----------------------
আশিস বন্দোপাধ্যায়
-------------------------------
অন্তু কহে আনন্দিরে,- 'অন্ত হল আজ
অন্তে ।
রইলো তোর ইচ্ছামতী স্পর্শ তালুর
সঙ্গে ।
অন্তু কহে-----
চৌরাতে এলেম হেথায়, র্শীর্ণ মন আর
দিশা।
ভিন্ন সুরে সেই গান , ছিন্ন তালে যে
মেশা ।
অন্তু কহে----
ভাবনা সেই নদীর ধারায় আজ না
স্বপ্ন শ্রোত ।
বাদাম চিনা আর স্পর্শ মুঠির
ভ্রূকুটি ,সংকোচ ।
অন্তু কহে---
তোর আকাশে কৃষ্ণচূড়া রামধনু ,
চাঁদ বাঁকা।
আমার মেঘলা, একটি রঙ বুকে
থাকুক আঁকা ।'
আনন্দি কহে ---
আনন্দে থাকে সে ছোট্ট
আশা টুটি ,
আসে রোদ্দুর-আকাশ তলে,যত্নে বাঁধে
সে মুঠি।
@
দূরের ওই ধ্রুব তারা আমি দেখি,
দেখে সে ,
ধারায় হারায়, সে না হারায়,জীবন-
খেয়া ধেয়ে ।
ছিন্ন কি প্রেম ভিন্ন পথে, জীর্ন
ইচ্ছে ,তরণী ?
অরুপরতন সেযে ব্যথায় বাঁধা,
প্রেম বিজয়ী আপনি ।'
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।