এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পঞ্চায়েত ভোটের টুকরো - সমাজমাধ্যম থেকে 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০৯ জুলাই ২০২৩ | ৮৯২ বার পঠিত
  • সমাজমাধ্যম থেকে, এক। 
    বেসরকারিভাবে যাকে শহর কলকাতার অন্তর্গত ভাবা হয়, সেরকম একটা জায়গাতেই এবার পঞ্চায়েত ভোট হচ্ছে। তার নাম নিউটাউন। কলকাতা গেলে আমি ওই অঞ্চলেই থাকি। খবর পেলাম, সেখানে পঞ্চায়েত ভোট এক অদ্ভুত কায়দায় হয়েছে।  একাধিক লোক  নিউটাউনের ফেসবুক গ্রুপে লিখেছেন। কে বা কারা, নিউটাউনে ভোট-বয়কটের ডাক দিয়েছিল এবার। ভোটাররা ভোট দিতে গেলে ভোট-বয়কটপন্থীরা রাস্তা আটকে জানিয়েছেন, ভোট দেওয়া যাবেনা। ভোট বয়কট চলছে। গণতন্ত্রের মহোৎসব। ভিডিওও পোস্ট করেছেন অন্তত একজন। আঙুল শাসক দলের দিকে। খোলা ভিডিও, কিন্তু দেখতে গেলে ফেসবুকে ঢুকতে হবে, তাই এখানে দেওয়া গেল, আলাদা করে আপলোড করে। শহর কলকাতারই যদি এই অবস্থা হয়, তো গহীন গ্রামবাংলার কী অবস্থা, আন্দাজ করা যায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি, বলাবাহুল্য।

    ভিডিওঃ


    [মূল ভিডিওর  লিংকঃ https://www.facebook.com/groups/2062188457182060/permalink/6598719936862200/?comment_id=6599237810143746&comment_gqlid=Y29tbWVudDo2NTk4NzE5OTM2ODYyMjAwXzY1OTkyMzc4MTAxNDM3NDY%3D ]

    সমাজমাধ্যম থেকে, দুই। 
    অবাধে চলছে ছাপ্পা। মোমবাতি জ্বেলে পরপর মেরে যাওয়া হচ্ছে ভোট। অ্যাসেম্বলি লাইনের মতো। শান্তিপূর্ণভাবে। কোথায় জানা নেই। শোনা যাচ্ছে, দেখানো হয়েছে টিভিতে, যদিও তার সত্যমিথ্যা বিচার করা সম্ভব না, কারণ চ্যানেলের সাইটে খুঁজে ভিডিওটা পাওয়া গেলনা। এরকম ভিডিও আগে গোবলয়ের পাওয়া যেত, এখন পশ্চিমবঙ্গেও পাওয়া যাচ্ছে। একাধিক লোক আপলোড করেছেন সমাজমাধ্যমে, আঙুল বিরোধীপক্ষের দিকে। তারই একটির লিংক এখানেঃ
    ভিডিওঃ https://www.facebook.com/mainak.karmakar.370/videos/990192995340436/?mibextid=DcJ9fc

    সমাজমাধ্যম থেকে, তিন।
    ব্যালটবাক্স ছিনতাই, লুঠ, এসব পুরোনো খবর। বহু জায়গায় ভাঙচুর, অভিযোগ, পাল্টা অভিযোগ, এইসব হয়েছে। খুন-জখম তো হয়েছেই। কিন্তু ব্যালট বাক্স হাতে দিয়ে এরকম দৌড় দেখা যায়নি। অনেকেই বলছেন, উসেইন ব্যালট। ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তার একটিরই লিংক দেওয়া হল। বলাবাহুল্য, এরও সত্যতা যাচাই করা হয়নি। 
    ভিডিওঃ https://www.facebook.com/sounak.sengupta.9/videos/804686624530272/UzpfSTEwMDAwMzk5MzA3NTIyOToyNzA4NTUyODI5Mjg3NzkzOjI3MDg1NTI4MjkyODc3OTM/?mibextid=DcJ9fc 

    এরকম টুকরোটাকরা সর্বত্র ছড়িয়ে আছে। কিছু জমিয়ে রাখলাম কেবল, দেখতে একটু অন্যরকম বলে। কিন্তু তার মানে এই না, যে, এগুলো মজার ব্যাপার । কারণ, ভোটাধিকার লুণ্ঠিত হয়েছে বহু জায়গায়। এবং মারা গেছেন, জনা-পনেরো মানুষ। গোলমাল বহু জায়গায়। সংবাদমাধ্যমে যা পড়া যাচ্ছে, পুরো ভোটের দিন  জনা-পনেরো প্রাণ চলে গেছে। সব দল মিলিয়ে প্রাণ হারিয়েছেন ৩৩ জন। সংখ্যাটা বিরাট। যদিও এটাই সর্বোচ্চ সংখ্যা না। এই হিংসার খতিয়ান দীর্ঘদিন ধরেই চলছে পঞ্চায়েতে। সাল ধরে মৃতের খতিয়ান  মোটামুটি এরকমঃ
    ২০২৩ - ৩৩জন
    ২০১৮ - ২৯ জন
    ২০১৩ - ৩৯ জন
    ২০০৮ - ৩৬ জন 
    ২০০৩  - ৭৬ জন।     

    দেখা যাচ্ছে, বিগত কুড়ি বছরে পাঁচটি নির্বাচনের মধ্যে সংখ্যার বিচারে এটি চতুর্থ। এর ইতিহাস-ভূগোল পরে কখনও লেখা যাবে। আপাতত কথা হল, এ তো প্রতিযোগিতা নয়। এই পঞ্চায়েতী হিংসা বস্তুত বাংলার ঐতিহ্যে পরিণত হয়েছে। ফলে কে এগিয়ে, কে পিছিয়ে আদৌ বিবেচ্য না, একটি নির্বাচনে এতগুলি লোকের প্রাণ চলে গেল, এবং তারপরেও নির্বাচন যথাযথ হল কিনা সন্দেহ, কী মানে এইরকম নির্বাচনের? পঞ্চায়েত তো তৈরি হয়েছিল গ্রামের মানুষের ক্ষমতায়নের জন্য। ক্ষমতার হিংস্র দ্বন্দ্ব তৈরির জন্য তো না। 

    কেন এই ক্রমান্বয় হিংসা? এই নিয়ে আলাদা করে ভাবা দরকার। রাজ্যে পটপরিবর্তন হবে, অতীতে হয়েছে, ভবিষ্যতেও হবে, কিন্তু পঞ্চায়েত হওয়া উচিত এমন একটা ভিত্তি, যা অচঞ্চল থাকবে। পঞ্চায়েতেরই হয়ে থাকা উচিত গ্রামসমাজের ভিত্তি, হিংসার ভিত্তি নয়। কেন সেটা হচ্ছেনা, চিন্তাভাবনা, উদ্যোগ থাকা উচিত। শাসকদলের দিক থেকেই আসা উচিত। কিন্তু শাসকদল ২০১৮ থেকে যেকোনো মূল্যে পঞ্চায়েত  দখল করাতেই মনোনিবেশ করেছে। তার জন্য নরম-গরম যে পন্থাই নিতে হোক। উল্টোদিকে আছে, কেন্দ্রীয় সরকারি দল, তাদেরও পাখির চোখ কেন্দ্রীয় এজেন্সি হোক, যা করে হোক, ক্ষমতা দখল। ফলে ভাববে টা কে? গণসমাজের উত্থানই একটা পন্থা হতে পারে। কিন্তু মেরুকরণের ঊর্ধ্বে, একটা খোলা গণতান্ত্রিক গণসমাজ, কেউই চাইছেন বলে মনে হয়না।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সৃষ্টিছাড়া | 2405:201:8003:9f5a:c8fb:6fe0:4f3d:***:*** | ০৯ জুলাই ২০২৩ ০৮:৫৭521115
  • চাট চ্যাট চটি চাট, হওয়াই চটির অনুপ্রেরণা 
    মূর্খ বিবেক, বন্ধ চোখে কিছুই চাটু দেখেনা।
  • hmm | 43.239.***.*** | ০৯ জুলাই ২০২৩ ০৯:০৩521116
  • বেশ ব্যালান্সড নির্লিপ্ত লেখা, প্রায় আম্রিগায় বসে বাংলার ভোটের হিংসা দেখার মত।
  • বৃদ্ধ পিতামহ | 2401:4900:3a76:2ee3:10b6:3fff:fe7c:***:*** | ০৯ জুলাই ২০২৩ ০৯:১৬521118
  • আন্দোবাজারের রিপোট নিয়ে বিরোধীরা ত বেশ কলার তুলছে দেকলাম। 'কেমন মার দিয়েছি হুঁ হুঁ' 'শাসকের ছেলে মরছে দ্যাক্কেমনলাগে হুঁ হুঁ'।  ইদিকপানে এসে এত কান্নাকাটি কেন? খবর আসে নি না পেট কিলিয়ার হয় নি? পোতিবাদ কত্তে চাইলে নিজ নিজ নামে একপিস করে জ্বালাময়ী লেখা নাবাও তবে ধক বুঝি। অন্যের পোঁদে আঙুল ঢুকিয়ে তুই কেন শক্ত হাগিস নি করে আর কতকাল?
  • | ০৯ জুলাই ২০২৩ ০৯:২৬521119
  • আন্ন্দবাজারের এই রিপোর্ট দেখলাম অনেকেই বেশ অহ্লাদের সাথে শেয়ার করছেন। এমনিতে যেমন খানকয় গালি দিয়ে নেন সেসব নেই টেই। তো খুনোখুনীর এই ধারা চলতেই থাকবে আর দিনে দিনে তার প্রাবল্য বাড়বে বলেই মনে হয়। আজ এ শোধ নেবে কাল ও। কেউই সরকার বানিয়ে সাময়িক জয়ের ঢেউ কেটে গেলে আর নিয়ম নীতির তোয়াক্কা করবে না। পশ্চিমবঙ্গএর লোকের ভেতরে যে চাপা হিংস্রতা আছে যেটা বারেবারে দলমত নির্বিশেষে প্রকাশ পায় সেটা থাকবেই। 
     
    "মনে করা হয়েছিল, শাসকদলের ‘মাতব্বরি’ হবে একপেশে। কিন্তু পঞ্চায়েত ভোটের ময়দানে দেখা গেল, বহু জায়গায় পাল্টা মার খেয়ে পিছু হটেছে শাসক তৃণমূল। বস্তুত, পঞ্চায়েত ভোটে শনিবার বিকেল পর্যন্ত মৃত্যুর খতিয়ানে তৃণমূলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দুপুরের মধ্যে শাসকদলের মোট আট জন প্রাণ হারিয়েছেন। রাজ্যের অন্তত দু’টি এলাকায় তৃণমূলের লোককে ল্যাম্প পোস্টে বেঁধে প্রকাশ্যে পেটানো হয়েছে। যা সাম্প্রতিক অতীতে অভাবনীয়! তাদের কর্মী খুনের ঘটনাকে সামনে রেখে তৃণমূল অবশ্য বলার চেষ্টা করছে, তাদের লোকদের ‘টার্গেট’ করে করে খুন করা হচ্ছে। অর্থাৎ, তারা ‘ভিক্টিম কার্ড’ হাতে নিয়ে নেমেছে। কিন্তু একই সঙ্গে তাদের এই প্রশ্নেরও মুখোমুখি হতে হচ্ছে যে, শাসকদল হিসেবে তারা নিজেদের লোকদেরও নিরাপত্তা দিতে পারছে না কেন!"
     
  • | ০৯ জুলাই ২০২৩ ০৯:২৭521120
  • *আনন্দবাজারের 
    ** আহ্লাদ 
     
     
  • হেহে | 37.235.***.*** | ০৯ জুলাই ২০২৩ ০৯:৪১521121
  • তা ওরা মারতে এলে কি এরা নকুলদানা খাওয়াবে? এইত্তো বামফন্টের যুবনেতা শতরূপ বলেছেন বাক্স বদলাতে এলে ওদের মুখের নক্সা বদলে দেবেন। এটাই পোচ্চিমবঙ্গ ২০২৩।
     
     
    ভাগ্যিস টাইমলি কেটে পড়তে পেরেছিলাম এই গুয়ের ডোবা থেকে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন