Sonata ছবিতে দোলন সেনের চরিত্রটা মনে আছে ? 'I'm going on a diet' বলেই 'I will have what?' ঃ-))) তারপর খাওয়ারের লম্বা ফর্দ। শেষে নিজেই হেসে ওঠে 'How obsessed I'm with food.'
এটাই বাঙালির স্পিরিট ।
ভাবা লিখেছেন অক্সফোর্ডে পড়ার সময় উনি বোম্বের ষ্ট্রীট ফুড মিস করতেন খুব। বিলিতি খাবারের সঙ্গে ভারতীয় খাবারের তুলনা করে ইংরেজদের সম্পর্কে নানা ধারণা তৈরি হত। এ নিয়ে ইংরেজদের রিডিকিউল করতে ভাল লাগত।
@অরিন-দা
Homi K Bhabha র 'Location of Culture' বইটিতে 'তথাকথিতে শেকড়ের টান অনুভব', স্থানীয় সংস্কৃতির সঙ্গে যোগসূত্র, লোকাল ফুড, টপোগ্রাফি ইত্যাদি বিষয়ক।
মানুষ কর্মসূত্রে যে জায়গায় যায় সেই জায়গাটির একটি ডোমিনেটিং ফোর্স থাকে। সেখানকার অনেক কিছু সে ইচ্ছায়, অনিচ্ছায় গ্রহণ করতে বাধ্য হয়। সেই জন্যে সেসব মানিয়ে নেওয়া বা নেওয়ার মধ্যে একটা দ্বন্দ্ব, সংঘাত থেকে যায়। প্রবাসীরা অনেকে তাদের জন্মস্থান, বেড়ে ওঠা শহরের স্মৃতি নিয়ে কল্পলোকে একটা 'দেশ' নির্মাণ করে বাঁচতে চায়।
কলকাতার একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা কলকাতার অপর একটি স্মৃতিকথা লেখেন তার ছোটবেলা, বড় হয়ে ওঠা নিয়ে। পরে অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করে যান তিনি কিন্তু চোখ বুঝলে বো ব্যারাকএর অঞ্চলটিকে তার নিজের ঘর মনে হয়।