চোখে চোখে বলবো কথা, লজ্জা পাবো একটু খানি,
কলম-দোয়াতে লিখবো চিঠি, পার্কার পেন অনেক দামি।
সম্পর্ক অনেকরকম, প্রেম করবো জীবন-ভরে,
বিয়েপাগলা হয় অনেকে, আমার সেসব অনেক পরে।
জানি তুমি চোখ মারবে না, সবাই কি আর প্রিয়া প্রকাশ,
কাজ করি না, পড়ছি এখন, বাবা শুধু কয়েক-বিঘা চাষ।
সম্পর্ক অনেকরকম, প্রেম করবো জীবন-ভরে,
বিয়ে করতে বলবে নাকি?, না না, আমার সেসব অনেক পরে।
কি একটা যেন ডেট করা বলে, ভালো করে ঠিক জানি না,
প্রেম করতে দামি দামি গিফট?, কয়েকটা তবে অনিনা!
সম্পর্ক অনেকরকম, প্রেম করবো জীবন-ভরে,
কার কি যায়, আসে তাতে, বিয়ের ব্যাপার অনেক পরে।
কিন্তু জানি হামি খায় লোকে, বেশ কয়েকটা, ঠোঁটে-মুখে,
চাপ নিও না আমার প্রিয়, প্রেমে প্রেমেই রাখবো সুখে।
সম্পর্ক অনেকরকম, প্রেম করবো জীবন-ভরে,
প্রেম না হলে চাড্ডি হবো, বিয়ের ব্যাপার অনেক পরে।
আল্যারজি আছে মালা-বদলে, লাল সিঁদুরে ফোবিয়া,
জানলেই না আমার কথা, আরো আছে খুবিয়া।
সম্পর্ক অনেকরকম, প্রেম করবো জীবন-ভরে,
সন্ন্যাসী না সংসারী?, তবুও বিয়ের ব্যাপার অনেক পরে।
গিলবে লোকে আমার বিয়েতে, আমি থাকব উপোস,
ছবিওয়ালা-দের সামনে তখন, আমার বউয়ের বিভিন্ন পোজ।
সম্পর্ক অনেকরকম, প্রেম করবো জীবন-ভরে,
খাওয়া ধর্ম, খাওয়া কর্ম, বিয়ের ব্যাপার অনেক পরে।
খাবো ঠিকই, ভয় থাকবেই, পায়খানা আর বমির,
বাসর রাতের খাটে যদি বউ আর জলে কুমির।
সম্পর্ক অনেকরকম, প্রেম করবো জীবন-ভরে,
ওটা ছাড়া আর অনেক আছে, বিয়ের ব্যাপার অনেক পরে।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।