এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রিল দেখুন 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৩ নভেম্বর ২০২৫ | ৭৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • রিল হল এই সময়ের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কার। দিনের শেষে ফেবু খুলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো খবর সামনে এল। দুটোই রিল মারফত। এক, অপরাজিতা আঢ্য বলেছেন, তিনি নিজেই তাঁর ঠাকুমা। সমস্যা কিছু নেই, ব্যাপারটায় জন্মান্তরের কলকাঠি আছে। দুই, পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, অর্পিতা তাঁর বান্ধবী। কী ভাগ্যিস বললেন। কোনো সন্দেহ নেই, এই দুটোই খুব গুরুত্বপূর্ণ খবর। পার্থ চট্টোপাধ্যায়েরটা দেখলাম এবিপিতে। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন, তিনি আবার ধরিয়ে দিলেন, আপনি তাহলে সদর্পে বলছেন?  কোনো ঝুঁকি নেবেন না আরকি। বাইচান্স যদি পাঞ্চ কম হয়, তাহলে রিলের কাটতি কম হবে। জবাবে উনিও বললেন, হ্যাঁ, সদর্পে বলছি। বীরের প্রতি বীরের যেরকম ব্যবহার। সেটা তারপর রিল হয়ে গেল। শ্রীজাত বোধহয় লিখেছিলেন, জয়সূর্য যখন খেলতে নেমেছিলেন, প্রথম দিকে লোকে বলত, এটা আবার ক্রিকেট নাকি? তারপর একদিন ওইটাই ক্রিকেট হয়ে গেল। এও সেরকম, রিল দেখে আগে লোকে নাক সিঁটকাত, কোনো এক সুন্দর সকাল থেকে রিলই খবর হয়ে গেছে। রিলেই আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খবর পেয়েছি। তাঁর বাড়িতে সেক্স-টয় পাওয়া গেছে জানতে পেরেছি। তারপর পার্থ আর তাঁর বান্ধবীর যৌন জীবন নিয়ে নানা রসালো খবরে আমোদিত হয়েছি। সবকটাই এক মিনিটের বিনোদন হলে কী হবে, খুব জরুরি  এবং গুরুত্বপূর্ণ বিষয়।

    তার আগে যেগুলো ছিল, সেগুলো অবশ্য রিল না। ওগুলোকে এখন ইংরিজিতে বলে লং ফর্ম ভিডিও। তাতে বহু ঘন্টাখানেক ধরে আমরা দেখেছি সিবিআইয়ের কালো কালো হুমদো-হুমদো গাড়ি। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছেন। তাঁর বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যাচ্ছে কোটি-কোটি টাকা। বাক্স বাক্স টাকা। গুণে কুলিয়ে ওঠা যাচ্ছেনা। একটা মেশিনে হচ্ছেনা, আরও মেশিন আসছে। মেশিন দৌড়চ্ছে, মেশিনের আগে-পিছে দৌড়চ্ছে ক্যামেরা। সঞ্চালক চেঁচাচ্ছেন, প্রতিবেদক চ্যাঁচাচ্ছেন, বিশেষজ্ঞরা চেঁচাচ্ছেন, কান পাতা দায়।  তারপর তো নিশ্চিতভাবেই জানা হয়ে গেল দুর্নীতি কীভাবে হয়েছে। টিভিতেই খোলা খাতার মতো দেখিয়ে দিল সব। ভগবান বোধহয় তখন বিচারপতি। দাপটে রাজত্ব করছেন। সিবিআই মিডিয়াকে সঙ্গে রেখে চুটিয়ে তদন্ত করছে গোটা শিক্ষা দুর্নীতি নিয়েই। প্রচুর "সূত্র" পাওয়া যাচ্ছে টিভির পর্দা জুড়ে। উঠে আসছে কালীঘাটের কাকুর অডিও রেকর্ডিং। ঘন্টার পর ঘন্টা, বিভিন্ন ডায়াগ্রাম আঁকা হচ্ছে টিভির পর্দায়। ছোটোবেলায় জীবনবিজ্ঞান খাতায় যেমন আঁকতেন। কে কার থেকে টাকা নিয়েছে, কোন রাস্তায় টাকা গেছে। গোদি-মিডিয়া সব জানে। জানবেনা কেন, সিবিআই সূত্রের সঙ্গে তো হটলাইন আছে। প্রমাণ হওয়া শুধু সময়ের অপেক্ষা। 
     
    তারপর হল ইন্টারভ্যাল। আর ইন্টারভ্যালের পর শো শুরু হতেই দেখা গেল, কোথায় কী। যথারীতি চূড়ান্ত অ্যান্টিক্লাইম্যাক্স। সব ফুস। হাতি বাতকর্ম করিল কিনা বোঝাই গেলনা। এসব নিয়ে কথা বলা ভদ্রলোকেদের পক্ষে খুবই অশোভন। তবু এই রিলের বাজারে, কারো যদি ওইসব ভিডিওর কথা মনে পড়ে, তাহলে যে প্রশ্নটা নির্ঘাত কুটকুট করছে, সেটা হল, টিভির সূত্র যদি সত্য হয়, তাহলে পার্থ বাইরে কেন? আর পার্থ যদি বাইরে তো টিভির সূত্রের কী হল? ওগুলো কি গুল ছিল?  টাকা যদি চুরির হয় তো পার্থ বাইরে কেন? আর বাইরেই যদি, তো টাকা এল কোথা থেকে? হ্যাঁ, আপাতত পার্থবাবু জামিনে, কিন্তু অকাট্য যা জিনিসপত্র ছিল বলে দেখেছি, তাতে এতদিনে তো জেল হয়ে যাবার কথা। তার বদলে জামিন। নির্ঘাত বেকসুর খালাসও হবেন কদিন পরে। যা ধারাবাহিকতা, তাতে আর কেউও দোষী সাব্যস্ত হবেন কিনাও সন্দেহ। ওদিকে আবার জটিলতা এখানেই শেষ না। পার্থবাবু বাইরে মানে এই নয়, যে,  দোষী পাওয়া যায়নি। বিলক্ষণ গেছে। ২৬০০০ শিক্ষক। তাঁদের চাকরি গেছে। পার্থ দোষী নন, সততার জলসত্র, গোদি মিডিয়া মাইবাপ, সিবিআই কেন্দ্রের দেবদূত, আদালত প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে, উকিলবাবুরা পেশাদার, আর রাজ্যসরকারের স্লোগান সিবিআইকে বলুন। ফলে কাউকেই কিছু বলা যাবেনা। ভদ্দরলোকেরা এমনিই এইসব বিপজ্জনক জিনিস নিয়ে খেলাধূলা করেননা। অতএব এখন সেক্স-টয়, আর বান্ধবীই ভরসা। রিল ছাড়া কী আছে জীবনে। 

    অথচ এক কোটি প্রশ্ন হতে পারত। নিয়োগে যে গরমিল হয়েছে এ নিয়ে কোনো পক্ষই কোনো সন্দেহ প্রকাশ করেননি। অথচ আদালত যে পদ্ধতিতে চাকরি খেয়েছে, নিজের রায়েই লেখা আছে, সেখানে ন্যাচারাল জাস্টিস মানা হয়নি। সেই "দোষী"র লিস্টিও আবার সিবিআই বানায়নি। এসএসসিই বানিয়ে দিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই বানাল দুষ্টদের তালিকা। হে প্রগাঢ় প্রপিতামহী, চমৎকার। আদালতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, সিবিআই তবে করল টা কী? গ্যালারি শো? যে কোটি-কোটি টাকা পাওয়া গেছে বলে দেখলাম আমরা, তারই বা কী হল? তিনটে বিকল্প হতে পারে। এক, ওটা পুরোটাই গুলবাজি, গ্যালারি শো। দুই, টাকা পাওয়া গেছে, কিন্তু সেগুলো খুবই সৎপথে, যেমন ধরুন কৃষিকাজ ইত্যাদি করে উপার্জন করা হয়েছে। তিন, টাকা পাওয়া গেছে, কিন্তু সিবিআই যোগ্য-অযোগ্যর লিস্টির মতো এক্ষেত্রেও তদন্তে একই রকম দক্ষতা দেখিয়েছে। কয়েক বছর ধরে মাছি মেরেছে। ২৬০০০ চাকরি গেছে, অনেক মন তেল পুড়েছে, আবার কী চাই। যেটাই হোক, ও নিয়ে আর ভেবে লাভ নেই। আসল দোষী, মেনে নিন ২৬,০০০। পার্থবাবু ভারত-ছাড়ো আন্দোলনে জেল-খেটে বেরোলেন এইমাত্র। এর বাইরে অন্য কিছুই হতে পারেনা। কারণ, সিবিআই আর আদালত ভগবান। আর গোদি-মিডিয়া যা যখন দেখাবে সেটাই বিশ্বাসযোগ্য। আপাতত গোদি-মিডিয়া রিল দেখাচ্ছে। আসুন, রিল দেখি। 

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন