এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রাজনীতি-বিজ্ঞান ও বাঙালি-দর্শন: একটি আত্মজীবনীমূলক বিলাপ

    হারামির হাতবাক্স লেখকের গ্রাহক হোন
    ১৯ নভেম্বর ২০২৫ | ৫০২ বার পঠিত
  • আমার বন্ধু হরিপদ-গোপালপদ্দা (নাম পরিবর্তিত, কারণ উনি এখন সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় এবং আমার ওপর রাগ করলে ব্লক করে দেবেন) দশ বছর আগে আমায় প্রশ্ন করতেন - "মোদী পারবে কানহাইয়ার সাথে ডিবেটে?"

    আমি তখন বলেছিলাম, "দাদা, এ যেন জিজ্ঞাসা করা - পদ্মলোচন-হরবোলা পারবে কি সাঁতার প্রতিযোগিতায় যে জীবনে জলে নামেনি?"

    কিন্তু হরিপদ-গোপালপদ্দার কথা ছিল - "তুই বুঝিস না! ডিবেট মানে রাজনীতির আসল পরীক্ষা!"

    আমি ভাবলাম, হ্যাঁ ঠিক। আর নির্বাচনে জেতা মানে নিশ্চয়ই ফুটবলে গোল দেওয়া। দুটোর কোনো সম্পর্ক নেই!

    এদিকে দশ বছর কেটে গেল। দেখতে দেখতে। যেমন আমার চুল পড়ে গেল, তেমনি কিছু রাজনৈতিক তত্ত্বও।

    এখন শুনছি, কানহাইয়া যেখানে যেখানে বক্তৃতা দিয়েছেন, সেখানে সেখানে কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে। আমার মনে হলো, এ যেন সেই পুরনো বাংলা প্রবাদ - "যেখানে বাঘ সেখানে সন্ধ্যা"। না না, উল্টো - "যেখানে বক্তৃতা সেখানে পরাজয়"।

    আমার আরেক বন্ধু শ্যামাচরণ-কালাচাঁদ (ইনিও সোশ্যাল মিডিয়ায় আছেন) বলেন, "দেখেছিস, কানহাইয়ার সম্পত্তিও বেড়েছে!"

    আমি বললাম, "মানে রাজনীতিতে হারলেই সম্পত্তি বাড়ে? আহা, আমি তো নির্বাচনেই দাঁড়াইনি কখনো! তাই এত গরিব!"

    এবার আসল কথায় আসি। বাঙালি মানেই রাজনীতি-জ্ঞানী। অর্থাৎ রাজনীতি-ভিকটিম। 

    আমরা সবাই এক্সপার্ট। আমাদের আড্ডায় কী হয় না! মার্ক্স থেকে মনুষ্যত্ব, লেনিন থেকে লেবু-চা - সব বিষয়ে আমরা পণ্ডিত। কিন্তু কাজ?

    আমার মনে আছে, ২০১৫ সালে কালীঘাটের কাছে এক চায়ের দোকানে (নাম বলব না, কারণ চা এখন আর আগের মতো ভালো হয় না) বসে একজন ভদ্রলোক বলছিলেন, "মোদীর পতন আসন্ন! কানহাইয়া আসছে!"

    আমি চুপ করে চা খেয়েছিলাম। কারণ আমি রাজনীতি-অজ্ঞ। আমি শুধু জানি - যে জেতে তার গাড়ি চলে, যে হারে তার তত্ত্ব চলে।

    বাঙালির রাজনৈতিক প্রজ্ঞার একটা বিশেষত্ব আছে। আমরা ভবিষ্যৎ দেখতে পাই না, কিন্তু ভবিষ্যৎ ব্যাখ্যা করতে পারি অসাধারণ। ম্যাচ শেষ হলে পরে বলি - "আমি তো আগেই বলেছিলাম!"

    এখন হরিপদ-গোপালপদ্দা চুপ। কানহাইয়ার নাম শুনলেই টপিক চেঞ্জ করেন। বলেন, "আরে ছাড়, রসগোল্লার দাম দেখেছিস?"

    আমি বুঝি, এটাই বাঙালির সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিভা - দ্রুত বিষয় পরিবর্তন করার ক্ষমতা।

    তো সেই যে শুরুতে বলেছিলাম - "বাঙালিরা রাজনীতি সব বোঝে"? এটা আসলে একটা বাক্য-সমাপ্তি-ভুল (সেনটেন্স-এন্ডিং-মিসটেক)। পুরো বাক্যটা হওয়া উচিত - "বাঙালিরা রাজনীতির আঁধারে তাল গাছ"।

    আর আমি? আমি একজন সাধারণ বাঙালি। আমার কাছে দুটো জিনিস পরিষ্কার:

    এক, নির্বাচন জিততে হলে জনগণের ভোট লাগে, জেএনইউয়ের সার্টিফিকেট নয়।

    দুই, আমার পকেটে এখনও টাকা নেই, কিন্তু মতামত আছে প্রচুর।

    এটাই বাঙালিত্ব। এটাই আমাদের ঐতিহ্য। 

    যাকগে! চা ঠান্ডা হয়ে যাচ্ছে। 

    – লেখক একজন চিরকালীন রাজনৈতিক-পরাজিত এবং চা-পান-বিজয়ী
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • chaddi | 38.143.***.*** | ১৯ নভেম্বর ২০২৫ ০৮:৪০735919
  • এইবার গুরুর বুদ্ধিজীবীরা এসে আপনাকে হ্যাটা দেবে। ছো: বিজেপি-আরএসএস! ও তো ফ্যাসিস্ট। একশ বছর ধরে ভারতে ফ্যাসিজম চালাচ্ছে। ইদিকে পাশের দেশে ছমাস বিপ্লব করে মোল্লাসোনারা প্রধানমন্ত্রীর মৃত্যুদন্ড দিয়ে দিল। একে বলে ইন্টালেকচুয়ালিজম।
  • হারামির হাতবাক্স | ১৯ নভেম্বর ২০২৫ ১২:৫১735922
  • উঞ্ছবৃত্তি-ধারীদের 'ইন্টালেকচুয়ালিজম' তো চায়ের দোকানে বিস্কুট ডুবিয়ে 'বিপ্লব' করার মতো, ভিজে গেলেই ফিনিশ!
  • হেহে | 45.133.***.*** | ১৯ নভেম্বর ২০২৫ ১৩:৩৩735924
  • গোমুতখেকোগুনো তব্বু এখেনে দু ছটাক পাত্তা পাবার জন্য লি লি করে পোঁদ লাচাতে এয়েছে। 
  • হারামির হাতবাক্স | ১৯ নভেম্বর ২০২৫ ১৫:৫৪735927
  • পোঁদ লাচানোর মেলায় দেখছি ডাস্টবিনের VIP গেস্টেরা ভিড় জমিয়েছে। পাত্তা চাইতে এসে নিজেরাই 'আস্তাবলের সেলিব্রিটি' হয়ে গেল!
  • Ranjan Roy | ১৯ নভেম্বর ২০২৫ ১৬:০৪735928
  • লেখাটায় রসিকতা এবং তির্যক বাক্যভংগীর মোড়কে কিছু নির্মন তেতো কথা আছে। ভালো লাগল। 
  • প্রিয়তমাসু | ১৯ নভেম্বর ২০২৫ ২২:৪৯735946
  • চোখে আঙুল দাদা নামে কার লেখা একটা গল্প ছিল ভুলে যাচ্ছি । কারও ব্যর্থতা নিয়ে নেগেটিভ ব্যঙ্গ বিদ্রুপ করে লেখার বেশ একটু সুবিধে আছে ।  আঘাত করার সরঞ্জাম হাতের কাছেই , আর লিখে ঝাঁঝালো ধারালো কিছু লিখেছি টাইপ একটা তৃপ্তি পাওয়া যায় ।
     
    " নির্বাচন জিততে হলে জনগণের ভোট লাগে, জেএনইউয়ের সার্টিফিকেট নয়। " ঠিকই ..কিন্তু ভোটে জেতার উদ্দেশ্যটা কী ? একবার জেতা , বারবার জেতা ক্রমাগত জিততে থাকা ? ছিঁনে জোকের মত বা মমতা  মোদির মত ? ভোটে জেতার উদ্দেশ্য যদি সমাজের  দেশের উন্নতি করা হয় , তা হলে একটা দুটো সার্টিফিকেট থাকা ভাল , আর সেই সার্টিফিকেটটা "টোটাল পলিটিকাল সায়েন্স " এর বদলে একটু চেনা জানা সাবজেক্টে হলে খুব ক্ষতিবৃদ্ধি হয় তা না ৷
  • Ranjan Roy | ১৯ নভেম্বর ২০২৫ ২৩:০১735947
  • এটা beside the point.
     
     
    আপনার লেখাটি  আপনার বক্তব্যের চমৎকার উদাহরণ।
  • Ranjan Roy | ১৯ নভেম্বর ২০২৫ ২৩:০৫735948
  • যেনতেন প্রকারেণ নির্বাচনে জেতা লক্ষ্য না হলে ফুরফুরা শরীফ এর অন্যতম পীরকে সেকুলার ফ্রন্ট সাজিয়ে ব্রিগ্রেডে মঞ্চে তোলা হয়?
     
    তারপর কী হইল জানে শ্যামলাল!
  • প্রিয়তমাসু | ১৯ নভেম্বর ২০২৫ ২৩:৫৭735951
  • "আমার পটকা রামপদর হাঁড়ি। যদি আমার দোষ হয়, তা হলে রামপদরও দোষ হয়েছে। বাস্। "

    দৃষ্টিকোনের একটা পার্থক্য এখানে আসছেই ৷ ফুরফুরার পীরকে কেন ভোটে খাড়া করা হল সেটা যারা খাড়া করলেন, সেই পলিটিক্যাল পার্টির মাথায় বসে থাকা লোকজনদের ভাবার বিষয় । আমি ব্যাপারটা বাইরের লোকের চোখে দেখি ।  ভোট দিয়ে জেতালে, ক্ষমতা পেলে কী করতে চায় সেটা ভাবতে গেলে  কানহাইয়া কুমার, গিরিরাজ সিংহের থেকে ভাল নেতা । সাফল্য না পেলেই সেটা মিথ্যা হয়ে যায় কি ? ফুরফুরার পীর ওই একই কারনে আমার চোখে ভাল ক্যান্ডিডেট নন । কিন্তু সাফল্য দিয়ে মাপতে বসলে হয়ত তাকেই শ্রেয় বলে মেনে নিতে হবে ।  আপত্তিটা এই জায়গাতেই । 
     
  • Ranjan Roy | ২০ নভেম্বর ২০২৫ ০৩:৪৭735956
  • আপনার কথাটা বুঝতে পারছি। অনেকটা সহনত। 
    ভোটে জেতা বা হারা একমাত্র মাপকাঠি নয়। তবে সুবক্তা আর সুসংগঠক এক নয়।
     
    মূল লেখার লক্ষ্য ব্যক্তি কানহাইয়া নন, বাঙালী মধ্যবিত্তের অগভীরতা ও হুজুগেপনা।
  • প্রিয়তমাসু | ২০ নভেম্বর ২০২৫ ০৮:০৬735958
  • সুবক্তা আর সুসংগঠক এক নয়, আর বক্তব্যের থেকে সংগঠন ঢের বেশী কাজের জিনিস এ ব্যাপারে সম্পূর্ণ সহমত ।
     বিন্তু লেখার লক্ষ্য কানহাইয়া নন বাঙালীর অগভীরতা ও হুজুগেপনা ... তা মনে হল না । 

    আমরা তো সেই জাতটাকে নিয়েই কথা বলছি যারা সারদা নারদার পরে ২০১৬ সালে মমতাকে হাত উপুড় করে ভোট দিয়ে এসেছে , ২০১৪ সালের পর থেকে গভীর মোদি-আবেগ মোদি-ঝড় ... নোটবন্দীর সময় সব কালো টাকা সাফ করে ফেলার অকুন্ঠ আশাবাদ  এসবও মনে পড়ে । সে তুলনায় কানহাইয়াকে নিয়ে এক দুজন হতাশ বামপন্থীর দিবাস্বপ্ন তো কিছুই নয় ৷  ফলে বাঙালীর অগভীরতা ও হুজুগেপনার  একমাত্র স্টার এগজাম্পল কী করে কানহাইয়া কুমার হয়ে উঠলেন সেটা সহজবোধ্য নয় ।
  • Ranjan Roy | ২০ নভেম্বর ২০২৫ ২৩:২২735973
  • কানহাইয়া আদৌ একমাত্র মডেল নয়, অন্যতম উদাহরণ মাত্র।
    আপনার আমার নয়, গোপালপদ্দাদের। তারাই লেগকের টার্গেট।
  • r2h | 134.238.***.*** | ২১ নভেম্বর ২০২৫ ০৬:২৮735974
  • জার্মানির ছোট গোঁফওলা লোকও বিপুল ভোটে জিতে এসেছিল। গোপালপদ্দার আকাশ কুসুম কল্পনাতেও যদি মনে হয় ওরকম বিপুল ভোটে জিতে আসা নেতার পতন হবে, তাহলে আমি অন্তত সেটা আশাবাদ হিসেবে দেখবো।

    প্রিয়তমাসুর কথায় মোটের ওপর একমত।
    এখানে ফুরফুরা শরীফের প্রাসঙ্গিকতা ভালো বুঝলাম না।

    ভোটে না জিতলে কাজকর্ম কিছু করা যায় না, ভোটে না জেতা মানে ভোটে লড়া দলের কোন না কোন রকম ব্যর্থতা, নিঃসন্দেহে। কিন্তু ভোটে জেতা মানেই তাকে মনের মন্দিরে সদা সেবা করতে হবে, এমন কোন কারন দেখি না। স্ট্র‌্যাটেজির পাঠ নেওয়া যেতে পারে, হয়তো উচিতও। 
    রাজনৈতিক পরিপক্কতার একটা বড় পরিচয় বিতর্কে দড় হওয়া - তাতেও এত খিল্লির কারন দেখি না।
    ক্যামেরার সামনে সাংবাদিকের সঙ্গত জটিল প্রশ্নে মুখ থমথমে করে জল খেয়ে উঠে চলে যাওয়া ও সেই সাংবাদিককে পাকাপাকি কালো তালিকায় ফেলে দেওয়া, সাংবাদিক সম্মেলন এড়িয়ে যাওয়া, স্ক্রিপ্ট, টেলিপ্রম্পটার না থাকলে মাছের মত চোখে তাকিয়ে থাকা - এইসব দুর্বলতা বলেই মনে করি।

    বাঙালী (মধ্যবিত্ত না হয়তো) এখনও ঐ বিপুল ভোটে জেতা নেতার দলকে, বাকি দেশের বৃহৎ অংশের মত, নেমন্তন্ন করে এনে মসনদে বসায়নি -এটাকে আমি অন্তত হুজুগ ও অগভীরতার উল্টোদিকে রাখবো।
  • r2h | 134.238.***.*** | ২১ নভেম্বর ২০২৫ ০৬:৩৯735975
  • কানাই কুমারকে নিয়ে অনেকের স্বপ্ন একটু বেশি ছিল বটে, তবে তাও পনেরো লাখ টাকা বা নোটে চিপের থেকে বাস্তবসম্মত - এমন বলা যায়।
  • Ranjan Roy | ২১ নভেম্বর ২০২৫ ০৮:২৮735976
  • Thik
  • হুম্মম | 2409:40e2:102b:5495:18a8:bdff:fec3:***:*** | ২২ নভেম্বর ২০২৫ ০৭:২৪735993
  • সুরঞ্জন, হারামি চাড্ডির সাথে যেওনাকো আর। কি কথা তাহার সাথে?  বোলো নাকো কথা এই হারামির সাথে! 
  • r2h | 134.238.***.*** | ২২ নভেম্বর ২০২৫ ০৭:৩৪735996
  • সুরঞ্জনের কথা আর বলে লাভ নেই। কী আর বলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন