
খাদ্য রসিক
রমিত চট্টোপাধ্যায়
বরেনবাবু ভ্রমণ রসিক, খেতেও পারেন ভারি
ঘোরার নেশায় দেন প্রায়শই ভিন রাজ্যে পাড়ি
জুহুবিচের ধারে যে খান, বড়া পাও, গোলগাপ্পা
তিলকূট আর ধুসকা সাঁটান, গেলেই রাজারাপ্পা
সরষো কা শাগ খাবেন তিনি পাঞ্জাবেতে গেলে
আরো খুশি বাটার চিকেন, মাক্কি রোটি পেলে
দাভেলি আর খাকরা খোঁজেন গুজরাটে পা রাখলে
জমে ভালো থেপলা আর ধোকলা সাথে থাকলে
লখনো গিয়ে বিরিয়ানি আর কাবাব খাওয়া চাই
দিল্লি গেলেই খোঁজেন, ভালো লাড্ডু কোথায় পাই
উড়িষ্যাতে নামলেই চান ছানা পোড়া আর খাজা
পৌঁছে গোয়া ভিন্দালু আর চাই ম্যাকরেল ভাজা
ইডলি ধোসা তামিলনাড়ুর সঙ্গে বড়া সম্বর
আসলে চিকেন চেত্তিনাদও জমবে মজা জব্বর
হায়দ্রাবাদের বিরিয়ানি চাই, বেনারসের পান
ডাল-বাটি-চুরমাও চাই গেলেই রাজস্থান
কাশ্মীরে খান জাফরান চা, মাটন রোগনজোশ
সিকিমের মোমো গরমাগরম, পেলেই মেজাজ খোশ
বঙ্গে ফিরেও খাবার নেশা থামছে তাঁহার কই
বর্ধমানের মিহিদানা চাই, নবদ্বীপের দই
মালাইকারি, মাংস পোলাও, লুচি আলুরদম
রসগোল্লা, চপ, মোগলাই চলছিল হরদম
খেয়ে খেয়ে হলেন শেষে পেটের ব্যাথায় কাবু
এখন তেনার বরাদ্দ রোজ মাছের ঝোল আর সাবু

এটা আসলে ছোটদের ছড়া, গুরুর অডিয়েন্সের মনঃপুত না ও হতে পারে। এমনি ইচ্ছা হল, দিলাম।
সুন্দর ছড়া!
ধন্যবাদ
Sipra Mukherjee | ২২ নভেম্বর ২০২০ ১৫:৫৩733242ছোটদের ছড়া? কই, বরেন বাবুকে তো বেশ বয়স্কই মনে হল!
Sipra Mukherjee | ২২ নভেম্বর ২০২০ ১৫:৫৪733243ভাল লাগল।
বরেন বাবু তো বয়স্ক কিন্তু মনটা এখনো বাচ্ছা আছে :-)