ও"সুপ্রীম কোর্ট থেকে বিজয় মালিয়া সম্পর্কিত তথ্য নাকি হারিয়ে গেছে।
প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে গালওয়ান ও সংলগ্ন এলাকায় চীনা অনুপ্রবেশ সম্পর্কিত তথ্য গায়েব হয়ে গেছে।"
রামচন্দ্রের কৃপায় এখন `rm -rf`!
বাইসে সাবোনে দাদুর পোতি দুলাইন -
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
কে বলে তুমি নেই কাকা ?
পুস্পো ও পচা ডিম রোরাকে ছুঁড়ুন।
২২ শে শ্রাবণের শোকবার্তায় চারদিক অন্ধকার হয়ে আসছে। এত শোক বাঙালি রেখেছিলো কোথায়?
"মাঝখানে একটা সাদা বড় রুমাল কিনা, সেই দেখে ভাবলাম কী হল! ঃ-)"
যজ্ঞে বাঁধবার মতো বেড়াল খুঁজে পায় নি বলে মনে হয় মুখে রুমাল বেঁধেছে। ভন্ডের দল!
ওই আর কি, সেই কোন কালে নাদাচি নাদাচি গানে শ্রী ত্যাগরাজ লিখেছিলেন , "ত্যাগরাজ শ্রী রামচন্দ্রের খোঁজে অযোধ্যায় গিয়ে তাঁকে খুঁজে পায় নি, দেখলো আধবোজা চোখে গেরুয়া পরে মালা জপ কয়েকজন ভন্ড বসে আছে, ভক্তির কথা বলে জানে না তিনি যে স্থানে রয়েছেন সেখানে না আছে জন্ম না আছে মৃত্যু । "
আজকে (নাকি গতকাল ছিল?) ২২শে শ্রাবণ না?
আজ্জো, ছেলের স্কুল খুলে গেছে? তোমরা তো আজ খবরের শিরোনামে...
আমি একটি গাছপালা সংক্রান্ত গ্রুপে দেখলাম, এক 'ভদ্র'লোক রামরাজ্য প্রতিষ্ঠার আনন্দে নিজের বাগানের আলোকমালায়(টুনিসজ্জিত) ভরিয়ে ছবি দিয়েছেন। দেখার পর থেকে মনে আনন্দের হিল্লোল খেলে যাচ্ছে!
"মাস্ক পরা তিনজন প্রৌঢ় যে ছবিতে, সেইটা কি যজ্ঞের ছবি? যজ্ঞে আগুন কই?"
আগুনের আর অভাব কি? তিন প্রৌঢ় দেশ জুড়ে আগুন লাগিয়েই চলেছেন নিত্যদিন ! গোটা দেশটাই তো মারণ যজ্ঞে আহুতি দিয়েছেন!
তৃতীয় গেরুয়াধারী যিনি কপালে টিপ পরে একটু পিছনে বসে আছেন, উনি কি সেই বিখ্যাত সন্ন্যাসী রাজ্যসেবক?
হা,হা।অরিন মোক্ষম ধরেছেন। ইডিওপ্যাথিক ফাইব্রোসিস লিখেছে আবার কজ ও লিখেছে।এদিকে ইডিওপ্যাথিক এর অর্থই হলো যার কজ জানা নেই।--))
আচ্ছা, বোধি (বোধিস্বত্ত দাশগুপ্ত / খ / h / হ ) -- ও কি ফেসবুকে নেই? দেখতে পাচ্ছি না। একটা লেখার খোঁজ করেছিল। ওটা উদ্ধার হয়েছে । তোমাদের কারও সঙ্গে যোগাযোগ থাকলে একটু বলে দিও। এই যে লিংক - https://www.guruchandali.com/comment.php?topic=18283
আস্তে আস্তে আরও পুরোনো লেখা আপলোড হচ্ছে, সৈকতের আর্কাইভ ফাইলে অনেক কিছু আছে
The cause(s) of idiopathic pulmonary fibrosis have vexed researchers for decades
তাই তো লিখলাম। ইডিওপ্যাথিক আর cause এক লাইনে লিখেছে। আজকাল আমি রিস্ক ফ্যাক্টর কথাটারও মানে বুঝতে পারি না। এতগুলো ব্যাপার একটা আরেকটার সঙ্গে জড়িয়ে আছে।
'পিতৃতন্ত্র' র নাম তুলতেই মনে হল মৌচাকে ঢিল পড়েছে। সবই তন্ত্রের জোর।
"ইডিওপ্যাথিক।এক্ষেত্রে ভাইরাল ইনফেকশন ট্রিগার ফ্যাক্টর হিসাবে কাজ করে।"
ট্রিগার না কারণ? এ কি সাংঘাতিক রকমের জটিল ভাইরাস!