
Krishnendu Talukdar লেখকের গ্রাহক হোনসংযুক্তা শাড়িটা আপনার কাছে দিয়ে যেতে বলেছে।
শাড়ির ব্যাবসা করে সংসার চালাতে পারবি? শাড়ি আজকাল প্রতিদিনের জন্য অনেকেই পরেনা।
কি করবো কাকু? লকডাউনে আমাদের দুজনের চাকরিই চলে গেল। আমার বর তো ডিপ ডিপ্রেশনে ডুবে গেছে। অগত্যা আমাকেই শেষ সম্বলটুকু নিয়ে শাড়ির ব্যবসায় নামতে হল।
তোর নাচের স্কুল – অনুষ্ঠানে আয় হয় না?
কোভিডের ভয়ে সবই বন্ধ......
সবাই তো আজকাল অনলাইনে শেখাচ্ছে...
হাতে কলমে যা শেখার তা অনলাইনে শেখানো যায় বলে আমি মনে করি না। আমার বাবা যে ভাবে হাতে ধরে আমায় শিখিয়েছেন সেই ভাবে ছাড়া আমি শেখাতে পারবো না। শাড়ির ব্যবসাটা আমি ভালোবাসি না। নাচ আমি ভালোবাসি। আমি ভালোবাসা বিলোতে পারবো বিক্রি করতে পারবো না।
শুভ সূচনা।
এবার কোভিড জয়ী শাড়ি বিক্রেতা বাকী কাহিনীও শুনি, প্লিজ
'নাচ আমি ভালোবাসি। আমি ভালোবাসা বিলোতে পারবো বিক্রি করতে পারবো না।'
কিন্তু উনি তো নাচের স্কুল করে আগে সে অর্থে ' ভালোবাসা বিক্রি' ই করতেন!
নাচের স্কুলে ফ্রিতে শেখাতেন না নিশ্চয়। ফ্রিতে শেখালে লাক ডাউনে স্কুল বন্ধ হওয়ায় আর্থিক অসুবিধে হবার কথা নয়। সেক্ষেত্রেও ভালবাসা বিক্রিই করতেন বা অর্থমূল্যে পরিসেবা দিতেন (যদি এইভাবে বলতে স্বচ্ছন্দ বোধ করেন)।
শাড়ির ব্যবসা ওঁর ভাল নাই লাগতে পারে, অনেকে কিন্তু ভালবেসেই শাড়ির ব্যবসা করে। শাড়ির ব্যবসা আর নাচের স্কুল কোনোটাই কোনোটার চেয়ে ছোট নয়।
Abhyu | 47.39.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ১৮:১৪104920অনেকে কিন্তু ভালবেসেই শাড়ির ব্যবসা করে।
dc | 122.164.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ১৮:৩১104921অনলাইনে নাচের ক্লাস কেন করা যাবেনা বুঝলাম না। শিক্ষক / শিক্ষিকা আর ছাত্র ছাত্রীর কাছে ল্যাপটপ বা মোবাইল থাকলেই হলো।
Abhyu | 47.39.151.164 | ১৯ এপ্রিল ২০২১ ১৮:১৪
খুব বিচ্ছিরি চাপের মধ্যে আছি। তাও ৩২ (মানে যে কয়টি আছে আর কি) পাটি আউট হল।