এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সবাই খুশি

    PRABIRJIT SARKAR লেখকের গ্রাহক হোন
    ২২ অক্টোবর ২০২৪ | ৯০ বার পঠিত
  • হোআ থেকে এল। বেশ লাগলো। তাই পোস্ট করছি:

    মুঘল বাদশাহ্ জালাল-উদ-দীন আকবর এবং রসিক চূড়ামণি বীরবলের নামে একটা চুটকি প্রচলিত আছে। একদিন বাদশাহ্ বীরবলকে প্রশ্ন করলেন, টাকা আর বুদ্ধি দুটোর মধ্যে একটা নিতে বললে, তুমি কোনটা বলবে? বীরবলের এক কথার উত্তর, টাকা। এমন জুতসই সুযোগ পেয়ে জালালুদ্দিন খোঁচা মারলেন, আমি হলে কিন্তু বুদ্ধিই নিতাম। বীরবল হাজির জবাব: আজ্ঞে জাঁহাপনা, যার যেটা কম আছে, সে তো সেটাই চাইবে।

    অর্থনীতির হিসেবে এই চুটকিকে কিন্তু ব্যাখ্যা করা সম্ভব হতে পারত প্যারেটো ইমপ্রুভমেন্ট হিসেবে: তিমুরীদ বাদশাহ্ বুদ্ধি পেলেন এবং তার ভারতীয় সভাসদ পেলেন অর্থ, ফলে দুজনেই খুশি। কালকের বৈঠকের শেষে লোকজনের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে এটাও এক প্রকার প্যারেটো ইমপ্রুভমেন্ট হল। একপক্ষ কোনোরকম কংক্রিট প্রতিশ্রুতি না দিয়েই ঘাড়ে এসে পড়া উপনির্বাচনের আগে অস্বস্তিকর অনশন-অবস্থান তুলে দিতে পেরে (মাস মুভমেন্ট তো কলকাতাকেন্দ্রিক হবার সাথে সাথেই গুটিয়ে গিয়েছিল) এবং মোটের উপর স্বাস্থ্যক্ষেত্রে(ও) দুপুরে ডাকাতির অধিকার অক্ষুণ্ণ রাখতে পেরে খুশি। অপর পক্ষ খুশি বাংলা ব্যাকরণ বই পেয়ে।

    'অভিযুক্ত' নিয়ে খিল্লি দিয়ে রাজনৈতিকভাবে ততটুকুই অর্জন করা সম্ভব যতটা হয়েছিল ডহরবাবু বা দেড় হাজার কেজির বাচ্চা নিয়ে খিল্লি করে। কিংবা বিষ্ণুমাতা। অথবা রবীন্দ্রনাথের অনশন ভঙ্গ। অথবা চণ্ডীপাঠ। লিস্ট করতে বসলে শেষ হবে না। যেমন শেষ হবে না মাননীয়ার রাজনৈতিক সাফল্যের খতিয়ান। তিনখানা বিধানসভা নির্বাচন। সাড়ে তিনখানা লোকসভা নির্বাচন (উনিশে অর্ধেক ডিফিট ধরতে হবে)। পঞ্চায়েত ও পুরসভা দুইয়েতেই যথাক্রমে একটি করে নির্বাচন এবং তিনটি করে প্রহসন। এক ফোঁটা চোনা শুধু নন্দীগ্রাম বিধানসভা, বাইশ বছর বাদে জীবনে দ্বিতীয়বার বড় ভোটে হার।

    লোহা কাটতে লোহাই লাগে। রাজনীতি ঠেকাতে লাগে পাল্টা রাজনীতি। "আমরা লোহা ধরব না গো" জাতীয় ট্যাবু থাকলে প্রতিবার ব্রোঞ্জের হাতিয়ার নিয়ে যুদ্ধে যেতে হবে, তারপর স্যাটাভাঙা মাইর খেয়ে ঘরে ফিরে নানারকম নৈতিক জয় খুঁজতে হবে।

    'অভিযুক্ত' বা 'বলতে দিলে তো...' তেমনই একটি নৈতিক জয়ের নাম। যার ভালো নাম সান্ত্বনা পুরস্কার।

    (সংগৃহীত)
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন