এত খবরের ভিড়ে, এত নৃশংসতার মাঝে আমি নিজেকে কোথায় আড়াল করব? কোনও একটা শান্তির পরিসর খুঁজে পাব এই আশা আমার নেই। যা করতে চাইছি, করতে পারছি না। এই যে, এখন একটা গল্প লিখতে বসেছি তোমাদের শোনাব বলে, তার শব্দ সাজাতে বসে আমাকে বার বার সম্মুখীন হতে হচ্ছে দেশের বাস্তবতার সামনে, আমার নিজের অস্তিত্বের কাছে— এমন বাস্তবতা আগে কখনও আমাদের অস্থিমজ্জায় পোকা ধরাতে পারেনি, পোকাগুলো ওদের মুখোশ খুলে ফেলেছে, ওরা নগ্ন, ওরা রক্তপিপাসু, আমরা সবাই জানতাম, কিন্তু মুখ বুজে মেনে নিয়েছিলাম।আমরা এক ভয়ংকর দৈত্যকে রোজ রোজ মোকাবিলা করছি, জঘন্য ও নৃশংস, কিন্তু আমরা পালাতে পারছি না। কোথায় যাব? এই গল্প যাদেরকে ... ...
লেখাটি মুছে দেওয়া হয়েছে।ধন্যবাদ। ... ...
লেখাটি মুছে দেওয়া হয়েছে।ধন্যবাদ। ... ...
"অমিত বলে, ফ্যাশনটা হল মুখোশ, স্টাইলটা হল মুখশ্রী। ওর মতে, যারা সাহিত্যের ওমরাও-দলের, যারা নিজের মন রেখে চলে, স্টাইল তাদেরই। আর যারা আমলা-দলের, দশের মন রাখা যাদের ব্যাবসা, ফ্যাশান তাদেরই। [..]"– 'শেষের কবিতা', রবীন্দ্রনাথ ঠাকুরতিনি মহান, তিনি 'লেখকদের লেখক', তাঁর লেখায় জাদু আছে, এরকম লেখা আর কে লিখতে পারে ইত্যাদি কথার কোনও অর্থ আমার কাছে নেই অন্তত। কারণ খুব সোজা, এগুলো বলে কারওর সাহিত্য প্রতিভাকে আদপেই মর্যাদা দেওয়া যায় না, আর কোনও টেক্সট'কে বোঝা যায় না। আরেকটা ব্যাপার, দু'-চারটি প্রতিক্রিয়া ও লেখালিখিতে দেখেছি যে তিনি দুর্বোধ্য, পাঠকপ্রিয় নন। প্রসঙ্গ অমিয়ভূষণ মজুমদার। এর আগেও স্বীকার করেছি যে, আমি সাহিত্য কম পড়েছি। কিন্তু যখন ... ...