।।সরকারি খাতা-১।।
।।কৌশিক সরকার।।
ভারতীয়রা আজকের দিনে দাঁড়িয়ে নাগরিকত্ব আইনের বহ্নিশিখার সম্মুখ সমরে, সেখানে সার্বভৌমত্ব একটা বড় প্রশ্নচিহ্নের টানাপোড়েনের সামনে। সেখানে পরিবেশ, নদী এগুলো অবাঞ্ছিত ও অবহেলিত। আমরা অতিমাত্রায় সব কিছু কেই প্রতীকি শব্দের বেড়া জালে আবদ্ধ রাখি। নিজেদেরকেও আবদ্ধ রাখি একই বেড়াজালে। যেমন ধরে নিতে পারেন নদী আমাদের "মা"। আপামোর ভারতবাসীর 'গঙ্গা' কে কেন্দ্র করে ধারনাটা সেই রকমই। অস্বীকার করার উপায় নেই। ধারণাটা কিন্তু বেশ ভালো। তা দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে ওঠার সঙ্গে সম্পৃক্ত। সাথে সাথে নদী "মা" কেও আমরা কী ভাবে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। একটু বুঝিয়ে বলি।
নদীকে নদী মনে করা কয়েকজনের একজন, আমি নিজেও। স্বীকার করি, নদী নিয়ে জ্ঞান সিমিত। তাই বাড়ির পাশের নদীটির বাইরে বের হতে পারলাম না। পাঠক অক্ষমতাকে নিজ গুনে ক্ষমা করে নেবেন।তাই জলঙ্গি নদীকে নিয়ে দু'টো কথা বলি।
এখানেও সেই নদীকে "মা" মনে করার ফল ৪৮ কি.মি. বৃদ্ধাশ্রমে আশ্রিতা। মানবিক সভ্য শহরের সকল প্রকার নোংরা জলের ধারা "মা"এর কোলে ফেলছি। এর পেছনে যুক্তি আছে কিন্তু। ঠিক ছোট বেলায় মায়ের কোলে শুয়ে পটি করি, ঠিক তেমনি। কিন্তু আমরা নদীকে তবু "মা" বলতে ভুলছি না। অথচ আমরা বড় হয়ে গিয়েছি সেটাই ভুলে গিয়েছি। কখন কোল থেকে নেমে পরেছি, খেয়াল রাখতে পারি নি। এতো যত্ন এতো আদর;এদিকে নদী "মা" বৃদ্ধাশ্রমে। "মা" কাঁদতে কাঁদতে নিজের জলস্তর প্রতিনিয়ত শুকিয়ে ফেলছে। ছেলে মেয়েরা নিতে আসবে । সেই অপেক্ষায়। তারওপর আবার চলছে "মা"এর সম্পত্তিকে কেন্দ্র করে ব্রীজ ও কচুরীপানার অসামাজিক ব্যারিকেড গড়েতোলার থুরি মুনাফা লোঠার খেলা।
মায়ের তো বয়স হচ্ছে।বৃদ্ধাশ্রমে মা যদি ভালো আদরযত্ন পায় আর যদি বাড়িতে না ফেরত আসে?
এর পেছনে আমরাই দায়ী থাকব। so called ecosystem, biodiversity কে বিনষ্ট করে তুলতে আমাদের জুড়ি মেলা ভার।
নদীর বুকে জন্ম নেওয়া তার আসল ছেলে মেয়ে হলো মাছ, plankton, neckton... ইত্যাদিরা।তারও দিনে দিনে কমতে শুরু করেছে। আমাদের মতো uncommon সৎ ছেলে মেয়ের গর্হিত কার্যকারিতায়।
নদীর নিজস্ব বহমানতাকেই অবরুদ্ধ করে তুলছি । সেটাও প্রতিদিন পরিকল্পিত ভাবে।
আর সময় পাব না। পূর্বসুরী হয়ে আগামীকে দিয়ে যেতে হবে শুধুই ভয়ঙ্কর ভয়াবহতা।
শুধু এটা ভেবে ভালো লাগছে কিছুটা দেরিতে হলেও আমরা সমমনভাবাপন্ন কিছু অবাঞ্ছিত মানুষ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কাজে নিয়োজিত রয়েছি। একত্রিত হতে পেরেছি আমাদের বিবেকের তাড়নায়।
এখনই স্থির করতে হবে নদী কে বাঁচানোর সুনির্দিষ্ট পরিকল্পনা, নিতে হবে সংকল্প। আগামী পৃথিবী কে শিশুর বাসযোগ্য করার।