ধুলাগড়ে হিন্দু মুসলমান হাতে হাতে মৈত্রীর সুতো বেঁধে পালন করলেন অভিনব রবীন্দ্রজয়ন্তী : খবরোলা
বুলবুলভাজা | খবর : টুকরো খবর | ১৪ মে ২০১৭ | ১২৯০ বার পঠিত | মন্তব্য : ১
এই টুকরো খবর এবং ছবিগুলি ঠিক যে ভাবে হাতে এসেছে, সেভাবেই তোলা হল। ধূলাগড় নিয়ে অজস্র উড়ো খবর ইত্যাদিতে অন্তর্জাল ছেয়ে যাবার পরে এই ছবি এবং খবর বিশেষ গুরুত্ব বহন করে বলেই মনে হয়।
পঁচিশে বৈশাখে পরস্পরকে রাখি পরিয়ে আপন করে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানালেন প্রায় ২০০-২৫০ হিন্দু মুসলমান।
তারপর একে অপরকে রাখি বেঁধে শুরু হয় পদযাত্রা আর তার সাথে মৈত্রীর বার্তা হাতে নিয়ে হাতে হাতে সোনালি সুতো বেঁধে দেওয়ার পালা। হাওড়া জেলার এই অঞ্চল, যেখানে বিগত ডিসেম্বর মাসে ইদ মিলাদ উন নাবি উপলক্ষে সাম্প্রদায়িক সংঘাত দেখা গিয়েছিল, সেই অঞ্চলের বহু সাধারণ মানুষ অভাবনীয় স্বতঃস্ফূর্ততার সাথে যোগ দিলেন এই উৎসবে।
টিসে ধর্মঘটঃ পোস্টম্যাট্রিক স্কলারশিপ নিয়ে দু’চারটি জরুরি কথা : প্রমোদ মান্দাদে / অনুবাদঃ খবরোলা
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১২ মার্চ ২০১৮ | ১৭৫৫ বার পঠিত
রাষ্ট্রের বয়ান অনুযায়ী PMS হল ‘শিক্ষার ক্ষম তা য়নের জন্যে ভারত সরকারের একক বৃহত্তম হস্তক্ষেপ’। ১৯৪৪ সালে ঔপনিবেশিক সরকারের আমলে PMS স্কিম চালু হয়েছিল শুধু তফশিলি জাতির (এস সি) ছাত্রদের জন্যে। প্রকল্পের উদ্দেশ্য ছিল দলিত ছাত্রদের উচ্চশিক্ষার জন্যে আর্থিক সাহায্য প্রদান । এই সাহায্যের সূচনা হয়েছিল রক্ষণাবেক্ষণের বৃত্তি হিসেবে, যার অঙ্ক ছিল খুবই কম। স্বাধীনতার পরে, ১৯৪৮ সালে এই অনুদান সম্প্রসারিত হয় ত ফ সিলি উপজাতির জন্যে (এস টি)। ১৯৯৮ সালে অন্যান্য অনগ্রসর জাতিকে ( ওবিসি) ও সংযুক্ত করা হয় এই লিস্টে। তফশিলি জাতিউপজাতিদের জন্য পিএমএস চাহিদা অনুযায়ী দেওয়া হলেও ওবিসি দের জন্য ক্ষেত্রে এটা উপলব্ধ সীমিতসংখ্যক কিছু স্বীকৃত প্রতিষ্ঠানে। রাজ্যগুলি থেকে পিএমএস সহায়তা খুবই কম এবং অনিয়মিত। রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সহায়তা প্রকল্পগুলির কোন পর্যালোচনা ও সংস্কার হয়নি। PMS সহায়তা প্রকল্পের শেষ সংস্কার হয় ৭-৮ বছর আগে, ২০১০ এ। পিএমএস এর ক কভারেজ এসসি এসটি দের ক্ষেত্রে ওবিসিদের থেকে আলাদা। কোর্সের প্রকৃতির ওপর নির্ভর করে পিএমএস চার ভাগে বিভক্ত।
বিনায়ক সেনের বিচার - কিছু কাটাছেঁড়া : খবরোলা
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০৪ জানুয়ারি ২০১১ | ১৪৩০ বার পঠিত | মন্তব্য : ১
১। জনৈক দীপক চৌবে তাঁর সাক্ষ্যে বলেছেন ¢ত¢ন নারায়ণ সান্যালকে পু¢লশ গ্রেপ্তার করার ¢কছু¢দন আগে ডাক্তার ¢বনায়ক সেন-এর সুপা¢রশক্রমে ¢নজের বা¢ড়তে ভাড়া থাকতে ¢দয়ে¢ছলেন।
¢বচারপ¢ত এই তথ্য¢ট উপেক্ষা করেছেন যে দীপক চৌবে আদৌ ঐ বা¢ড়র মা¢লক নন এবং বা¢ড়¢ট ¢ত¢ন ভ¢গ্নপ¢তর হয়ে ভাড়া ¢দয়ে¢ছলেন। ¢ত¢ন বা¢ড়র মা¢লক না হওয়া সত্ত্বেও পু¢লশ বা¢ড়র মা¢লক ¢হসেবে তাঁর সাক্ষ্য ন¢তভুক্ত করেছে।
২। রায়ে প্রকাশ, ডাক্তার ¢বনায়ক সেন মাওবাদী নেতা নারায়ণ সান্যাল-এর সঙ্গে গত ১৮ মাসে ৩৩ বার দেখা করে¢ছলেন, ¢কন্তু এই তথ্য অনু¢ল্ল¢খত থেকে ¢গয়েছে যে প্র¢ত¢ট সাক্ষাৎই জেল কত«Ñপক্ষের আগাম অনুম¢তর ¢ভ¢ত্ততে হয়ে¢ছলো। ¢বচারপ¢ত একজনও জেল কর্মচারীর সাক্ষ্য গ্রহণ করেন ¢ন।
