এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শিবপ্রসাদ নন্দিতার সিনেমা । কিছু গুরুত্বপূর্ণ কথা

    Debanka Bhattacharjee লেখকের গ্রাহক হোন
    ৩০ মে ২০২২ | ৩১৪৬ বার পঠিত | রেটিং ৪.৩ (৪ জন)
  • শিবপ্রসাদ নন্দিতার বানানো কিছু সিনেমার বিশেষ অংশ বা মূল নির্যাস ।

    বেলাশেষে : বাবা মার ঘরে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে ছেলে, মেয়ে, ছেলের বউ, জামাই সবাই মিলে বসে দেখছে ।

    প্রাক্তন : "Adjustment মানেই হেরে যাওয়া নয় "। বিবাহিত মেয়ে চাকুরীজীবী এবং career এ উচ্চাকাঙ্খী হলে তার বিয়ে টিকবে না এবং তার জন্য শুধু সেই দায়ী থাকবে ।

    পোস্তো : একজন working mother এর পক্ষে বাচ্চা মানুষ করা সম্ভব নয় । 

    মুল কথা হলো এই দুজন মিলে প্রশ্নাতীত ভাবে খারাপ সিনেমা বানান তার থেকেও গুরুত্বপূর্ণ হল, ২০২২ সালে দাঁড়িয়ে এদের সিনেমা সমাজের জন্য ক্ষতিকারক । এদের বানানো সিনেমা মানুষকে গুহাবাসী করে তুলতে চাইছে। এদের মূল কাজ হলো বাংলা সিরিয়ালের বস্তাপচা খাজা regressive গল্প গুলোকে সিনেমার মোড়কে দেখানো । তাই এদের সিনেমার দর্শকও হয় বাংলা খাজা সিরিয়াল প্রেমী মানুষ বা আমার এক বন্ধুর ভাষায় আদ্যোপান্ত শহুরে কিছু লোক যাদের সিরিয়াল দেখার খুব শখ কিন্তু লোকে কি বলবে সেই ভয়ে সিরিয়াল দেখতে লজ্জা পায় ।

    আর সবচেয়ে মজার কথা হলো, বাংলা ও বাঙালির এখন এমনই অবস্থা ২০২২ সালে এসব regressive trash দেখিয়েও এরা নিন্দিত তো কোনো ভাবেই হয় না, উল্টে বুক বাজিয়ে বলার সাহস পায় বাংলা সিনেমার পাশে দাঁড়ান ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পলিটিশিয়ান | 2600:6c52:6000:138d:16b5:8d66:c9cb:***:*** | ৩০ মে ২০২২ ০৯:৩৯508222
  • কিছু ব্যতিক্রম বাদ দিলে জাতি হিসেবে বাঙালী পিছিয়ে থাকা। সেটা তো নতুন কথা নয়। এসব সিনেমা জনপ্রিয় হবে সেটাও স্বাভাবিক।
  • Rajkumar Mahato | ৩০ মে ২০২২ ১০:৩০508223
  • দারুন বললেন বটে। তবে কেবল খারাপ দিকটা দেখলেন কেন?
    বেলাশেষের ব্যাপারটা কটু। ঠিক নয় মানলাম,কিন্তু প্রাক্তন । সেখানে কিন্তু কোনভাবেই কেউ একজনকে দায়ী করা হয়নি। বরং তাদের ছেলেমানুষি ইগোকে দায়ী করা হয়েছিল। আপনার কথাগুলো সেইসব মানুষদের মত লাগল যারা এসি ঘরে বসে নারীবাদের পোস্ট করে অথচ দেখুন এখন মানুষ অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করছে। বলা বাহুল্য মেয়েরা। 
    পোস্ততে কোথাও দেখানো হয়নি একজন ও্যার্কিং ওম্যান বাচ্চা মানুষ করতে পারেনা। সম্পুর্ন সিনেমাটা শেষে গিয়ে পরিষ্কার হয়েছে। যে বাবা চেয়েছিলেন তার ছেলে বৌমা আর নাতি তাদের সঙ্গে একসাথে থাকুক। তাই তিনি কেসটা করেছিলেন। 
    যদি নারী পুরুষ বাদ দিয়ে মানুষ হয়ে ভাবেন তাহলে গুলো আরও পরিষ্কার হবে। বলছি না সবক্ষেত্রে তারা সঠিক দেখিয়েছেন। কিন্তু সবটা আবার ভুল নয়। আর একটা কথা সত্যিি এডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়। একটা বৈবাহিক জীবনে দুজনকে সমান তাকে এডজাস্টমেন্ট করতে হয় হবেই।
  • Amit | 121.2.***.*** | ৩০ মে ২০২২ ১১:২২508226
  • হ্যা। মাহাতো বাবুর সঙ্গে একমত। ঠিক এটাকে রিগ্রেশন বলা যাবে কি ? একটা ফ্যামিলি তে সবারই রেস্পসিবিলিটি আছে , সময় দেওয়ার ও দরকার আছে। কেও নিজের কেরিয়ার এ নিশ্চয় এগোতে চাইতে পারে বাকি সবকিছু ছেড়ে কিন্তু এভরিথিং কামস এট এ কস্ট। কেও সিঙ্গল ​​​​​​​থেকে ​​​​​​​যত ​​​​​​​ইচ্ছে ​​​​​​​দৌড়ে ​​​​​​​যাকনা। ​​​​​​​বিয়ে ​​​​​​​বাচ্চা ​​​​​​​এসবের ​​​​​​​ঝামেলা ​​​​​​​য় ​​​​​​​না  ​​​​​​​জড়ালেই তো ​​​​​​​হলো ?
     
    আমার তো বরং বেলাশেষে তে মেজো মেয়ের স্বামী যে সমকামী , সেটাকে মেনে নিয়ে দুজনে বন্ধু হয়ে থাকাটা প্রগতিশীল ই লাগলো। ঠিক বাপ্ মা র চাপেই শুধু করছে মনে হয়নি। ছোট মেয়ের লিভ ইন কেস টাও কিছুটা তাই। পাগলের মতো কেরিয়ার এর পেছনে না ছুটে দুজনে দুজনকে সময় দিতে চাইছে শেষে। সেটাও তো একটা লাইফ এর চয়েস ? নাকি সবাইকে পাগলের মতো ইঁদুর দৌড়ে যেতে হবে সেটাই প্রগতিশীলতা ? 
     
    আমি বাইরের দেশে দেখছি অনেক কম বয়সী কলিগ ই  জাস্ট কর্পোরেট এর চাপ নিতে না চেয়ে ফার্মল্যান্ড কিনে পুরোদস্তুর ফার্মার বনে গেছে  বাঁ ছোট শহরে একটা বার বা রেস্টুরেন্ট কিনে সেট হয়ে বসেছে। আনন্দেই আছে নিজের মতো করে। সেটা কি কোনোভাবে রিগ্রেসিভ বা পেছনে হাঁটা ?   
  • রাজকুমার মাহাতো | 122.176.***.*** | ৩০ মে ২০২২ ১১:৪৬508227
  • সেটাই তো,সব্বাই রে রে করে কাস্তে কুড়ুল নিয়ে তেড়ে আসার আগে একবার বিচার তো করতে হবে। 
  • r2h | 134.238.***.*** | ৩০ মে ২০২২ ১১:৪৮508228
  • যাহ, মেয়েরা বিয়ে বাচ্চা করলে আর কেরিয়ারের পেছনে দৌড়তে পারবে না?

    পরিবার ইত্যাদি ব্যক্তিগত ব্যাপার হলে কিছু বলার নেই (যদিও সে যুক্তি এক্স্ট্রাপোলেট করলে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়েও কিছু বলা যায় না, সেদিন কাগজে দেখলাম একজন তার স্ত্রীকে অ্যাসিড ছুঁড়েছে, পুলিশ ধরলে বলেছে কোন সব সংসারেই খুচরো অশান্তি হয়), কিন্তু একটা গণমাধ্যম যার কন্সিডারেবল প্রিচিং পাওয়ার আছে, আর এইসব সিনেমা আজকাল আধুনিক, সুস্থ বলে গণ্য হয়, সেখানে একটা পরিবার নিয়ে যা দেখানো হয়, একটা লেভেলে তা রিপ্রেজেন্টেটিভ হয়ে পড়ে।

    এবার পরিবারের চাপে মহিলা কেরিয়ার ছেড়ে দিলেন - এ হামেশাই হয়। কথা হল, এটা দেখানোর ট্রিটমেন্টটা কী? কেরিয়ার ছেড়ে দিয়ে সুখী সংসার, শেষ দৃশ্যে সবাই পলাশীর আমবাগানে পিকনিক করতে গেছে, নায়িকা আনন্দময় রবিগান গাইছেন, ক্যামেরা দূরে সরতে সরতে আলোর ঝিকিমিকি, ক্রেডিট - এইহল এক।
    আবার, রবিগান গাইছেন, হঠাত করে ক্যামেরা খুব কাছে চলে এল, নায়িকার এক্সপ্রেশনে আনন্দ নেই, চোখের তলায় কালি ও ক্লান্তি, তারপর কাল্র ওপর ক্রেডিট।

    স্থিতাবস্থার বিরুদ্ধে যাওয়াই প্রগতি। হোমো স্যাপিয়েন্সরা আগুন চাকা ওসবের চক্করে না গিয়ে প্রকৃতির সঙ্গে মানিয়ে গুছিয়ে জৈব প্রবৃত্তির কথা শুনে থাকলে আজ আর এত যুদ্ধ বিগ্রহ হতো না। কিন্তু একবার যখন হয়েই গেছে, আর পেছনে ফেরার উপায় নেই।
    সব সিনেমাকে বৈপ্লবিক হতে হবে তার মানে নেই, মিষ্টি সাংসারিক স্থিতাবস্থার সিনেমা হতেই পারে। তবে সেসবকে আজকাল আধুনিক বলা হয়, এই যাতনা।

    প্রসঙ্গতঃ https://www.guruchandali.com/comment.php?topic=24246
     
  • Amit | 121.2.***.*** | ৩০ মে ২০২২ ১২:১৩508229
  • মেয়েদের দৌড়োতে না পারার কথা বলিনি তো। আর মেয়েরাই বা কেন ? ছেলেমেয়ে র জন্যে বাপ্ মা দুজনের ই সময় দেওয়া দরকার। যদি মনে হয় সময় দিতে পারবে না , তাহলে ছেলে মেয়ে না আনলেই তো হয়। বিয়ে বা লিভ ইন করলেই ​​​​​​​কি বাচ্চা ​​​​​​​আনতে ​​​​​​​হবে ​​​​​​​এই ​​​​​​​​​​​​​​যুগে ? এতো ​​​​​​​অপসন ​​​​​​​থাকতেও ?
     
    সিনেমা গুলোকে আমি প্রচন্ড প্রোগ্রেসিভ এমন কিছু দাবি করছিনা। কয়েকটা দেখেছি। মনে হয়েছে অনেকটাই ইমোশনাল ওভারলোড আছে। অনেক কাঁটছাট করা যেত। কিন্তু আমার  পছন্দ মানেই  সেটা সবার পছন্দ কেন হতে হবে ? সেসব হয়তো অনেকেরই পছন্দ। যার যা পছন্দ দেখুক। 
     
    আর শুধু এসব সিনেমা দেখেই লোকে রিগ্রেসিভ হয়ে গেলে তো সাউথ বা বলিউড এর গ্যাঙস্টার মুভি দেখে দেখে সব গ্যাংস্টার হতো। বা হলিউড এর ম্যাট্রিক্স দেখে সব ছাদ থেকে লাফাতো। এসব তো আরো হাজারগুন লোকের কাছে পৌঁছয়। 
     
    :) :) 
  • Sara Man | ৩০ মে ২০২২ ১২:৩৩508230
  • শিবপ্রসাদ নন্দিতার ছবিগুলি আটপৌরে গল্প বলে, সম্পর্কটা টিঁকিয়ে রাখার কথা বলে, নারী পুরুষ শিশু - সকলেরই কিছু আটপৌরে দুঃখ আর মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার কথা বলে। বাংলা সিরিয়ালের কেবল "মঙ্গল-অমঙ্গল" আর "ভাত কাপড়ের অনুষ্ঠানের" কথা মোটেই বলেনা। ছবিগুলি আমার ভালো লাগে। 
  • Debraj Burman | ৩০ মে ২০২২ ১২:৫১508232
  • ১৬ আনা খাঁটি কথা। প্রতিটা সিনেমা আবেগে সুড়সুড়ি দেওয়া সিনেমা কোনটা বা চিমটি কাটা। "পোস্ত" টা একেবারেই পাতে দেওয়া যায়ে না। একটা ক্লাসিক গল্পের টান টান চিত্রনাট্য বানালে বুঝব...। ছোটবউ... মেজবউ ... টাইপের সিনেমা। শুধু মাত্র উন্নত ক্যামেরা... কারিগরি প্রযুক্তির যোগ।
  • progoti | 2405:8100:8000:5ca1::213:***:*** | ৩০ মে ২০২২ ১৩:১৮508234
  • পরিবারই স্থিতাবস্থা। শিবুকে বলে দোব সবাই যেন শেষে আচ্ছাসে ডিভোর্স বাগিয়ে উই শ্যাল ওভারকাম গাইতে গাইতে লাল পতাকা কাঁধে বেরিয়ে পড়ে।
  • Amit | 120.18.***.*** | ৩০ মে ২০২২ ১৩:৫৪508237
  • তাহলে কেজিএফ এর হিরো উড়ে উড়ে কুড়িটা ভিলেন ঠেঙাচ্ছে সেগুলো প্রোগ্রেসিভ সিনেমা তো ? এক্সাম্পল না পেলে বুঝবো কি করে ? 
  • যোষিতা | 194.56.***.*** | ৩০ মে ২০২২ ১৬:০০508241
  • ইচ্ছে, অলীক সুখ, প্রাক্তন, হামি, মুক্তধারা দেখেছি।
    ইচ্ছে, অলীক সুখ - বেশ ভালো লেগেছে।
    প্রাক্তন - ভালোই।

    সংসার করা মানে হারজিতের হিসেব করা নয় বলেই আমার মনে হয়।

     
  • দীপাঞ্জন মুখোপাধ্যায় | ৩০ মে ২০২২ ১৬:২৩508243
  • বাজার এখন খাচ্ছে বলে এসব সিনেমা হচ্ছে | বছরে দুটো ব্যোমকেশ , দুটো ফেলুদা , একটা গুপ্তধন রহস্য রোমাঞ্চ , কয়েকটা থ্রিলার , কয়েকটা পিওর কমার্শিয়াল , কয়েকটা জীবনী , প্রচুর ফ্যামিলি ড্রামা - এই তো বাংলা সিনেমার বাজার এখন | অপরাজিত র সাফল্য দেখে সৃজিত মুখার্জী ঠিক করে ফেললেন মৃণাল সেনকে নিয়ে ওয়েব সিরিজ বানাবেন | সবই বাজারের কৃপা | যেদিন বাজারের ফ্যামিলি ড্রামায় অরুচি হবে সেদিন আবার ওপরের সমীকরণটা পাল্টে যাবে |  
  • Amit | 220.235.***.*** | ৩০ মে ২০২২ ১৬:৫৩508245
  • বাজারে যেটা চলবে সেটাই তো বানানো হবে।  শুধু  বাংলা কেন ?দুনিয়া শুদ্ধ সব্বাই তাই করছে। শুধু শিল্প দিয়ে আর হলে মাছি তাড়ালে কি পেট চলবে সবার ? 
  • S | 2a0b:f4c2:1::***:*** | ৩০ মে ২০২২ ১৬:৫৯508246
  • বাংলা সিনেমাকে খারাপ বলা আর বলিউড-সাউথের থার্ডক্লাস সিনেমাগুলোকে গ্লোরিফাই করাটাও এখন বাজারে খুব চলছে।
  • Amit | 220.235.***.*** | ৩০ মে ২০২২ ১৭:১৩508247
  • বাংলা সিনেমা যেগুলো বলিউড বা সাউথের কপি করে বানানো সেগুলো যে খাজস্য খাজা কোনো সন্দেহ নেই। কম বাজেট কম স্কিলসেট নিয়ে ওগুলো ফেডেড কার্বন কপি লাগে। তার থেকে ​​​​​​​যে ​​​​​​​জিনিস ​​​​​​​বাঙালিরা ​​​​​​​ভালো ​​​​​​​বানাতে ​​​​​​​পারে ​​​​​​​তাই ​​​​​​​বানাক। 
     
    আর সাউথ বা বলিউড এর লার্জার দ্যান লাইফ সুপারহিরো মুভিগুলো বেসিক্যালি ড্রাগস্ বা গাঁজার নেশার মত।ম্যাংগো লোকেদের দিন আনি দিন খাই , ফ্রাস্ট্রেটেড লাইফ থেকে কয়েক ঘন্টার এসকেপ রুট। ওগুলো হিট হওয়ার আর কিস্যু সিগ্নিফিকেন্স নেই। গ্রেগ চ্যাপেল বোধহয় কোথায় একটা কমেন্ট করেছিল - ইন্ডিয়ান রা দুটো জিনিসকে অন্ধভাবে পুজো করে। বলিউড আর ক্রিকেট। একদম ঠিক। 
  • ধুসস | 42.***.*** | ৩০ মে ২০২২ ২০:৪১508253
  • এই অমিতের মত লোকজন যারা নিজেরা ( এসব ফোরামে) ছুপা চাড্ডি, নানা দিক দিয়ে কনজার্ভেটিভ, নিজেই বলেছিল আগে মোদিকে ভোট দিয়েছিল, ইস্লামোফোবিয়া আছে,  ফলস এনকাউন্টার সমর্থন করে, এ যে এসব ভ্যাসভেদে রক্ষণশীল মেলোড্রামা পছন্দ করবে, স্বাভাবিক। দুঃখের ব্যাপার, বাংলায় এরাই এখন সংখ্যাগুরু!  এরাই সব যত ছিঁচকাঁদুনে সিরিয়ালখোর। নাকের জল চোখের জল একাকার  করে দেওয়া পাব্লিক।
    দক্ষিণের সিনেমার সঙ্গে আবার লড়িয়ে দিচ্ছে এখন। যেন এসব প্রাক্তন পোস্তো বেলাশেষে না শুরু ভাল না লাগলে দক্ষিণী ধামাকা ভাল লাগেই।   
    আবার আলজাইমার্স দেখানো নিয়ে গদগদ। কোন মানসিক অসুখ দেখিয়েছে তারই নেই ঠিক! 
    এসব ধুর দর্শক আছে বলেই এসব ধুদ্দুর সিনেমা বানানোও হয়।
  • Amit | 120.18.***.*** | ৩১ মে ২০২২ ০২:৩১508270
  • ইয়ে সবদিক থেকে প্রোগ্রেসিভ সিনেমার উদাহরণ এখনো পাওয়া গেলনা ? অনেক ক্ষণ ​​​​​​​কেটে ​​​​​​​গেলো ​​​​​​​যে। ​​​​​​​
    :). :)
  • প্রোগ্রেসিভ সিনেমা | 69.195.***.*** | ৩১ মে ২০২২ ০২:৩৩508271
  • হারবার্ট।
  • প্রোগ্রেসিভ সিনেমা | 69.195.***.*** | ৩১ মে ২০২২ ০২:৩৫508272
  • মহানগর। শারুক-আমির তখনও জন্মায়নি। রাজামৌলি দুধের বচ্চা।
  • প্রোগ্রেসিভ সিনেমা | 69.195.***.*** | ৩১ মে ২০২২ ০২:৩৯508273
  • দহন
    বাড়িওয়ালি
    মেমোরিজ ইন মার্চ
  • প্রোগ্রেসিভ সিনেমা | 69.195.***.*** | ৩১ মে ২০২২ ০২:৪০508274
  • বাকিটা ব্যক্তিগত।
  • S | 2a01:6340:2:501::***:*** | ৩১ মে ২০২২ ০৩:৩৫508275
  • হারবার্ট অসাধারণ। ওরকম একটা সিনেমা বিগত ২০ বছরে সারা ভারতে তৈরী হয়েছে বলে মনে হয়্না।
  • Amit | 121.2.***.*** | ৩১ মে ২০২২ ০৪:০৭508276
  • অসাধারণ তো বোঝা গেলো। কিন্তু লোকে হলে গিয়ে দেখে উঠতে পারলো না কেন ? 
  • Amit | 121.2.***.*** | ৩১ মে ২০২২ ০৪:০৮508277
  • যে লিস্টি এলো , মহানগর আর দহন বাদ দিলে আর কোনটা বক্স অফিসে পয়সা উঠেছে ? 
  • Amit | 121.2.***.*** | ৩১ মে ২০২২ ০৪:১৩508278
  • অবশ্য এখুনি যুক্তি আসার আগেই বলে রাখি আগে কোশ্নো করেছিলাম শুধু প্রোগ্রেসিভ সিনেমার। সেগুলো বক্স অফিস হিট কি না সেটা আগের প্রশ্নে ছিলোনা। 
     
    এখন সমস্যা হলো নিজের পকেট থেকে পয়সা ঢেলে কে কে তথাকথিত প্রোগ্রেসিভ মুভি বানাবে যদি পয়সা ই না ওঠে ?
     
    আমার কয়েক কোটি গঙ্গায় ফেলে দেওয়ার মতো পয়সা থাকলে চেষ্টা করতুম নিশ্চয়। নেই বলেই মনে হয় বানিয়ে ওঠা গেলোনা। কেও এগিয়ে আসবেন না কি ? 
     
    :) :) 
  • হিজি-বিজ-বিজ  | 45.59.***.*** | ৩১ মে ২০২২ ০৪:১৪508279
  • ধুর মশাই  বক্স  অফিসে পয়সা ত বেদের মেয়ে জ্যোসনা ও দিয়েছে।  পয়সা দিলে প্রোগ্রেসিভ সিনেমা হয় নাকি? 
     
  • hihi | 74.2.***.*** | ৩১ মে ২০২২ ০৪:৩২508280
  • টাকা করতে পারলেই আর্ট হয় নাকি গো অমিতবাবু? বাঙালি কবি-শিল্পীরা কোনদিন বড়োলোক হবার জন্যি আর্ট করেনি। তাই জীবুদা মরে যাবার এতদিন পরেও তাঁর লেখা অনুবাদ হচ্ছে। রায়মশায়ের পথের পাঁচালী দেখে নোলান-স্করসেসিও মুগ্ধ্তা জানিয়েছেন। আপনার বলিউডের একশো কোটির ছবি দুদিন বাদে সবাই ভুলে যায়।
     
    পয়সা দিয়ে কি আর শিল্পবোধ মাপা যায় ?
  • শুনুন | 74.2.***.*** | ৩১ মে ২০২২ ০৪:৩৫508281
  • Amit | 121.2.***.*** | ৩১ মে ২০২২ ০৪:৩৭508282
  • হেহে। এক্কেরে জলসাঘরের বিশ্বম্ভর রায় এর মতো শোনাচ্ছে তো। 
     
    :) :) 
  • hihi | 74.2.***.*** | ৩১ মে ২০২২ ০৪:৪৪508283
  • মার্ভেল সিনিমা পোচ্চুর টাকা তুলেচে। স্করসেসি তাদের ধুয়ে দিলেন। কি মুশকিল! পাশে আল পাচিনো আর ডি নিরো বসে।  উনাদের বিশ্বম্ভর রায়ের ঘোড়া বলবেন কি অমিতবাবু?
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন