এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৪ মার্চ ২০২০ ০৮:৩৪438213
  • ভাইজাগের কমপ্লেক্সে বিধেশ থেকে কেউ করোনা নিয়ে এলে সেই ঘরে কাজ করতে গিয়ে ঐ কাজের লোকজনের ধরলে তাঁদের পুরো কলোনি উজাড় হয়ে যাবে। সব জায়গায় কাজের লোকজনকে আসতে বারণ করা হচ্ছে, তাঁদের থেকে ইন্ফেকশন হবে এই ভয়ে নয় , উল্টোটা, তাঁদের মধ্যে যেন না হয়। কারণ তাঁদের মধ্যে ঢুকে গেলে কন্ট্রোল প্রয় অসম্ভব, যে অবস্থায় তাঁদের থাকতে হয়।

    তবে পরশুই লজডাউন ঘোষণার সময় এখানে ও অন্য্ত্র লিখেছিলাম, পরের দিন এই নিয়ে লোকের ট্রেনে বাসে বাড়ি যাওয়া কেনাকাটার হুড়োহুড়ি আর ভিড়ে হিতে বিপরীত না হয়, সেটাই হল, এর ফল কতটা বাজে হবে জানিনা। এই নিয়ে কোন আগেই নির্র্দেশিকা, বহু জায়গায় পুলিশ মোতায়েন, এসব এলনা কেন জানিনা।
  • Amit | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৮:৩২438211
  • আমিও মনে করি নেদারল্যান্ডস বা sweden যে স্টেপস গুলো নিচ্ছে, সেটা তে হয়তো ক্যাসুয়ালটি রেট একটু বেশি হবে, বাট ইন লং রান হের্ড ইমিউনিটি আনার জন্যে এটা বেটার প্রসেস, at least socially more manageable । এর মানে এই নয় যে বেমক্কা লোকদের মরতে দেওয়া হোক, কিন্তু যত টা পারে সোশ্যাল মিক্সিং কমানো, হাইজিন বজায় রাখা , আর্লি ডিটেকশন - এসব থাকুক।

    এই যে ইন্ডিয়া তে এতো বয়স্ক লোকজন আছেন, যারা কাজের লোকের ভরসায় থাকেন পুরোপুরি, হটাৎ করে এই ভাবে সব হাউসিং সোসাইটি গুলোকে সব লোক ঢোকা বন্ধ করে দিলে তাদের কি অবস্থা হবে ? সেই তো সারভাইভাল অফ টি ফিটেস্ট হয়েই যাচ্ছে, তাহলে এতো আর মরার ভয় কেন ?
  • aka | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৮:৩১438210
  • ওরে দাদা, আপনি একটু স্ট্রেস কমান।

    ভারতে লকডাউন শুনে ঘুড়ায় হাসবে।

    পাড়ায় ফুচকা, চপ, রুটির দোকান সব খোলা আছে। ক্লাবে ক্লাবে লোকে যেমন তাস, ক্যরম খেলে খেলছে।

    দীর্ঘকালীন লকডাউনের কথা কেউ ভাবছেও না বোদহয়। হলে লোকে পাতি মানবে না।
  • π | ২৪ মার্চ ২০২০ ০৮:৩০438209
  • ডেইলি য়েজ আর্নারদের দের প্রয় সব স্টেটই ভাতা দিচ্ছে ( অন্তত দেবে বলে ঘোষণা করেছে), রেশন দিচ্ছে। অঙ্গনওয়ড়ির খাবার মিড ডে মিলের রেশন সব ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন শিক্ষকরা। কিছু সরকারি জায়গা ছাড়া সব সবেতন ছুটি। অন্তত নির্দেশ তো তাইই।
  • dc | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৮:৩০438208
  • "ভাইজাগ এ আমার যে ফ্লাট টা আছে, সেখানে নোটিশ এসেছে আগামী ১০ দিন কোনো কাজের লোক, ড্রাইভার, খাবার দাবার নিয়ে আসা লোকজন - কাউকে ঢুকতে দেওয়া হবে না। রোগ ছড়ানো বন্ধ করার জন্যে ইসোলেশন জরুরি বুঝি, কিন্তু ইন্ডিয়া তে এটা শুধু উচ্চ আর মধ্যবিত্ত দের একচেটিয়া হয়ে যাচ্ছে, বাকি রা বাঁচলো কি মরল , সেটা আদৌ জরুরি নয়।"

