এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জয়েন্ট এন্ট্রাস এর ফল প্রকাশে বিলম্ব

    দাশু লেখকের গ্রাহক হোন
    ১৯ আগস্ট ২০২৫ | ৫২ বার পঠিত
  • রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্ট এবছর এখনও বেরোয়নি। কেন্দ্রীয়ভাবে পরিচালিত NEET এর রেজাল্ট বেরিয়েছে, কিন্তু এই রাজ্যে সরকারি নোটিশ জারি করে কাউন্সেলিং প্রক্রিয়া অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। এই রাজ্যের ছাত্রছাত্রীদের যে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, তা অভূতপূর্ব। আমার ধারণা, একমাসের মধ্যে জট না খুললে, এই রাজ্যের বহু ছাত্রছাত্রীর ভবিষ্যত কেরিয়ার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে।

    রেজাল্ট বেরোচ্ছে না কেনো?

    রাজ্য সরকার দাবি করছে আইনি সমস্যা রয়েছে। হ্যাঁ, দাবি আপাতভাবে ঠিকই। কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ আছে রেজাল্ট বের করার ব্যাপারে (৭ অগাষ্ট ২০২৫)। এমনকি WBJEE বোর্ড ও রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের ওপর কনটেম্পট অফ কোর্ট এর মামলাও ঝুলছে পূর্ববর্তী ডিভিশন বেঞ্চের ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত আদেশ না মানার জন্য।

    আইনি মারপ্যাঁচের সারসংক্ষেপ দেখা যাক - ২০১০-১১ এ (তৃণমূল আসার আগেই, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের একদম শেষদিকে) সরকার শিক্ষাক্ষেত্রে ওবিসি সংরক্ষণের পরিধি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। ওবিসি-এ (৭% সংরক্ষণ) এর সাথে তৃণমূল সরকার যোগ করে ওবিসি-বি (প্রস্তাবিত অতিরিক্ত সংরক্ষণ ১০%)। এই ওবিসি-বি তালিকাভুক্ত জাতিগুলোর মধ্যে মুসলিম অনগ্রসর সম্প্রদায়কে জুড়ে দেওয়া হয়। এই কাজটি তৃণমূল সরকার করে বিধানসভা এড়িয়ে, একটি কার্যনির্বাহী অধ্যাদেশ এর মাধ্যমে। এর বিরুদ্ধে কোলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মজার ব্যাপার এই মামলাকারী(দে)র পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। এঁদের ব্যক্তিপরিচয় বা এঁদের রাজনৈতিক পরিচয় নিয়ে জল্পনাকল্পনা করাই যায় - কিন্তু ওই পর্যন্তই।

    এরপর ২২ মে, ২০২৪ এ কলকাতা হাইকোর্ট রায় দেয় রাজ্য সরকারের ওবিসি-বি তালিকার সংরক্ষণ অবৈধ। কারণ হিসেবে রায়ে উল্লেখ করা হয় - সংরক্ষণের আওতাভুক্তির সমীক্ষা পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ ছিল। রাজ্যসরকার সামান্য কিছু পরিবর্তন করলেও মূল ১৭% সংরক্ষণ বজায় রাখে। বিজেপি এই সময় থেকেই প্রকাশ্যে এর রাজনৈতিক বিরোধিতা শুরু করে। ফের হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে পিটিশন ফাইল হয়। রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে যায় মামলাটি নিয়ে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়। এর মধ্যে ২০২৫ এর জয়েন্ট এন্ট্রান্স এর ফলপ্রকাশ করার সময় হয়ে যায়। সুপ্রিম কোর্টের রায়ের কিছু অস্বচ্ছতার সূত্র ধরে হাইকোর্ট জয়েন্টের ১৭% মোট ওবিসি সংরক্ষণসহ ফলপ্রকাশের ওপর স্থগিতাদেশ দেয়। রাজ্য সরকার হাইকোর্টের আদেশ অমান্য করেছে - এর ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই হলো এখনও পর্যন্ত যা ঘটেছে। এবার শুনছি রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে।

    এবার পরের প্রশ্ন রাজ্য সরকারের / তৃণমূলের দায় কতটা পুরো ঘটনায়?

    আমার মতে পুরোটাই। প্রথমতঃ, কোলকাতা হাইকোর্ট যখন সমীক্ষার পদ্ধতিগত ত্রুটির কথা বলে, তখন কোর্টের সাথে আলোচনাসাপেক্ষে সেটির যথাযথ সমাধানের পথে না গিয়ে জোড়াতালি দিয়ে পুরানো প্রক্রিয়াই চালানোর চেষ্টা করে সরকার। দ্বিতীয়ত, ফলপ্রকাশের দীর্ঘ বিলম্বের ঝুঁকি অনুমান করে সুপ্রিম কোর্টে নিষ্পত্তির জন্য আগেভাগেই কি যাওয়া যেতো না? ছাত্রছাত্রীদের ভবিষ্যত বাজি রেখে কোর্টের ওপর চাপ তৈরির খেলা খেলছে রাজ্য সরকার - বিরোধীদের এই অভিযোগের উত্তর রাজ্য সরকারকেই দিতে হবে। MAKAUT এর অধীনস্থ বেশ কিছু কলেজে এডমিশান এর জন্য টাকা নেওয়া শুরু হয়েছে, এবং ক্লাসও নাকি শুরু হয়েছে - এরকম শোনা যাচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে এ এক বিশাল দুর্নীতি। এবং শাসক দলের মদত ছাড়া এই দুর্নীতি হচ্ছে - বিশ্বাস করা কঠিন।

    এবার আসি বিরোধীদের অবস্থানে।

    পুরো প্রক্রিয়াটি তৃণমূল করছে মুসলিম তোষণের জন্য - এই বিজেপির মূল বক্তব্য। এতে না আছে নতুনত্ব না আছে কোনো তথ্যগত ভিত্তি। বরং সিপিএমের অবস্থান অনেক বেশি মজাদার। প্রথমকথা খাটাখাটনি আর সিপিএম বিশেষ করে ফেসবুক সিপিএম দুটি বিপরীতমেরুর কথা। ওবিসি-বি তালিকা সংক্রান্ত নীতিগত বহু সিদ্ধান্ত যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার নিয়েছিল, এ তাঁরা জানবেন এই আশা দুরাশামাত্র। হায় হায় একি শয়তান সরকার গো, রেজাল্ট বের করছে না বলে বিলাপ করছেন - কারণ কী খোঁজার সামান্য চেষ্টা না করেই। দ্বিতীয় কথা ঠিক যে কারণে বিজেপি রাজ্য সরকারের বিরোধিতা করছে, সেই সেই কারণেই সিপিএমের এই তালিকাভুক্তির প্রক্রিয়াকে নৈতিকভাবে সমর্থন জানানো উচিত। পদ্ধতিগত ত্রুটি হাজারটা রয়েছে, এবং সেই নিয়ে সরকারকে চেপে ধরাই যায়, ধরাই উচিত। সংরক্ষণের মূল নীতি - যে কোনো প্রান্তিকতাকে যথাসম্ভব সাহায্য করে সামাজিক সমতা রক্ষা। এই উদ্যোগ এই নীতিকেই অনুসরণ করছে - এটুকু যেকোনো মানুষ যিনি নিজেকে বামপন্থী ভাবেন, মেনে না নিলে সেটা কিন্তু সমস্যার।

    এই লেখায় অনেক তথ্য রয়েছে, তথ্যগত ভুল থাকতেই পারে। সূত্র আলাদা করে উল্লেখ করিনি কারণ মূলধারার মিডিয়াতেই এই তথ্য সহজে পাওয়া যাচ্ছে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন