনার অফিসে দেখা করলাম। বুশশার্ট প্যান্ট, চোখে চশমা সুপুরুষ ব্যক্তিত্ব। হাসিমুখে বসিয়ে বললেন যদি ফার্স্ট ডিভিশনে পাশ কর আর অংকে ভাল নম্বর পাও, তাহলে ভর্তি করে নেব । আমি বললাম--স্ট্যাটিস্টিক্স পড়ব না, ইকনমিক্স পড়তে চাই। একটু চুপ করে বললেন -- ইকনমিক্সে অ্যাডমিশন টেস্টে বসতে হবে, আমার ডিপে লাগবে না।

    আমার এক গোঁ। উনি আলমারি থেকে একটা পাতলা বই টেনে আমায় দিয়ে বললেন--তুমি বোধহয় জানো না ,স্ট্যাটিস্টিক্স কি । ছুটিতে এই বইটা পড়ে দেখ। তারপর ভেবেচিন্তে --।

    আমি ভাবছি-- কেন জানব না? ওই তো --মীন/মীডিয়ান/মোড, ওতে আছেটা কি?

    তিনমাস বাদে বেকার ল্যাবে ইকনমিক্সে অ্যাডমিশন টেস্ট ( শুধু ইংরেজি ও অংক) দিয়ে ওনার অফিসে বই ফেরত দিতে গেলাম। উনি মার্ক্সশীট দেখলেন, বই ফেরত নিলেন। তারপর আমাকে ফর্ম এগিয়ে দিলেন। আমি দুর্বিনীতের মত মাথা নাড়লাম। ইকনমিক্সে টেস্ট দিয়েচি। উনি বললেন--ঠিক আছে, যেটা ভাল বোঝ। কিন্তু সাতদিন টাইম আছে। 

     আমি পালালাম। তখন মাও  সে-তুঙ বলে দিয়েছেন == এই ব্যবস্থায় যে যত পড়ে সে তত মূর্খ হয়। তারপরে কোন কথা হয় ?

    ছ'বছর পরে ছত্তিশগড়ে আব্বার ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। ওখানে পড়ানো হয় রে এন্ড শেঠ, রে এন্ড শর্মা এইসব। আমি কোল্কাতা থেকে আনিয়ে নিলাম-- গুণ , গুপ্ত, দাশগুপ্তের ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিসটিক্স।

    ২০১২ সালে বিয়েবাড়িতে দেখা। চেহারার সে ঔজ্বল্য নেই, অনেক রোগা হয়ে গেছেন। পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। পরিচয় দিলেম। কিন্তু অপরাধবোধ থেকে মুক্তি পাইনি আজও।

  • π | ০৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৯458999
  • এস, অর্থনীতি নিয়ে অনেক লেখা এসেছে। আরো আসছে। দেখেছেন নিশ্চয়। যা মনে হয়, লিখুন না!
  • S | 2405:8100:8000:5ca1::2cf:***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৭458998
  • আচ্ছা আপনারা কেউ আনন্দ গিরিধারীদাসের বক্তব্য শুনেছেন?
  • r2h | 73.106.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৫458997
  • আমার ঐ ডানদিক বাঁদিকের ব্যাপারটা চাই। এইটাও অবশ্য ভালোই।

    বিটিডাব্লু এইটা হচ্ছে - shukkur - শুক্কুর, কয়ে কয়ে সংযুক্ত উ-কার - এইটা হচ্ছে না, শু-র মধ্যে উকার পড়ে যাচ্ছে।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৪458996
  • আপনারা গুরুতে নতুন এডিটার দিলেই চিল্লামিল্লি করবেন। তাই আগেই একটা স্যাম্পল লিংক শেয়ার করছি। টাইপ করে টরে দেখুন কোনো ঝামেলা আছে কিনা। শব্দের শেষে প্রশ্নচিহ্ন আর বিস্ময় দিলে এখন নেয়না, ওটা জানা জিনিস, ফিক্স করা হয়নি। বাকিটা দেখুন। এই হল লিংকঃ

    https://www.guruchandali.com/autocomplete.html

    পুঃ না দেখলে ঠিকই আছে। কিন্তু পরে ঝামেলা করবেন না।
  • b | 14.139.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৪458995
  • এলেবেলে অনেকদিন আগে একটা লিংক দিয়েছিলেন। করোনর সাইড এফেক্ট হিসেবে যাদের মৃত্যু হচ্ছে, পরিযায়ী শ্রমিক, ফিনান্সিয়াল কারণে আত্মহত্যা ইত্যাদি। সেই লিঙ্কটা পাওয়া যাবে?
  • b | 14.139.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৭458993
  • বিভূতি মুখোর গপ্পটা এরকম। কোন এক বছর গাঁয়ে বৃষ্টি নেই। জমিদারের খেয়াল। মল্লার শুনলে বৃষ্টি আসে, তাই বুলাও সমস্ত ক্লাসিকাল গাইয়ে বাজিয়েদের। কাশী, আগ্রা, মথুরা, লখনউ, গোয়ালিয়র, দিল্লি,রামপুর, জয়পুর বম্বে আরো যত আছে সব জায়গা থেকে ডাকা হোলো তাবড় তাবড় ওস্তাদদের। তাঁরা সব একত্রে মল্লার গাইবেন ও বাজাবেন। যাই হোক গান তো শুরু হলো। কিন্তু হায় রে, কোনো ঘরানার সাথে কোনো ঘরানা মেলে না। একটু এগুতেই ওস্তাদদের নিজেদের মধ্যে ইয়ে ক্যা, কিউঁ নেহি এসব থেকে বাদানুবাদ, বাদানুবাদ থেকে মা বাবা তুলে গালিগালাজ, গালিগালাজ থেকে তানপুরো, তবলা নিয়ে মারামারি। এমন সময় শামিয়ানার এক কোণায় দপ করে আগুন জ্বলে উঠলো, সভা ভন্ডুল। কেউ বল্ল রান্না থেকে আগুন লেগে গেছে, কেউ বল্ল ছ আনির জমিদারের কাজ, তবে সমঝদারেরা মাথা নেড়ে বলল, না হে, মল্লার ক্রেমে দীপক হয়ে গেছে।
    (অবশ্যই আমি জাস্টিস করতে পারলাম না। সংক্ষিপ্তকরণ, ইত্যাদি)
  • S | 2a0b:f4c0:16c:2::***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৯458992
  • জে এল ৫০ দেখতে পারেন। সোনি লিভে। আধঘন্টার ৪টে এপিসোড। ৩৫ বছর আগের হারিয়ে যাওয়া একটি ফ্লাইট হঠাৎ ক্র্যাশ করে উত্তরবঙ্গের পাহাড়ে। ইংরেজী সিরিজ ম্যানিফেস্টের নকলে। কিন্তু গল্পটা জমে উঠতে একটু সময় লাগে। প্রচুর ভালো অ্যাক্টর থাকলেও একটু দূর্বল স্ক্রিপ্ট, বেশ কয়েকটা জায়্গায় রিপিটেটিভ। এত ইন্টারেস্টিং প্রিমাইস, কিন্তু অভিনেতাদের দেখে মনে হচ্ছিল হয় পয়সা পায়নি বা অভিনয় নিয়ে কারোর তেমন ইন্টারেস্টই নেই। অভয় দেওল কয়েকজায়্গায় আন্ডার অ্যাক্টিং না করলেই পারতো।

    সমস্যা হল ঘ্টনাবলী কোলকাতায়। এদিকে হিন্দীর মাঝে মাঝে একলাইন বাংলা ভাষা আর গানের ব্যবহার সত্যিই কানে লাগছে। একটা ফিকশনাল আজাদ বেঙ্গল অ্যাসোসিয়েশান দেখিয়েছে যারা নাকি ভারত থেকে বাঙলাকে আলাদা করতে চায়। এরকম একটা সংস্থা যে নিজেদের নামে "আজাদ" আর "অ্যাসোসিয়েশান" শব্দ কেন রাখবে, সেটা বুঝলাম না।

    ফেলুদা, অশোক, ডা ভিন্চি, লস্ট, ব্যাদেই সব আসে, ডার্ক, ফ্লায়িং সসার সবই পেয়ে যাবেন এখানে। ইয়ার্কি নয়।
  • i | 59.102.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩৮458991
  • অর্জুন,
    নমস্কার জানবেন। ভালো থাকুন। আবার কথা হবে।
  • অর্জুন | 223.223.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৬458990
  • বাইপাসে 'বুকটুক' দেখেছি। ওখানে কিলো দরে বই বিক্রি হয় বুঝি! 

  • অরিন | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৪:২২458989
  • "১ থেকে ১০০ র মধ্যে কোন কোন নাম্বারের অড সংখ্যক ফ্যাক্টর আছে?" 
    ঠিক, একমাত্র পূর্ণবর্গ সংখ্যার অযুগ্ম সংখ্যক বিভাজক থাকে |"

    আহ, দুর্যোধনকে ধরে ১০ জন, ৪, ৯, ১৬, ..., ১০০ তম কৌরব |

    :-)

  • kc | 188.236.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৪:১১458988
  • বাইপাসের ধারের দোকান মানে ওই বুকটুক? ওজনদরে যেগুলো বিকোয় সেগুলো অতি অখদ্যে। ভালো বইগুলো ক্যাশবাক্সের পাশে ডাঁই করে রাখে প্লাস্টিক মুড়িয়ে, ছাপা দামই নেয়। ডিসকাউন্ট চাইলে মুখ ব্যাজার করে।

    একবার গোঁ ধরে ঘন্টা খানেক খুঁজে মকরন্দ পরাঞ্জপের দুটো সরু বই ওজনদরে পেয়েছিলাম। বেশ ঝাল বই।

  • অর্জুন | 223.223.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৪:০০458987
  • ইংরেজিতে শীলা ধরের 'Raga n josh' দারুণ । বেশ মজারও। 

  • একক | 1.39.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫৭458986
  • পিছিয়ে গিয়ে ছোটাইদির গল্পের আইডিয়াটা পড়লুম। বেশ গপ্পো!  আমি সংগীতের গঠনগত বিষয়ে এক্কেরে  আবুইদ্যা  তাই , লেখায় ও জগৎ ভুলেও মাড়াইনা। 

  • kc | 188.236.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫২458985
  • দিলীপ মুখোপাধ্যায়।

  • অর্জুন | 223.223.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫২458984
  • @i ০৫ সেপ্টেম্বর ২০২০ ১০:৪৩

    চমৎকার। 

    'একটা ছোটো গল্প হয়' - লিখেই ফেলুন। 

  • দীপাঞ্জন | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৮458983
  • "১ থেকে ১০০ র মধ্যে কোন কোন নাম্বারের অড সংখ্যক ফ্যাক্টর আছে?"
    ঠিক, একমাত্র পূর্ণবর্গ সংখ্যার অযুগ্ম সংখ্যক বিভাজক থাকে |
  • সম্বিৎ | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৭458982
  • অমিয়নাথ সান্যাল।

  • অর্জুন | 223.223.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৫458981
  • @i কে অনেকদিন বাদে দেখলাম। :-)

    গোলপার্কে পুরনো বইয়ের দোকানে দাম বড্ড বেশী নেয়। তবে ওদের সংগ্রহ খুব ভাল। 

    বাংলা গান নিয়ে মজলিশি লেখা কুমারপ্রসাদ ছাড়া আর কার আছে? 

    অমিয়ভূষণ সান্যাল সঙ্গীত নিয়ে লিখতেন না! 

  • T | 146.196.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৯458980
  • কিরম সি এর স্ট্রাকচার পয়েন্টারের মতন হয়ে গ্যাছে। নারী -> পুরুষ

  • সম্বিৎ | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৯458979
  • অশ্রুনদীও আছে।

  • kc | 188.236.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৮458978
  • ন্যাড়াদা, নিভৃত প্রাণের দেবতা আর আজি এ আনন্দসন্ধ্যা।

  • সম্বিৎ | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৬458977
  • এককের মাইরি সিমিলিগুলোর কোন তুলনা হয়না।

  • একক | 103.124.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৩458976
  • আরে ধুর এসব  কী!!!  রিফ্রেশ করতেই সঞ্জীব কুমারের চাদর উড়ে গিয়ে কাটা হাত,  থুরি ভাটয়ালিতে মাত্র একটা পোস্ট

  • অরিন | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৯458975
  • দীপাঞ্জন, আমি মনে হয় ধাঁধাটা বুঝতে পারছি না। 

    এখানে মনে হয় ২ থেকে ১০০ এর মধ্যে ইভেন নম্বর ফ্যাকটর চাওয়া হচ্ছে? (১ বাদ দিয়ে কারণ ২য় দিন থেকে শুরু হচ্ছে)। 

    নারী == Initial state

    যেমন ২নং কৌরব = ১ বার, (নারী -> পুরুষ)

    ৩ নং কৌরব = ১ বার, কিন্তু (নারী -> পুরুষ)

    ৪ =  ২য়, ৪থ দিনে, (নারী -> পুরুষ -> নারী)

    ৯ = ৩য়, ৯ম দিনে, (নারী -> পুরুষ -> নারী)

    ১৬ = ২য়, ৪থ, ৮ম, ১৬তম দিনে (নারী -> পুরুষ -> নারী -> পুরুষ -> নারী)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত