এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ঋত্বিক ঘটক সংক্রান্ত বইপত্রের তালিকা

    কৌতুহলী
    সিনেমা | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৩৯০ বার পঠিত
  • ঋত্বিক ঘটক সংক্রান্ত বইপত্রের তালিকা
    আপাতত ঋত্বিক ঘটককে নিয়ে বাংলা আর ইংরেজি বইয়ের তালিকাই বানিয়েছি। বইগুলোর প্রথম প্রকাশের সালটা তৃতীয় বন্ধনীতে রেখেছি।প্রথম প্রকাশকাল অনুযায়ী বইগুলোকে সাজিয়েছি। সবকটা বই আমার ব্যক্তিগত সংগ্রহে নেই। তাই কোন প্রকাশনা বা প্রথম প্রকাশকাল ভুল থাকলে কেউ সংশোধন করে দিলে উপকৃত হব। কেউ এখানে বাদ পড়া কোন বইয়ের নাম যোগ করলেও সকলেই সমৃদ্ধ হব।
    বাংলা
    ১) চলচ্চিত্র মানুষ ও আরও কিছু- ঋত্বিককুমার ঘটক – দেজ [১৯৭৫-৭৬, প্রথম দেজ সংস্করণ ২০০৫]
    ২) ঋত্বিক ও তার ছবি (দুটি খন্ড) – রজত রায় – সাম্প্রতিক [১৯৭৯]
    ৩) ঋত্বিক চলচ্চিত্র কথা – বাঁধন সেনগুপ্ত – নবজাতক প্রকাশন , সম্ভবত পুনশ্চ পুনর্মুদ্রিত করেছে [১৯৮২]
    ৪) সেই ঋত্বিক – সুব্রত রুদ্র – নাথ পাবলিশিং , পরে প্রতিভাস পুনর্মুদ্রণ করে [১৯৮৫]
    ৫) কেন খ্যাপা ঋত্বিক আমাদের গুরু – দীপক মজুমদার – বাকশিল্প [১৯৯৩]
    ৬) ঋত্বিক পদ্মা থেকে তিতাস – সুরমা ঘটক – অনুস্টুপ [১৯৯৫]
    ৭) ঋত্বিক- সুরমা ঘটক – অনুস্টুপ [১৯৯৫-৯৬]
    ৮) ঋত্বিক শেষ ভালবাসা – প্রতীতি দেবী – সাহিত্য প্রকাশ [১৯৯৭]
    ৯) ঋত্বিক , আরে সে এক মহা ইয়ে… - মহাশ্বেতা দেবী , তুষার তালুকদার – আজকাল [১৯৯৮]
    ১০) ঋত্বিকমঙ্গল – ফার্মা কে এল এম প্রাইভেট লিমিটেড [২০০০]
    ১১) ঋত্বিক ঘটক – রজত রায় সম্পাদিত – প্রতিভাস [২০০১]
    ১২) নাগরিক ৫০ বছর – ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট [২০০৩]
    ১৩)বগলার বঙ্গদর্শন – ঋত্বিককুমার ঘটক – দেজ [২০০৬](মুক্তি না পাওয়া একটা চলচ্চিত্রের চিত্রনাট্য)
    ১৪) নিজের পায়ে নিজের পথে – ঋত্বিক ঘটক – সিনে সেন্ট্রাল [২০১০]
    ১৫) যুক্তি তক্কো ঋত্বিক – সুগত সিংহ – সহজপাঠ [২০১২]
    ১৬) ঋত্বিকচরিত – মনফকিরা [২০১৪]
    ১৭) ঋত্বিকতন্ত্র – সঞ্জয় মুখোপাধ্যায় – সপ্তর্ষি প্রকাশন [২০১৪]
    ১৮) ঋত্বিককুমার ঘটক – চণ্ডী মুখোপাধ্যায় – গাঙচিল [২০১৫]
    ১৯) ঋত্বিক উপনিবেশ – কুমার সাহানী, সঞ্জয় মুখোপাধ্যায় – খোয়াবনামা [২০১৬]
    ২০) ঋত্বিকচর্চা – চণ্ডী মুখোপাধ্যায় সম্পাদিত – প্রতিভাস [২০১৭]
    ২১) প্রসঙ্গ ঋত্বিককুমার ঘটক চলচ্চিত্রচর্চা সামগ্রিক মূল্যায়ন – বিভাস মুখোপাধ্যায় সম্পাদিত – চলচ্চিত্র চর্চা , কলকাতা [২০১৭]
    ২২) প্রসঙ্গ ঋত্বিককুমার ঘটক চলচ্চিত্রচর্চা চলচ্চিত্র সমালোচনা – বিভাস মুখোপাধ্যায় সম্পাদিত – চলচ্চিত্র চর্চা , কলকাতা [২০১৮]
    ২৩) ঋত্বিককুমার ঘটক – অতনু পাল – সুজন প্রকাশনী [ফেব্রুয়ারী ২০১৮] ( আগে এই বইটা সম্ভবত বাণীশিল্প প্রকাশনীর ছিল)
    ২৪) পরিচালক ঋত্বিক ঘটক – মিহির মৈত্র – এবং মুশায়েরা [২০১৮]
    ২৫)নিহিত কোমলগান্ধার( ঋত্বিক ঘটকের সিনেমায় সঙ্গীত ও আবহ)- প্রসেনজিত দাশগুপ্ত [২০২০]
    ২৬) ঋত্বিক নিজের কথায় নিজের লেখায় – সঞ্জয় মুখোপাধ্যায় সম্পাদিত – বোধিসত্ত্ব প্রকাশনী [২০২৩]
    ২৭) সাক্ষাৎ ঋত্বিক – দীপায়ন প্রকাশনা ( ঋত্বিক ঘটকের ১৮ টা সাক্ষাৎকার আর ঋত্বিক ঘটক সম্পর্কে ১১ জনের লেখা )
    ২৮) সিনেমার ঋত্বিক ঋত্বিকের সিনেমা – ইরাবান বসুরায়
    ২৯) ঋত্বিক ঘটক নির্বাচিত রচনাসংগ্রহ – নাট্যচিন্তা
    ৩০) তিতাসপুরাণ – সাজেদুল আওয়াল – প্রতিভাস
    ৩১) ঋত্বিকদা সলিলদা – তুষার তালুকদার – আজকাল
    ৩২) ঋত্বিক ঘটকের ছবি – জ্যোতির্ময় বসু রায়
    ৩৩) কথাবার্তা সংগ্রহ – ঋত্বিক ঘটক – প্রতিভাস
    ইংরেজি বই
    1. Ritwik Ghatak A return to epic - Ashish Rajadhyaksha – Screen Unit [1982]
    2. Ritwik kumar Ghatak A monograph – Hamanti Banerjee – National Film Archive of India [1985]
    3. Ritwik Ghatak Argument/Stories - Ashish Rajadhyaksha , Amrita Gangar- Screen Unit [1987]
    4. Cinema and I – Ritwik Ghatak – Ritwik Memorial Trust [1987]
    5. Ritwik Ghatak A Celluloid Rebel – Shoma A. Chatterji – Rupa [2005]
    6. I strode my raod , Montage of a mind – Ritwikkumar Ghatak – Monfakira [2013]
    7. Refugee women in Ritwik Ghatak movies- Debasmita Ray – Kunal Books [2013]
    8. Life after Ritwik Ghatak – Nabarupa Bhattacharjee , Surama Ghatak – photojaanic [2016]
    9. Ritwik Ghatak and the cinema of Praxis – Culture , Aesthetics and Vision – springer [2020]
    10. The cloud capped star (Meghe Dhaka Tara)- Manisita Dass – Bloomsbury [2020]
    11. Ritwik Ghatak Cinema India – Shampa Bandyopadhyay – Directorate of Film Festivals
    12. Ritwik Ghatak Five Plays – Translated by Amrita Nilanjana
    13. Ritwik Ghatak's Partition Quartet: The Screenplays 1- Nagarik - Rani Ray, Ira Bhaskar [2021]
    14.On the cultural front – Ritwik Ghatak – Ritwik Memorial Trust
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:১৫745792
  • এলেবেলেদার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। ওঁর দেওয়া বইয়ের নামগুলোও এই তালিকায় যোগ করে দিয়েছি।
  • যদুবাবু | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৭745794
  • এই একটা দারুণ কাজ করলেন। খুঁজে পড়বো কয়েকটি। দীপক মজুমদারের বইটা নিয়ে বিশেষ আগ্রহ হচ্ছে। কেন জানি না। 

    একটা জিনিষ খেয়াল করলাম, অবশ্য ভুল-ও হতে পারে, কারণ আন্দাজে বলছি + সবকটা বইয়ের প্রকাশের সাল জানি না। 
    ঋত্বিক চলে যাওয়ার পর থেকে সময়টাকে কয়েক ভাগে ভাঙলে মনে হয় যেন ২০১০-এর পর যতগুলো বই দেখলাম, তার আগেও প্রায় ততোগুলো। আবার ৮৬-৯৫ এই সময়ের মধ্যে বেশ কম (৩টে বাংলা, ২টো ইং), তুলনায় ২০১৫-র পর অন্তত গোটা দশেক বাংলা, গোটা চারেক ইং। মিসিং পাবলিকেশন ডেট ধরলে বেশিই হয়তো। অবশ্য বই নিশ্চয়ই এখন পিওডি'র ছাপাও হয় অনেক, অনেক বেশি? তবুও। 
  • শ্রীমল্লার বলছি | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৭745797
  • @কৌতূহলী সবটাই দেখলাম। এমন একটা কাজ কেবলই গুরুত্বপূর্ণই নয়, সেইসঙ্গে ভালোবাসারও। যা আপনার আগ্রহেই বোঝা যাচ্ছে। শুভেচ্ছা রইল, এমন একটা কাজে এগিয়ে আসার জন্য। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫১745799
  • @যদবাবু 
    হ্যাঁ , এটা বেশ চিত্তাকর্ষক। এর কারণ আমিও জানতে চাই।
    আরও একটা প্রশ্ন , ঋত্বিক ঘটক মারা গেছেন ১৯৭৬ সালে। এখানে লিস্ট করতে গিয়ে কোন বইই ১৯৭৬ এর আগে পেলাম না। তাহলে কি ওঁর লেখা কোন বইই ওঁর জীবদ্দশায় প্রকাশিত হয়নি? এখানে যারা ঋত্বিক বিশেষজ্ঞ আছেন , তাঁরা এই নিয়ে আলোকপাত করলে ভাল হয়। 
    র২হ ,এল সি এম , শ্রীমল্লার বলছি বাবুদেরও মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৪745800
  • আরও দুটো বই যোগ করছি। 
    ১) সত্যজিৎ ,ঋত্বিক , মৃণাল ও অন্যান্য - ধীমান দাশগুপ্ত 
    এই বইটা শুধু ঋত্বিক ঘটকের না হলেও তিনজনের শিল্প বা নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির চমৎকার তুলনামূলক আলোচনা আছে। ঋত্বিক চর্চার জন্য কাজে লাগবে।
    ২) মুখোমুখি ঋত্বিক সত্যজিৎ - উদিসা ইসলাম
    এখানে ঋত্বিক ঘটকের কিছু সাক্ষাৎকার আছে। 
    আরও কিছু মনে এলে যোগ করতে থাকব।
  • ... | 223.223.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৮745801
  • দারুণ । সব জমা থাক। 
     
    এখানে অনেকে ইনপুট দিতে পারবে। 
     
     
  • এলেবেলে | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৫745802
  • দীর্ঘ ১০ বছর গুরুতে কাটানোর পরে ব্যক্তিগত ভাবে মনে হয়েছে গুরুজনরা সত্যজিৎ নিয়ে যতটা আগ্রহী (আপ্লুতও বটে), ঋত্বিক নিয়ে ততটা নন। বহু দিন আগে গুপি বাঘা টইয়ে ব্যাপক কাও চলাকালীন কল্লোলদা আমার ঋত্বিক বলে একটা টই খুলেছিলেন। সেখানে মন্তব্যের ও মন্তব্যকারীদের সংখ্যা দেখলেই বিষয়টা আরও স্পষ্ট হবে বলে আমার ধারণা।  
     
    ঋত্বিক এখন সিনে মার্কেটের অন্যতম সেলেবল প্রোডাক্ট। প্রায় প্রতি বছরই তাঁকে নিয়ে কোনও না কোনও বই প্রকাশিত হয়। যদিও তার অধিকাংশই হয় চর্বিতচর্বন কিংবা পুনর্মুদ্রণ। সাম্প্রতিক কালের এক ইরাবান বসুরায় ছাড়া সে সব পাতে দেওয়ার যোগ্য নয়। যেমন কিনা চণ্ডী মুখোপাধ্যায়। তাঁকে আর যাই হোক ঋত্বিক বিশেষজ্ঞ বলে আমার কস্মিনকালেও মনে হয়নি। কিন্তু বাজারে চাহিদা আছে এবং প্রতিভাসের টাকা আছে। কাজেই দু খণ্ড বেরিয়ে গেছে আর কি।
     
    কৌতূহলী যেহেতু এখানে বাছবিচার না করে নির্বিচারে ঋত্বিক সম্পর্কিত যাবতীয় বইপত্তর তুলে রাখছে, সেহেতু আমিও তাঁর দিকে সাহায্যের হাত বাড়ালাম।
     
    ১. Partha Chatterjee - Ghatak
    ২. Moinak Biswas - Kinship and History in Ritwik Ghatak
    ৩. Ritwik Ghatak - On Cultural Front
    ৪. Manas Ghosh - Nation and Partition: Tagore Reinvented by Ritwik Ghatak
    ৫. Dr. Debjani Halder - Outline of Partition: Ritwik’s Thought And Creation
    ৬. Dr. Debjani Halder - Ritwik Ghatak : Indian People’s Theatre Association Birth, Growth and Decline
    ৭. Sibaji Bandyopadhyay - Sibaji Bandyopadhyay Reader: An Anthology of Essays
    ৮. সংহিতা ঘটক - ঋত্বিক এক নদীর নাম
    ৯. ঋত্বিক ঘটকের গল্প
     
    ঋত্বিক ও মেলোড্রামা নিয়ে পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধটি (রজত রায়ের বইতে), ঋত্বিক ও ইয়ুং নিয়ে সুগত সিংহের ক্ষীণতনু পুস্তকটি, ঋত্বিককে নিয়ে সুবিমল মিশ্রের বিস্ফোরক প্রবন্ধ ও প্রবীর সেনের দীর্ঘ সাক্ষাৎকারটি (অতনু পালের বইতে) অবশ্য পাঠ্য।
     
    @যদুবাবু, দীপক মজুমদারের বইটি সম্ভবত আর পাওয়া যায় না। তবে দীপায়ন থেকে প্রকাশিত সাক্ষাৎ ঋত্বিক বইতে তাঁর লেখাটি পাবেন। সঙ্গে পাবেন যুক্তি তক্কো নিয়ে সন্দীপন চট্টোর অসাধারণ লেখাটিও।
     
    ঋত্বিকের ফিলমোগ্রাফি এবং তাঁর প্রবন্ধ-নিবন্ধের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বই হল 'সিনেমা অ্যান্ড আই' যেখান থেকে রজত রায় এবং সঞ্জয় মুখোপাধ্যায় দুজনেই না বলে টুকেছেন এবং বেদম ছড়িয়েছেন।
     
    ঋত্বিক চর্চা অব্যাহত থাকুক।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৩745803
  • অনেক ধন্যবাদ এলেবেলেদা , আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম। 
    হ্যাঁ , যেকটা বই পড়েছি ,তার মধ্যে অধিকাংশেই মৌলিক বিশ্লেষণের থেকে চর্বিতচর্বণ বেশি , তাও সবকটাই দিয়ে রাখলাম।আর চণ্ডী মুখোপাধ্যায়ের অধিকাংশ লেখাতেই প্রচুর ভুল তথ্য থাকে। বিশেষজ্ঞ হওয়া না হওয়া তো পরের ব্যাপার। 
    তবে একটা প্রশ্ন আছে , যেটা ওপরেও একবার লিখলাম।
    ঋত্বিক ঘটকের জীবদ্দশায় কি ওঁর লেখা কোন বইই প্রকাশিত হয়নি? 
    প্রথম প্রকাশের সালগুলো সবই দেখলাম ১৯৭৬ এর পরে।
    এব্যাপারে কিছু বলতে পারবেন এলেবেলেদা? 
     
  • এলেবেলে | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৫745804
  • আমার জানা মতে হয়নি। সাক্ষাৎকারগুলো বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছে, তাঁর লেখা গল্পগুলোও। কালচারাল ফ্রন্ট নিয়ে যে থিসিস, সেটাও বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে।
     
    মনে রাখতে হবে যে সুবর্ণরেখা (১৯৬২)-র পরে কোনও পূর্ণ দৈর্ঘের চলচ্চিত্র এ বাংলায় রিলিজ করেনি। নাগরিক ও যুক্তি তক্কো তাঁর মৃত্যুর পরে। কাজেই জীবদ্দশায় ঋত্বিক তাঁর প্রাপ্য সম্মান পাননি, বই-টই তো অনেক পরের ব্যাপার।
     
    এমনকি ইয়ুং নিয়ে তাঁর অবসেশন নিয়ে কিংবা যুক্তি-তক্কো নিয়ে দীপেন্দু চক্রবর্তী এট আলরা যে সমালোচনা সেই আমলে করেছিলেন, সেসব তো ওয়েল ডকুমেন্টেড। সমকালে ঋত্বিককে সম্মান দিয়েছেন দীপক মজুমদার ও সন্দীপন, পরবর্তীকালে সুবিমল মিশ্র। এই তো ব্যাপার।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৯745805
  • হমম বুঝলাম। ধন্যবাদ এলেবেলেদা।
    আর দুটো প্রশ্ন।
    ১) শুনেছিলাম সেই সময়ে আনন্দবাজারে বেশ কিছু সাংবাদিক ঋত্বিক ঘটকের চূড়ান্ত বিরোধী ছিলেন , ঋত্বিকের সিনেমা নিয়ে নেতিবাচক মন্তব্য করে প্রবন্ধ লিখতেন। সেইসব সাংবাদিক কারা ছিলেন? আর সেইসব সমালোচনামূলক লেখাগুলো পাওয়া যায়? 
    ২) ঋত্বিক জীবদ্দশায় কোন কোন লিটল ম্যাগাজিনে লেখালেখি করতেন? 
  • মাতাল ঋত্বিক | 148.113.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৩745810
  • মাতাল ঋত্বিক সম্পর্কে জানতে সুপ্রিয়াদেবীর সাক্ষাৎকারটি দেখে নিন।
  • | 42.105.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫২745811
  • অ্যাকাডেমিয়া ডট এডু,  অ্যানা'স আর্কাইভ আর শোধগঙ্গায় শোধগঙ্গোত্রীতে খোঁজ করলে অনেক প্রবন্ধ আর থিসিস পেপার পাওয়া যাবে।  চন্দন গোস্বামী (96744 57076 / 93306 32935) আর দীপঙ্কর ভট্টাচার্যকে (90518 61275 / 94332 71785)  কে ফোন করলে খুশি হয়েই বাংলা পত্রপত্রিকার তালিকা, বিশেষ সংখ্যা ইত্যাদি।  সেসবে আরো তালিকা থাকবে, বিবলিওগ্রাফি, যেমন সন্দীপ দত্ত বানাতেন, সেগুলো পত্রিকা ছাড়াও একটু সিরিয়াস লেখার এন্ডনোট ফুটনোটেও থাকবে। এরপর গুগুল করলে বিভিন্ন ব্লগে আর সাইটে রাখা প্রবন্ধ। বাংলা ইংরেজিতে ঋত্বিক নামে আর ঋত্বিকের সিনেমার নামে খুঁজলে মোটামুটি সবটাই পাওয়ার কথা।  তালিকা করলে পাশে খুঁজে পাওয়া সফট কপির লিংক পাশাপাশি রাখা থাকলে ভবিষ্যতের খোঁজাড়ুদের কাজ কমে। এরপর ঋত্বিকের বেঁচে থাকা সরাসরি ছাত্রদের সঙ্গে ফোন করা কথা বলাও সম্ভব, সেসব রেকর্ড করে ডকুমেন্ট করা সম্ভব হলে তো আরোই ভাল, যেমন আদুর গোপালকৃষ্ণন, কুমার সাহানী ইত্যাদি।
    দীপক মজুমদারের লেখাটার নাম "কিনোখ্যাপা" বলে মনে পড়ছে, "কেন খ্যাপা" নয় বোধয়। এবার দুটোই ছাপার হরফে থাকলে কোনটা টাইপো সেটা...
  • <> | 103.99.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:২২745812
  • ওটা অবশ্যই "কিনো খ্যাপা"। এর বিশেষ অর্থ আছে, কিনো কথাটি রাশিয়ান, ইংরেজীতে "সিনে (Cine)"। জিগা ভের্তভ প্রচলিত ফিল্ম টেকনিকের নাম ছিল Kino Eye, সেই রাশিয়াতে ১৯২০-এর দশকে। মূলতঃ সিনেমার জন্য খ্যাপা যে, পাগল যে, সেই হল কিনো খ্যাপা, ঋত্বিককে সেটাই বলাই হয়েছিল।

    আর একটা বই, মোটামুটি রিসেন্ট -

    পুনর্দশর্নায় চঃ ঋত্বিক কুমার ঘটক
    কথোপকথনে সঞ্জয় মুখোপাধ্যায়।

    লোক সেবা শিবিরের বই।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০১745816
  • শেষ দুজন মন্তব্যকারীকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাহলে ঠিকই বলেছেন , আমারই ভুল হয়েছে , ওটা ''কিনোখ্যাপা'' হবে। আসলে বইটা আমার সংগ্রহে নেই, নামটা একটা ওয়েবসাইটে পেলাম , তাই ওটাই লিখেছিলাম।  এডিট করার অপশন থাকলে এডিট করে দিতাম। 
    আর অন্য ইনফরমেশনগুলো খুবই কাজে লাগবে। এরকম যে যা জানেন প্লিজ জুড়তে থাকুন।
  • কৌতূহলী | 115.187.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:২০745824
  • হ্যাঁ অনেকগুলো বইয়ের নাম এই সাইট থেকেও পেয়েছি ,সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তবে '' কিনো খ্যাপা '' কে '' কেন খ্যাপা'' এই ভুলটা এই সাইটেও আছে দেখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন