দুনিয়াটা দিন দিন নয়নতারার জঙ্গল হয়ে যাচ্ছে।এমন জঙ্গলে তোমার জন্য গোলাপ কোথায় পাই বলো!
কোত্থাও কোনো জঞ্জাল পড়ে নেই, সব ঢাকা আগাছায়,
সবুজ চিকন কচি পাতা, নুলোর মতো সরু সব ডাল।
কোথাও বড়ো বনস্পতির ছায়া নেই, নেই তোমার মত
লাল সব, রানির মত মহিমাময়ী, সুন্দর মহার্ঘ গোলাপ।
কাঁটাগাছ নেই, শুকনো ঘাসের গন্ধ নেই, জুঁইফুলের বাস-
সব আজ শুকনো-তাজা, রোগা নয়নতারার ডালে ঢাকা।
কোথাও গোল হয়ে এসে রোদ্দুর পড়ে না,
কতদিন দেখি না সূক্ষ সব ধুলো উড়ছে রোদে,
আবর্জনার স্তূপ সব নীরবে ঢেকে যায় এখন
গোলাপি যত সার সার এলোমেলো ফুলে ফুলে।
গন্ধহীন যত নয়নতারা অগোচরে গজিয়ে ওঠে,
গোলাপ, ডালিয়া-সব্বার জায়গা কেড়ে নিয়ে;
বোকা বোকা সস্তা সৌন্দর্যের পসরা সাজায়,
প্রজাপতিরাও আর আসে না কাছে।
এমন ভ্রমরহীন, নিষ্পন্দ নরকে কী করি বলো?
কোথাও একটা গোলাপ যেখানে পাইনা, নয়নতারার ভিড়ে বাগান যেখানে মৃত, সবুজ-গোলাপি মরুভূমি...
এমন ভিড়ে আমি হারিয়ে যাচ্ছি, হেরে যাচ্ছিইইই-
গোলাপের বদলে তুমি আমার হৃৎপিন্ডখানা নিয়ে যাও-
একই লালিমা, একই সুগন্ধ সেখানেও।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।