এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আমরা লজ্জিত। প্রিয় নুরুল কবির। 

    Latifur rahman Pramanik লেখকের গ্রাহক হোন
    ২০ ডিসেম্বর ২০২৫ | ৩৮ বার পঠিত
  • আমরা লজ্জিত। প্রিয় নুরুল কবির।

    রাস্তায় ২০- ৩০ বছরের রক্ত গরম নবীন যুবকের গলায় যখন হাদীর নামে শ্লোগান, তখন তার সামনে যা কিছু আসবে সব কিছু জ্বলে পুড়ে যায়। সাংবাদিক নুরুল কবির কে তারা চেনে না। রাস্তায় মিছিল করলে আর সব কিছু জ্বালিয়ে দিলেই তাকে দেশপ্রেমিক বলা যায় না।  নুরুল কবির হয়তো কখনো এসব মিছিলে যায় না, মাইকে লক্ষ মানুষের সামনে ভাষন দেয় না কিন্তু বিগত কয়েক দশকে আমার দেখা বা জানা মতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই দেখেছি তাকে। যে মানুষ মাওলানা ভাসানীকে THE RED MOULANA নামে ঘোষণা দিতে পারে, যে ভাসানী আপাদমস্তক একজন সাচ্চা দেশপ্রেমিক ছিলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যার সংগ্রামের ইতিহাস রয়েছে। নুরুল কবির সেই ভাসানী কে আইডল ম্যান হিসাবে ভেবেছেন। নুরুল কবির রা রোজ রোজ বাংলাদেশে জন্মায় না।  ফেসিস্ট আমলে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করেনি, সেদিন নুরুল কবির কে বলতে শুনেছি,  এই যে আওয়ামী আজ বি এন পি বা সরকারের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের দমনে পুলিশকে ব্যবহার করছেন, যদি বি এন পি ক্ষমতায় পরবর্তীতে আসে তাহলে আপনাদের বিরুদ্ধে প্রথম দিন থেকে বি ডি আর লাগিয়ে দিলে অবাক হবার কারণ থাকবে না।  তার এই বক্তব্যের শানে নুযূল কি? দেশপ্রেমিক রা সবাই মিছিলে থাকে না, কেউ টেবিলে থাকে, কেউ ঘরে থাকে, কেউ কেউ কলমে থাকে,  কেউ কেউ শিক্ষায় থাকে, হাসপাতালে থাকে, শ্রমিকে থাকে, কেউ কেউ আমাদের মা বোনেরা রান্নায় থাকে।  একের জনের একেক রকম ভুমিকা থাকে। নুরুল কবির এর দোষ কোথায়?  সম্প্রতি তিনি জামায়াতের ধর্ম ব্যবসা নিয়ে সমালোচনা করেছেন। তার অপরাধ কি সেটাই?  সেই বিষয় নিয়ে জামায়াতের আলাদা বক্তব্য থাকতে পারে।  সমালোচনা সেটা অনেকেই করে। মুক্তচিন্তার মানুষদের মুখ আটকে দেওয়ার চেষ্টা আওয়ামী লীগ করতো, আজ তবে কেন?
    ২৬ এপ্রিল ২০১৭, বুধবার।
    ভারত আমাদের শত্রু বুঝতে পারাই বড় অর্জন -নূরুল কবীর।  প্রখ্যাত সাংবাদিক ইংরেজি দৈনিক নিউ এইজ সম্পাদক নূরুল কবির বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বাংলাদেশের অর্জন নেই বলা যাবে না। বড় অর্জন হলো ভারতকে চিনতে পারা। ভারত যে আমাদের (বাংলাদেশ) শত্রু এটার প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনার দিল্লি সফরে। বাংলাদেশের ভূ-খন্ডের মধ্য দিয়ে একরাজ্য থেকে আরেক রাজ্যে ভারত দ্রব্যাদি, পণ্য নিয়ে যাচ্ছে। এতে খারাপ কিছু দেখি না; গোঁড়ামির কিছু নেই। নেপাল এবং ভুটানের সঙ্গে ব্যবসা করতে চাইলে তারা মধ্যস্বত্বভোগীর মতো ব্যবসা চায় কেন? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির চাণক্যপুরীতে। তারা চাণক্যনীতিতে অভ্যস্ত। তাই ভারত কখনোই প্রতিবেশী দেশের বন্ধু হতে পারে না। 
    তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে প্রখ্যাত এই সাংবাদিক বলেন, ভারত স্বভাববশত আমাদের সঙ্গে বৈরিতা করছে। ভারতের পক্ষে বাংলাদেশের উপকার করা তার নিজেদের কারণেই সম্ভব নয়। যেমন পাকিস্তানের পক্ষেও সম্ভব নয়। কেননা, বাংলাদেশ কিংবা উপমহাদেশের ইতিহাসে ১৯৭১ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৯৭১ সালে এখানে (ভারত-পাকিস্তান-বাংলাদেশে) দুটি বড় ধরনের প্রায় প্রতিষ্ঠিত রাজনৈতিক চিন্তাকে মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নাকচ করে দিয়েছে। বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে উত্থিত যে রাষ্ট্র, এই রাষ্ট্রের যে স্বাধীন বিকাশ এবং তাদের শক্তিমান উত্থানের মধ্য দিয়ে ভারতের মধ্যে যে জাতীয়তাবাদী আন্দোলনগুলো দীর্ঘদিন ধরে কখনো কখনো ডরমেন্ট কখনো কখনো প্রকাশ্যে যে আন্দোলনগুলো রয়েছে সেগুলোর জন্য বাংলাদেশের স্থিতিশীলতা এবং শক্তিমান বিকাশ ভারত ও পাকিস্তানের জন্য অন্তত একটা দুঃস্বপ্নের মতো। কারণ বাংলাদেশ যদি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয় তাহলে পাকিস্তান ও ভারতের মধ্যকার যে জাতীয়তাবাদী আন্দোলনগুলো রয়েছে, ভাষাভিত্তিক, এলাকাভিত্তিক, ইতিহাসভিত্তিক আন্দোলনগুলো বাংলাদেশের ইতিহাস থেকে অনুপ্রেরণা পায়। এটা ভারতের জন্য এবং পাকিস্তানের জন্যও সত্য। ফলে পাকিস্তান (শাসক শ্রেণি) এবং ভারত (শাসক শ্রেণি) বাংলাদেশের একটা সুস্থ, স্বাধীন ও সক্ষম বিকাশ দেখতে চাইতে পারে না। বাংলাদেশের জন্য করণীয় দিক হিসেবে তিনি বলেন, ভারত কিংবা পাকিস্তানের সঙ্গেে পারস্পরিক স্বার্থের জায়গা কৌশলগতভাবে রক্ষা করার জন্য, দক্ষিণ এশিয়ার শান্তি এবং স্থিতিশীলতার জন্য যেটুকু ব্যবহার করা দরকার সেটুকু ব্যবহার করা। কারো প্রতি প্রভুত্ব করতে দেয়ার সুযোগ দেয়া, সেটা ঘৃণা কিংবা ভালোবাসার নামে এটা করা আমাদের জন্য আত্মঘাতী।
    তার এই বক্তব্য কি বার্তা দেয় আমাদের। আজ থেকে আট বছর আগের দেয়া বক্তব্য যখন হাছিনার শাসন আমলে।
    নুরুল কবির কে নিয়ে পড়াশোনা না করে তার সম্পর্কে কিছু বলা অনুচিত কাজ হবে। আজন্ম নুরুল কবীরের রাজনীতি মূলত গণতন্ত্র, নাগরিক অধিকার এবং বামপন্থী আদর্শের সাথে জড়িত, যা তার ছাত্রজীবন থেকেই শুরু হয়েছিল এবং সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে তিনি এর প্রতিফলন ঘটিয়েছেন। নুরুল কবির আমাদের সম্পদ, আমরা তার মূল্যায়ন না করে অপমানিত করেছি, এই দায় সবার। অন্যায় মব সৃষ্টি করে আগামীর বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখা যায় না।
    জুলাই বিপ্লবের প্রকৃত আত্মারা কখনো দেশ অস্থিতিশীল পথে এগুবে সেটা ভাবা উচিত হবে না, এই বিপ্লবী লেবাসে ঢুকে গিয়ে নস্যাৎ করার জন্য বিপ্লবের বিরোধীরা অনুপ্রবেশ ঘটেছে। তার প্রমাণ হাদির খুনি। যে তার প্রচারণায় ছিলো। অতএব সাবধান।
    লেখক ঃ লতিফুর রহমান প্রামাণিক।
    লেখক আইনজীবী।
    ২০/১২/২৫

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • She | 103.205.***.*** | ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:০৯736821
  • "ভারত আমাদের শত্রু বুঝতে পারাই বড় অর্জন "...বন্ধু কে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন