কি কি মানদণ্ড থাকলে অথবা সংবিধানের কি কি নিয়মানুবর্তিতা মানলে এই স্তম্ভের ধারক ও বাহক হওয়া যায়? আচ্ছা মিডিয়া হাউস এর তো মালিক থাকে, আবার মালিকপক্ষও থাকে( Board of Directors) আর এরা তাদের মিডিয়া হাউস কে বাণিজ্যিক দিক থেকে এগিয়ে নিয়ে যেতে এবং মুনাফা অর্জন করার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার থেকে বিজ্ঞাপনও নেয় বা নিতে হয়। তাহলে এই স্তম্ভ তো একটা ব্যাবসা বলেই মনে হচ্ছে বর্তমান সময়ে। ... ...
।।সরকারি খাতা-১।। ।।কৌশিক সরকার।। ভারতীয়রা আজকের দিনে দাঁড়িয়ে নাগরিকত্ব আইনের বহ্নিশিখার সম্মুখ সমরে, সেখানে সার্বভৌমত্ব একটা বড় প্রশ্নচিহ্নের টানাপোড়েনের সামনে। সেখানে পরিবেশ, নদী এগুলো অবাঞ্ছিত ও অবহেলিত। আমরা অতিমাত্রায় সব কিছু কেই প্রতীকি শব্দের বেড়া জালে আবদ্ধ রাখি। নিজেদেরকেও আবদ্ধ রাখি একই বেড়াজালে। যেমন ধরে নিতে পারেন নদী আমাদের "মা"। আপামোর ভারতবাসীর 'গঙ্গা' কে কেন্দ্র করে ধারনাটা সেই রকমই। অস্বীকার করার উপায় নেই। ধারণাটা কিন্তু বেশ ভালো। তা দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে ওঠার সঙ্গে সম্পৃক্ত। সাথে সাথে নদী "মা" কেও আমরা কী ভাবে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। একটু বুঝিয়ে বলি। নদীকে নদী মনে করা কয়েকজনের ... ...