এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 172.69.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:৪৯435541
  • সে, স্ট্রিট ফুড কি শুধু অস্বাস্থ্যকরভাবে বানায় বলে খান না? সব জায়গায় কিন্তু অস্বাস্থ্যকরভাবে বানায় না, বেশীরভাগ সময়ে মোটামুটি পরিষ্কার করেই বানায়। আর আমি বলবো যেকোন শহরেই একটু ভালো জায়গা দেখে স্ট্রিট ফুড চেখে দেখুন। আমার সাধারনত রেস্তোরাঁর থেকে স্ট্রিট ফুড খেতে বেশী ভাল্লাগে ঃ-)
  • সুকি | 172.68.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:৪৭435540
  • যাবার আগে নিমোর একটা ছোট ব্যাপার লিখে যাই, পরে বিস্তারে লিখছি নিমো-র গল্পে।

    গত শনিবার নিমো গিয়েছিলাম। লাল্টুর সাথে দেখা - বলল বুলবুলের বিয়ে নিয়ে ব্যস্ত আছি। ব্যস্ততা কিসের জানতে চাইল বলল,

    "সুকান-দা, আমি গেছি মাঝখান থেকে ফেঁসে। ছেলে এদিকে বন্ধু - আর ওদিকে যে মেয়ের সাথে সমন্ধ হচ্ছে তাদের বাড়ি আমার শ্বশুর বাড়ির ওদিকে। কিভাবে ফোন নাম্বার পেয়েছে - সেদিন ফোন করেছিল ছেলের চাকরি, স্বভাব চরিত্র কেমন জানার জন্য।

    আমি বললাম, "কি বললি তুই মেয়ে পক্ষ-কে"?

    - "বলে দিলাম ছেলের চাকরি রাষ্ট্রপতির মতন"

    আমি কনফিউজড, বুলবুলের চাকুরীতে আবার রাষ্ট্রপতির সাথে কিসের মিলে!

    - লাল্টু,চাকরি রাষ্ট্রপতির মতন মানেটা কি?

    - মানে আবার কি! এর মানে 'মাইনে আছে খরচা নেই!' দাদার কারখানায় ম্যানেজারী করে মাইনে পায়। আর বাপ মানে ন্যাড়া-কাকার হোটেলে খায়! খরচাটা কিসের?

    মনে হচ্ছে বুলবুলের বিয়ে লাগলো বলে - যেতে হবে নিমো আবার।
  • সে | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:৪৪435539
  • সুকি
    অ্যাগদম না। বাড়িয়ে বলা এখানে এক ফোঁটাও নেই।
    লেখো।
  • অর্জুন | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:৩৮435538
  • Sonata ছবিতে দোলন সেনের চরিত্রটা মনে আছে ? 'I'm going on a diet' বলেই 'I will have what?' ঃ-))) তারপর খাওয়ারের লম্বা ফর্দ। শেষে  নিজেই হেসে ওঠে 'How obsessed I'm with food.' 

    এটাই বাঙালির স্পিরিট । 

  • | ১৪ মার্চ ২০২০ ১১:৩৮435537
  • ডিসির সাথে একমত। কলকাতা রীতিমত অপছন্দ করি। ঝগরুটে অসভ্য লোকজন।

    তবে আমার কোন পাহাড়ি জায়গায় গেলে ফিরতে ইচ্ছে করে না। ফিরে আসার পর অবশ্য পরে আবার ক্যোথাও যাবার প্ল্যান করতে থাকি।
  • সুকি | 172.68.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:৩৬435536
  • সে-দি,
    তুমি আমাকে বেজায় লজ্জায় ফেলে দিলে। স্নেহ-ভালোবাসার ভাগটা বেশী হয়ে গেছে মনে হচ্ছে :)

    আমি এবার ভাটিয়ালি থেকে গায়েব হলুম :)
  • সে | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:৩৩435535
  • ডিসির পোস্টের সঙ্গে একমত কেবল একটা পয়েন্ট বাদ দিয়ে— স্ট্রীটফুড। খাইনা, ইচ্ছেও করে না। জিভের স্বাদ বদলে যায় নি পুরোটা, কিন্তু এত অস্বাস্থ্যকরভাবে তৈরি হয় যে প্রবৃত্তি হয় না খেতে।
  • dc | 172.69.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:৩২435534
  • আর আমার শিকড়ের টান বলেও কিছু নেই, কখনো সেরকম কিছু অনুভবও করিনি। একেবারেই যখন যেমন তখন তেমন - সব জায়গাতেই কিছু না কিছু ভালো লাগে, কিন্তু সেটা ছেড়ে এলে আলাদা কোন টান আসে না। আমার ছোটবেলার থেকেই ঘুরতে ভাল্লাগে, নানান জায়গায় গিয়ে সেখানকার খাবার খেতে ভাল্লাগে, সেখানকার মানুষদের সাথে মিশতে ভাল্লাগে। সবসময়ে আফশোষ হয় পৃথিবীতে কতো ঘোরার জায়্গা আছে, কতো কি দেখার আছে, কিন্তু সেসব দেখা হবে না।
  • সুকি | 172.68.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:৩২435533
  • হনুদা,
    "গ্রামীন সারল্য বনাম নাগরিক জটিলতা বা প্রাক আধুনিকতা জীবন উপলব্ধি ভিত্তিক সত্য আর আধুনিকতা মানেই কন্ডূয়ন এরকম ধরনের বাইনারি তে বিশ্বাস ই করি না, করার মত এভিডেন্স ও বিশেষ নেই।"

    বা

    "অমিয়ভূষণ বা কমলকুমার কেন ক্রিটিকাল আক্লেম কখনো বেশি পেয়েছেন সেটার নানা কারণ নানা সময়ে থাকতে পারে, সেটা তো আলাদা বিষয়ে"

    অবশ্যই - একদম একমত।

    আরো একমত, "ভালো লেখা ইজ ভালো লেখা" - তা সে যেখান থেকেই আসুক না কেন। এর থেকে সামারি আর ভালো কি হয়
  • dc | 172.69.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:২৭435532
  • আমি কলকাতায় বড়ো হয়েছি, কলেজ লাইফ পর্যন্ত কলকাতাতেই কাটিয়েছি। তারপর অবশ্য বেশীটা সময় এদিক ওদিক ঘুরে বেড়িয়েছি। এখন কলকাতা শহরটা আমার বিচ্ছিরি লাগে। রাস্তাঘাটে লোকজন সারাক্ষন ঝগড়া করছে, ভালো ব্যবহার খুব কম লোকই করে। রাস্তায় কিছু একটা ঘটলে মুহূর্তের মধ্যে এক গাদা লোক জড়ো হয়ে যায়। সবাই সবাইকে ঠকাতে ব্যস্ত। কলকাতার শুধু একটাই ভালো, স্ট্রিট ফুড। কলকাতার লোকজন খাওয়া নিয়ে অবসেসড, ফলে খাবার অপশনও প্রচুর।
  • সে | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:২৬435531
  • গুরুতে আজ অবধি সুকির লেখা বেস্ট। আর কেও এই লেভেলে লিখতে পারে নি। অসম্ভব জীবন্ত লেখা এবং ছবির মতো সব দেখতে পাই, ভাষার ব্যবহার সাবলীল, সহজভাবে মানুষের দুঃখ আনন্দ অসহায়ত্ব ইত্যাদির বিবরণ হাসির ছলে শুনছি যেন, অথচ চোরা স্রোত রয়েছে যা গভীরে।
    মাঝে মাঝে সুকির লেখা থেকে উদ্ধৃতি দেওয়া যেতে পারে।
    সেদিনই দিয়েছি গুরুতে। সুকির লেখার সেভাবে মূল্যায়ন হয় নি। এরকম ভালো লিখলে গ্রামের গল্পের দিকে মানুষ বেশি করে ঝুঁকবে। আবার বলছি সুকির লেখা বেস্ট। ওর যা লেভেল তার ধারে কাছে লিখতে দেখিনি কারওকে এখানে।
    সুকির লেখা নিমো গ্রামের গল্পগুলো এক একটা জীবন্ত ছবি।
  • অর্জুন | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:২০435530
  • ভাবা লিখেছেন অক্সফোর্ডে পড়ার সময় উনি বোম্বের ষ্ট্রীট ফুড মিস করতেন খুব। বিলিতি খাবারের সঙ্গে ভারতীয় খাবারের তুলনা করে ইংরেজদের সম্পর্কে নানা ধারণা তৈরি হত। এ নিয়ে ইংরেজদের রিডিকিউল করতে ভাল লাগত। 

  • অরিন | ১৪ মার্চ ২০২০ ১১:১৫435529
  • “প্রবাসীরা অনেকে তাদের জন্মস্থান, বেড়ে ওঠা শহরের স্মৃতি নিয়ে কল্পলোকে একটা 'দেশ' নির্মাণ করে বাঁচতে চায়।”

    খুবই সত্যি কথা। প্রবাসের সাহিত্য পড়লে, মানুষের সঙ্গে কথা বললে এই ব্যাপারটি উপলব্ধি করা যায়। তবে আমি যেটা বলেছি সেখানে কিছু লোকের এই “কল্পলোকের” টান এতটাই প্রবল যে অনেকে বাড়াবাড়ি করে ফেলে, প্রায় বাস্তব অস্বীকার করার মত অবস্থা হয়ে দাঁড়ায়।
  • হখগ | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:১৪435528
  • দেখো এগুলো র তো কোন নিয়ম কানুন নেই, তোমার যা মোটিভেশন সেই অনুযায়ী লিখবে। গ্রামীন সারল্য বনাম নাগরিক জটিলতা বা প্রাক আধুনিকতা জীবন উপলব্ধি ভিত্তিক সত্য আর আধুনিকতা মানেই কন্ডূয়ন এরকম ধরনের বাইনারি তে বিশ্বাস ই করি না, করার মত এভিডেন্স ও বিশেষ নেই। অসংখ্য মফস্বল বা গ্রামীন কবি আছেন যাদের লেখা পাঁচ মিনিট পড়াও কঠিন, ঠিক অসংখ্য শহুরে কবি আর লেখকের মত, ভালো লেখা ইজ ভালো লেখা, ক
    আমি শিয়োর মেমারির সব লোক তোমার মত লেখেনা :---)))) আর সব লেখাই এক ই রকম ভালো হতে হবে তা তো না। অমিয়ভূষণ বা কমলকুমার কেন ক্রিটিকাল আক্লেম কখনো বেশি পেয়েছেন সেটার নানা কারণ নানা সময়ে থাকতে পারে, সেটা তো আলাদা বিষয়ে, তুমি ক্রিটিকাল আক্লেম চাওনা, বা অন্য ধরনের রুচি গড়ে তুলতে চাও এটাই তোমার দার্শনিক অবস্থান হলে , কে কিভাবে তোমার লেখা পড়বে তাতে তোমার কি, আমার কোন ধারনা নেই কতজন, বা স্কেল টা কি, তবে এখানে বলে শির ভাগ পাঠক ই তোমার লেখা অসম্ভব ভালো বাসেন।

    আর নেড়ুখোকনের ইতিহাস চর্চা নিয়ে বক্তব্য অবশ্য বরাবরের মতই অপ্রাসঙ্গিক এবং ভিত্তিহীন , সে নিয়ে ভেবে লাভ নেই, মানে শুধু তোমার না কারোর ই। :---)))))))))))
  • অর্জুন | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১১:০১435527
  • @অরিন-দা 

    Homi K Bhabha র  'Location of Culture' বইটিতে 'তথাকথিতে শেকড়ের টান অনুভব', স্থানীয় সংস্কৃতির সঙ্গে যোগসূত্র, লোকাল ফুড, টপোগ্রাফি ইত্যাদি বিষয়ক। 

    মানুষ কর্মসূত্রে যে জায়গায় যায় সেই জায়গাটির একটি ডোমিনেটিং ফোর্স থাকে। সেখানকার অনেক কিছু সে ইচ্ছায়, অনিচ্ছায় গ্রহণ করতে বাধ্য হয়। সেই জন্যে সেসব মানিয়ে নেওয়া বা নেওয়ার মধ্যে একটা দ্বন্দ্ব, সংঘাত থেকে যায়। প্রবাসীরা অনেকে তাদের জন্মস্থান, বেড়ে ওঠা শহরের স্মৃতি নিয়ে কল্পলোকে একটা 'দেশ' নির্মাণ করে বাঁচতে চায়। 

    কলকাতার একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা কলকাতার অপর একটি স্মৃতিকথা লেখেন তার ছোটবেলা, বড় হয়ে ওঠা নিয়ে। পরে অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করে যান তিনি কিন্তু চোখ বুঝলে বো ব্যারাকএর অঞ্চলটিকে তার নিজের ঘর মনে হয়। 

  • অপু | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১০:৪৯435526
  • কিন্তু তুমি খুব ভালো লেখো । সুখপাঠ্য।ওই শব্দ গুলো কি একেবারেই বাদ দেওয়া যায় না ? ব্যক্তিগত মত বললাম প্লিজ কিছ মনে কোরো না সুকান্ত। পাঠক হিসাবে আবদার
  • সুকি | 172.68.***.*** | ১৪ মার্চ ২০২০ ১০:৩৮435525
  • আরে ব্রতীন-দা, ভালো না লাগলে কেন পড়বে! কোনই সমস্যা নেই। ভালো থেকো।
  • অরিন | ১৪ মার্চ ২০২০ ১০:২৩435524
  • “ ইউকে, সুইডেন এর রাস্তায় হাঁটলে বেজায় বিপদ আছে।”
    আমিও ইউকের এপ্রোচ দেখে অবাকই হয়েছে বলতে পার, কারণ ওরা কিন্তু যা করে, খুব ভেবেচিন্তে সিদ্ধান্তে আসে।
    সুইডেন কি করেছে?
    যাই হোক, খুব বুঝে না চললে কি হবে কে জানে।
  • অপু | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১০:২৩435523
  • সুকি তোমার লেখা আগে সব পড়তাম। বেশ ভালো লাগতো। কিন্তু নানাধরনের আপত্তিকর শব্দের আধিক্যে আজকাল আর প ড়তে ভালো না। একদম মন থেকে বলছি
  • ন্যাড়া | 172.68.***.*** | ১৪ মার্চ ২০২০ ১০:২০435522
  • এ ব্যাপারে আমার মত একেবারে পরিস্কার। এবং আঁতেলদের ঘোষিত মতের একেবারে উল্টো। আমি চাই প্রত্যেকের ব্যক্তিগত ইতিহাস লেখা হোক। প্রাতিষ্ঠানিক ইতিহাসচর্চাও সেইদিকেও যাচ্ছে। বালের নেমড্রপিঙে ক্লান্ত। বাঙালির ইন্টালেকচুয়ালিজম এত শ্যালো আর দেখনদারি হয়ে পড়েছে যে তোমাদের মতন অরিজিনালদের ব্যক্তিগত প্রবন্ধ অসম্ভব রিফ্রেশিং।
  • সুকি | 172.68.***.*** | ১৪ মার্চ ২০২০ ১০:১৩435521
  • আরে ন্যাড়াদা, হনুদা - আমি জানি তোমরা অনেকেই আমায় ভালোবাসো। আমার পোষ্টটা পরে নিজেই পড়ে মনে হচ্ছে আমি যেন আক্ষেপ করতে চাইছি আমার লেখা কেন কেউ পড়ছে না বলে! ব্যাপারটা আদপে তা বলতে চাই নি - অবশ্যই লেখা পড়লে এবং কেউ প্রশংসা করলে ভালো লাগে।

    তবে আমার মূল বক্তব্য ছিল যে কিছু কিছু লেখা কোন উচ্চতর সাহিত্যিক সিদ্ধি লাভের জন্য লিখি না - নিজেদের কথা লেখার জন্যই লেখা।

    তবে হালকা আক্ষেপ যেটা আমার আছে তা হল - ধর শাহ আব্দুল করিম বা বিজয় সরকার এদের গানে আমরা যেটা পাচ্ছি, যেটা কথা সাহিত্যে আমরা পাচ্ছি না কেন? ভাষা মানেই তা যে সর্বদা বিবর্তিত হয়ে অমিয়ভূষণ বা সন্দীপন হতে হবে তা তো নয়! "কেন পীরিতি বাড়াইলা-রে বন্ধু ছেড়ে যাইবা যদি" লিখতে কি পরিমাণে এলেম লাগে তা যারা চর্চা করে তারা হয়ত জানে!
  • হখগ | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১০:১১435520
  • :-))))))))
  • সুকি | 172.68.***.*** | ১৪ মার্চ ২০২০ ১০:০৩435519
  • আমি হয়ত একটু অতিসরলীকরণ করে ফেলছি - হয়ত কেউ কেউ লিখছে গ্রামের গল্প আমাদের মত করে। সব তো খোঁজ রাখা যায় না - যেটুকু ভেসে ওঠে বা সহজে খুঁজে পাই সেই ভিত্তিতে বলছি। এবার এরা লিখলেও তা যদি সামনে না আসে, সেটাও একটা সাহিত্যের ক্ষতি।
  • avi | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ০৯:৫৮435518
  • জাতীয় স্কেলে শাহীনবাগের বর্তমান পরিস্থিতি আর আন্তর্জাতিক স্কেলে রোজাভার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু শুনছি না আর।
  • হখগ | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ০৯:৫৭435517
  • সুকি, তুমি মিনিমাম কষ্ট পেলে খারাপ লাগে। তুমি জানো আমরা সবাই তোমার লেখার কত বড় ফ্যান, শুধু গদ্যের না, শুধু রম্য রচনা র না, কবিতা র ও। আমার তোমার লেখা পড়লেই মনে হয়, তোমার সাথে বসে আড্ডা দিচ্ছি। আমি খুব পার্সোনালি মানুষ এর সঙ্গে আজকাল এনগেজ করতে পারিনা, কৃত্রিম তা বা পল্লবগ্রাহিতা টা ই অভ্যেস হয়ে গেছে, কিন্তু তোমার লেখা র মধ্যে একটা আশ্চর্য ক্ল্যারিটি আমরা পেয়ে থাকি। স্থান প্রতিনিধি ত্ব করতে চাইলে করো, কিন্তু যা ভালো লাগে লেখ, সবসময়ই পড়ি ও পড়ব।
  • ন্যাড়া | 172.69.***.*** | ১৪ মার্চ ২০২০ ০৯:৫১435516
  • ল্যাখো, সুকি ল্যাখো। আমি একদম হোপলেসলি কলকাত্তাই। তোমার লেখাগুলো এত অরিজিনাল, ওগুলোই আমার অক্সিজেন।
  • সুকি | 172.68.***.*** | ১৪ মার্চ ২০২০ ০৯:২৮435514
  • কলকাতার গল্প - কলকাতার কথা শুনতে শুনতে মাঝে মাঝে মাথা ঘুলিয়ে যায়, মানে আমরা যারা মফঃস্বল বা গ্রামের ছেলে তাদের অনেকের কথা বলছি আর কি। অনেক জিনিস-ই রিলেট করতে পারি না। ভাবতে ইচ্ছে করে মফঃস্বল আর গ্রামের গল্পও লেখা হবে - কিন্তু প্রবলেম হচ্ছে ওই মফঃস্বলের লেখকেরাও বেশীর ভাগ গুচ্ছ আঁতেল। আঁতলামো ভরিয়ে গ্রামের গল্প লিখছে কলকাতার মতন করে!

    তাই ঠিক করেছি গ্রামের গল্প নিজের মত করে লিখব। কেউ হয়ত পড়বে না, আর এই সব লিখে তথাকথিত 'জাতে' ওঠাও যাবে না। তাতেও তেমন ক্ষতি নেই, থাক আমাদের গল্পও ডকুমেন্টেড হয়ে।
  • π | ১৪ মার্চ ২০২০ ০৯:২২435513
  • অরিনদা, মিডিয়ামের লেখাটা এত ভাল, সেদিন থেকে গুরুতে এতবার এল, আমিই বোধহয় তিনবার দিলাম! কিন্তু এটা পড়ে তো আরো বেশি করে মনে হচ্ছে ইউকে, সুইডেন এর রাস্তায় হাঁটলে বেজায় বিপদ আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত