এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • তিয়াসা, শুধুই তোর্ জন্য....

    Somnath mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ০৬ এপ্রিল ২০২৫ | ২৬১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • তিয়াসা, শুধুই তোর জন্য

    মেঘলা দিন হলেই বাবানের মনটা কেমন যেন উদাস হয়ে যায়। কেন এমন হয় ? এর উত্তর অবশ্য ঠিকঠাক জানা নেই তাঁর। তিয়াসাকে এই কথা বললেই বলে, “তোর যত আজব ভাবনা। মেঘলা দিন হলো গুমোট গরমের দিন। তুই টের পাসনা?” বাবান কোনো উত্তর দেয়না। সে জানে তাঁর একান্ত ভাবনার সাথে তিয়াসা কখনোই একমত হবে না। সমান্তরাল রেখার মতো যেন তাঁদের অবস্থান। যত ভাব, তত খুনসুটি।

    অনেকদিন পর আজ নদীর দিকে আসা হলো বাবানের। খুব ছোটোবেলা মায়ের সঙ্গে বিকেলে এদিকটায় ঘুরতে আসত সে। তখন অবশ্য অনেক ফাঁকা ছিল জায়গাটা । মা নদী দেখতে খুব পছন্দ করতো। বাবান আপত্তি করলে মা বলতো - “নদী দেখলে মন ভালো হয়। কত পথ পাড়ি দিয়ে এসেছে বলতো এই নদী ! কত মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনার সহভাগী হয়ে নদী বয়ে চলেছে। নদীর কুলু কুলু করে বয়ে চলার মধ্যেই যে তার গল্প গুলো লুকিয়ে আছে । মন দিয়ে কান পাতলে ঠিক শুনতে পাবি ।” আজ মন‌উদাসী মেঘলা দিনে তাই রূপসা নদীর সঙ্গে কথা ক‌ইতে আসা।

    লালু সাউয়ের কাঠগোলাটাকে বাঁয়ে রেখে ঢালু পথ ধরে খানিকটা নেমে গেলেই নদীর তীরে পৌঁছে যাওয়া যায়। বাবান সে ভাবেই নেমে আসে। অনেকদিন পর এখানে এসে সত্যিই মনটা ভালো লাগে।

    মনে মনে ভাবে এখন তিয়াসা সঙ্গে থাকলে বেশ হতো। নদী পাড়ের নরম মাটিতে সাইকেলের চাকার দাগ দেখে কেননা জানি আলপনার কথা মনে হয় তাঁর। সেবার লক্ষ্মী পুজোয় তিয়াসাদের বাড়িতে গিয়েছিল বাবান। তিয়াসার মা সোনালী কাকিমা ঘর জুড়ে কেমন সুন্দর আলপনা দিয়েছেন।ভারি ভালো লাগে বাবানের। সোনালী কাকিমা সব সময় ওর পোষাকি নাম ধরে ডাকেন
    – পুণ্যশ্লোক। সেদিন‌ও তাঁকে দেখে হাঁক দিয়ে ওঠেন ।
    – তিয়াসা, দ্যাখ পুণ্যশ্লোক এসেছে। ওঁকে ঘরে নিয়ে গিয়ে বসা। আমি স্বপ্নাদের বাড়ি থেকে আসছি। তুমি বাবা,প্রসাদ না খেয়ে যেওনা যেন। আমি এক্ষুনি ফিরবো।

    দরজা খুলে সামনে এসে দাঁড়ায় তিয়াসা। নতুন শাড়িতে কেমন লক্ষ্মীঠাকুর মনে হয় তাঁকে।

    – “কিরে আজকাল তোকে দেখিনা কেন রে? কী করিস সারাদিন?চল ছাদে যাই”। তিয়াসার সপাট প্রশ্ন।
    একটু গুটিয়ে যায় বাবান। তারপর মৃদু হেসে বলে – ইচ্ছে করলেই দেখা পাওয়া যায়। তুইতো আজকাল বাড়িই থাকিস না। কি সব আন্দোলন গড়ে তুলতে এ পাড়া সে পাড়ায় জনসংযোগ করে বেড়াস্ ।
    – “তুইও আয় আমাদের সঙ্গে। তোকে তো কেউ বারণ করেনি !” তিয়াসার গলায় কি একটু অভিমান ঝরে পড়ার ইঙ্গিত?
    – “দাঁড়া, একটু ভেবে দেখি।”
    – “দেখ বাবান ! ওহ্ থুরি, পুন্যশ্লোক বাবু , আপনি যতক্ষণ ধরে ভাববেন, ততক্ষণে আমাদের রূপসা নদী দিয়ে অনেক অনেক জল গড়িয়ে যাবে। নদীটার হাল দেখেছিস্? তোর আর কি? ছুটিতে বাড়ি এসেছিস। দুদিন বাদে কাজের জায়গায় ফিরে যাবি। ভুলে যাবি সব ।আমাদেরতো এখানেই থাকতে হবে।” তিয়াসা চাপ বাড়ায়।
    – “না, আমার ও কিছু বলার আছে।”
    – “বল, তোকে বাঁধা দিচ্ছে কে?”
    – “তুইতো রূপসাকে খুব ভালোবাসিস। আর আমি তোকে তার থেকেও বেশি ভালোবাসি। তাই আমি এই ভরা চাঁদ আকাশের নিচে দাঁড়িয়ে ঘোষণা করছি “ছোটবেলার বন্ধু তিয়াসার জন্য একটি নদী কিনবে ভেবেছে বাবান” । রূপসা তুমি কি রাজি আছো ?” বাবানের কন্ঠে উত্তেজনা।

    – “এ তুই কী বললি? তুই আমার জন্য, শুধু আমার জন্য একটা নদী কিনবি?” গলায় মৃদু কাঁপন।
    – “হ্যাঁ, হ্যাঁ কিনবো। আমার তিয়াসার জন্য আমি সব করতে পারি। রূপসা রাজি হলে ওকেই কিনে দেবো তোর জন্য।”
    এরপর আর কোনো কথা হয়না। দূরে নদী চরের দিক থেকে কেবল একটা ল্যাপ‌উইঙ্ ডেকে ওঠে - “বাবান, ডু ইট নাউ।”
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ritabrata Gupta | 2401:4900:3bd0:4e77:15da:2e9c:c01e:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ২০:২৯542173
  • অপূর্ব  লাগল !  খুবি  সুন্দর !  বাস্তব  হলে  ওদের  সুখী  একত্র  জীবন  কামনা  করতাম !  এমন  মন  ভালো  করা  লেখাও  চাই  সময়  সময় .
  • বহ্নি ভট্টাচার্য | 2401:4900:38cf:ac9:813:6327:2813:***:*** | ০৮ এপ্রিল ২০২৫ ১২:৫০542195
  • ভাবনাটা ভারী মিষ্টি... অন্যরকম...❤️
  • পৌলমী | 2405:201:8000:b11b:68fe:14a6:1ac6:***:*** | ০৮ এপ্রিল ২০২৫ ২১:৪৩542211
  • নদী নিয়ে লেখকের অন্য রকম লেখা ভালো লাগলো। বাবান একটু আবেগপ্রবণ তাই তিয়াসাকে খুশি করতে গিয়ে এমন পণ করেছে। গল্পটি আরেকটু এগিয়ে যেতে পারতো। 
  • #:+ | 2405:201:8000:b11b:68fe:14a6:1ac6:***:*** | ০৯ এপ্রিল ২০২৫ ০৮:১৩542220
  • তিয়াসার জন্য রূপসা নদী কিনে দিতে চায় বাবাই । এভাবে যদি নদীগুলোকে দত্তক নেওয়ার ব্যবস্থা নেওয়া যায় তাহলে নদীগুলো দূষণ মুক্ত করা সম্ভব হয়তো হবে। ভেবে দেখুন সবাই।
  • দিয়ালী চট্টরাজ | 150.129.***.*** | ১১ এপ্রিল ২০২৫ ২২:১৩542283
  • 'রূপসা রাজি হলে'...
  • সুগত ভট্টাচার্য | 2401:4900:b1f1:6184::3b8e:***:*** | ১৪ এপ্রিল ২০২৫ ০৮:৪৯542358
  • বেশ সুন্দর লাগলো।। সার্থক ছোটগল্প।।। ♥️
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন