আমরা লজ্জিত। প্রিয় নুরুল কবির।রাস্তায় ২০- ৩০ বছরের রক্ত গরম নবীন যুবকের গলায় যখন হাদীর নামে শ্লোগান, তখন তার সামনে যা কিছু আসবে সব কিছু জ্বলে পুড়ে যায়। সাংবাদিক নুরুল কবির কে তারা চেনে না। রাস্তায় মিছিল করলে আর সব কিছু জ্বালিয়ে দিলেই তাকে দেশপ্রেমিক বলা যায় না। নুরুল কবির হয়তো কখনো এসব মিছিলে যায় না, মাইকে লক্ষ মানুষের সামনে ভাষন দেয় না কিন্তু বিগত কয়েক দশকে আমার দেখা বা জানা মতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই দেখেছি তাকে। যে মানুষ মাওলানা ভাসানীকে THE RED MOULANA নামে ঘোষণা দিতে পারে, যে ভাসানী আপাদমস্তক একজন সাচ্চা দেশপ্রেমিক ... ...
শয়তান। আবুল ফজলের একটা লেখা পড়েছিলাম স্কুলে থাকতে। চমৎকার আরব্যে গল্পে " শয়তান " কে বেঁচে রাখা জরুরি কেন তা নিয়ে। বহুবার রাজনৈতিক তর্কে সেটা অস্ত্রের মতো ব্যবহার করেছি। এতই যুক্তিগ্রাহ্য বিষয় যে, আমার প্রতিপক্ষের জন্য যে, তা খন্ডন করা দুঃসাধ্য। এভাবেই বহুদিন জিতেছি। ইচ্ছে না থাকলেও আওয়ামী লীগের টাটকা প্রসঙ্গ এড়িয়ে যাওয়া যায় না। আওয়ামী লীগের আমলে কেউ কেউ মৃদুস্বরে অভিযোগ করে বলে, সেই সময় বি এন পি নাকি যুদ্ধ অপরাধী বিচার নিয়ে শক্ত অবস্থান নিতে পারেনি। একেবারই অসত্য বলবো না। স্বাধীনতার মতো স্পর্শকাতর বিষয়গুলো সহজে কারো পক্ষে অগ্রাহ্য করা কঠিন। আওয়ামী লীগের তুরপের তাস সেখানেই। আওয়ামী লীগের পলিসি মেকাররা ... ...
ছুড়ে দেওয়া পাথরের খবর আর কে রাখে। কোথায় গড়ায় বা চাপা পড়ে। মরে যায় নাকি আঘাতে আঘাতে রক্ত ঝরে। ... ...