আমি গনেশ,পাগলা গনেশ।গরম রক্ত,নরম মন।সবকিছুতে যুক্তি খুঁজি,ঈশ্বরে বিশ্বাস মোটেই নেই।ওই যাকে বলে নাস্তিক,আমি তাই।
একটু আধটু লেখালিখি করি,তবে ওটা শখের বশেই।ইচ্ছে তো আছে একদিন বিশাল নাম-যশ হবে,কিন্তু আমি মাত্রাতিরিক্ত কুঁড়ে আর ভাঁড়ারে আছে লবডঙ্কা।তাই.....
আমি লিখি, মানে লেখার চেষ্টা করি,অনেকে বলবেন ডার্ক,ঋণাত্মক ইত্যাদি।তবে আমি তা বলি না।আমি বলি আমার দৃষ্টিভঙ্গি আপনাদের উপহার দিতে চাই মাত্র।জানাতে চাই এভাবেও দেখা যায়,লেখা যায়।তবে আমার দৃষ্টিভঙ্গি,আমার মতই যে একমাত্র মত,একমেবদ্বিতীয়ম পথ, তা মানি না।
তারপর কী খাজা লেখা যে লিখি, তা তো আপনারা জানেনই।
নিজের সম্বন্ধে সন্দিহান,একইসাথে প্রচণ্ড আত্মবিশ্বাসী। মানে ব্যাপারটা এরকম,নিজের সম্বন্ধে কয়েকটা বিষয় খুব ভালো জানি,আবার কিছু জিনিস আমার ধরাছোঁয়ার বাইরে।নাগাল পেতে চেষ্টা করি,কিন্তু কাঁটাতারের বেড়া।পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মতো।এই কদিন আগেও নিজের ছিল,ঘুমিয়ে উঠে হাত বাড়িয়ে চেনা কুলুঙ্গিতে অভ্যাসবশে হাত বাড়িয়ে কামড় খেয়ে চমকে দেখি,সে এখন পর।চেনে না আমায়,চিনলেও না চেনার ভাণ করে।লজ্জা পায় হয়তো,কিংবা সমাজে প্রাসঙ্গিক থাকতে চায়।
তবে আমি আত্মীয়তা ছাড়িনি।অস্বীকার করি না,পারব না।
পড়াশোনা করি,পড়তে ভালোবাসি।সব থেকে বেশি ভালোবাসি...... কী জানি,কী করতে!
অনেককিছুই তো বাসি।
যেমন ধরুন,পড়তে,লিখতে,গান শুনতে(লিখতে পারিনি বহু চেষ্টা করেও), অঙ্ক করতেও ভালো লাগে,ব্যয়াম করতে(না করলে নাভিশ্বাস উঠে যায়, জান আঁকপাক করে),বাওয়াল করতে,আড্ডা দিতে,রাজনীতির খবর রাখতে,সিনেমা দেখতে।বিজ্ঞান খুব প্রিয় জিনিস।সব খবর রাখার চেষ্টা করি।ফিন্যান্স,মার্কেটিং,স্টক,ক্রিপ্টো এসব ঘাঁটলে একটা বৌদ্ধিক অর্গ্যাজম হয়।আরও কিছু বাকি রয়ে গেল বোধহয় আসলে আমি খুব উৎসুক এবং উৎসাহী মানুষ।
এবারে মনে হতে পারে আমার ভালো কোনটা লাগে না,কোনটা একদমই করি না,বা করতে চাই না।
আমি খেলা দেখি না।ক্রিকেট,ফুলবল,টেনিস,হকি,মল্লযুদ্ধ(রেসলিং), মুষ্ঠিযুদ্ধ(বক্সিং) কিচ্ছু না।তবে খবর রাখি,রাখতে হয়(আমি উৎসুক মানুষ)।
প্রেম করা হয় উঠেনি,কেউ পাত্তা দেয়নি।প্রোপোজ করতেই বলেছে,তুই বা তুমি আমার থেকে ভালো কাউকে পেয়ে যাবি বা যাবে। কী করে বলি,আমি তোকে বা তোমাকেই চাই।আবার যারা নিজের থেকে এসেছিল,তাদের কাউকেই আমি চাইনি।তাই সেম ডায়লগ চিপকে দিয়েছি।ফলে ওই....হল না।
মোটামুটি বলতে গেলে আমি বেশ সুখী মানুষ।তবে আমার কোনো দুঃখ নেই এমন ভাবার কোনো কারণ নেই।আর একটা কথা নিজের ** আর দুঃখ সবাইকে বড়ই লাগে।
যাক,নিজের ঢাক নিজে অনেক পেটানো হল।এবার জল খেতে হবে,গলা শুকিয়ে গেছে।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।