[ এই টই কেবল লিমেরিক এবং ছড়ার জন্য খুলে দিলাম। আমি আনাড়ি হাতে গোটা পাঁচ-ছয় লিমেরিক নামালাম।এবার অন্যেরা লিখুন। কিন্তু প্লীজ, ছড়া এবং লিমেরিকই লিখবেন, কবিতা নয়। ভালো কবিতার জন্য আলাদা টই এক দশক ধরে চলছে।]
(১)
কাবুলেতে তালিবান এসে গেছে ভাই রে,
কিসমিস খোবানির দিন আর নাই রে!
হেসে বলে রহমৎ,
-মিনি, ঘাবড়াও মৎ ,
যায় কভু কাবুলিরা কাবুলের বাইরে?
(২)
পটলডাঙ্গার প্যালারামের লম্বা হোল নাক,
তার ওপরে দলে দলে বসল পাতিকাক।
কাকের যেমন ধম্ম,
করল অপকম্ম,
ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিল! ইয়াক , ইয়াক ইয়াক!
(৩)
ক্রমেই খালি হচ্ছে নাকি হরি ঘোষের গোয়াল,
দিদির সাথে পাঞ্জা কষতে এলেন টিবরওয়াল।
গেছেন মুকুল বাবুল,
যাচ্ছে হাবুল, গাবুল,
মঞ্চে নাচে ধিনতা ধিনা মস্ত রাঘব বোয়াল।
(৪)
আমাশায় ভুগে ভুগে মেমারির নন্দী,
কবিতা ছাপাবে বলে আঁটে যত ফন্দী।
লিখল সে লিমেরিক
হেসে মরে পাবলিক,
হতাশ হয়ে সে ভাবে--আলুচাষে মন দি'।
(৫)
হাড়বজ্জাত ওই ছেলেটার চোখ জ্বলে যেন এক্স-রে,
থেকে থেকে দেখে গৌরীশৃংগ, মন বলে তার ব্রেশ রে!
চেয়ে কাঞ্চনজঙ্ঘা,
জুটল অষ্টরম্ভা,
তারা বলে--ব্যাটা, ভেবেছিস পাবি মিনি মাগনায় সেক্স রে?
(৬)
[অগডেন ন্যাশ থেকে ফ্রি অনুবাদ]
দস্যি মেয়ের বাড়ি বলতে সেই কনেক্টিকাট,
থামিয়ে দিল রেলগাড়ি সে উড়িয়ে পেক্টিকাট।
ভদ্দরলোকে বলেন,
চলেন মশাই চলেন!
এসব মেয়ের সাহস আছে, নেইকো এক্টিকাট।।