এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দত্তক প্রসঙ্গে 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৯ ডিসেম্বর ২০২৩ | ২৯৪২ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • বইমেলা ঘনিয়ে এল। বইয়ের দাম ক্রমশ আকাশছোঁয়া হচ্ছে বলে গুচ্ছের অনুযোগ শোনা যাচ্ছে, এবং যাবে। তা, আমরা, অর্থাৎ গুরুচণ্ডা৯র এই নিয়ে দীর্ঘদিনের বক্তব্য আছে। আমরা আমাদের বইয়ের ডাকনাম রেখেছি চটি বই। বইয়ের উপরে আস্ত দুখানা চটির ছবি ছেপে দিই আমরা। এই ব্যাপারটা, কেউ পছন্দ করেন, কেউ করেননা। চন্দ্রিল, প্রতুলদা পছন্দ করেন বলেছিলেন, মনে আছে। কিন্তু কথা হল, এটা কেন দিই? মজা করে? নাঃ, নয়। হোঁতকা মলাট-ওয়ালা হাজার টাকার বইয়ের বিরুদ্ধে ওইটাই আমাদের বিবৃতি। বাংলা বাজারে অকারণেই বই হার্ডকভার করে হোঁৎকা দেখানো হয়, অল্প কপি ছেপে পাগলের মতো দাম রাখা হয়, এবং দিনের শেষে কেউ বই পড়েন না বলে হাহাকার শোনা যায়। কিন্তু কথা হল, এক পিস বইয়ের দাম হাজার টাকা হলে লোকে কটা বইইবা কিনবে? যারা মাল্টিপ্লেক্সে পাঁচশো টাকা দিয়ে সিনেমা দেখে, তারা কিনতে পারে, কিন্তু তাতেও মেরেকেটে খানদুই। একসঙ্গে তো কেউ দুটো সিনেমা দেখেনা। এবং তার বাইরের যে বিপুল জনসমষ্টি, তারা কিনবেই না।

    ঠিক এই জন্যই আমরা পেপাপব্যাক বার করি, এবং রোগাপাতলা হয় বলে তার নাম রেখেছি চটি বই। এখন বই তুলনায় মোটাসোটা হলেও, নামটা এবং পেপারব্যাক গড়নটা থেকেই গেছে। এবং বলাবাহুল্য আমরা বইয়ের দাম কম, বাজারের হাওয়ার তুলনায় খুবই কম রাখি। নীতিগতভাবেই। ওটাই মডেল। দাম কম এবং আরও বেশি লোকের কাছে পৌঁছনো। সেটা ঠিকই আছে, কারণ আমরা বই বেচে কেউ তিনতলা বাড়ি বানাতে যাচ্ছিনা, আমরা মুনাফামুখী নই, একটি ট্রাস্টের পরিচালনায় চলি, এসব বুক বাজিয়ে বলতেই পারি। এবং মডেলটা একরকম ভাবে সফল। আমাদের একটা পরিচিতি আছে। প্রতি বইমেলাতেই লোকজন আসেন, কেনেন। রীতিমতো একটা কমিউনিটি মজুত। তার অনেককেই চিনে গেছি, কাউকে কাউকে চিনতে না পেরে কেলেঙ্কারি করি ফেলি, কিন্তু সেসব অন্য গপ্পো। আসল কথা হল মডেলটা চালু।

    এবার এর একটা সমস্যাও আছে। বইয়ের বিক্রি খুবই ভালো হলেও, আমাদের মেরেকেটে টাকাটা উঠে আসে, কারণ দাম কম। কখনও সামান্য কিছু ক্ষতিও হয়, কিন্তু সেটা সামলে নেওয়া যায়। একবার কলেজ স্ট্রিটে বন্যা হল, অনেক বই নষ্ট হল, সেগুলো অবশ্য বড়ো ক্ষতি। কিন্তু সেও সামলে নেওয়া গেছে। এবং এগুলোর কোনোটাই কোনো সমস্যা না, কারণ আমরা মুনাফার জন্য এই খেলায় নামিনি। তাহলে সমস্যাটা কী? সমস্যা এই, যে, এইভাবে চললে আমাদের টাইটেলের সংখ্যা প্রত্যাশিতভাবে বাড়ছেনা। এখন বোধহয় শদুই আছে, কিন্তু সেটাও যা ছাপতে চাই তার চেয়ে অনেক কম। তার কারণ একটাই। প্রাথমিক বিনিয়োগ কম থাকায়, যেটুকু রোল করছে, সেটা থেকেই পরের বই ছাপতে হচ্ছে, এবং আমরা বছরে দশ-বারোর বেশি বই ছেপে উঠতে পারছিনা। শুরুর দিকে, এটা কোনো সমস্যা ছিলনা। ছাপার জন্য অত বই ছিলনা। কিন্তু এখন তো ঠিক শুরুর দিক না। প্রকাশযোগ্য বইয়ের সংখ্যা দেখি ভালই। কিন্তু অত বই ছেপে উঠতে পারিনা। ফলে ক্ষতিটা পাঠকেরই হয়। এই হচ্ছে সমস্যা।

    সমস্যা সমাধানের একটা উপায় হতে পারে, ঝট করে বইয়ের দাম বাড়ানো। সেটা করতে চাইনা একেবারেই। নীতিগতভাবে চটি বই শুরু করার লক্ষ্য একটাই ছিল, কম দামে সস্তা বই পাঠকের কাছে পৌঁছনো। সেটা থেকে সরে ‘দামী’ প্রকাশক হবার কোনো মানে নেই। সেটা ভাবাও হচ্ছেনা। পরিবর্তে আরেকটা উপায় ভাবা হয়েছে। অনেকদিন থেকেই। যদি বইয়ের স্পনসরশিপ নেওয়া যায়। ব্যক্তি করুন বা প্রতিষ্ঠান (যদিও কেন কোনো প্রতিষ্ঠান এটা করবেন, জানা নেই, কিন্তু তবুও, বলা তো যায়না)। কাগজে-কলমে সেটার নাম দেওয়া হয়েছে "বই দত্তক নেওয়া"। মডেলটা এরকমঃ যাঁরা প্রোজেক্টটায় আগ্রহী, হাত তুললেন। আমরা সম্ভাব্য বইয়ের নাম বা তালিকা তাঁদের কাছে উপস্থিত করলাম। এবার সেখান থেকে বেছে নিয়ে (যদি পছন্দ হয়) একটি বইয়ের আংশিক খরচ আগ্রহীদের মধ্যে থেকে কেউ বা কোনো প্রতিষ্ঠান বহন করলেন। বইতে তাঁদের নাম দেওয়া হল। লেখকও কিছু টাকা পেলেন, বইয়ের দামও সস্তা রাখা হল। বলাবাহুল্য টাকাটা দত্তকদাতা ফেরত পাবেননা। ওটা বইয়ের পরবর্তী সংস্করণে রোল করবে। এক্সক্লুসিভলি।

    আমার/আমাদের দিক থেকে মডেল এটাই। চটি পাঠকের কাছে পৌঁছনোর একটা পন্থা। পাঠকসংখ্যা বাড়ানো, পাঠকের কাছে বই নিয়ে যাওয়া, এই আমাদের ঘোষিত অবস্থান। চটি একটা উপায়। চটি ছাপব, দরকার হলে অন্য পন্থাও নেব। কিন্তু পাঠকের ভিত্তি বাড়ানোর অবস্থান থেকে এই মুহূর্তে সরছিনা।

    বইয়ের জন্য দত্তক চাইলে অনেকেই জানতে চান বিষয়টা কী। তাই বিশদে লিখে দিলাম। বিষয়টায় আগ্রহী হলে জানাবেন। আগ্রহী না হলেও, বইমেলায় অবশ্যই আসবেন।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • দত্তক | 173.49.***.*** | ১৯ ডিসেম্বর ২০২৩ ১০:০৪527058
  • কিন্তু বইয়ের লিস্টিটাতো চাই, সবে দুটো পেয়েছি - অমরদার আর ইন্দ্রানীদির। 
  • | ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:২২527062
  • যিনি দত্তক নেন তিনি এককপি বই পান এটাও উল্লেখ করে দাও।  স্টলে গিয়ে বললেই দিয়ে দেয় লোকজন। 
  • Guruchandali | ১৯ ডিসেম্বর ২০২৩ ২০:১৮527066
  • পেন্সিলে লেখা জীবন - অমর মিত্র
    হরিণের কাছাকাছি - ইন্দ্রাণী 
    সীমানা - শেখরনাথ মুখোপাধ্যায়
    রসিকার ছেলে - প্রতিভা সরকার
    হারিয়ে যাওয়া কোলকাতার জলছবি - রঞ্জন রায়
    বাঙালের রোমানিয়া গমন - মুহাম্মদ সাদেকুজ্জামান শরীফ
    সাদা পর্দার আলো - শুভদীপ ঘোষ
    সে ছিল একদিন আমাদের - জ্যোতিষ্ক দত্ত
    যদি বলো প্রেম - চৈতালী চট্টোপাধ্যায়, চন্দনা হোড়
    ছায়ার পাখি - কেকে 
    ভারতীয় বিজ্ঞান - নির্মাণ ও বিনির্মাণ - রূপালী গঙ্গোপাধ্যায়
    লেসারের আলো - প্রণব নাথ চক্রবর্তী
    চাঁপাফুলের গন্ধে- এস এস অরুন্ধতী
    দিতি ও মহারানী - মৃণাল শতপথী
    পবিত্র ভূমি - হীরেন সিংহরায়
    পূর্ব ইউরোপের ডায়েরি (দ্বিতীয় খণ্ড) - হীরেন সিংহরায়
    ঘুনশিযন্ত্রের রহস্য- অভিজিত মজুমদার
    নুনু যখন শনাক্তকরণের চিহ্ন- সৈকত বন্দ্যোপাধ্যায়

  • aranya | 2601:84:4600:5410:4cbf:8be5:fd77:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৩ ২০:৫৩527068
  • বইগুলো সম্বন্ধে কয়েক লাইন লিখলে ভাল হত, বা কোন পাতায় থাকলে তার লিংক 
  • r2h | 208.127.***.*** | ১৯ ডিসেম্বর ২০২৩ ২১:০০527070
  • অরণ্যদা, কয়েকলাইন তো লেখা হবে নিশ্চয়, লেখা থাকলে ভালোও, তবে বেশিরভাগ বইয়ের ঠিকুজী কিন্তু গুরুর নিয়মিত পাঠকের পরিচিত! যেমন ধরো অমর মিত্র, ইন্দ্রাণী, হীরেন সিংহ রায়, শেখরনাথ মুখোপাধ্যায়, রঞ্জন রায়, জ্যোতিষ্ক দত্ত, শরীফ, কেকে, সৈকত বন্দ্যো।
  • r2h | 208.127.***.*** | ১৯ ডিসেম্বর ২০২৩ ২১:০৪527071
  • শুভদীপ ঘোষ, প্রতিভা সরকারও।

    বরং পাঠকরাই দু'চার কথা লিখলে মন্দ হয় না, গুরুতে নতুন বা সাইটে আসেন না যাঁরা, তাঁদের এই লেখক ও লেখাদের সঙ্গে প্রাথমিক পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
  • aranya | 2601:84:4600:5410:4cbf:8be5:fd77:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৩ ২১:০৬527072
  • কয়েক লাইন লেখাটা হলে ভাল,  খুব দরকারী নয়। বইমেলা আসতে আর এক মাস ও নেই, সুষ্ঠুভাবে বই প্রকাশই সবচেয়ে জরুরী। 
    ঠিকই বলেছ, বেশির ভাগ বইই সাইটে লেখা হিসাবে বেরিয়েছে, আমরা পড়েছি।
  • দীমু | 223.19.***.*** | ১৯ ডিসেম্বর ২০২৩ ২১:২১527073
  • রূপালী গঙ্গোপাধ্যায় এবং প্রণব নাথ চক্রবর্তীর লেখা পড়িনি কখনো। শুভদীপ ঘোষের প্রবন্ধ গুরুতে পড়েছি কিন্তু এই বইটা মনে হয় গল্পের।
  • r2h | 208.127.***.*** | ১৯ ডিসেম্বর ২০২৩ ২১:২৬527074
  • দীমু, না এটা চলচ্চিত্র বিষয়কই!

    প্রণবনাথ চক্রবর্তী আর রূপালী গঙ্গোপাধ্যায় দুজনের বইই বাংলায় বিজ্ঞান সিরিজের।
  • দীমু | 223.19.***.*** | ১৯ ডিসেম্বর ২০২৩ ২১:৩৭527076
  • আচ্ছা yes​ 
  • ইন্দ্রাণী | ২০ ডিসেম্বর ২০২৩ ০৩:৩৬527080
  • হরিণের কাছাকাছিতে ২০২১ থেকে ২০২৩ অবধি লেখা ১৬টি গল্প আছে, যার তিনটি গুরুর বিভিন্ন উৎসব সংখ্যার জন্য লিখেছিলাম; দশটি অন্য পত্রিকার জন্য লিখলেও পরে হরিদাস পালে তুলে দিয়েছি। আর বাকি তিনটি গল্প অন্য পত্রিকায় প্রকাশিত কিন্তু হরিদাস পালে তোলা হয় নি।
    একটি অন্তর্লীন থীম মাথায় রেখে গল্পগুলি বাছা, ফলে ২০২১ থেকে ২০২৩ লেখা কিছু গল্প এই সংকলনে রাখি নি।
    এই আর কী।
  • Sara Man | ২০ ডিসেম্বর ২০২৩ ১৮:০৫527089
  • বাঃ, খুব গুছিয়ে লেখা। সুন্দর মডেল। 
  • বিপ্লব রহমান | ২১ ডিসেম্বর ২০২৩ ০৭:৪৯527099
  • একদিন গুরুচণ্ডালীর চটি সিরিজে নিশ্চয় এই চণ্ডালেরও একখানা বই ছাপা হইবো, আর সৈকত দা এই রকম ঘ্যামা পোস্ট লেখবো! cool
    ~
    অভিনন্দন গুরুর লেখকদের। বইমেলা সফল হোক। 
     
    ভিডিও ক্লিপ + ফটো পোস্ট -- সব আপডেট চাই
     
     
  • Guruchandali | ২৬ জানুয়ারি ২০২৪ ০১:০৩527950
  • সুধী,

    গুরুচণ্ডা৯র পক্ষ থেকে আগামী 
    ২৬শে জানুয়ারি, শুক্রবার, সন্ধ্যে ৬-টায়
    কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সমরেশ বসু মঞ্চে 

    আমরা একত্র হব বলে স্থির করেছি।

    গুরুচণ্ডা৯, তার অভিমুখ ও সাম্প্রতিক প্রকাশনা নিয়ে  আলোচনা সহ সেখানে সংক্ষিপ্ত পরিচিতিসহ এই বছরের বইগুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
    গুরুচণ্ডা৯র প্রতি আপনার উৎসাহ ও সহযোগিতাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে এই অনুষ্ঠানে সাগ্রহ আমন্ত্রন জানাই।

    পাঠক, লেখক, ও প্রকাশকের পারস্পরিক মেলবন্ধন আমাদের চালিকাশক্তি। আপনার উপস্থিতিতে প্রকাশানুষ্ঠান আলোকিত হবে এই আশা করি।

    অন্য অতিথিদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবে 'কুমুদির জন্যে - ইস্কুল পড়ুয়ার দল' সংকলনের নবীন গল্পকারেরা। তাদের হাতে সংকলনের সৌজন্য সংখ্যা, অভিজ্ঞানপত্র এবং উপহার তুলে দেওয়া হবে। আপনার সক্রিয় অংশগ্রহণ উপস্থিত কিশোর কিশোরীদের বাংলা সাহিত্যচর্চায় উৎসাহ আরও বাড়িয়ে তুলবে, এই আমাদের বিশ্বাস।

    ধন্যবাদান্তে, 
    গুরুচণ্ডা৯

    ২০২৪ বইমেলায় প্রকাশিত বইগুলিঃ (বর্ণানুক্রমে)
    কুমুদির জন্যে ইস্কুল পড়ুয়ার দল - সংকলন
    ঘুনসিযন্ত্রের রহস্য - অভিজিৎ মজুমদার
    চাঁপাফুলের গন্ধে - এস এস অরুন্ধতী
    ছায়ার পাখি - কেকে 
    দিতি ও মহারানি - মৃণাল শতপথী
    পবিত্র ভূমি - পুনর্বাসন ও নির্বাসনের ঘূর্ণাবর্তে প্যালেস্টাইন - হীরেন সিংহরায়
    পেন্সিলে লেখা জীবন - অমর মিত্র
    পূর্ব ইউরোপের ডায়েরি (দ্বিতীয় খণ্ড) - হীরেন সিংহরায়
    বাঙালের রোমানিয়া গমন - মুহাম্মদ সাদেকুজ্জামান শরীফ
    ভারতীয় বিজ্ঞান - নির্মাণ ও বিনির্মাণ - রূপালী গঙ্গোপাধ্যায়
    যদি বলো প্রেম - চৈতালী চট্টোপাধ্যায়, চন্দনা হোড়
    রসিকার ছেলে - প্রতিভা সরকার
    লেজ়ারের আলো - প্রণবনাথ চক্রবর্তী
    শনাক্তকরণের চিহ্ন - সৈকত বন্দ্যোপাধ্যায়
    সাদা পর্দার আলো - শুভদীপ ঘোষ
    সীমানা - শেখরনাথ মুখোপাধ্যায়
    সে ছিল একদিন আমাদের - জ্যোতিষ্ক দত্ত 
    হরিণের কাছাকাছি - ইন্দ্রাণী
    হারিয়ে যাওয়া কোলকাতার জলছবি - রঞ্জন রায়

    এছাড়াও, আনুষ্ঠানিক প্রকাশের তালিকায় থাকবে সাম্প্রতিক অতীতে ছাপা দুটি বই-

    কিসসা মুর্শিদাবাদী ও বেলোয়ারি দাস্তান - সুপর্ণা দেব
    নারীসাক্ষ্যে জেনোসাইড - হাসান মোরশেদ
  • বিপ্লব রহমান | ২৭ জানুয়ারি ২০২৪ ০৮:২৩527969
  • বিশাল অভিনন্দন গুরুচণ্ডালী টিম। ভালোর চেয়ে ভালো হইছে heart
  • সৌম্যদীপ | 2402:3a80:197e:200d:d1bb:117b:4526:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৪ ১০:১৪540194
  • সবটাই ঠিক আছে। এখন প্রশ্ন হল, একজন স্পন্সর হিসাবে, ঐ যাকে আপনারা গালভরা নাম দিয়েছেন দত্তকদাতা, আমি ফেরৎ কি পেলাম।? বইয়ের মলাটে কেবল আমার নাম? সেতো আমি নিজেই গল্প লিখে স্বপ্রযোজনায় বই ছাপিয়ে বা সিনেমা বানিয়েও পেতে পারি!! 
     
  • JSL | 165.***.*** | ১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৫540199
  • না, ব্যক্তিগত ফেরৎ বা লাভ ইত্যাদি তো পাওয়া যাবেই না।
    সেরকম কোন প্রত্যাশা নিয়ে বোধয় দত্তকের ব্যাপারে কেউ এগোনও না। কেউ কেউ তো আবার নাম প্রকাশে অনিচ্ছুকও হন দেখেছি।
  • :|: | 2607:fb90:57a1:8c97:e4cd:dfd:4191:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩৫540201
  • ১৯ ডি: ১০টা ১৪: "আমি ফেরৎ কি পেলাম।?"
    দেশ ও দশের উপকার করার অর্থাৎ বাংলা তথা বিশ্বসাহিত্যের অবদান রাখার আশ্চর্য আত্মতৃপ্তি। সেকি কিছু কম নাকি এই মাগ্যিগণ্ডার বাজারে?! 
  • :|: | 2607:fb90:57a1:8c97:e4cd:dfd:4191:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩৬540202
  • বিশ্বসাহিত্যের *অগ্রগতিতে 
  • dc | 2402:e280:2141:1e8:ec49:6899:2e5d:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৪ ২১:১২540203
  • শুনেছি যাঁরা দত্তক নেন তাঁদের কোর কমিটি এক হাঁড়ি রসোগোল্লা দেয়, আর ডিপ স্টেটের পক্ষ থেকে একটা পিঠেব্যাগ দেওয়া হয়, যার মধ্যে একটা অ্যাটোম বোম অনায়াসে এঁটে যায়। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৯ ডিসেম্বর ২০২৪ ২১:২৫540204
  • শাক্যজিত ভট্টাচার্যের কুরবানি অথবা কার্নিভ্যাল বইটা এবারে বইমেলায় গুরুর স্টলে পাওয়া যাবে?
  • দেবাশিস | 2402:3a80:1986:6dde:478:5634:1232:***:*** | ২০ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৫540215
  • কোন মূল্য নির্ধারিত আছে? নাকি, বই বিশেষে নির্ভরশীল 
  • দত্তকমূল্য | 134.238.***.*** | ২০ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৯540225
  • না, কোন মূল্য নির্ধারিত নেই।
    একএক বইয়ের ছাপার খরচ তো একএক রকম, আকার, আকৃতি, পাতার সংখ্যা, বাঁধাই, ছবি - অনেক কিছু আছে।
    দত্তক যাঁরা নেন তাঁরা নিজেদের ইচ্ছে ও সুবিধে মত খরচের দায়িত্ব নেন - একটা বইয়ে একাধিকজনের অবদান থাকে, আবার কেউ বেশি অংকের দায়িত্ব নিতে চাইলে তা একাদিক বইয়ে ভাগ করে দেওয়া হয়।
  • kk | 172.58.***.*** | ২০ ডিসেম্বর ২০২৪ ২০:৪৮540226
  • বইয়ের তালিকাটা একবার দেখতে পেলে খুব ভালো হতো। রিমাইন্ডার দিলাম।
  • মেটে ধূসর গুপু | 134.238.***.*** | ২০ ডিসেম্বর ২০২৪ ২১:৫৭540227
  • তা ধরুন,
     
    1. রমিতের ছনেন্দ্র
    2. কিংবদন্তীর বাংলাদেশ ডাইরি
    3. হীরেনবাবুর ইওরোপ
    4. প্রতিভাদির খাঁচার ভিতর অচিন পাখি
    5. অমিতাভদার ক্যালিডো
    6. বিপুল দাসের ভোগবতী
    7. বিতনু চট্টোপাধ্যায়ের ময়ূরঝর্ণা
    8. শারদাদির পাক্শালা
    9. স্মৃতি ভদ্র'র রসুইঘর
    10. সুস্মিতা কুণ্ডুর সহজ গল্প
    11. মঞ্জীরা সাহার লেবারের বিদেশ যাত্রা

    কিছু কিছু বাদ গেল। খুলি গুহার চার তলার লোকেদের চোখে পড়লে জুড়ে দেবেন 'খন।
  • | ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:১২540230
  • মেটে ধুসর? laughlaugh
    এ কি দেবযানের আত্মা নাকি হে! 
  • kk | 172.58.***.*** | ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:১৯540231
  • মেটে ধূসর গুপুকে মেটে ধূসর বাঘুর তরফ থেকে অনেক মেটে ধূসর থ্যাংকু ম্যাংকু। না স্যরি! থ্যাংকুগুলো মেটে ধূসর হবার বদলে মেটে চচ্চড়ি টাইপ হওয়াই ভালো।
  • মেটে ধূসর গুপু | 134.238.***.*** | ২১ ডিসেম্বর ২০২৪ ০২:৩৪540232
    •  | ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:১২
    • মেটে ধুসর? 
     
    হ্যাঁ, মানে নিতান্ত প্রথম বা দ্বিতীয় স্তরের গুপু কিনা, প্রকৃষ্ট জ্ঞান হয়নি, আশ শ্যাওড়া গাছের মাথা থেকে উঁকিঝুঁকি দিয়ে যে কটা নাম জানতে পারলাম তাই লিখে দিলাম ঃ)
     
    • kk | ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:১৯
    • ...মেটে চচ্চড়ি টাইপ...।
     
    বাহ বাহ, থ্যাংকিউ, মেটে চচ্চড়ির মত জিনিস হয়নাঃ)
  • মেটে লিস্টির খোঁজে | 117.195.***.*** | ২১ ডিসেম্বর ২০২৪ ০৮:১৪540235
  • দেবর্ষি সারগীর একটা গল্পের বই হওয়ার কথা ছিল শুনেছিলাম.......উৎপলের কাছে পাণ্ডুলিপি ছিল, সেটা কি হচ্ছে? 
  • মেটে ধূসর গুপু | 134.238.***.*** | ২১ ডিসেম্বর ২০২৪ ২১:৪৫540243
  • হ্যাঁ হ্যাঁ, দেবর্ষি সারগী লিস্টিতে দেখেও অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হতে না পারায় বাদ রেখেছিলাম; খুলি গুহার চার তলা থেকে খবর পেলাম হচ্ছে, কিন্তু ঐ বইটার জন্য জনৈক ছান্দসিক আর্কাইভ বিশেষজ্ঞর বিশেষ সহায়তার প্রয়োজন আছে।

    উইশলিস্টে আরও দুয়েকটা বই আছে, আর প্রতি বছর শেষ মুহূর্তে আরও কিছু বই জুড়ে যায়, সেসব যেমন ফাইনাল হবে জুড়ে দেওয়া যাবে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন