মূলত রমিত এবং রঞ্জনবাবুর নিরন্তর উৎসাহে সাড়া দিয়ে এই টই খোলা। যেহেতু নির্বাচন কমিশন নিযুক্ত নির্বাচনকর্মীর দায়িত্ব পালন করতে হচ্ছে, তাই আচরণবিধির বিধিনিষেধের জন্য নিজস্ব ব্লগে এই প্রেডিকশন করা হল না। এটা নিছকই একটা আগাম ঘোষণা। আমি এমনকি শখের সেফোলজিস্টও নই। তবুও সমসাময়িক পরিস্থিতি, গত লোকসভার ফল এবং প্রাসঙ্গিক কিছু বিষয়কে মাথায় রেখে একদমই নিজের চিন্তাভাবনা অনুযায়ী এই ফল ঘোষণা। বলা বাহুল্য, এটি সম্ভাব্য ফল। তবে একেবারেই আজগুবি নয়। হিসেবের এদিক-ওদিক হওয়ার সম্ভাবনা শতকরা ১০ ভাগ।
এই ফল মিলে গেলে বা চূড়ান্ত ফলাফলের কাছাকাছি গেলে আমার কোনও কৃতিত্বই নেই। না মিললে নানাবিধ নিননিছারা, যাঁরা সারা বছর আমাকে প্রাণভরে গালি দিতে চাইলেও সর্বদা দিয়ে উঠতে পারেন না, তাঁদের হতাশার বহিঃপ্রকাশ সরবে এবং সানন্দে করতে পারবেন – সেই ঘাটতিটুকু মেটাতেই নিজ দায়িত্বে এই টই খুললাম।
ফলাফলের চুলচেরা ব্যাখ্যা আমি দেব না। চাইলে এখন থেকেই চুটিয়ে গাল দিয়ে গায়ের ঝাল মেটাতে পারেন। মনে রাখবেন, এমন মওকা রোজ রোজ আসে না।
প্রথম দফা – ৩০টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ২১২ | পূর্ব মেদিনীপুর | পটাশপুর | ১ | ||
২ | ২১৩ | কাঁথি উত্তর | ১ | |||
৩ | ২১৪ | ভগবানপুর | ১ | |||
৪ | ২১৫ | খেজুরি (ত) | ১ | |||
৫ | ২১৬ | কাঁথি দক্ষিণ | ১ | |||
৬ | ২১৭ | রামনগর | ১ | |||
৭ | ২১৮ | এগরা | ১ | |||
৮ | ২২০ | ঝাড়গ্রাম | নয়াগ্রাম (ত উ) | ১ | ||
৯ | ২২১ | গোপীবল্লভপুর | ১ | |||
১০ | ২২২ | ঝাড়গ্রাম | ১ | |||
১১ | ২৩৭ | বিনপুর (ত উ) | ১ | |||
১২ | ২১৯ | পশ্চিম মেদিনীপুর | দাঁতন | ১ | ||
১৩ | ২২৩ | কেশিয়াড়ি (ত উ) | ১ | |||
১৪ | ২২৮ | খড়গপুর গ্রামীণ | ১ | |||
১৫ | ২৩৩ | গড়বেতা | ১ | |||
১৬ | ২৩৪ | শালবনি | ১ | |||
১৭ | ২৩৬ | মেদিনীপুর | ১ | |||
১৮ | ২৩৮ | পুরুলিয়া | বান্দোয়ান (ত উ) | ১ | ||
১৯ | ২৩৯ | বলরামপুর | ১ | |||
২০ | ২৪০ | বাঘমুণ্ডি | ১ | |||
২১ | ২৪১ | জয়পুর | ১ | |||
২২ | ২৪২ | পুরুলিয়া | ১ | |||
২৩ | ২৪৩ | মানবাজার (ত উ) | ১ | |||
২৪ | ২৪৪ | কাশীপুর | ১ | |||
২৫ | ২৪৫ | পারা (ত) | ১ | |||
২৬ | ২৪৬ | রঘুনাথপুর (ত) | ১ | |||
২৭ | ২৪৭ | বাঁকুড়া | শালতোড়া (ত) | ১ | ||
২৮ | ২৪৮ | ছাতনা | ১ | |||
২৯ | ২৪৯ | রানিবাঁধ (ত উ) | ১ | |||
৩০ | ২৫০ | রায়পুর (ত উ) | ১ | |||
মোট | ১৭ | ৮ | ৫ |
প্রথম দফাতেই ঝাড়গ্রাম (৪) ও পুরুলিয়ার (৯) নির্বাচন পর্ব শেষ।
দ্বিতীয় দফা – ৩০টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ১২৭ | দক্ষিণ ২৪ | গোসাবা (ত) | ১ | ||
২ | ১৩০ | পাথরপ্রতিমা | ১ | |||
৩ | ১৩১ | কাকদ্বীপ | ১ | |||
৪ | ১৩২ | সাগর | ১ | |||
৫ | ২০৩ | পূর্ব মেদিনীপুর | তমলুক | ১ | ||
৬ | ২০৪ | পাশকুঁড়া পূর্ব | ১ | |||
৭ | ২০৫ | পাশকুঁড়া পশ্চিম | ১ | |||
৮ | ২০৬ | ময়না | ১ | |||
৯ | ২০৭ | নন্দকুমার | ১ | |||
১০ | ২০৮ | মহিষাদল | ১ | |||
১১ | ২০৯ | হলদিয়া (ত) | ১ | |||
১২ | ২১০ | নন্দীগ্রাম | ১ | |||
১৩ | ২১১ | চণ্ডীপুর | ১ | |||
১৪ | ২২৪ | পশ্চিম মেদিনীপুর | খড়্গপুর সদর | ১ | ||
১৫ | ২২৫ | নারায়ণগড় | ১ | |||
১৬ | ২২৬ | সবং | ১ | |||
১৭ | ২২৭ | পিংলা | ১ | |||
১৮ | ২২৯ | ডেবরা | ১ | |||
১৯ | ২৩০ | দাসপুর | ১ | |||
২০ | ২৩১ | ঘাটাল (ত) | ১ | |||
২১ | ২৩২ | চন্দ্রকোণা (ত) | ১ | |||
২২ | ২৩৫ | কেশপুর | ১ | |||
২৩ | ২৫১ | বাঁকুড়া | তালড্যাংরা | ১ | ||
২৪ | ২৫২ | বাঁকুড়া | ১ | |||
২৫ | ২৫৩ | বরজোড়া | ১ | |||
২৬ | ২৫৪ | ওন্দা | ১ | |||
২৭ | ২৫৫ | বিষ্ণুপুর | ১ | |||
২৮ | ২৫৬ | কোতুলপুর (ত) | ১ | |||
২৯ | ২৫৭ | ইন্দাস (ত) | ১ | |||
৩০ | ২৫৮ | সোনামুখী (ত) | ১ | |||
মোট | ১৭ | ১২ | ১ |
দ্বিতীয় দফায় পূর্ব (১৬) ও পশ্চিম মেদিনীপুর (১৫) এবং বাঁকুড়ায় (১২) নির্বাচন পর্ব শেষ।
তৃতীয় দফা – ৩১টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ১২৮ | দক্ষিণ ২৪ পরগণা | বাসন্তী (ত) | ১ | ||
২ | ১২৯ | কুলতলি (ত) | ১ | |||
৩ | ১৩৩ | কুলপি | ১ | |||
৪ | ১৩৪ | রায়দিঘী | ১ | |||
৫ | ১৩৫ | মন্দিরবাজার (ত) | ১ | |||
৬ | ১৩৬ | জয়নগর (ত) | ১ | |||
৭ | ১৩৭ | বারুইপুর পূর্ব (ত) | ১ | |||
৮ | ১৩৮ | ক্যানিং পশ্চিম (ত) | ১ | |||
৯ | ১৩৯ | ক্যানিং পূর্ব | ১ | |||
১০ | ১৪০ | বারুইপুর পশ্চিম | ১ | |||
১১ | ১৪১ | মগরাহাট পূর্ব (ত) | ১ | |||
১২ | ১৪২ | মগরাহাট পশ্চিম | ১ | |||
১৩ | ১৪৩ | ডায়মন্ড হারবার | ১ | |||
১৪ | ১৪৪ | ফলতা | ১ | |||
১৫ | ১৪৫ | সাতগাছিয়া | ১ | |||
১৬ | ১৪৬ | বিষ্ণুপুর (ত) | ১ | |||
১৭ | ১৭৭ | হাওড়া | উলুবেড়িয়া উত্তর (ত) | ১ | ||
১৮ | ১৭৮ | উলুবেড়িয়া দক্ষিণ | ১ | |||
১৯ | ১৭৯ | শ্যামপুর | ১ | |||
২০ | ১৮০ | বাগনান | ১ | |||
২১ | ১৮১ | আমতা | ১ | |||
২২ | ১৮২ | উদয়নারায়ণপুর | ১ | |||
২৩ | ১৮৩ | জগৎবল্লভপুর | ১ | |||
২৪ | ১৯৫ | হুগলি | জাঙ্গিপাড়া | ১ | ||
২৫ | ১৯৬ | হরিপাল | ১ | |||
২৬ | ১৯৭ | ধনেখালি (ত) | ১ | |||
২৭ | ১৯৮ | তারকেশ্বর | ১ | |||
২৮ | ১৯৯ | পুরশুড়া | ১ | |||
২৯ | ২০০ | আরামবাগ (ত) | ১ | |||
৩০ | ২০১ | গোঘাট (ত) | ১ | |||
৩১ | ২০২ | খানাকুল | ১ | |||
মোট | ৯ | ১৩ | ৯ |
চতুর্থ দফা – ৪৪টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ১ | কোচবিহার | মেখলিগঞ্জ (ত) | ১ | ||
২ | ২ | মাথাভাঙা (ত) | ১ | |||
৩ | ৩ | কোচবিহার উত্তর (ত) | ১ | |||
৪ | ৪ | কোচবিহার দক্ষিণ | ১ | |||
৫ | ৫ | শীতলকুচি (ত) | ১ | |||
৬ | ৬ | সিতাই (ত) | ১ | |||
৭ | ৭ | দিনহাটা | ১ | |||
৮ | ৮ | নাটাবাড়ি | ১ | |||
৯ | ৯ | তুফানগঞ্জ | ১ | |||
১০ | ১০ | আলিপুরদুয়ার | কুমারগ্রাম (ত উ) | ১ | ||
১১ | ১১ | কালচিনি (ত উ) | ১ | |||
১২ | ১২ | আলিপুরদুয়ার | ১ | |||
১৩ | ১৩ | ফালাকাটা (ত) | ১ | |||
১৪ | ১৪ | মাদারিহাট (ত উ) | ১ | |||
১৫ | ১৪৭ | দক্ষিণ ২৪ পরগণা | সোনারপুর দক্ষিণ | ১ | ||
১৬ | ১৪৮ | ভাঙ্গড় | ১ | |||
১৭ | ১৪৯ | কসবা | ১ | ১ | ||
১৮ | ১৫০ | যাদবপুর | ||||
১৯ | ১৫১ | সোনারপুর উত্তর | ১ | |||
২০ | ১৫২ | টালিগঞ্জ | ১ | |||
২১ | ১৫৩ | বেহালা পূর্ব | ১ | |||
২২ | ১৫৪ | বেহালা পশ্চিম | ১ | |||
২৩ | ১৫৫ | মহেশতলা | ১ | |||
২৪ | ১৫৬ | বজবজ | ১ | |||
২৫ | ১৫৭ | মেটিয়াবুরুজ | ১ | |||
২৬ | ১৬৯ | হাওড়া | বালি | ১ | ||
২৭ | ১৭০ | হাওড়া উত্তর | ১ | |||
২৮ | ১৭১ | হাওড়া মধ্য | ১ | |||
২৯ | ১৭২ | শিবপুর | ১ | |||
৩০ | ১৭৩ | হাওড়া দক্ষিণ | ১ | |||
৩১ | ১৭৪ | সাঁকরাইল | ১ | |||
৩২ | ১৭৫ | পাঁচলা | ১ | |||
৩৩ | ১৭৬ | উলুবেড়িয়া পূর্ব | ১ | |||
৩৪ | ১৮৪ | ডোমজুড় | ১ | |||
৩৫ | ১৮৫ | হুগলি | উত্তরপাড়া | ১ | ||
৩৬ | ১৮৬ | শ্রীরামপুর | ১ | |||
৩৭ | ১৮৭ | চাঁপদানি | ১ | |||
৩৮ | ১৮৮ | সিঙ্গুর | ১ | |||
৩৯ | ১৮৯ | চন্দননগর | ১ | |||
৪০ | ১৯০ | চুঁচুড়া | ১ | |||
৪১ | ১৯১ | বলাগড় (ত) | ১ | |||
৪২ | ১৯২ | পাণ্ডুয়া | ১ | |||
৪৩ | ১৯৩ | সপ্তগ্রাম | ১ | |||
৪৪ | ১৯৪ | চণ্ডীতলা | ১ | |||
মোট | ২১ | ১৯ | ৪ |
চতুর্থ দফাতেই কোচবিহার (৯) ও আলিপুরদুয়ারে (৫) নির্বাচন পর্ব শেষ। এছাড়াও শেষ দক্ষিণ ২৪ পরগণা (৩১), হুগলি (১৮) ও হাওড়াতে (১৬)। চতুর্থ দফা পর্যন্ত ১৩৫টি আসনে বিজেপি ৬৪, তৃণমূল ৫২ এবং মোর্চা সম্ভাব্য ১৯ টি আসন পেতে পারে।
বাকি ফলাফল কাল।
টই খোলার জন্য ধন্যবাদ। এবার খুঁটিয়ে পড়া শুরু করি। আরও গুরুজন যাঁরা আছেন বিশ্লেষণ করুন। টই টাকে সমৃদ্ধ করুন।
বিজেপি বেশী আসন না পেলেই ভালো, এছাড়া আর কিছু বলার নেই। দেখা যাক ফল কি হয়।
কসবা আর যাদবপুরের কোনটা তিনো আর কোনটা জোট পাবে?
আপনার প্রেডিকশান অনুযায়ী নন্দীগ্রামে দিদি হারছেন। এটা কি বিগত দুতিন সপ্তাহে পাল্টেছে?
যাদবপুরে মোর্চা। আমার টাইপো। যদিও মোট সিট ঠিক আছে। নন্দীগ্রামের সঙ্গে বিগত দু-তিন সপ্তাহের কোনও সম্পর্ক নেই।
অর্থহীন ফালতু কথাবার্তা | অন্ধের হাতি দেখা | এলেবেলে সত্যিই এলেবেলে
খুবই ভাল উপস্থাপনা। সিট ধরে ধরে একটা সুন্দর তালিকায় গোটা ব্যাপারটার একটা চিত্র তুলে ধরেছেন এখানে। শুধুই প্রেডিকশন নয় - মাল্টিপল ফেজে বিভিন্ন জেলায় কোথায় কি হচ্ছে তার একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। সাধারণত লোকজন একটা রাজ্যভিত্তিক সংখ্যা তাদের অনুমান হিসেবে দিয়ে দেন। এলেবেলে সেটা না করে ধরে ধরে সিট ভিত্তিক একটা প্রেডিকশন করেছেন এখানে।
প্রেডিকশনের ভিত্তি কী ?
আমার ধারণা যাঁরা এখানে টিপ্পনি কাটা শুরু করেছেন বা ভবিষ্যতে কাটবেন তাঁদের ৯০ শতাংশ কোন জেলায় কতগুলো সিট আছে সেই বেসিকটাই জানেন না। বাকি ৯ শতাংশ জানেন না বিধানসভার নম্বর!
এবারে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে চারটে জেলা - উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।
আমি জানতাম না, জিগ্গেস করতে যাচ্ছিলাম। প্রত্যেক আসনের বিধানসভার একটি নম্বর আছে জানতাম না।
দু বছর আগের ২০১৯ এর লোকসভা ইলেক্শনে ছিল এরকম -
২০১৯-এ এলেবেলে-র প্রেডিকশন খুবই ঠিকঠাক ছিল - বিজেপির ব্যাপক আসন বৃদ্ধির প্রেডিকশন করেছিলেন, যদ্দুর মনে পড়ছে
দক্ষিণ 24 পরগনায় তো বিজেপির হাল খুবই খারাপ মনে হচ্ছে।
আচ্ছা, আগের জেলাভিত্তিক প্রেডিকশন এর থেকে এই প্রেডিকশন এর তফাৎ কতটা ? পরিস্থিতি র ওপর ভিত্তি করে রিসেন্ট কোনো বদল এসেছে কি ?
প্রেডিকশনের অনেকগুলো প্যারামিটার আছে। যেমন ক্যানিং ও মগরাহাটের ৪টে সিটে আব্বাস একটা বড় ফ্যাক্টর। যেমন কংগ্রেস মুর্শিদাবাদ-মালদা ছাড়াও বিক্ষিপ্তভাবে কিছু আসন পাবে। যেমন উত্তরবঙ্গে এবং বাঁকুড়া ও জঙ্গলমহলে (ঝাড়গ্রাম ছাড়া) বিজেপির পেনিট্রেশন। যেমন ভোটের পোলারাইজেশন। যেমন অ্যান্টি-ইনকাম্বেন্সি ফ্যাক্টর। যেমন ডাবল ইঞ্জিন সরকারের প্রতি প্রলুব্ধ হওয়া। যেমন মতুয়া ভোট। এইরকম আরও অজস্র। আপনি লগ ইন করে লিখেছেন এবং উৎসাহ দেখিয়েছেন বলেই এতটা ব্যাখ্যা দিলাম। নিননিছাদের পাত্তাও দেব না।
মনে হয়না এটা মিলবে। কিন্তু মিললে বেশ হয়। ফুটকির সমর্থনে একটা চালচোরদের সরকার দেখতে চাই। জীবনে এতই দেখলাম, এটাই বা বাকি থাকে কেন।
সৈকত, সেই সম্ভাবনা যে একেবারে নেই সেটা বলব না। তবে আশা খুবই ক্ষীণ।
রমিত, দক্ষিণ ২৪ খুবই রিস্কি প্রেডিকশন করার ক্ষেত্রে কারণ মুসলমনাদের সংখ্যাধিক্য এবং আব্বাস। বেশ কিছু সিটে মার্জিনাল ভোটে জয়-পরাজয় নির্ধারিত হতে পারে। হ্যাঁ, জেলাভিত্তিক প্রেডিকশনের থেকে আসনভিত্তিক প্রেডিকশনে কিছু বদল হয়েছে।
জোটের আসন অনেক বেশী, সব।মিলিয়ে ১৪ ক্রস করবে না।
ধুর মশাই কংগ্রেস মোর্চায় আছে না নেই?
" ফুটকির সমর্থনে একটা চালচোরদের সরকার দেখতে চাই।"
এরা কারা? আজকাল কে যে কি আলাদা করতে পারিনা।
"এবারে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে চারটে জেলা - উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।"
-কেন? আব্বাস মনে হয় প্রথ্ম দুটোয় বড় ফ্যাক্টার।
তবে নন্দীগ্রামে দিদি হারলে কিন্তু তিনোরা যদি বাকি সবকটা সীটও পায়, তাহলেও তো চাপ।
হ্যাঁ, আব্বাস চব্বিশে এবং শুভেন্দু মেদিনীপুরে।
" ফুটকির সমর্থনে একটা চালচোরদের সরকার দেখতে চাই।"
এরা কারা?
ফুটকি অর্থে বাম। তারা ফুটকি লাগিয়ে রাম সেজেছেন অনেক আগেই। তারা সমর্থন করবে রানিমাকে।আমি ১৮-তে পঞ্চায়েতের ভোট গুনতে গিয়ে স্থানীয় কমরেডদের মুখে শুনেছি উনিশে রাম, একুশে বাম। ওটা সম্ভবত এবারে আরও পাঁচ বছর পিছিয়েছে।
আর হ্যাঁ, গ্রামীণ ভোটারদের কাছে এবারের পঞ্চায়েত নির্বাচন একটা আইডেন্টিটি ক্রাইসিস। তাঁরা এবারে তার প্রতিশোধ নেওয়ার জন্য ফুঁসছেন এবং তাঁরা গুরু পড়েনও না, সেই অনুযায়ী সিদ্ধান্তও নেন না।
বাপরে এই দেখছি। পুরো সিট্ ধরে ধরে প্রেডিকশন। আপনি এই জিনিস কোনো মিডিয়া হাউসেকে দিলে তো মারামারি লেগে যাবে।
দ্যাখেন আমার একটা ছোট্ট চিন্তা হচ্ছে , একটু এলেবেলেদা এবং গুরুজনেরা ভেবে দ্যাখেন। প্রেডিকশন নিয়ে নয়, কিন্তু এটার পসিবল মিসইউস নিয়ে।
গুরুর ওয়েব ভার্সন এর ডাইরেক্ট রিডারশিপ অতটা কিছু নয় যে পাবলিক ওপিনিয়ন ইনফ্লুয়েন্স করবে। কিন্তু টুকটাক অনেকেই পড়েন এখানে এক্টিভলি না লিখলেও। এরকম একটা ডিটেল লেভেলের হাতে গরম টেবিল দেখে লোভ সামলাতে না পেরে এখান থেকে স্ক্রিনশট নিয়ে কেউ কেউ হয়তো নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে পারেন। সোর্স দিন বা নাই দিন।
আর এই জিনিসগুলো এরকম গরম ভোটের বাজারে ট্রাক্শন পেয়ে একবার ফেবুতে বা হোওয়াতে ফরওয়ার্ড হতে শুরু করলে বই চান্স একবার ক্রিটিকাল মাস রিচ করে গেলে তারপর এক্সপোনেনশিয়াললি ছড়াতে পারে। সেরকম লেভেলে ছড়িয়ে গেলে কিন্তু একটা চান্স থেকে যায় ওপিনিয়ন ইনফ্লুয়েন্স করার , যত কমই হোক। এখনো অনেক রাউন্ড ভোট বাকি।
না ছড়ালে কোনো সমস্যা ই নেই কিন্তু সেটা আজকে দাঁড়িয়ে কে বলতে পারে ? সেই ১০ সেকেন্ড এর পাওরি টিকটক ভিডিওটাও তো সুপারহিট হয়ে গেলো ফর নো অবভিয়াস রিসনস।
এছাড়াও জানিনা পরে অন্য কোনো লিগাল প্রবলেমস হতে পারে কিনা। আমার মনে হয় অন্তত ৭০ - ৮০- % ভোট হয়ে যাক। তারপর পাবলিশ করুন। জাস্ট আমার ওপিনিয়ন। নাথিং এলস।
এগজিট পোল বারণ আছে। ইসির নোটিশ আছে। কিন্তু এটা তো এগজিট বা ওপিনিয়ন পোলও না। একজনের ব্যক্তিগত মতামত। সেটা মনে হয় দিতেই পারে। কালকে যেমন দিদি বললেন যে তিনোরা ৯০% ভোট পাবে, বা শুভেন্দু বললো যে জিতে গেছে - ঐরকম টাইপের। তাই লীগালি সমস্যা হওয়ার কথা নয়। তবে কেউ যদি বদনাম করতে চায় এবং ঝামেলা পাকাতে চায়, তাহলে সবই সম্ভব।
নইলে বিদেশি কোনও সিটিজেনকে ইমেইল করে পাঠাক। তিনি পোস্ট করে দেবেন। ইসির জুরিশডিকশান তো ইন্ডিয়ার বাইরে কাজ করবেনা।
'প্রেডিকশনের অনেকগুলো প্যারামিটার আছে। যেমন ক্যানিং ও মগরাহাটের ৪টে সিটে আব্বাস একটা বড় ফ্যাক্টর। যেমন কংগ্রেস মুর্শিদাবাদ-মালদা ছাড়াও বিক্ষিপ্তভাবে কিছু আসন পাবে। যেমন উত্তরবঙ্গে এবং বাঁকুড়া ও জঙ্গলমহলে (ঝাড়গ্রাম ছাড়া) বিজেপির পেনিট্রেশন। যেমন ভোটের পোলারাইজেশন। যেমন অ্যান্টি-ইনকাম্বেন্সি ফ্যাক্টর। যেমন ডাবল ইঞ্জিন সরকারের প্রতি প্রলুব্ধ হওয়া। যেমন মতুয়া ভোট। এইরকম আরও অজস্র।'
ধন্যবাদ। কিন্তু সেটার কোনট কোন আসনে কতটা শতাংশ প্রভাব ফেলছে সেটা কীভাবে গণনা করছেন? মানে, কিছু আসনে অবশ্যই আন্দাজ বা এমনকি আপনার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে গণনাও করা যেতে পারে কিন্তু সব আসনের জন্য করতে গেলে তার প্রতিটার গ্রাউণ্ড রিয়েলিটি জানা দরকার নয় কি, বা ওপিনিয়ন পোল বা দলীয় কর্মীদের ইন্সাইডার্স রিপোর্ট? কোন স্যাম্পলিং করে সমীক্ষা ভিত্তিক ও তো না? সেজন্যই এই গণনার ভিত্তি কী, সেটা জানতে চাইছিলাম।
যেমন ধরুন, তালড্যাংরায় কেন বিজপি পাবে আর মন্দিরপাড়ায় কেন তৃণমূল, এই প্রেডিকশনের গণনাটা কীভাবে করলেন, এটাই উদাহরণস্বরূপ যদি বোঝান।
এলেবেলেবাবু আজকাল টিয়াপাখি নিয়ে শ্যালদা স্টেশনে বসছেন নাকি?
এলেবেলে
(+-)10% এরর মার্জিন একটু বেশি নয়?
:)))
হেহে, সিট নিয়ে আলোচনা তো সব জায়গাতেই হচ্ছে। এলেবেলেবাবুও যা মনে হয়েছে লিখেছেন। এতো ব্যাঙ্গ করার কি আছে?
আহা কেষ্টর জীব! করতে দিন, করতে দিন। শেষ পাতে একটু চাটনি একটু মুখরোচক কিিছু দরকার।
মিলুক না মিলুক শুধুমাত্র আসনের তালিকার আর সব কেন্দ্রের নাম জানার জন্যেই এলেবেলেকে টুপি খুলে সেলাম।
পরের অংশের অপেক্ষায় আছি।