    এটা নিয়ে ইন্টারেস্টিং একটা ব্যপার দেখছি, পরে লিখবো।
  • Amit | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৮:২৭438207
  • সে তো বটেই । সরকার থেকে টাকা দেওয়া টাও একটা খুব ই টেম্পোরারি সল্যুশন। কিন্তু ওই আর কি, ডিমনির সময় আমি লোক কে এতো ভুগতে দেখেছি, সেটা ভেবেই আরো আতঙ্ক হচ্ছে। তাও ডিমনি নাহয় যেচে নিজের পেছনে বাঁশ নেওয়া ছিল। আর এটা তো গ্লোবাল সমস্যা, সব দেশেই একই রকম প্যানিক চলছে।

    এই প্যানিক এ লোকে তো এমনি ই হার্ট প্রবলেম এ মরবে মনে হচ্ছে করোনা য় মরার আগেই। আমার এক বয়স্ক আত্মীয় কালকে সারাদিন ধরে ওনার আর ওনার স্ত্রী র কি কয়েকটা দরকারি ওষুধ খুঁজে বেড়াচ্ছেন, কোথাও কিনতে পারেন নি। বিকেলে কথা বললাম, ওনার আর কথা বলার অবস্থা নেই তখন। এই লেভেল এ পাগলামি , এতো মুভি কে হার মানাচ্ছে।

    এখন তো মনে হয় হলিউড মুভি গুলোই আসলে সত্যি করে futuristic , এরাই এসব মুভি বানিয়ে আসল সব প্যানিক রেক্রিটে করেছিল। আমরাই বেকুব, বুঝতে পারিনি।

    এই লেভেল এ লক ডাউন জাস্ট পাগলামি, দু এক হপ্তাহ পরেই একটা বিচ্ছিরি কেয়স সিচুয়েশন তৈরী হবে যদি সামলাতে না পারে। রাস্তা ঘাটে খাবারের জন্যে মারা মারি হবে।
  • dc | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৮:২৩438206
  • আপনারা জিনিষপত্র তো স্টক করছেন, সে ঠিক আছে, কিন্তু জম্বি মুভি দেখছেন তো? আর কদিন বাদেই তো সারা পৃথিবীতে জম্বি অয়াটাক শুরু হবে, তখন সারভাইভ করবেন কিভাবে?
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৮:১৯438205
  • "করোনা বেদম ভোগাবে, কিন্তু প্রাণে চট করে মারবে না । বয়েস ৫৫' র নিচে হলে মরার চান্স খুব ই কম।"

    তাহলে ভয়টা কীসে পাচ্ছি আমরা? আমি সত্যিই বুঝছিনা। হাল্কা করে আইসোলেশন, বুড়োদের সাবধানে রাখা, আর মেডিকেয়ারে প্রচুর টাকা ঢাললেই তো হয়। যেন খুব দ্রুত না ছড়ায় আর হাসপাতালে চিকিৎসা হয়, এইই তো চাই।

  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৮:১৫438204
  • সবাই বলছে এ ওকে টাকা দেবে, সরকারি সাহায্য চাই, ইত্যাদি প্রভৃতি। কিন্তু এ খুব বেসিক অর্থনীতি, যে টাকা হল বিনিময়ের মাধ্যম মাত্র। টাকাকে খাওয়াও যায়না,  টাকা দিয়ে চুল আঁচড়ানোও যায়না। উৎপাদন ব্যবস্থাটাই চৌপাট হয়ে গেলে টাকা দিয়ে কী হবে? ইনফ্লেশন হবে আকাশ ছোঁওয়া।যেকটা জিনিস পাওয়া যাবে, তাই নিয়ে কামড়াকামড়ি হবে, এরই সুসভ্য নাম টাকার মূল্য কমে যাওয়া। এর পর রইল সরকারি সাহায্য।  দেশে সরকার আলু দিয়ে শুনছি সাহায্য করছে। কিন্তু আলু চাষই না হলে সরকারই বা পাবে কোথা থেকে?

  • lcm | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৮:১১438203
  • পিন্টুর সঙ্গে একমত। আমেরিকার স্বাস্থ্যব্যবস্থ্য ইন জেনারেল ভাল।
    আইওয়া-তে থাকার সময়, ছোট ছোট জনপদগুলিতে কয়েকটি জিনিস দেখে অবাক হয়ে এক যেতাম - এক, স্বাস্থ্য পরিষেবা, আর, পাবলিক লাইব্রেরি (পাবলিক স্কুল-ও)। মার্শালটাউন নামের এক ছোট শহরে, একবার হাসপাতাল দেখে ব্যোমকে গেছিলাম। ওয়াটারলু, সিডার ফলস, মাউন্ট ভার্নন - অনেক ছোট শহরেই (পপুলেশন হাজার দশেক বা তার কম) খুব ভাল মেডিক্যাল সেন্টার এবং ফেসিলিটি। আর একবার নেব্রাস্কায় এক ছোট্ট শহরে যে হোটেলে ছিলাম, তার পাশেই ছিল বিশাল ডাক্তারখানা।
    প্রবলেম আছে, সেটা ইনসিওরেন্স কভারেজ আর ড্রাগ কোম্পানির পলিসিতে। এটাও বিল ক্লিনটনের সময় থেকে শুরু। ক্লিনটনের সময় থেকে অবশ্য অনেক কিছু খারাপ জিনিসের শুরু।
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ০৮:১১438202
  • "ইন দি মিন টাইম করোনার কৃপা হলে চিরশান্তি"

    সে গুড়ে বালি মশাই।
    করোনা বেদম ভোগাবে, কিন্তু প্রাণে চট করে মারবে না । বয়েস ৫৫' র নিচে হলে মরার চান্স খুব ই কম।
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৮:০৬438201
  • স্টক করে লোকে ভুল কিছু করছেনা তো। বেশিদিন এ জিনিস চললে খাদ্যাভাব দেখা দেবেই তো। আমিই ভাবছি ফ্রিজার কিনে কিছু জমিয়ে রাখব কিনা। চাকরি বাকরি কিছুদিন বাদে থাকা চাপ। অন্তত অনাহারে যাতে না মরি, সেটা একটু দেখা দরকার। ইন দি মিন টাইম করোনার কৃপা হলে চিরশান্তি।

  • দীপাঞ্জন | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৮:০৪438200
  • "ইতালি কিন্তু সেদিক থেকে পড়তির দিকে" - এবার পড়বে । মার্কেল টাকা দিতে রাজি হয়েছেন চাপে পড়ে ।
    https://finance.yahoo.com/news/germany-ready-back-rescue-plan-162546959.html
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ০৮:০০438199
  • "অলরেডি গল্প ছড়াচ্ছে ইন্ডিয়া তে একটা গুজরাটি কোম্পানি কে নাকি টেস্ট কিট বানানোর মনোপলি অর্ডার দেওয়া হয়েছে। সত্যি কি না জানি না আগেই বলে রাখি। কিন্তু এই সরকার যে এই বিপদের মধ্যেও গুজরাটি ব্যবসাদার গুলোকে মুনাফা করার সুযোগ করে দেবে না, এটা নিয়ে অন্তত আমার কোনো ভরসা নেই।"

    না, এরা প্রথম থেকেই CDC র কিটগুলো বানায় ।
    অন্য একটা গ্রাফ দেখায়, আজকে ourworldindata নাম একটা সাইটের থেকে ডাটা নিয়ে দেখতে গিয়ে দেখছি, আমেরিকা, স্পেন, এইরকম কয়েকটা দেশে এখনো মৃত্যুহার বেড়ে চলেছে, ইতালি কিন্তু সেদিক থেকে পড়তির দিকে । দেখুন,

    country-deaths
  • aka | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৭:৫১438198
  • অত ভাববেন না, এই দেশ ডিমনি সামলেছে। ঠিক সামলে নেবে।

    লকডাউনের যা ছবি দেখলাম, ঐ আর কি একটু বনধ বনধ খেলা হচ্ছে।
  • b | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৭:৩৯438197
  • @অমিত,
    আমিও তাই করেছি। কি করব? প্রচন্ড অনিশ্চয়তাঃ একজন বলল দুপুর দুটো থেকে লকডাউন, একজন বলল সন্ধে ছটা, একজন বলল চারটে, একজন বলল না না, আগামীকাল। প্লাস চারদিকে সবাই কিনছে।
    এই সব আর কি।
  • Pintu | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৭:৩৮438196
  • USA's healthcare system is pretty good, specially in remote areas. According to World Health Organization (WHO) data for countries performing best in the healthcare sector, the US ranks 37, while India stands at 112.
  • Amit | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৭:২৭438195
  • কারেন্ট worlwide যে ক্যাপিটালিস্ট সোশ্যাল সিস্টেম, সেখানে এরকম ভাবে উনপ্লানেড লক ডাউন মানে কিছু গরিব লোক কে স্রেফ না খাইয়ে মেরে ফেলা। এবার করোনা য় মরা ভালো নাকি না খেতে পেয়ে, সে নিয়ে কেও তুলনা করতে চাইলে করুন।

    পুরো দুনিয়ায় গরিব লোকে রাই সংখ্যায় বেশি, সব দেশেই। মিলিলিওনারে রা নিজেদের প্রাসাদ এ, মধ্যবিত্ত আলোকিত রা নিজে দের গেটেড কমিউনিটি তে দিব্যি সেফ থাকবেন, খাবার দাবার সব মজুদ করে রাখতে পারবেন ডিপ ফ্রিজ এ। কিন্তু বাড়ির কাজের লোক, ড্রাইভার , কুলি মজুর, ফেরিওয়ালা থেকে শুরু করে কোটি কোটি এ রকম দিন আনা দিন খাওয়া লোক স্রেফ না খেয়ে দিন কাটাবেন, কারণ তাদের মজুদের ক্ষমতা নেই। সরকার থেকে কি সাপোর্ট বা সাপ্লাই দে তাদের দু দিন পরেই দেখা যাবে।

    ভাইজাগ এ আমার যে ফ্লাট টা আছে, সেখানে নোটিশ এসেছে আগামী ১০ দিন কোনো কাজের লোক, ড্রাইভার, খাবার দাবার নিয়ে আসা লোকজন - কাউকে ঢুকতে দেওয়া হবে না। রোগ ছড়ানো বন্ধ করার জন্যে ইসোলেশন জরুরি বুঝি, কিন্তু ইন্ডিয়া তে এটা শুধু উচ্চ আর মধ্যবিত্ত দের একচেটিয়া হয়ে যাচ্ছে, বাকি রা বাঁচলো কি মরল , সেটা আদৌ জরুরি নয়। সরকার থেকে একটা কোনো মিনিমাম ইনকাম সাপোর্ট দেওয়ার কথা হয়েছে ? শুধু ঘন্টা বাজালেই সব হয়ে গেলো।

    অলরেডি গল্প ছড়াচ্ছে ইন্ডিয়া তে একটা গুজরাটি কোম্পানি কে নাকি টেস্ট কিট বানানোর মনোপলি অর্ডার দেওয়া হয়েছে। সত্যি কি না জানি না আগেই বলে রাখি। কিন্তু এই সরকার যে এই বিপদের মধ্যেও গুজরাটি ব্যবসাদার গুলোকে মুনাফা করার সুযোগ করে দেবে না, এটা নিয়ে অন্তত আমার কোনো ভরসা নেই।

    এই লক ডাউন চললে শুদু ইন্ডিয়া নয়, বহু দেশেই রিওট বাধা শুধু সময়ের অপেক্ষা, যদি সরকার থেকে ইনকাম সাপোর্ট না দিতে পারে, বা সমস্ত খাবার ডিস্ট্রিবিউশন রেশন করে দিতে না পারে। আমার নিজের বন্ধু বান্ধব হোওয়া তে পোষ্টাচ্ছে দুদিন ধরে কে কত চাল , ডাল, তেল, মাছ কিনে জড়ো করেছে ঘরে, পুরো অশ্লীল লাগছে মাইরি। এ যেন পুরো আগে যেমন লোকে দলবল মিলে অন্য গ্রাম বা পাড়া লুট করে আনতো, তার অন্য ভার্সন। সারভাইভাল অফ দা ফিটেস্ট বা রিচেস্ট। বাকি সব ভোগে গেলে যাক।
  • shaalikh | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৭:২৬438194
  • মাংসের জন্য পুষলে লামা পুষুন। দরকার হলে পেছন থেকে খানিক কেটে নেবেন, আবার গজিয়ে উঠবে। শুধু ব্যান্ডেজ ইত্যাদি স্টকে থাকলেই হল।
  • π | ২৪ মার্চ ২০২০ ০৭:১৮438193
  • SARS-CoV-2 remained viable in aerosols throughout the duration of our experiment (3 hours), with a reduction in infectious titer from 103.5 to 102.7 TCID50 per liter of air
    ।।।
    Our results indicate that aerosol and fomite transmission of SARS-CoV-2 is plausible, since the virus can remain viable and infectious in aerosols for hours and on surfaces up to days (depending on the inoculum shed). These findings echo those with SARS-CoV-1, in which these forms of transmission were associated with nosocomial spread and super-spreading events,5 and they provide information for pandemic mitigation efforts.

    নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে গত হপ্পার পেপার।
    https://www.nejm.org/doi/full/10.1056/NEJMc2004973
  • S | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৫:০৪438192
  • আমেরিকাতে বহু বহু কাউন্টি আছে যেখানে একজনও ফিজিশিয়ান নেই। যদিও এইসব কাউন্টিগুলোর জনসংখ্যা কম। বড় শহরে ভেটারান ক্লিনিকগুলোর অবস্থা আমাদের দেশের সরকারি হাসপাতালের থেকেও খারাপ।
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ০৫:০৩438191
  • "গোটা দুই তিন ছাগল রাখলেও হয়, তাহলে লনটাও মো করে দেবে।"

    আমাদের মেয়ের যখন দু বছর বয়েস, তখন এক পড়শী বললেন তিনি তাঁর গ্রামের বাড়ি থেকে দুটো ভেড়া নিয়ে এসে পুষতে চান, কারণ তাঁর দুই ছেলের খুব শখ ভেড়া পোষে । এদিকে তাঁর বাড়ির লন খুবই ছোট, ওখানে ভেড়া রাখা যাবে না, ঠিক হবে না। আমাদের (তখনকার বাড়ির) লন মোটামুটি প্রশস্ত, ভেড়াটাকে আমাদের লন এ একটা খুঁটিতে বেঁধে রেখে দেবেন, মাঝে মাঝে ছেড়ে দিতে হবে আমাদের লন এ, তারা সে ঘাস খেয়ে বেড়াবে, তাছাড়া বললেন যে দেখবেন মেয়ের নতুন একটা পোষ্য পেলে ভালো লাগবে, এইসব হ্যাজ দিলেন। আমরা আর কি বুঝি? আমরাও বাহ্ বাহ্ নতুন ব্যাপার হবে, এইসব হাবিজাবি সেন্টু খেয়ে দারুন আনন্দে ভেড়াদুটোকে নিয়ে লন এর খুঁটিতে বেঁধে দিলাম, জল, দুধ, অন্য ভেড়ার খাদ্য, এসব নিয়মিত খাওয়ানো হতো, মেয়ের ও ভারী আনন্দ, কি সব নাম টাম দিয়ে বেশ কয়েকদিন আদিখ্যেতা চললো, যতদিন না তাদের "freezer এ যাবার দিন ক্ষণ এসে গেলো, ও সায়েব খ্রীষ্টমাস এর আগে এসে তাদের নিয়ে গেলেন বধ্যভূমিতে ।

    কিন্তু ততদিনে লন সেই ভেড়াদের চারণভূমিতে পরিণত হয়েছে । তারা বিস্তর ঘাস খেয়ে ঘাস ছেঁটে দিয়েছিলো বটে, কিন্তু আমাদের সাধের লন ততদিনে আবাদের জমিতে পরিণত হয়েছে, ভেড়াদ্বয়ের নিয়মিত পদচারণার ফলে বিভিন্ন জায়গায় "গোস্পদ"-এর মতো "ভেড়াস্পদ" তৈরী হয়েছে, লন যাকে বলে আর লন নেই, paddock এ পরিণত হয়েছে ।

    ভেড়া ছাগল নয় জানি, তাহলেও, যদি কাজে লাগে এই ভেবে লিখলাম যে ছাগল বা ভেড়া দিয়ে দিয়ে জব মাড়ানো বা লন মো করানোর ব্যাপারে কিন্তু সাবধান । লাউনের বারোটা বেজে যাবে ।
  • সে | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৪:৫৯438190
  • টেস্টিং ফ্রিতে হবে, ট্রিটমেন্ট ফ্রি নয় মোটেও।
    এতে রোগ ছড়াবে তো। অবশ্য যদি প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তবে অন্য কথা। দেশের বিরাট সংখ্যক মানুষ ডাক্তার না দেখিয়ে ওষুধ না খেয়ে গোটা জীবন কাটিয়ে দিচ্ছে। গড় আয়ুও মন্দ নয়। সন্তান প্রসব করে কোথায়?
    যদিও এর সঙ্গে মহামারি বা করোনার তুলনা চলে না।
    ভারত বা বাংলাদেশের মত দেশগুলোতেও গরীব লোকেরা ডাক্তার দেখায়। জ্বর হলেও দেখায়, বাচ্চা কাচ্চাও হাসপাতালেই প্রসব করে ( অবিশ্যি এর একসেপশন আছে নিশ্চয়)।
    ভারতের মত আর্থিক এবং পরিকাঠামোগত মাঝারি মাপের দেশে যে ভাবে এত বিপুল জনতাকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বা তার ব্যবস্থা করা হচ্ছে এই মহামারির টাইমে – তা প্রশংসনীয়।
  • S | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৪:৫৭438189
  • S | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৪:৫৪438188
  • খাদ্য, পানীয়, এবং স্যানিটাইজারের অভাব পুষিয়ে দেবে।
  • aka | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৪:৫৪438187
  • কেন হাতির পটিতে কি করোনা সারে?
  • S | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৪:৫২438186
  • খামোখা হাতিকে কমোডে বসাবো কেন? হাতির পটিতে নাকি দারুন উপকার। শোনেননি পটি হাতির দাম লাখ টাকা।
  • aka | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৪:৪৯438185
  • হাতি সিড়ি দিয়ে ওঠানামা কর্তে কেন পারবে না। ঠিক পারবে, শেখাতে হবে, তবে হাতি কোমডে বসতে পারবে কিনা একটু সন্দো আছে। অত শক্ত কোমড কি আছে?
  • aka | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৪:৪৬438184
  • ঠিক আছে ঠিক আছে আর দরাদরি করতে পারছি না, মুরগী মারব না, একটা বড় চৌবাচ্ছা কিনে মাছের চাষ করব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত