এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কাম সেপ্টেম্বর 

    Sandipan Majumder লেখকের গ্রাহক হোন
    ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২২০ বার পঠিত
  • যখন আমার আস্থা ঝুলে ছিল বিচারের দুর্বল সুতোয়।
    আর গোটা নগরীতে তারা টুকরো টুকরো করে কাটছিল হৃদয়ের লন্ঠনগুলো আমার।
    যখন তারা বাঁধল আইনের কালো রুমাল দিয়ে আমার নির্দোষ চক্ষুদ্বয়।
    আর আমার কামনার উদবিগ্ন রগ থেকে ছুটল রক্তধারা।
    যখন আমার জীবন হয়ে দাঁড়াল এক শূন্যতা যা ঘড়ির কাঁটার শব্দ শুধু।
    আমি আবিষ্কার করলাম আমাকে অবশ্য, অবশ্য,অবশ্যই ভালোবাসতে হবে -- উন্মাদের মত।

    শ্রীময়ী সিং, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগে পড়ার সময় ইরানের সিনেমাকে ভালবেসে ফেললেন। পি এইচ ডি করার জন্য বেছে নিলেন ' বিপ্লবোত্তর ইরানের নির্বাসিত ফিল্মমেকার ' বিষয়টি। এই উদ্দেশ্যে ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে বেশ কয়েকবার ইরানে গিয়ে থাকলেন,ফারসি ভাষা শিখলেন এবং তাঁর গবেষণার পাশাপাশি একটি তথ্যচিত্র বানিয়ে ফেললেন। এটি বার্লিন সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইণ্ডিয়া আয়োজিত বিশ্ব চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান অর্জন করেছে।

    এই ছবিতে আমরা পাই জাফর পানাহিকে যাকে কিছুদিন আগেও কারারুদ্ধ করার খবর আমরা পেয়েছি। সেই সময়টায় জাফর কারামুক্ত থাকলেও তাঁর ছবি নির্মাণের ওপর নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা তিনি কীভাবে ভেঙ্গেছেন সেটা তাঁর ট্যাক্সি ড্রাইভার সেজে তোলা ' ট্যাক্সি' বা বাড়িতে অবরুদ্ধ অবস্থায় তোলা ‘This is not a film ‘ দেখলে আরো ভালো বোঝা যাবে। এখানে আরেক চলচ্চিত্র কার মোহাম্মদ শিরভানির সঙ্গেও আলাপ আছে যেখানে উঠে আসে ইরানে সেন্সরশিপ ব্যবস্থার ওতোপ্রোতোভাবে জীবনের সঙ্গে জড়িয়ে থাকার কথা। তবে সবকিছুকে ছাপিয়ে ওঠে ইরানের মেয়েদের উজ্জ্বল, সাহসী উপস্থিতি আর প্রাণোচ্ছলতা।

    ইরানে মেয়েদের প্রকাশ্যে গান গাওয়া বারণ। তাদেরকে পরিচালক নিজে ফারসি গান শোনান (শ্রীময়ীর নিজের কন্ঠটিও অপূর্ব) যখন তখন সবাই যেন প্রাণের ভেতর থেকে সাড়া দেয় – তা জাফর পানাহি থেকে শুরু করে স্কুলের বাচ্চা মেয়েরা পর্যন্ত।

    ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মাশা আমিনির হিজাব বিতর্কে মৃত্যু নিয়ে যে বিক্ষোভ শুরু হয় তার বছর তিনেক আগেই এই ছবির শুটিং শেষ হয়ে গেছে। কিন্তু বাধ্যতামূলক পোষাকবিধির বিরুদ্ধে মেয়েদের ক্ষোভ, আংশিক বিজয়, মানবাধিকার কর্মীর লড়াই – এ ছবির পরতে পরতে ধরা আছে। ট্যাক্সি ছবিতে নাসরিন সতৌদেহেকে আমরা দেখেছিলাম,মানবাধিকার নিয়ে লড়াই করার জন্য যার জীবনের বেশিরভাগটাই কারাগারে কাটছে। এই ছবিতে যখন তিনি কথা বলছেন সেই সময়টায় তিনি মুক্ত ছিলেন। যদিও এই ছবির শুটিং চলাকালীনই তিনি গ্রেপ্তার হন এবং সম্ভবত আটত্রিশ বছরের সাজা ভোগ করতে চলেছেন।

    এই ছবি অবদমন এবং বিদ্রোহের কথা বলে। কিন্তু বলে গান,কবিতা ও চলচ্চিত্রের কথাও। শ্রীময়ীর ছবি শুরুই হয় ইরানের প্রথম আধুনিক, প্রথাবিরোধী মহিলা কবি ফারফ ফারুখজাদের কবিতা এবং তার সমাধিক্ষেত্র থেকে আবার শেষেও তা ফিরে আসে। তাই বুঝি সিনেমার ভাষায় এই ছবির অনেক ফ্রেমই এক কাব্যিক বিষাদকে ধারণ করে রাখে।

    এই ছবির শেষের টাইটেল আমাদের জানিয়ে দেয় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মূলত ইরানের নারীদের নেতৃত্বে গড়ে ওথা মরণপন আন্দোলনের কথা যা ইরানের পুরুষতান্ত্রিক, ধর্মতাত্ত্বিক ব্যবস্থার ভিত নাড়িয়ে দেয়। এর মূল শ্লোগান ছিল,
    ' নারী,জীবন,মুক্তি '।

    তিলোত্তমারা সব দেশেই জন্ম নেয়।

    ( ছবিতে ব্যবহৃত কবিতাটির অক্ষম অনুবাদ আমার )

    https://mubi.com/films/and-towards-happy-alleys?utm_source=app_share&utm_medium=android
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতুহলী | 115.187.***.*** | ০১ অক্টোবর ২০২৪ ১৪:২৪538172
  • চমৎকার লেখা। ইরানে নারী আন্দোলনটা আমরা অনেকেই জানি , এছারা সৌদি আরবেও পিতৃতান্ত্রিক সিস্টেমের বিরুদ্ধে বা বিভিন্ন আইনের বিরুদ্ধে নারী আন্দোলন হয়েছিল। এটা কম চর্চিত। আরও চর্চা হওয়া দরকার
  • Sandipan Majumder | ০৩ অক্টোবর ২০২৪ ১৭:৪৭538224
  • @কৌতূহলী  অনেক ধন্যবাদ। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন