পড়তে গিয়ে এই লেখাটার কিছু অংশের কথাও মনে হচ্ছিল।
https://annebonnypirate.org/2021/08/17/afghanistan-the-end-of-the-occupation/
এখান থেকে,
Afghans waited. The US delivered war, not peace.
সৈকত দার কী জিহাদী ডর নাই? মুন্ডু কাটা, পাথর নিক্ষেপ, সবই শরিয়তি বিধান।
দ্বীনের পথে আসুন, শ্লোগান ধরুন, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান! :পি
শরিয়তি বিধানের তো বদল হওয়া দরকার, সংস্কার দরকার। হিন্দু সমাজে সতীদাহ যেমন বন্ধ হয়েছে
কোরানের একটি শব্দ- ও বদলানো যাবে না - এমনটা ভাবলে তো কোন সংস্কারই সম্ভব না, বিধর্মীরা চিরদিনই শাস্তিযোগ্য বলে গণ্য হবে
শরিয়া আইন বোধহয় কোরান আর হাদিশ-এর ওপর ভিত্তি করে।
মুসলিম দের ভিতর থেকে সংস্কারের চেষ্টা কিভাবে চলছে, বিভিন্ন দেশে বা গোষ্ঠীতে তা জানতে ইচ্ছা করে।
বিপ্লব, লিখবেন ?
সৌদি দুধেল গাই, তাকে কেউ ঘাঁটায় না, এটা একটা বিশাল সমস্যা তো বটেই। শুধু নিজের দেশে মধ্যযুগীয় বর্বরতা চালাচ্ছে এমন তো নয়, সৌদির টাকায় বাংলাদেশের সমাজ, ধর্মনিরপেক্ষ বাতাবরণ পাল্টে যাচ্ছে - মসজিদ, মাদ্রাসা র ছড়াছড়ি - কাল রাতেও এক বাংলাদেশী বন্ধু এ নিয়ে দুঃখ করছিল। ভারতেও হুলিয়ে সৌদি ফান্ডিং আসে