এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হেডস্যার কামড়ে দিলেন (১)

    Angsuman Ghosh লেখকের গ্রাহক হোন
    ৩০ জানুয়ারি ২০২৩ | ১৩৫৭ বার পঠিত | রেটিং ৪.৪ (৫ জন)
  • হেডস্যার কামড়ে দিলেন (১)

    এক বাচালের অলসমস্তিষ্ক প্রসূত অতিকষ্টকল্পিত গঞ্জিকাসেবী ঘরানার শব্দজঞ্জাল

    বিধিসম্মত সতর্কিকরন:
    তিতকুটে চিড়বিড়ে ঝাল
    গিললেই জ্বালা শুরু
    হজম নাহলে কাল
    সকালেও জ্বলবে গুরু

    টিভি চ্যানেল: অনাবিল নিরানন্দ- আতঙ্কে থাকে আতঙ্কে রাখে

    নমস্কার আজকের বিশেষ বিশেষ খবর হল গরলপুরে পারিবারিক কলহের কারণে এক মহিলা আত্মহত্যা করার জন্য স্থানীয় দোকান থেকে বিষ কিনে খান। অনেকক্ষণ কেটে যাবার পরও তিনি জীবিত থাকেন ও কোনরকম শারীরিক অসুস্থতা না দেখা দেওয়ায়, ঐ বিষ প্রথমে বাড়ির বেড়াল, তারপরে তাঁর শাশুড়ি ও স্বামীকে খাওয়ান। কিন্তু তাঁরাও সুস্থ হয়ে বেঁচে থাকায় বিষয়টি স্থানীয় ক্লাবে তাঁর পাড়াতুতো দুপুর ঠাকুরপোদের জানান। ক্লাবের সদস্যরা দোকানে চড়াও হয়ে নকল বিষ বিক্রির অপরাধে দোকানদারকে প্রথমে নিগ্রহ করেন ও পরে থানায় অভিযোগ জানাতে যান। থানা বিষয়টি গুরুত্ব না দিলে দুপুর ঠাকুরপোরা উত্তেজিত হয়ে পেঁপে গাছ ফেলে গরলপুর রেললাইন অবরোধ করেন। এই জন্য দুই ঘন্টা রেল চলাচল ব্যাহত হয়। পরে রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনেন ও ভেজাল বিষ বিক্রয়কারী অসাধু বিক্রেতাকে গ্রেপ্তার করেন।
    পরের খবরে আসছি
    ঘোষপুকুরে এক সরকারি আধিকারিক নাটোর উদ্যানের এক ব্যাক্তিকে টিভি সিরিয়ালে অভিনয়ের সুযোগের প্রতিশ্রুতি দিয়ে দু লক্ষ টাকা ঘুষ নিতে গেলে এনফোর্সমেন্ট বিভাগের কর্মীরা তাঁকে আটক করতে যান। ঐ আধিকারিক ঘটনা আঁচ করে তাঁর ঘোষপুকুরের ফ্ল্যাটে এসে পোষা কুকুরকে ঘুষের দু লক্ষ টাকার বাণ্ডিল ও স্ত্রীর জন্য এনে রাখা এক বোতল হজমের ওষুধ খাইয়ে দেন। আধিকারিকের ফ্ল্যাটে এনফোর্সমেন্ট বিভাগ এনক্রোচ করে টাকা খাওয়া কুকুরটিকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যান তার পেট কেটে টাকা উদ্ধার করার জন্য। খবর পেয়ে পীড়িত পশু পরিষদের ভৌ ভৌ ভলান্টিয়াররা সেখানে গিয়ে কুকুরটিকে বল প্রয়োগ করে নিজেদের হেফাজতে নেন। এনফোর্সমেন্ট বিভাগ কুকুরটির মলের দখল চেয়ে আদালতে আবেদন করেছে বলে জানা গেছে। এনফোর্সমেন্ট বিভাগ ও পীড়িত পশু পরিষদ পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
    পরের খবর
    সত্তোরোর্ধ ব্যাক্তিদের অবাধ মেলামেশায় রাশ টানতে "সলতে" নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা গতকাল এক গণবিবাহের আয়োজন করে। অনুষ্ঠানে বিয়াল্লিশ জন পুরুষ এবং উনচল্লিশ জন নারী বিবাহে অংশগ্রহণ করেন। প্রত্যেক অংশগ্রহণকারীকে এক সেট নতুন বাঁধানো দাঁত ও আয়ুর্বেদিক প্রাণশক্তিবর্ধক ক্যাপসুল -ফুটন্ত জীবন-এর এক মাসের কোর্স উপহার দেওয়া হয়।
    ব্রেকিং নিউজ
    এইমাত্র খবর পাওয়া গেল শহরের এক নামী স্কুলের প্রধান শিক্ষক একজন ছাত্রকে কামড়ে দিয়েছেন... আবার বলছি এক নামী স্কুলের প্রধান শিক্ষক ছাত্রকে কামড়ে দিয়েছেন। এখন বিজ্ঞাপন বিরতি।

    বিজ্ঞাপন
    ব্রেকিং নিউজের এই অংশটি পরিবেশন করলেন বিটুমিনাস গ্লো টুথপেস্ট - আপনার টুথপেস্টে কি টক ঝাল নুন মিষ্টি আছে? দাঁত মাড়ি ও আলজিভের যত্নে ব্যবহার করুন বিটুমিনাস গ্লো টুথপেস্ট। কামড়ান যত খুশি / সাথে থাক বিটুমিনাস হাসি।

    ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা এখন সরাসরি চলে যাব স্কুলের সামনে... আমাদের প্রতিনিধি সঞ্জয় মহাভারতী উপস্থিত আছেন.... সঞ্জয় আপনি আমাদের জানান স্কুলে ঠিক কী ঘটেছিল, প্রধান শিক্ষক কেন ছাত্রকে কামড়ে দিয়েছেন, ছাত্রটির প্রতিক্রিয়া কী, স্কুল কর্তৃপক্ষ কী বলছেন

    - হ্যাঁ মন্থরা আমরা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আক্রান্ত ছাত্র, প্রধান শিক্ষক বা অন্য কোন শিক্ষক বা কর্মচারী কাউকে এখনো পর্যন্ত যোগাযোগ করা যায়নি, দেখতেই পাওয়া যাচ্ছে অভিভাবকদের ভীড়, তাঁরা অত্যন্ত উৎকন্ঠায় রয়েছেন যে তাঁদের সন্তানকেও শিক্ষকরাও কামড়েছেন কিনা
    - সঞ্জয় এটা কি জানা গেছে যে ঐ ছাত্রের শরীরের ঠিক কোথায় প্রধান শিক্ষক কামড়েছেন?
    - না মন্থরা আমরা জানতে পারিনি কারণ স্কুলের গেট তালাবন্ধ করে রাখা হয়েছে, বাইরে ঝালমুড়ি ওয়ালা, আইসক্রিম ওয়ালা, এয়ার কন্ডিশনড কোচিং সেন্টার ওয়ালা ও অভিভাবকদের ভীড়, স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে, আমরা একজন অভিভাবকের কাছে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইব- নমস্কার আপনি এখানে এসেছেন কেন?
    - আমার ছেলে এই স্কুলে পড়ে, বাড়ি নিয়ে যেতে এসেছি
    - এখানে দাঁড়িয়ে আপনার কেমন লাগছে?
    - খুব চিন্তা হচ্ছে, হেডস্যার নাকি কোন স্টুডেন্টকে কামড়ে দিয়েছেন ঠিক জানতে পারিনি, ভেতরেও যেতে দিচ্ছে না, খুব দুশ্চিন্তা হচ্ছে
    - আপনি কিভাবে খবর পেলেন যে হেডমাস্টার ছাত্রকে কামড়ে দিয়েছেন?
    - টিভিতে নাকি দেখিয়েছে, আমার বন্ধু ফোন করে বলল, তাই সব কাজ ফেলে ছুটে এসেছি
    - ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন এক অসহায় অভিভাবকের প্রতিক্রিয়া। দেখতে থাকুন অনাবিল নিরানন্দ, ক্যামেরায় দর্শন ধীবরের সঙ্গে আমি সঞ্জয় মহাভারতী

    ফিরে এলাম স্টুডিওয়ে। আমাদের সঙ্গে আছেন দন্তবিশারদ ডাক্তার শুভ্র দান্তে। ডাক্তার দান্তে আপনার কাছে জানতে চাইব মানুষ কেন অন্য মানুষকে কামড়ায় বা কখন কামড়ায়?
    - দেখুন মানুষ কামড়াবেই, সেটাই স্বাভাবিক। যদিও কামড়ানোর প্রধান উদ্দেশ্য খাবার জন্য বড় আকৃতির খাবার থেকে ছোট আকারের গ্রহণযোগ্য অংশকে মুখের মধ্যে নেওয়া ও চিবিয়ে গলাধঃকরণ করা। তবে খাওয়া ছাড়া অন্যান্য কাজেও মানুষ কামড়ে ধরে, ক্ষেত্রবিশেষে আক্রমণ করতে বা...
    - ডাক্তার দান্তে আপনি যে বললেন খাওয়া ছাড়াও অন্যান্য কারণে মানুষ কামড়ায়, তা শরীরের কোন অসুখ থাকলেও কি এরকম আচরণ করতে পারে?
    - হ্যাঁ যেসব শিশুদের পেটে কৃমির প্রকোপ বেশি বা নতুন দাঁত ওঠার সময় শিশুরা কামড়ে দেয়। তবে পরিণত বয়সে কেউ কৃমির....
    - কামড়ানো কি ভাইরাস ঘটিত সংক্রামক রোগ? করোনার মত?
    - কামড়ালে সংক্রমণ হতে পারে তবে কামড়ানো সংক্রামক রোগ কিনা ডাক্তারি শাস্ত্রে তার উল্লেখ নেই
    - ধন্যবাদ ডাক্তার দান্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব দেখতে থাকুন অনাবিল নিরানন্দ আতঙ্কে থাকে আতঙ্কে রাখে।

    বিজ্ঞাপন
    কায়া প্রকাশনী... মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রী ও অন্যান্যদের একান্ত পাঠবন্ধু কায়া প্রকাশনীর সহায়িকা... মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সহায়িকা পাওয়া যাচ্ছে... সবকটি একত্রে কিনলে প্রখ্যাত প্রাবন্ধিক রাখী সামন্তর ইংরাজি প্রবন্ধ সংকলন OUR HERITAGE OF ASS এর বিখ্যাত সংস্কৃতি ব্যাক্তিত্ব হিরো জালম কৃত বঙ্গানুবাদ "সংস্কৃতি, ঐতিহ্য ও গা-" সম্পূর্ণ বিনামূল্যে ... কায়া প্রকাশনী ছাত্র ছাত্রী ও অন্যান্যদের একান্ত সহায়িকা।

    ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এইমাত্র খবর পাওয়া গেল প্রধান শিক্ষক দংশন কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, প্রধান শিক্ষক দংশন কুমার হাসপাতালে ভর্তি হয়েছেন, ছাত্রটিকে কামড়ে দিয়েই তিনি অজ্ঞান হয়ে যান। আমাদের সঙ্গে টেলিফোনে আছেন রাজনৈতিক নেতা শ্রী ফিলিপ বোস, আমরা তাঁর কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইব। ফিলিপ বাবু শুনতে পাচ্ছেন?
    - হ্যাঁ বলুন
    - আপনি নিশ্চয় শুনেছেন শহরের একটি নামী স্কুলের প্রধান শিক্ষক দংশন কুমার এক ছাত্রকে কামড়ে দিয়েছেন, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া আমরা জানতে চাইছি
    - এ রাজ্যে 'সিক্ষা' ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, এরা 'ঘুস' দিয়ে চাকরি পেয়েছে তাই যে কোন ভাবে সেই টাকা তুলে নেয়ার 'চেসটা' করছে
    - ফিলিপ বাবু প্রধান শিক্ষক ছাত্রটিকে কামড়ে দিয়েছেন আপনি সেই বিষয়ে বলুন
    - হ্যাঁ আমি তো তাইই বলছি। ঐ ছাত্রের বাবার ডেয়ারি আছে, গরুর দুধের ব্যবসা, বাচ্চাটা রোজ গরুর দুধ খায়। আপনারা জানেন গরুর দুধে সোনা থাকে তাই বাচ্চাটার ‘সরিরেও’ সোনা থাকা 'সাভাবিক', সেই সোনার লোভে প্রধান 'সিক্ষক' ছাত্রটিকে কামড়ে দিয়েছেন। পশ্চিম বাংলার 'মানুস' আগামী নির্বাচনে কামড়ে দেবেন.. সরি এর জবাব দেবেন।
    - ধন্যবাদ ফিলিপ বাবু। স্টুডিওয়ে আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত মনোবিদ শ্রীমতি মনোত্তমা ভট্টাচার্য। নমস্কার মনোত্তমা দেবী আপনার কাছে জানতে চাইব একজন মানুষ কেন আর একজনকে কামড়ায়? এর পিছনে কি কোন মানসিক বিকার কাজ করছে বলে আপনি মনে করেন ?
    - নমস্কার। ঠিক কোন পরিস্থিতিতে একজন টিচার কোন ছাত্রকে কামড়ে দিয়েছেন তা না জেনে মন্তব্য করা উচিত নয়, তাও যদি ধরে নেওয়া হয় তিনি ছাত্রটিকে শাস্তি দেবার জন্য কামড়ে দিয়েছেন তাহলে....
    - আপনাকে একটু থামাচ্ছি মনোত্তমা, এখনো পর্যন্ত শাসক দলের কেউ এই বিষয়ে বক্তব্য রাখেন নি... আমরা সরাসরি চলে যাব এস এস জি এম হাসপাতালে আমাদের প্রতিনিধি কল্লোলিনী মরমীর কাছে, কল্লোলিনী তুমি শুনতে পাচ্ছো? কল্লোলিনী...
    - হ্যাঁ মন্থরাদি
    - কল্লোলিনী তুমি এস এস জি এম হাসপাতালে এসে কী জানতে পেরেছো?
    - মন্থরাদি প্রধান শিক্ষক দংশন কুমার গ্যাসবার্ন ওয়ার্ডে কড়া পাহারায় ভর্তি রয়েছেন, বিশেষ কয়েকজন ছাড়া তাঁর কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
    - কল্লোলিনী কামড়ানোর পর থেকে এখনো পর্যন্ত তিনি কি কি খেয়েছেন? হাসপাতালে নিয়ে আসার সময় কি তাঁর মুখে বা পোশাকে রক্ত লেগে ছিল?
    - তাঁকে পুলিশী নিরাপত্তার ঘেরাটোপে এ্যামবুলেন্স থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়, তাই দংশনের দর্শন আমরা না পেলেও দংশনের দংশন সম্পর্কে কিছুক্ষণ পরেই এস এস জি এম হাসপাতালের ‘হিউম্যান এ্যান্ড এ্যানিমাল বাইটস’ বিভাগের প্রধান ও ভারপ্রাপ্ত চিকিৎসক আমাদের বাইট দেবেন বলে জানানো হয়েছে, আমরা তারই অপেক্ষা করছি।
    - আক্রান্ত ছাত্রটি কোথায় বা কেমন আছে?
    - ছাত্র বা তার পরিবারের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের বাড়ি তালাবন্ধ রয়েছে। স্কুল কর্তৃপক্ষ মুখ খুলছেন না। ক্যামেরায় নয়ন নবীনের সঙ্গে আমি কল্লোলিনী মরমী অনাবিল নিরানন্দ।
    - ধন্যবাদ কল্লোলিনী । আমরা আবার স্টুডিওয়ে ফেরত এলাম, আজকের ঘটনা নিয়ে রাত আটটায় অনাবিল নিরানন্দের পর্দায় দেখুন ঘন্টা খানেক সঙ্গে চমচম... হ্যাঁ মনোত্তমা আপনি বলুন কোন শিক্ষক কোন পরিস্থিতিতে ছাত্রকে কামড়ে দিতে পারেন? এটা কি সামাজিক রোগ?
    - শিক্ষক বা যে কোন পেশার মানুষ আদতে একজন মানুষই। তাঁর ভালো লাগা মন্দ লাগা ক্রোধ আনন্দ সবকিছুই একজন সাধারণ মানুষের মতোই হবে, কিন্তু....
    - আপনাকে আরও একবার থামাতে বাধ্য হচ্ছি... আমরা সরাসরি চলে যাচ্ছি বিপক্ষ রাজনৈতিক দলের নেতা শ্রী বিজন চক্রবর্তীর কাছে... বিজনবাবু সম্প্রতি এক প্রধান শিক্ষক তাঁরই স্কুলের ছাত্রকে কামড়ে দিয়েছেন, এই ঘটনা সম্পর্কে আপনার দলের প্রতিক্রিয়া জানতে চাইছি
    - পশ্চিম বঙ্গের বর্তমান সরকার এক অপদার্থ সরকার... কী শিল্পে, কী শিক্ষায়, কী প্রশাসনে সব দিক দিয়েই ব্যার্থ। শাসক দলের লুম্পেন আর তোলাবাজরা সরকারি প্রকল্পের টাকা আর সাধারণ মানুষের জীবন লুঠ করে যাচ্ছে সঙ্গে আছে দলদাস পুলিশ। মেহনতি মানুষের জন্য নূন্যতম কোন ব্যবস্থা সরকার করতে ব‍্যার্থ... দীর্ঘকাল আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আন্দোলন আমাদের অতীত, কৃষি আমদের বর্তমান ও শিল্প আমাদের ভবিষ্যৎ ছিল, কিন্তু আজ দুর্নীতি, বঞ্চনা, অরাজকতা, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, উৎপীড়ন ও নিপীড়নের কামড় ছাড়া কিছুই নেই... আমরা মেহনতি মানুষের পক্ষে, কৃষক ঐক্য শ্রমিক ঐক্য জিন্দাবাদ।
    - বিজনবাবু সম্প্রতি এক ছাত্রকে প্রধান শিক্ষক কামড়ে দিয়েছেন সেই বিষয়ে জানতে চাইছি
    - ও হ্যাঁ, খুব খারাপ কাজ করেছেন... কখনোই কোন ছাত্রকে কোন শিক্ষকের কামড়ানো উচিত নয় তা সে যত দুষ্টু হোক বা অন্য দলের হোক, এমনকি যদি ছাত্র শিক্ষককে কামড়ে দেয় তাহলেও না... তিনি অভিভাবকদের ডাকতে পারতেন, স্কুল কমিটিতে বিষয়টি জানাতে পারতেন... তিনি মোটেও ঠিক কাজ করেননি... আগামী সপ্তাহে কলিমুদ্দিনে পালিতবুড়োদের মিটিংয়ে এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা হবে।
    - ধন্যবাদ বিজনবাবু। এইমাত্র আমরা যোগাযোগ করতে পেরেছি শাসক দলের প্রতিনীধি শ্রী মোহন মিত্রকে। মোহনদা অনাবিল নিরানন্দ থেকে মন্থরা বলছি
    - মন্থরা!! আহা কী লাভলী। যত দিন যাচ্ছে তুমি তত সুন্দরী হয়ে উঠছ, তোমাকে টিভিতে দেখি আর ভাবি- কী লাভলী কী লাভলী
    - মোহনদা আপনি ভারি দুষ্টু, আমরা জানতে চাইছি সম্প্রতি একজন প্রধান শিক্ষক তাঁরই স্কুলের এক ছাত্রকে কামড়ে দিয়েছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন
    - কামড়া কামড়ি নিয়ে আমাকে প্রশ্ন কেন? (সুর করে) অনেক জমানো ব্যাথা বেদনা কেন যে কামড়ালো জানিনা.... আমি অহিংসা ও ভালোবাসায় বিশ্বাস করি, আফটার অল আই এম এ মাল্টিকালারড হিউম্যান
    - ধন্যবাদ মোহনদা
    ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ- প্রধান শিক্ষক যাকে কামড়ে দিয়েছেন সে ছাত্র নয় ছাত্রী... প্রধান শিক্ষক দংশন কুমার তাঁরই স্কুলের এক ছাত্রীকে, হ্যাঁ একজন ছাত্রীকে কামড়ে দিয়েছেন... আজকের এই ঘটনা নিয়ে রাত আটটায় দেখুন ঘন্টা খানেক সঙ্গে চমচম... ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর... দেখতে থাকুন অনাবিল নিরানন্দ আতঙ্কে থাকে আতঙ্কে রাখে।

    বিজ্ঞাপন
    রাই ও সাটিন... মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চলতি শিক্ষা বর্ষের সব বিষয়ের সহায়ক পুস্তক প্রকাশিত হয়েছে... এই বই পড়লে টুকলি করার প্রয়োজন হয় না... বিশেষ আকর্ষণ প্রতিটি সহায়ক পুস্তকের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যোগ সাধিকা লানি সিওনির পোস্টার। একসঙ্গে চারটি সহায়ক পুস্তক কিনলে লানি সিওনির বিশেষ যোগাসনের ডিভিডি সম্পূর্ণ বিনামূল্যে... তাড়াতাড়ি করুন স্টক সীমিত... মনে রাখবেন রাই ও সাটিন সঙ্গে থাকা মানে না পড়েই পাস করা।

    ক্রমশঃ

    দ্বিতীয় পর্বের লিঙ্ক: 

    https://www.guruchandali.com/comment.php?topic=26615

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tutul shree | ৩০ জানুয়ারি ২০২৩ ১৫:৩৪516111
  • হো হো হো হা হা হা
  • Sobuj Chatterjee | ৩০ জানুয়ারি ২০২৩ ১৫:৪৯516112
  • অভিনব, অভিনব স্যাটায়ার! 
  • Suraj Saha | 122.176.***.*** | ৩০ জানুয়ারি ২০২৩ ১৬:২৩516114
  • তুমি গুরু সেরা
  • Bidisha Sarkar | 2405:201:8002:8a89:70ca:3f5f:c51e:***:*** | ৩০ জানুয়ারি ২০২৩ ২১:৩২516121
  • জমাট হাস্যরস ও রসবোধ। অপূর্ব। পরের পর্বের অপেক্ষায় থাকলাম। 
  • মিত্তির | ৩১ জানুয়ারি ২০২৩ ০০:২০516123
  • চালিয়ে যান....
  • Shivaji Banerjee | ৩১ জানুয়ারি ২০২৩ ০৪:২৫516125
  • পেটে খিল ধরে গেলো! অসাধারন লেখা। হাসির লেখা তো আজকাল দেখাই যায় না। 
  • Amita Maitra | ৩১ জানুয়ারি ২০২৩ ১২:২৩516132
  • মাস্টার পিস!!
  • Nirmalya Nag | ৩১ জানুয়ারি ২০২৩ ২১:৪২516154
  • দারুণ দারুণ 
  • purbo mizan | ০২ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১০516179
  • একটা যা-তা অবস্থা মাইড়ি.....
  • Amiya Kumar Panda | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৮516188
  • অংশুমান বাবু, 
    এক কথায় অনবদ্য ।
    নিজে নিজে পড়েই পেতে খিল ধরে গেলো।
    আরো প্রতিবেদন এর প্রতীক্ষায় রইলাম।
    শুভমস্তু 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন