ঠিক, ইতালির অ্যাবসলিউট ডেথ নম্বর বেশি মর্টালিটি রেট যদি ইচ্ছাকৃত ভাবে কম দেখানো ও হয় । ইতালিতে প্রতি বছর নিউমোনিয়াতে ১৫,০০০ মারা যান । তার সিংহভাগ শীতকালে হলেও আর সেই সব মৃত্যুই করোনাকে এট্রিবিউট করলেও ৭০০০ দেড় মাসে হবে না। নিউমোনিয়া ছাড়াও যাদের অন্যান্য প্রি-কন্ডিশন আছে, যেমন ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেসারে, করোনা তাদের অনেকের মৃত্যু ট্রিগার করছে যেটা এক্সসেস মর্টালিটি, ওভারঅল মর্টালিটি রেট যাই হোক। সেই অ্যাবসলিউট এক্সসেস মর্টালিটি ভারতে খুব বড় একটা সংখ্যা হতেই পারে ।
Italy death count - breathing difficulty, respiratory disorder
এখানে ঘরের কাজ সকলেই করছেন নিশ্চয়। আমি আর মা ভাগাভাগি করে রান্না, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা সব করছি। বাসন সব আমিই মাজছি। জামা, কাপড় কাচার পরে এক ড্রপ স্যাভলন দিয়ে নিচ্ছি। তারপর মেলা।
এসব কাজে কোনোদিন আপত্তি ছিল না। এখন করতেই হচ্ছে। বাসন মাজতে বেশ লাগে আমার।
সিংগল k নামটা পড়ে প্রথমে ভেবেছিলাম ইনি বোধহয় শ্রীলঙ্কাবাসী। ছবি টবি দিয়ে প্রফেশনল রিপোর্টিং স্টাইলে মেসেজ করেন। বেশ সাপোর্টিং ছবি গুলো ।
@খ আপনি পিএইচডি করেননি তাতে কিছু এসে যায়না। অনেকটা করলাম না, 'কি হবে করে? দুটো সিং গজাবে!' অনেকটা এইরকম ব্যাপার। :-)
তুমি বললে খুশী হব।