৩। ¢বচারপ¢ত প্রশ্নাতীতভাবে পু¢লশের ¢ববরণী গ্রহণ করেছেন জব্দকালীন সাক্ষী অ¢নল ¢সং-এর বয়ানের ¢ভ¢ত্ততে। এ¢বষয়ে পীযূষ গুহ ও সহ-অ¢ভযুক্ত ডাক্তার ¢বনায়ক সেন-এর আপ¢ত্ত - যে পু¢লশ পীযূষ গুহকে গ্রপ্তারের পরে গুহ এবং পু¢লশের এক¢ট কথোপকথন সাক্ষীর কণর্গোচর হয়ে¢ছলো এবং পু¢লশী হেফাজতে থাকাকালীন পীযূষ গুহ-র সমع বক্তব্য ভারতীয় প্রমাণ আইন, ১৮৭২ অনুসারে প্রমাণ ¢হসাবে বে-আই¢ন - তা সম্পূর্ণত: অস্বীকার করা হয়েছে। এটা ভুলে গেলে চলবে না যে সাক্ষী অ¢নল ¢সং তল্লা¢শ ও ধরপাকড়-এর সময়ে পু¢লশের সহগামী ¢ছলেন না, ও ¢ববরণানুযায়ী একজন ¢নকটবর্তী ব্য¢ক্ত, যাঁকে পু¢লশ গুহ-র গ্রেপ্তারের পরে থা¢ময়ে সক্ষক্ষী করে¢ছলো। আসামী পদ্ধ¢ত ¢ব¢ধ-র ১৬২ ধারা অনুসারে কোন অ¢ভযুক্ত / সাক্ষী পু¢লশী হেফাজতে থাকাকালীন তাঁর সমع বক্তব্য সাক্ষ্যপ্রমাণ ¢হসেবে ব্যবহার করা যায় না - ¢কন্তু এই ¢বচারে তা সর্বতোভাবে উপে¢ক্ষত হয়েছে।
৪। ¢বচারপ¢ত পীযূষ গুহ-র আবেদন - যে চার ¢দন তাঁকে বেআই¢নভাবে আটকে রাখা হয়ে¢ছলো ও হেফাজতে অত্যাচার করা হয়ে¢ছলো - পুরোপু¢র উপেক্ষা করেছেন। ¢বচারের এই উপেক্ষা পু¢লশী অত্যাচারকেই আড়াল করে।
খবর্নয়? (১০ই মে) -- বন্ধ কারখানা : খবরোলার প্রতিবেদন
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০৯ মে ২০০৯ | ১৫০০ বার পঠিত
শিল্পায়ন! এই নির্বাচনের প্রধান ইস্যু, যে ধামাকার নিচে অন্ধকারে চাপা পড়ে যায় অতীতের বন্ধ কারখানাগুলি। আসুন, একটু পিছনে ফিরে তাকানো যাক, এ রাজ্যের সেইভাবে খবর না হওয়া কিছু বন্ধ কলকারখানার দিকে। তাদের মালিক শিল্পপতিদের কীর্তিকলাপের দিকে। তাদের শ্রমিকদের দিকে। কেমন আছেন তাঁরা? কী বলছেন? আর শিল্পায়নের পরিসংখ্যানই বা কী বলছে ?
খবর্নয়? (৩১ শে মে) -- আইলা : খবরোলার প্রতিবেদন
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ৩১ মে ২০০৯ | ৩২১৩ বার পঠিত | মন্তব্য : ১
আইলা এলো। তান্ডব চালালো। ধ্বংসাবশেষ রেখে গেলো। গতকালের সরকারী হিসেব বলছে, দুই বাংলা মিলিয়ে মৃত ২৬৪, গৃহহীন পাঁচ লাখ, মোট ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লক্ষাধিক। বেসরকারী হিসেব অবশ্য ই অনেক বেশি। আর সবরকম হিসেবের বাইরেও হয়তো থেকে যাবে অনেক জায়গা, অনেক মানুষ। বাঁধ ভেঙ্গে সম্পূর্ণ প্লাবিত হয়ে যাবার পর যে জায়গাগুলিতে পৌঁছানোই এক দায়। সন্দেশখালি, যোগেশগঞ্জ, হেমনগর, গোসাবা, বাসন্তী, পাথরপ্রতিমা - সুন্দরবন অঞ্চলের এসব জায়গা স্বাভাবিক অবস্থাতেই জলতলের অনেকটা নীচে, ছয় থেকে নয় ফুট। বাঁধ বিনা বসবাস ই সম্ভবপর নয়। তাই বাঁধ ভাঙ্গলে জোয়ারজলে গ্রাম গুলি নিশ্চিত ভাবে নিশ্চিহ্ন। ঝড়ের পরের দিন ই আমাদের কিছু বন্ধু পৌঁছানোর চেষ্টা করেছিলেন এরকম কিছু জায়গায়। যোগেশগঞ্জ দক্ষিনবঙ্গের শেষপ্রান্তের একটি বদ্বীপ - যেখানে রায়মঙ্গল নদী সাগরে মিশেছে। যোগেশগঞ্জ আর সাগরের মাঝে ছোট ছোট দ্বীপগুলোতে মানুষের বাস নেই, আছে ঘন ম্যানগ্রোভ - সুন্দরবন। শহর কলকাতা থেকে এমনিতে লাগে ছ-সাত ঘন্টা। শিয়ালদা থেকে ট্রেনে বসিরহাটের আগের ষ্টেশন ভ্যাবলা। সেখান থেকে ম্যাটাডোর বা ট্রেকার ধরে ন্যাজাট। ন্যাজাট থেকে যোগেশগঞ্জ যাওয়ার বোট পাওয়া যায়। অথবা ধর্মতলা বা শিয়ালদা থেকে বাসে করে ধামাখালি গিয়ে সেখান থেকে যোগেশগঞ্জের বোট ধরা। আইলার পর অবশ্য এই দুটি রুটের কোনোটিতেই যাওয়া যাচ্ছে না। কারণ হাসনাবাদের পর কোনো রাস্তাই আর অক্ষত নেই।
খবর্নয়? (১৭ই মে) -- সলওয়া জুডুম : খবরোলার প্রতিবেদন
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ১৭ মে ২০০৯ | ১৫৮৮ বার পঠিত
এখনো। দু বছর বাদেও। ১৪ই মে, ২০০৭ গ্রেপ্তার হয়েছিলেন ডা বিনায়ক সেন। প্রথিতযশা ডাক্তার, সমাজসেবী ও People's Union for Civil Liberties (PUCL) ভাইস প্রেসিডেন্ট। গ্রেপ্তার হয়েছিলেন রাষ্ট্রের বিরুদ্ধে "ষড়যন্ত্রের' অভিযোগে, যা কিনা এখনো প্রমাণের অপেক্ষায়। কোনো নির্বাচনী ম্যানিফেস্টোয় বিনায়ক সেনের সুবিচার নিশ্চিত করার কথা বলা হয় নি, সম্ভবত: "রাষ্ট্রদ্রোহিতা"-র আঠেরো ঘার ভয়ে। কিন্তু পার্টিরা না বললেও মানুষজন বলেছেন। গত সপ্তাহে, ১৪ই মে দেশে বিদেশে প্রতিবাদের ঢল নামলো।
সন্ত্রাস এবং অন্যান্য : খবরোলার প্রতিবেদন
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০২ মে ২০০৯ | ১৪৬১ বার পঠিত
গত তিন বছরে অন্তত পাঁচ জন বিরোধী পক্ষের সাংসদ খুন হয়ে গেছেন, নিখোঁজ হয়েছেন আরো অনেকেই। সমস্ত ক্ষেত্রেই তদন্তের ব্যপারে আশ্চর্য নীরব থেকেছে পুলিশ, এবং আজ অব্দি কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয় নি। সবচেয়ে বড় আঘাত নেমেছে মিডিয়ার ওপর। ২০০৯ এর জানুয়ারীতে Sunday Leader এর চিফ এডিটর বিক্রমাতুঙ্গের মৃত্যু হয় অজ্ঞাত আততায়ীদের হাতে। সরকারী কাজকর্মের সমালোচনা করা এবং সরকারের অপদার্থতা তুলে ধরার জন্য বহুদিন থেকেই টার্গেট হয়ে ছিলেন ইনি। এমনকি মৃত্যুর আগে তাঁর লেখা শেষ প্রবন্ধে তিনি মন্তব্য করে গিয়েছিলেন যে " When finally I am killed, it will be the government that kills me "। শুধু ইনি নন, ২০০৯ তেই ঠিক এভাবে আততায়ীদের হাতে প্রান হারিয়েছেন অন্তত ৮ জন সাংবাদিক। নিখোঁজ হয়ে গেছেন আরো অনেকেই। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বহু।
খবর্নয়? (২৪শে মে) -- টুকরো খবর : খবরোলার প্রতিবেদন
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ২৪ মে ২০০৯ | ১৬০৩ বার পঠিত
আন্তর্জাতিক মহলে হইচই ফেলে দিয়ে একের পর এক জাহাজে হানা, লুঠপাট, ক্যাপ্টেনদের পণবন্দী করা এমনকি অস্ত্রবোঝাই পুরো জাহাজকেই পণবন্দী করা, সব মিলিয়ে গত কয়েকমাস ধরেই সোমালিয়া খবরের শিরোনামে। দেশী বিদেশী মিডিয়া আমাদের জানিয়েছে ভারতীয় ক্যাপ্টেনের পণবন্দী হবার খবর, আমেরিকান কম্যান্ডোদের দু:সাহসিক উদ্ধার-অভিযানে ক্যাপ্টেনের মুক্তি পাওয়া ও একজন জলদস্যুর (যদিও বয়স মাত্র ১৫ বছর) ধরা পড়ার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। অথচ সবচেয়ে বেশী দিন ধরে চলে আসা আসল পাইরেসি, সোমালি উপকুলে বিদেশী মাছধরা জাহাজের বেআইনী মাছ-লুঠ নিয়ে আন্তর্জাতিক মহল থেকে মিডিয়া সবাই চুপ।
খবর্নয়? (২৯ শে জুন) -- লালগড় : খবরোলার প্রতিবেদন
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ২৮ জুন ২০০৯ | ১৫৯০ বার পঠিত
গত নভেম্বর মাসে আদিবাসী বিক্ষোভ লালগড়কে আমাদের মিডিয়া মানচিত্রে এনে দিয়েছিল। জে এন ইউ র ছাত্রছাত্রীদের আদিবাসীরা জানালেন, নভেম্বরের ঘটনা কিন্তু আদৌ নতুন কিছু নয়। এরকম ই চলে আসছে গত আট বছর ধরে। নভেম্বরে যা নতুন হয়েছে,তা হলো,তাঁদের প্রতিবাদ।
গ্রামের মানুষ জন শুনিয়েছেন, সেই ২০০০ সাল থেকে পুলিশি অত্যাচারের ধারাবিবরণী। কীভাবে 'রেড'এর নামে মাঝরাতে বাড়িতে পুলিশ ঢুকে বেধড়ক মারতে শুরু করতো, সব কিছু ভেঙ্গে তছনছ করে দিত, প্রতিটি পরিবারের অন্তত একজনকে কখনো না কখনো ধরে নিয়ে যাওয়া হয়েছিল মাওয়িস্ট আখ্যা দিয়ে। তিসাবাঁধের নাইকু মুর্মুকে কিভাবে পিটিয়ে মেরেছিল পুলিশ। নব্বই বছরের বৃদ্ধ নাইকু মুর্মুকে। স্কুলে পড়া মেয়েদের যৌন পীড়ন করা হয়েছে 'তল্লাশি' র নাম দিয়ে। মহিলাদের যৌনাঙ্গ প্রদর্শন করতে হয়েছে মহিলা বলে নিজেকে প্রমাণ করতে, রাত্রিবেলার পুলিশি রেডের সময়। যেকোনো নির্বাচনের আগে অন্তত তিরিশ চল্লিশ জনকে তুলে নিয়ে গেছে পুলিশ, 'মাওয়িস্ট' আখ্যা দিয়ে।
খবর্নয়? ( ৭ই জুন) -- পরিবেশ : খবরোলার প্রতিবেদন
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০৭ জুন ২০০৯ | ১৭৪৯ বার পঠিত
জানতাম পুরনো মডেলের গাড়ি, কিম্বা বাতিল মিলিটারি সরঞ্জাম তৃতীয় বিশ্বের আস্তাকুঁড়ে চালানোর চেস্টা করা হয়। যেটা জানতাম না, যে বিশ্বায়নের বাজারে, আজ আক্ষরিক অর্থেই ভারতের বন্দরগুলি সভ্যতার আস্তাকুঁড়ে পরিণত হচ্ছে।
বর্জ্য কাগজ আমদানীর ছুতোয় প্রতি বছর প্রথম বিশ্ব থেকে দেশে ঢুকছে লক্ষ লক্ষ টন আবর্জনা। আইন অনুসারে প্রতিটি বর্জ্য কাগজের বাক্সের মধ্যে থাকতে পারে ৮ শতাংশ অন্যান্য আবর্জনা। শুধুমাত্র আইনের এই ফাঁক গলেই ২০০৫-২০০৬ সালে ঢুকে পড়েছে প্রায় ১,৩৪,৪০০ টন আবর্জনা...
খবর্নয়? (১৯শে জুলাই) -- কারাগার, দেশে বিদেশে : খবরোলার প্রতিবেদন
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ১৯ জুলাই ২০০৯ | ১৪৬৪ বার পঠিত | মন্তব্য : ১
চোদ্দ বছরের জেমি কুইন জেলে। কারণ, বন্ধুর সঙ্গে হাতাহাতি। হিলারি ট্রান্স্যু-র ক্ষেত্রে কারণটা অন্য। মেয়েটি স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপালের প্যারডি করে একটি ওয়েবসাইটে পোস্ট করেছিল। মাত্র ৯০ সেকেন্ডের শুনানির পর হিলারিকে ৩ মাসের জন্য জেলে পাঠানো হয়, জেমির কপালে জোটে এক বছরের হাজতবাস। হ্যাঁ,আমেরিকার পেনসিলভ্যানিয়ায় প্রায় ৫০০০ শিশু আদালতের রায়ে এইরকম "দোষী প্রমাণিত' হয়েছে,আর তার মধ্যে জেল হয়েছে ২০০০-এর। অধিকাংশ হাজতবাসই সম্পূর্ণ হাস্যকর কারণে। বিচারপতি মার্ক এ সিয়াভারেলা জুনিয়র ও বিচারপতি মাইকেল টি কোনাহান, বেসরকারি প্রিজন সংস্থার কাছে প্রায় ২.৬ মিলিয়ন ডলার ঘুষ নিয়ে এই সব শিশুদের জেলে পাঠিয়েছেন। বিশেষ করে যারা কোন আইনজীবী জোগাড় করতে পারেনি তাদের।
খবর্নয়? (২৭শে জুলাই) -- মানবাধিকার কমিশন : খবরোলার প্রতিবেদন
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ২৬ জুলাই ২০০৯ | ১৬৪০ বার পঠিত
ঘটনাটি ছত্তিশগড়ের, যেখানে, দীর্ঘদিন ধরেই মাওবাদীদের সঙ্গে সরকারের ভয়াবহ সংঘর্ষ চলছে। সরাসরি যুদ্ধে এঁটে উঠতে না পেরে সরকারের পক্ষ থেকে নামানো হয়েছে "সালোয়া জুডুম' নামের এক তথাকথিত শান্তি আন্দোলন। এই আন্দোলনের নামে মাওবাদী কুপ্রভাব থেকে রক্ষা করার জন্য সাধারণ আদিবাসীদের বাধ্য করা হচ্ছে, নিজেদের গ্রাম ছেড়ে এসে সরকারি ক্যাম্পে বসবাস করতে। বিশেষ পুলিশ অফিসার (এসপিও) তকমা দিয়ে কমবয়সী যুবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্র। ঠেলে দেওয়া হচ্ছে যুদ্ধের ময়দানে, দেওয়া হচ্ছে খুন-জখম-লুণ্ঠনের অবাধ অধিকার।
সোনি সোরির কিছু প্রশ্ন : খবরোলা
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ১৬ আগস্ট ২০১২ | ১৬০২ বার পঠিত | মন্তব্য : ২০
পুলিশ অফিসার, এস পি অঙ্কিত গর্গ আমাকে বললেন " শালী হারামী,কুত্তি। তুই তো একটা বেবুশ্যা। নকশাল লীডারদের কাছে তোর শরীর বেচিস তুই। ওরা আসেও তোর বাড়ীতে সারা দিনরাত ধরে। জানি,জানি, আমরা সব জানি।' আরো বল্লেন " তুই নিজেকে বলিস তুই একটা ভালো টিচার কিন্তু তুই তো দিল্লি গিয়েও তোর শরীর বেচে আসিস। তুই কি ভাবিস নিজেকে? তোর ধারনা তোর মতন একটা পাতি মেয়েছেলেকে বাঁচাতে কোনো হোমড়া চোমড়ারা ছুটে আসবে? " কোন অধিকারে কোনো পুলিশ অফিসার ঐ কথা বলতে পারে? আজকের দিনে ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে সব দেশেই যুদ্ধের সময়ে সেই দেশের মেয়েরা স্বদেশের জন্য কতো আত্মত্যাগ করেছেন। ঝাঁসীর রাণী লক্ষ্মীবাইও তো বৃটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন - তিনি তো নিজেকে বিক্রি করেন নি। ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন - তিনিও কি নিজেকে বিক্রি করেছিলেন? আর আজকের দুনিয়ায় যতো মহিলারা নিজের নিজের জায়গায় কাজ করছেন তারাও কি নিজেদের বেচে দিচ্ছেন? আমাদের সবারই তো একই সাথে থাকার কথা, কিন্তু আমাকে সাহায্য করতে কেন কেউ এগিয়ে আসছে না? আমি এর উত্তর চাই।
এই সপ্তাহের খবর্নয় (৬ই জুলাই) : খবরোলা এন্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০৬ জুলাই ২০০৮ | ১০০৮ বার পঠিত
অনেক দিন আগে, মনে পড়ছে, পঁচিশে বৈশাখের আগে পরে দূরদর্শন একটা সার্ভে মত করেছিল, আজকের বাঙালি রবীন্দ্রনাথকে কতটুকু জানে-টানে। তাতে টিভি ক্যামেরায় মুখ দেখাবার সুযোগ পেয়েছিলেন শহর কলকাতার আপিসবাবু থেকে মেদিনীপুরের চাষীর বউ পর্যন্ত। গ্রামের লোকজন দেখা গেছিল অনেকেই রবীন্দ্রনাথের নাম পর্যন্ত শোনে নি। কলকাতার এক ভদ্রলোক তো রবীন্দ্রনাথের নাম শুনেই এমন আপ্লুত হয়ে পড়েছিলেন, "তাঁর মত এত বড় একজন শিল্পস্রষ্টা, একাধারে কবি, গায়ক, পেইন্টার, রাজনীতিক ...' ওখানেই থামিয়ে অ্যাঙ্কর তাঁকে রবীন্দ্রনাথের একটি কবিতা স্মৃতি থেকে বলতে বলায় তিনি প্রচন্ড আবেগের সাথে হাত পা নেড়ে আবৃত্তি করেছিলেন "দুর্গম গিরি কান্তার মরু'।
এই সপ্তাহের খবর্নয় (১৪ জুলাই, ২০০৮) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ১৪ জুলাই ২০০৮ | ১১৯০ বার পঠিত
প্রথমেই রেসিজম নিয়ে সাম্প্রতিক খবরটা দিয়ে দেওয়া যাক। আমেরিকার এনসিবি ( National Children's Bureau ) শিশুদেরকে বর্ণবিদ্বেষজনিত অপরাধের আওতায় আনার সুপারিশ করে আপাতত খবরের শিরোনামে। সরকারী সহায়তায় চলা এই সংগঠনটির মতে, শিশুদের আচরণবিধি ভালো করে পরীক্ষা করা উচিত, এবং তাদের সাধারণ কথাবার্তা থেকে রেসিজমের নামগন্ধ পেলেই যথাস্থানে জানানো উচিত। এই সুপারিশে তিন বছরের ঊর্ধ্বে সমস্ত শিশুদেরই নতুন নিয়মের আওতায় আনতে বলা হয়েছে। এনসিবির রিপোর্টে বলা হয়েছে, নিজেদের মধ্যে ঝগড়ার সময় ছোটোরা অন্য সম্প্রদায় সম্পর্কে আপত্তিকর কথা বলে ফেললে বা কোনো খাবার সম্পর্কে ঘৃণাসূচক প্রতিক্রিয়া জানালে সেগুলো বর্ণবিদ্বেষের মধ্যেই পড়বে।
এই সপ্তাহের খবর্নয় (আগস্ট ৩) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০৩ আগস্ট ২০০৮ | ১০১৫ বার পঠিত
পূর্ব ডেনমার্কের দু-হাজার বছরের পুরনো এক কবরখানা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু দেহাবশেষ, বিজ্ঞানীদের অপরিসীম আগ্রহ জাগিয়ে। সেই সব দেহাবশেষ পরীক্ষা করে তাঁরা যা জানতে পেরেছেন, তা হিটলার প্রবর্তিত বহুচর্চিত আর্যজাতিতত্ত্বকে এক ফুৎকারে উড়িয়ে দেবার পক্ষে যথেষ্ট। দুহাজার বছর আগেকার সেই সব দেহাবশেষে এত ধরণের জেনেটিক ভেরিয়েশন পাওয়া গেছে, যা-যা আজকের পৃথিবীর মানুষের দেহে পাওয়া যায়। ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন থেকে সম্প্রতি অ্যামেরিকান জার্নাল অফ ফিজিকাল অ্যান্থ্রোপলজিতে প্রকাশিত এক রিসার্চ পেপারে এর ওপরে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে, যা নাজিদের সযত্নলালিত "নর্ডিকরাই সুপিরিয়র" আইডিয়ার মূলে কুঠারাঘাত করে।
এই সপ্তাহের খবর্নয় ( আগস্ট ১০) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ১০ আগস্ট ২০০৮ | ১০৫৩ বার পঠিত
কখন কি ঘটে যায়, কিচ্ছু বলা যায় না। টগবগে ফিটনেস নিয়ে অনেককে সুস্থ ও দীর্ঘজীবী হতে দেখা যায়, এতে তেমন অবাক হওয়ার কিছু নেই। অবাক লাগে যখন টগবগে স্বাস্থ্য নিয়ে একজন প্রফেসর নিজের মৃত্যুদিন জেনে নিয়ে শেষ বক্তৃতা দিয়ে যান হাসিমুখে, এবং বক্তব্য রাখার মাঝে রীতিমত ডনবৈঠক দিয়ে প্রমাণ করে দেন শ্রোতাদের অধিকাংশের থেকে তিনি বেশি ফিট। আর এর থেকেও আশ্চর্যের কথা হলো, ক্ষেত্রবিশেষে অতিরিক্ত ওজন কখনো কখনো মৃতসঞ্জীবনীর কাজ করতে পারে। যেমন কিনা ঘটতে পারে রিচার্ড কুই নামের এক মৃত্যুদন্ডাজ্ঞাপ্রাপ্ত আসামীর ক্ষেত্রে।
এই সপ্তাহের খবর্নয় (আগস্ট ১৭) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ১৭ আগস্ট ২০০৮ | ১০১০ বার পঠিত
পৃথিবীর দীর্ঘতম রেললাইন কোনটি? ছোটবেলায় জানা অজানার কথায় আমরা সবাই পড়েছি ৫৭৭২ মাইলের ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। কিন্তু আর বেশিদিন না। সবকিছু ঠিকঠাক চললে এবছরের শেষেই শুরু হচ্ছে লণ্ডন থেকে নিউ দিল্লী হয়ে ঢাকার ট্রেন। পৃথিবীর দীর্ঘতম রেলপথ প্রায় ৭০০০ মাইল লম্বা। ট্রেন চলবে পুরনো সিল্ক রোড ধরে - ইস্তাম্বুল, তেহরান, লাহোর হয়ে দিল্লী ও শেষে ঢাকা পৌঁছতে লাগবে সব মিলিয়ে ২৩ দিন। ইউনাইটেড নেশনের এই প্রোজেক্টে ভারত এখনো অবধি ৯০ মিলিয়ন পাউণ্ড খরচ করেছে। শুধুই পর্যটন নয় নতুন এই রেল খুলে দেবে বাণিজ্যের দরজাও। সহজে, কম পয়সায় জিনিষপত্তর আদান প্রদান করা যাবে এক দেশ থেকে অন্য দেশে। ভবিষ্যতের পরিকল্পনার মধ্যে আছে লণ্ডন থেকে চীনের ইউনান প্রদেশ ও সিঙ্গাপুরের যোগাযোগ স্থাপন। বিভিন্ন দেশের মধ্যে দিয়ে যেতে গেলে ভিসা লাগবে কি? এখনো ঠিক জানা নেই।
এই সপ্তাহের খবর্নয় (আগস্ট ৩১) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ৩১ আগস্ট ২০০৮ | ১০৬৬ বার পঠিত
ছোট্ট থেকে মিতুলের মা মিতুলকে শেখায়, কোনও খাবার একা একা খাবে না, ভালো খাবার হলে, সবাইকে দিয়ে খেতে হয়, সবার সাথে মিলেমিশে খেতে হয়। ... বাঁদরের মা বাঁদরছানাকে এইরকমভাবে শেখায় কিনা জানা যায় নি, তবে বাঁদরেও দিয়ে থুয়ে খাওয়া পছন্দ করে। অন্যের সাথে মিলেমিশে খাবার যে মজা, অন্যকে কিছু দেবার মধ্যে নিজের ভেতরকার যে আনন্দ, তা বাঁদরের মধ্যেও বিলক্ষণ প্রকাশ পায়। আমেরিকান গবেষকরা গবেষণা করে দেখেছেন।
এই সপ্তাহের খবর্নয় (সেপ্টেম্বর ৭) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০৭ সেপ্টেম্বর ২০০৮ | ১১৭১ বার পঠিত
সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার দেশ। বলাবাহুল্য, অত্যন্ত গরীব দেশ। ১৯৯১ থেকে ২০০২ অবধি গৃহযুদ্ধে বিধ্বস্ত এই দেশের অন্যতম প্রধান শহর ফ্রিটাউন থেকে সুইডেনের এক প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিল এক ফুটবল ক্লাব, এফ সি জোহানসন। এই প্রথম কোনো আফ্রিকার দল খেলল এই টুর্নামেন্টে, তাই উদ্যোক্তারা যারপরনাই উত্তেজিত ছিলেন। যদিও এটা কোনো খবর নয়। প্রথমবার খেলেই প্রতিযোগিতায় রানার আপ হয়ে দেশে ফিরেছে এফ সি জোহানসন, এটাও খবর না। খবর হলো, দেশে ফিরতেই দলটি বাঁধনছাড়া অভ্যর্থনা পায়, কারণ, তারা ফিরে এসেছে। এর আগে অনেকবারই এই দেশের অ্যাথলিটরা বিদেশে গিয়ে বেপাত্তা হয়ে গেছেন, স্রেফ খেয়ে-পরে একটু ভালোভাবে থাকার আশায়। ভালো-খারাপের ঊর্ধ্বে, হয়ত বা শুধু বেঁচে থাকতেই ওঁরা এভাবে পালিয়ে যেতে চেয়েছিলেন।
এই সপ্তাহের খবর্নয় (সেপ্টেম্বর ২৮) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ২৮ সেপ্টেম্বর ২০০৮ | ১০৯৩ বার পঠিত
মিশিগানের সেই দম্পতিকে মনে আছে তো? এই গেল সপ্তাহেই যাদের খবর বেরিয়েছিল? আমেরিকায় রিয়েল এস্টেটের বাজার এখন বেশ মন্দা যাচ্ছে, বাড়ি বেচা-টেচা বেশ কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে দিন-কে-দিন। তো গেরি আর সিন্ডি মান তাঁদের বাড়ি বেচার এক অভিনব প্ল্যান বের করেছিলেন। পুতুলের বাড়ী বিক্রী করতে চেয়েছিলেন এক লাখ উনসত্তর হাজার ডলারে, সাথে নিজেদের বাড়ি ফ্রি। আসলে নিজেদের বাড়িটাই বেচা উদ্দেশ্য ছিল, কিন্তু খদ্দের জুটছিল না। তা, এই পুতুলের বাড়ীর সাথে আসল বাড়ীটি বেচার ফান্ডা তো মার্কেটে হু-হু করে ছড়িয়ে গেছে, তাঁদের বাড়িটা ইন্টারনেট আর মিডিয়ার কল্যাণে রাতারাতি বেশ বিখ্যাত হয়ে গেছে। এইমাত্র খবর পাওয়া গেল, তাঁদের বাড়ি কেনার লোক পাওয়া গেছে। আরও ভালো খবর, সেই ক্রেতা কেবল মূল বাড়িটাই কিনছেন, পুতুলের বাড়ীতে তিনি হাতও লাগাচ্ছেন না।
এই সপ্তাহের খবর্নয় (অক্টোবর ২৬) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ২৬ অক্টোবর ২০০৮ | ১২৩৭ বার পঠিত
সেই ছোটবেলা থেকে আমাদের সঙ্গে ভাইরাসের আলাপ। জীব ও জড়ের মাঝে থাকা এক কিম্ভুত বস্তু, যাদের জীবনধারণের একমাত্র উদ্দেশ্য প্রজনন, তাদের সম্পর্কে আমাদের অগাধ বিরক্তি ও অজস্র জিজ্ঞাসা চিরকাল। সেই অসংখ্য প্রশ্নেরই একটার উত্তর মিললো সম্প্রতি। বিজ্ঞানীরা খুঁজে পেলেন এমন এক ভাইরাস, যে স্বজাতির দেহেই সংক্রমণ ঘটায়। বিভিন্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদদেহে থাকার সময় ভাইরাস বংশবৃদ্ধি ঘটায়, এবং তার ফলে সেই প্রাণী বা উদ্ভিদকোষটি ধ্বংস করে বেরিয়ে যায়। এই প্রথম জানা গেল নতুন এক প্রজাতির ভাইরাসের কথা, যে এক বিশেষ ধরণের জায়ান্ট ভাইরাসের কোষে বংশবিস্তার করে। নতুন পাওয়া এই ভাইরাসের নাম - "স্পুটনিক"।
এই সপ্তাহের খবর্নয় (নভেম্বর ২) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০২ নভেম্বর ২০০৮ | ৯৮৭ বার পঠিত
র্যাঙ্কিং আমাদের খুব প্রিয়। সেরা ছাত্র, সেরা গ্রন্থ, সেরা গান ইত্যাদি ইত্যাদি নানারকম তালিকা বানিয়ে চলি বছরজুড়ে। সেই তালিকায় এক অভিনব সংযোজন ঘটলো কদিন আগে। ফোর্বস পত্রিকা সম্প্রতি র্যাঙ্কিং করলো "মৃত সেলিব্রিটিদের রোজগার" এর নিরিখে। সেই তালিকায় প্রথম নাম, এলভিস প্রিসলি। গত একবছরে ৫২ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি। তালিকায় তিন নম্বর নামটাও বেশ চমকপ্রদ। "ডার্ক নাইট" খ্যাত হিথ লেজার আয় করেছেন ২০ মিলিয়ন ডলার।
এই সপ্তাহের খবর্নয় (নভেম্বর ২৩) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ২৩ নভেম্বর ২০০৮ | ৯৬০ বার পঠিত
আপনার হাতে যদি এমন ক্ষমতা থাকে যে নবজাতকের যা খুশি নাম দিতে পারেন অথচ কেউ আপত্তি করার থাকবেনা, তাহলে বুঝতেই পারছেন অপছন্দের লোকজনের ছানাপোনা হলে অদূর ভবিষ্যতেই খেঁদি-পেঁচা-মামদো ইত্যাদি নামাঙ্কিত মানুষজনের খুব একটা অভাব হবে না চারপাশে। তাহলে যে সব বিজ্ঞানীরা নতুন প্রজাতি আবিষ্কার করেন, সে ছাই হোক না কেন ছোট্টো একটা মাছি কিংবা পচা গোবর বা আনাজপাতিতে গজিয়ে ওঠা মোল্ড খাওয়া গুবরে পোকা? সম্ভাবনাটা ভাবুন, শুধু আপনাকে ঐ নতুন প্রজাতিখানা আবিষ্কার করতে হবে।
এই সপ্তাহের খবর্নয় (নভেম্বর ৩০) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ৩০ নভেম্বর ২০০৮ | ১০৮৫ বার পঠিত
এসে গেছে ক্রিসমাস। বিদেশে এই সময় দোকানে, বাজারে, শপিং মলে সর্বত্র দেখা যায় হাসিখুশি, মোটাসোটা, লাল পোশাক পরিহিত সান্টা ক্লজ। সান্টা সাজা কিন্তু সহজ নয়। একে তো শারীরিক গঠন সান্টার উপযুক্ত হতে হবে, তার ওপর এই একমাস সাংঘাতিক পরিশ্রম করতে রাজী থাকতে হবে। সবাই জানে যে সান্টা স্লে চড়ে তাই গাড়ি চালিয়ে কাজে যাবার অনুমতি নেই এই নকল সান্টাদের। কর্মক্ষেত্র থেকে বেশ খানিক দূরে তাদের গাড়ি রেখে হেঁটে আসতে হয়। তার ওপর থাকতে হবে বেশ ভালো অভিনয় ক্ষমতা। ছোটদের তো মনে হতে হবে যে আসলে এই সান্টা তাদের গল্পের বইয়ের আসল সান্টা। জার্মানীতে এই মুহূর্তে সান্টা সাজার লোক পাওয়া যাচ্ছে না।
এই সপ্তাহের খবর্নয় (ডিসেম্বর ৭) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০৭ ডিসেম্বর ২০০৮ | ৯৮৪ বার পঠিত
শীত এসে গেল। ক্রমশ কমে আসছে তাপমাত্রা, গরম জামারা সূর্যের আলো দেখছে ইতিউতি, ছুটির দরখাস্তর ফাইলটা মোটাসোটা হচ্ছে প্রতিদিন, হাওয়ায় খুশি খুশি ভাব। এই সপ্তাহের খবর্নয়, তাই, খুব হালকা আর মজাদার হওয়ার কথা ছিলো। কিন্তু হলো না। কথায় আছে, Man proposes but God disposes . তাই এই সপ্তাহের খবর্নয় ছেয়ে থাকছে শুধুই সমস্যা, যাদের জন্য রোজ লক্ষ লক্ষ শব্দ খরচ হয়। আমরা তো ""শিক্ষিত ও প্রগতিশীল"", আসুন কিছু শব্দ অপচয় করে সেটাই প্রমাণ করি।
এই সপ্তাহের খবর্নয় (জানুয়ারী ২৫) : খবরোলা এন্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ২৫ জানুয়ারি ২০০৯ | ৯৭৭ বার পঠিত
আপনার মোবাইল ফোন দিয়ে আপনি কি কি করতে পারেন? কথা বলতে পারেন, মেসেজ করতে পারেন, যদি দামী ফোন হয় তাহলে ছবি তুলতে পারেন বা এফ এম রেডিও শুনতে পারেন? কিন্তু আপনার ফোন কি একজন অন্ধকে পথ দেখাতে পারে? অবাক হবেন না, এমনই এক ফোন আমাদের জন্য আনতে চলেছেন প্রাক্তন আই আই টি ছাত্র টি ভি রমণ। অনেক হাল আমলের মোবাইলে ব্যবহৃত GPS এবং কম্প্যাস প্রযুক্তি-দুটির সমন্বয় ঘটিয়ে তিনি এমন একটি মোবাইল ফোন সৃষ্টি করতে অগ্রসর হয়েছেন, যা তাঁর দাবী অনুযায়ী একদিন আক্ষরিকভাবে অন্ধদের পথ দেখাবে।
এই সপ্তাহের খবর্নয় (ফেব্রুয়ারী ১) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০১ ফেব্রুয়ারি ২০০৯ | ১০৮৫ বার পঠিত
সে কোন রুপকথার দেশ, যেখানে সোনার গাছে হীরের ফুল আর পান্নার পাতা দেখা যায়? রাস্তার পাশে সোনার ধুলো পরে থাকে? এমন এক রুপকথার দেশে পৌঁছে যাওয়া তো সেই ছোটবেলার স্বপ্ন। সেই স্বপ্ন যদি সত্যি পুরণ করতে চান, তো যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে ফেলুন জাপানের ভিসা। ওখানে রাস্তার পাশে সোনার ধুলো না পেলেও, নর্দমায় সোনার আবর্জনা পেয়েই যাবেন। সম্প্রতি খবর মিলেছে যে টোকিওর কিছু নর্দমা হঠাৎ করে সোনার খনি হয়ে উঠেছে।
এই সপ্তাহের খবর্নয় (ফেব্রুয়ারী ৮) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ | ১১৪৫ বার পঠিত
মাইকেল গেটস গিল ছিলেন বিজ্ঞাপণ জগতের একসময়ের ডাকসাইটে কর্তা। স্বভাবতই তাঁর আয় ছিল গড়পড়তা আর চার পাঁচজনের থেকেও বেশ বেশি। দামী স্যুট, দামী বাড়ি, দামী গাড়ি ইত্যাদিতে বিলাস বহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন গিল। হঠাৎই একদিন কর্পোরেট জগতের নিয়ম মেনে গিলের চাকরী গেল, বেশ বেশী বয়সে। আর কোনো চাকরীও তিনি খুঁজে নিতে পারলেন না। একে একে দামী গাড়ি, দামী স্যুট সব গেল। এমনকি ডিভোর্স অবধি হল, ধরা পড়ল ব্রেণ টিউমার।
খবর্নয়? (১লা মার্চ) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০১ মার্চ ২০০৯ | ১৬১৪ বার পঠিত
NRGEA , মানে সহজ বাংলায় যাকে একশো দিনের কাজের প্রকল্প বলে, তা নিয়ে টাকা নয়ছয়, দুর্নীতির অভিযোগ আছে সব জায়গাতেই। গ্রামে গ্রামে এই নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ করছেন বহু কর্মী, তাই স্থানীয় প্রশাসনের রোষেও পড়তে হচ্ছে তাঁদের। এরই সাম্প্রতিকতম উদাহরণ ভুখন সিং আর নিয়ামত আনসারি। ঝাড়খন্ডের লাটেহার জেলার কোপে আর জেরুয়া গ্রাম প্ঞ্চায়েতে তাঁরা গ্রামবাসীদের লড়াইয়ের পাশে থেকেছেন, লোক আদালতের রায়ে ঐ জেলার বিডিওকে জরিমানা দিতে হয়েছে, গ্রামবাসীরা পেয়েছেন বেকারভাতা। তারই বদলা নিতে ভুখনদের গ্রেপ্তার করা হয়েছে ১৫ই ফেব্রুয়ারী, পরেরদিন জেলেও পাঠানো হয়েছে তাঁদের।
খবর্নয়? (২৩শে মার্চ) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ২৩ মার্চ ২০০৯ | ১৪৯০ বার পঠিত
না, কৃষকদের মতন এনাদের আত্ম্যহত্যার কোন সরকারী পরিসংখ্যান পাওয়া মুশকিল। এনাদের কেউ কেউ ঐ সুখচর মোড়ের "সরকার-দ"'র মতন খেতে না পেয়ে বিনা চিকিৎসায়ো মারা যান। কেউ আত্মহত্যা করেন। সেইসব টুপটাপ খুচরো ঝরে যাওয়ার ঘটনা কি কোনো অস্বাভাবিক মৃত্যুর তালিকাভুক্ত হয়? মনে হয় না। এনারা বলতে যাঁরা কারখানার শ্রমিক, ছিলেন। সেইসব লক আউট কারখানা, যারা কাগজে হেডিং হয়, কিছুদিন। তারপর দিন-মাস-বছর চলে যায়, খবরের কাগজে নতুন হেডলাইন ঝলমল করে। আর সেই কারখানার শ্রমিকরা বাঁচলেন না মরলেন সেসব খবর আর আমাদের জানা হয়না। ওসব আমাদের জন্য নয়।
খবর্নয়? (১২ই এপ্রিল) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ১২ এপ্রিল ২০০৯ | ১৩৪৬ বার পঠিত
ভোট বাজার - বিশ্বের সর্ব বৃহৎ গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এখন প্রায় দোর গোড়ায়। চারদিকে তাই রীতিমতন সাজ সাজ রব। একশো কোটি মানুষের দেশ যখন, তার জাতীয় উৎসবটাতো তো একটু জাঁক-জমকপূর্ণ হবেই। তো একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, এই ২০০৯ এর লোক সভা নির্বাচনের খরচা পাতির দিকে। দুই প্রধান যুযুধান দল, অর্থাৎ কংগ্রেস এবং বিজেপির মোট নির্বাচনী খরচ প্রায় ৮০০ মিলিয়ান ডলার ছুঁতে চলেছে। এছাড়াও অন্যান্য যে সব দল বা উপদল আছে, তাদের ও আনুমানিক খরচ প্রায় ২০০ মিলিয়ান (ডলার)। এরপরেও আছে সরকারী খরচ যা প্রায় ৯০০০ কোটির মতন। এই বিপুল পরিমান টাকা খরচ হচ্ছে কিসের জন্য?
খবর্নয়? (২৮শে এপ্রিল) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ২৮ এপ্রিল ২০০৯ | ১৩৭১ বার পঠিত
যাঁরা ভোট দিলেন না - স্বত:স্ফূর্ত ভোট বয়কট এবার কর্ণাটকের বিভিন্ন নির্বাচন কেন্দ্রে। বারোটির বেশী বুথে টিকি মেলেনি একটি লোকের । গত বৃহষ্পতিবারের খাঁ খাঁ পোলিং বুথ, জনতার তরফ থেকে উন্নয়নের দাবীতে অনুপস্থিতিকে এক মৌন চ্যালেঞ্জ রূপেই দেখছেন রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার। বেশ অনেক অঞ্চলেই এরা পানীয় জল, রাস্তা, সেতুর মত মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। ব্যাঙ্গালোর ডেভেলপমেন্ট অথরিটির জমি অধিগ্রহণের প্রতিবাদেও ভোট পড়েনি বেশ কিছু বুথে।
খবর্নয়? (৩রা মে) : খবরোলা অ্যান্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০৩ মে ২০০৯ | ১১৩৪ বার পঠিত
লঙ্কা কান্ড - বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে শ্রীলঙ্কা। তামিল টাইগারদের বিরুদ্ধে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের যুদ্ধ ঘোষণা এবং যুদ্ধের ফলে ক্রমশ: কোণঠাসা হয়ে যাওয়া LTTE রা, সব মিলিয়ে রাজাপক্ষের মুখে এখন সাফল্যের চওড়া হাসি। আর সেই হাসির ফাঁকেই চাপা পড়ে যাচ্ছে শ্রীলংকার বর্তমান রাজনৈতিক এবং গণতান্ত্রিক পরিস্থিতি, যা এই যুদ্ধের থেকে কম ভয়ানক নয়। প্রেসিডেন্ট তার যুদ্ধটা শুধু মাত্র তামিল টাইগারদের বিরুদ্ধেই শুরু করেননি, সেই একই যুদ্ধ তিনি অনেকদিন থেকেই শুরু করে দিয়েছেন দেশের মধ্যে।