এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বাংলায় সেতিল বিয়োর্নস্তার 'নদে': কিছু কথা

    আহমেদ আতিফ আবরার লেখকের গ্রাহক হোন
    ০৫ জুন ২০২২ | ৭২৯ বার পঠিত
  • Ketil Bjørnstad এর Nåde। নদে মানে দয়া। আনিস পারভেজের মতে, এ হলো য়ুরোপে বাংলাদেশের ওপর লিখিত প্রথম উপন্যাস (১৯৯৮)। ক্লুৎ হামসুন (Knut Hamsun) আর হেনরিক আবেলের দেশের মানুষ বাংলাদেশ নিয়ে লিখেছেন বলে 'উরি বাবা এ কী' বলে চিত্তর হয়ে পড়তে হবে তা না, তবে দূর-থেকে-দেখার একটা সুযোগ তো পাওয়াই যায়।
    স্থান থেকে স্থানান্তরে ছুটে চলা উদবাস্তুকুল, সংখ্যালঘুতার কষ্ট, রাজনৈতিক অস্থিরতা, ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশ দ্বারা ইয়াসমিন আক্তারকে গণধর্ষণ ও হত্যার ঘটনা, নর্শ্ক যাজকের এসে ত্রাতার ভূমিকা নেওয়া—এ সবই উপন্যাসের আধেয়র অন্তর্গত, ফ্ল্যাপ পর্যন্ত এই মন্তব্য। সহজেই প্রভাবিত হওয়ার প্রবণতার দরুন (but again, thus I can remain wide open to dissents) হয়তো এর মধ্যে অন্যান্য লেন্সের পাশাপাশি সব্যসাচী মিস্ত্রী
     
     
    দাদার লেন্সটাও জোড়া লেগে গেছে—শুধু দুঃখকষ্টকে দেখাতে হবে কেন, এস. এম. সুলতানের মতন পেশিবহুল কৃষক দেখাতে সমস্যা কী! এনজিওরা তাতে দারিদ্র্য বেচতে পারে না যে ছবিতে দারিদ্র্য না দেখালে! কথার মাঝে ভেজাল নাই আদতে। 
    আর আসলেই তো, নর্শ্ক যাজকের ত্রাতার ভূমিকা উটকো দাদাগিরি মতোই গায়ে লাগছে। তবে অবশিষ্ট সংকট তো সত্যি কথাই। ইয়াসমিন আক্তারের গণধর্ষণের কথা বাংলাদেশেরই কয়টা উপন্যাসে, গল্পে নথিবদ্ধ হয়ে আছে? প্রান্তিক মানুষজনকে নিয়ে সংখ্যাগরিষ্ঠদের মধ্যে এ. এন. এম. নূরুল হকের সেরেনজিং-এর মতন কয়টা উপন্যাসই হয়েছে? 
    উত্তর উপনিবেশবাদকে পুরোপুরি গ্রহণ বা বর্জন কোনোটা করারই সুযোগ নেই আমার মতে। যেমন এই বইটা; ২০০৬ এ বেরিয়েছিল সন্দেশ থেকে, এই সংস্করণটাই কিছুদিন আগে কিনলাম—মানে প্রথম সংস্করণই পুরো বিক্রি হয় নি। এ হলো উপ-কথা, মূল কথা হচ্ছে বইটার আরেকটা সংস্করণ উজান বের করেছে—সন্দেশের হাসান শরীফ ভাইয়ের মতে অনুমতি ছাড়াই, আবার উজানের মতে সানুমতিই; আরেকটা বিষয় যুক্ত হয়েছে সন্দেশের মতন মূল লেখককে স্বত্ব না দিয়ে ছাপা হওয়া। যে-কাজ ষোলো বছর আগে সন্দেশ করতে পেরেছে, তা আজকের দিনে উজানের করতে না পারার স্পষ্ট কারণ নেই নিশ্চয়ই!
    এই নেতিবাচক প্রবণতাগুলোর মূল খুঁজতে গিয়ে ধরেই নিই খুঁজে পেলাম ঔপনিবেশিক শাসন-পঠন, তবে দিনশেষে আমাদেরকেই এ সমস্যাগুলোর সমাধান করতে হবে। প্রথমত, পুরান শাসকদের গালি দিতে দিতে নতুন শাসকদের শোষণ সম্পর্কে বিস্মৃত হতে পারি, এবং হইও। দ্বিতীয়ত, নিজেদের ভেতর কাইজা-বিবাদ লাগলে যে বড়ো ভাই, বড়ো কাকারা শান্তি রক্ষা বাহিনী পাঠাবে, ফলে আবার আরেক সাম্রাজ্যবাদী উপনিবেশ—সে তো ভূরাজনীতিরই বিরাজমান প্রক্রিয়া।
     
    এখানে বলে রাখি, আমার বড়ো প্রিয় অলংকরণ ও প্রচ্ছদশিল্পী সব্যসাচীদার জ্ঞান, সে জ্ঞান টুকরো করে পসরা সাজানোর বিশ্লেষণী দক্ষতা, তাঁর শব্দনিক্ষেপে, দেহভঙ্গিতে প্রথমে ভেবেছিলাম উনি অর্থনীতি বা সমাজবিজ্ঞানের অন্য কোনো শাখায় পড়তেন, আর জীবনের কোনো এক স্তরে অন্তত বিতর্ক করেছেন! তবে চমৎকার একটা অভ্যাস শিখলাম তাঁর কাছে, কাজ করার সময় নাকি য়ুটিয়ুবে অক্সফোর্ড য়ুনিয়ন সহ বিবিধ ইংরেজি টক শো আর বিতর্ক শুনতে থাকেন।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন