[ প্রতিদিন রাতে পৃথিবী নিস্তব্ধ হলে জেগে থাকার যন্ত্রণা যাদের আছে, তারা সম্ভবতঃ স্থির চোখের স্ট্রীটলাইটের সঙ্গে নীরব কথোপকথন করে থাকেন? এটিও তেমন একটি নিদর্শন ]
রাত এখন দুটো দশ...
না, দুটো বেজে বারো মিনিট?
তুমি এখনো জেগে কেন
স্ট্রীটলাইট?
আমার তো ঘুম আসেনা
ঘুম আমার প্রেমিক নয়।
তুমি কেন এতো একা?
তুমি এখনো জেগে কেন, স্ট্রীটলাইট?
রাত এখন দুটো কুড়ি
নাকি একুশ-বাইশ মিনিট?
আমার মস্তিষ্ক জর্জরিত।.
ঘুম আসছে না তোমারও, স্ট্রীটলাইট?
আমার চোখে ক্লান্তজল শুকিয়ে মরা নদী
তোমারও অনিদ্রা নিত্যসঙ্গী নয় যদি
তোমার চোখও কেন আমার মতোই লাল?
ঘুমোবে না?
আমাদের নিত্যসঙ্গী এই প্রাত্যহিক যন্ত্রণা।
জেগে থাকো। আমার সাথে জাগো
স্ট্রীটলাইট।
তোমার আলোকে মানে না ওরা, তুমি তাও জেগে?
ছুটে যাচ্ছে অজস্র যানবাহন
লাল-হলুদ-সবুজ যুদ্ধে সহমরণ
মেনে নিচ্ছে তারা?
ওদের পুরুষদের দেহ কদাকার।
নারীদের প্রসাধনময় মুখ ভালো লাগে না আমার!
কালো গাড়িটার ভিতরে দমচাপা আর্তনাদ বিষাক্ত করছে রাত্রির বাতাস।
আমি পথ খুঁজছি এখনো,
তুমি কড়া চোখে চেয়ে আছো কেন?
আর একটু জাগো, স্ট্রীটলাইট?
রাতটা শেষ হোক
নতুন ভোর।..
আসতেই হবে
Sleep no more
আর একটু জাগো।..
পাঁচটা বাজে?
নাকি সকাল হতে আরো কয়েক ঘন্টা
কতো মিনিট?
আমি জেগে আছি
চোখ জ্বলছে
আর একটু।..
জেগে থাকো
স্ট্রীটলাইট !
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।