গরম পড়ল এবছর - দুম করেই । সোশ্যাল মিডিয়ায় বছরকার চর্বিতচর্বন শুরু - ব্যক্তিগত স্তরে বিদ্যুৎ অপচয় বন্ধ করুন, চান কম করুন, এসির ব্যবহার কমান, গাড়ির ব্যবহার কমান ইত্যাদি । এগুলোর কোনোটা নিয়েই আলাদা করে আমার আপত্তি নেই। আমার এই ধরণের বক্তব্য নিয়ে আপত্তির জায়গাটা অন্য। একটু লক্ষ্য করলেই দেখা যাবে বক্তব্যগুলো তৈরি হচ্ছে মূলতঃ বড় কর্পোরেট সংস্থার পক্ষ থেকে । সেখান থেকে হয়তো চুঁইয়ে আসছে এনজিওতে, আবাসনে, স্কুলপাঠ্যে। "কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি" নামের এক বকচ্ছপ জিনিসে ধোঁয়া দেওয়া হচ্ছে ।"ব্যক্তি" হিসেবে আপনার দায় , সাথে কিছুটা অপরাধবোধ সুক্ষ্মভাবে চারিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু "ব্যক্তি" আপনি ঠিক কতটা কী করতে পারবেন? সোজা উত্তর কিস্যু ... ...
১. আমার বাবা মারা যায় গতবছরের ২৩ শে ডিসেম্বর। বাবার এন্ড স্টেজ প্যানক্রিয়াটিক ক্যান্সার এটা আমি (আমার মা বা স্ত্রী উপস্থিত ছিল না ঐসময় হাসপাতালে) জানতে পারি ওই বছরই ১৫ ই অক্টোবর। মাঝের এই সময়টায় অনেকবার ভেবেছি আমার অভিজ্ঞতাগুলো লিখি, অন্য কারো জন্য নয়, নিজের জন্যই। আমি তো এই মুহূর্তে জানি না আমার শরীরের কোন্ কোণায় কোন্ জিন আস্তে আস্তে মিউটেট করছে, মোক্ষম সময়ে উবে যাবে স্মৃতি, ঠিক যে বয়সে স্মৃতিটুকুই ... ...