দীর্ঘ ১০ বছর গুরুতে কাটানোর পরে ব্যক্তিগত ভাবে মনে হয়েছে গুরুজনরা সত্যজিৎ নিয়ে যতটা আগ্রহী (আপ্লুতও বটে), ঋত্বিক নিয়ে ততটা নন। বহু দিন আগে গুপি বাঘা টইয়ে ব্যাপক কাও চলাকালীন কল্লোলদা আমার ঋত্বিক বলে একটা টই খুলেছিলেন। সেখানে মন্তব্যের ও মন্তব্যকারীদের সংখ্যা দেখলেই বিষয়টা আরও স্পষ্ট হবে বলে আমার ধারণা।
ঋত্বিক এখন সিনে মার্কেটের অন্যতম সেলেবল প্রোডাক্ট। প্রায় প্রতি বছরই তাঁকে নিয়ে কোনও না কোনও বই প্রকাশিত হয়। যদিও তার অধিকাংশই হয় চর্বিতচর্বন কিংবা পুনর্মুদ্রণ। সাম্প্রতিক কালের এক ইরাবান বসুরায় ছাড়া সে সব পাতে দেওয়ার যোগ্য নয়। যেমন কিনা চণ্ডী মুখোপাধ্যায়। তাঁকে আর যাই হোক ঋত্বিক বিশেষজ্ঞ বলে আমার কস্মিনকালেও মনে হয়নি। কিন্তু বাজারে চাহিদা আছে এবং প্রতিভাসের টাকা আছে। কাজেই দু খণ্ড বেরিয়ে গেছে আর কি।
কৌতূহলী যেহেতু এখানে বাছবিচার না করে নির্বিচারে ঋত্বিক সম্পর্কিত যাবতীয় বইপত্তর তুলে রাখছে, সেহেতু আমিও তাঁর দিকে সাহায্যের হাত বাড়ালাম।
১. Partha Chatterjee - Ghatak
২. Moinak Biswas - Kinship and History in Ritwik Ghatak
৩. Ritwik Ghatak - On Cultural Front
৪. Manas Ghosh - Nation and Partition: Tagore Reinvented by Ritwik Ghatak
৫. Dr. Debjani Halder - Outline of Partition: Ritwik’s Thought And Creation
৬. Dr. Debjani Halder - Ritwik Ghatak : Indian People’s Theatre Association Birth, Growth and Decline
৭. Sibaji Bandyopadhyay - Sibaji Bandyopadhyay Reader: An Anthology of Essays
৮. সংহিতা ঘটক - ঋত্বিক এক নদীর নাম
৯. ঋত্বিক ঘটকের গল্প
ঋত্বিক ও মেলোড্রামা নিয়ে পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধটি (রজত রায়ের বইতে), ঋত্বিক ও ইয়ুং নিয়ে সুগত সিংহের ক্ষীণতনু পুস্তকটি, ঋত্বিককে নিয়ে সুবিমল মিশ্রের বিস্ফোরক প্রবন্ধ ও প্রবীর সেনের দীর্ঘ সাক্ষাৎকারটি (অতনু পালের বইতে) অবশ্য পাঠ্য।
@যদুবাবু, দীপক মজুমদারের বইটি সম্ভবত আর পাওয়া যায় না। তবে দীপায়ন থেকে প্রকাশিত সাক্ষাৎ ঋত্বিক বইতে তাঁর লেখাটি পাবেন। সঙ্গে পাবেন যুক্তি তক্কো নিয়ে সন্দীপন চট্টোর অসাধারণ লেখাটিও।
ঋত্বিকের ফিলমোগ্রাফি এবং তাঁর প্রবন্ধ-নিবন্ধের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বই হল 'সিনেমা অ্যান্ড আই' যেখান থেকে রজত রায় এবং সঞ্জয় মুখোপাধ্যায় দুজনেই না বলে টুকেছেন এবং বেদম ছড়িয়েছেন।
ঋত্বিক চর্চা অব্যাহত থাকুক।