এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের দেশের চোর, বনাম সাহেবের দে

    Arin
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০১২ | ৮২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arin | 119.224.***.*** | ০৭ এপ্রিল ২০১২ ০৮:৩২536653
  • একটা নতুন (দুমাস) আগে কেনা এপোলো মাউন্টেন-বাইক পাড়ার মলের পার্কিং লট থেকে খুইয়ে (চুরি যাইয়ে) এসে রাগে দু:খে টই লিখছি!
    বাচ্চাটার আর আমার সাইকেলদুটো নিয়ে বাড়ির কাছে একটা মলের ঢাকা দেওয়া পার্কিং লটে রেখে ভেতরে বাচ্চাটাকে ভেতরে চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম | পার্কিং লটে একটা সাইকেল রাখার জায়গা আছে, সেটাতে সাইকেলের চাকাটুকু ঢোকানো যায়, কাজেই সাইকেলটাকে লক করতে গেলে চাকার সংগে বডিটাকে আটকানো ছাড়া উপায় নেই, অন্য জায়গায় সাইকেলটাকে দাড় করিয়ে কোন একটা পোলের সংগে বেধে রেখে যাই, কখনো চুরি হয়নি | সাইকেলটাও আমার খুব প্রিয় ছিল, পাহাড় পর্বতে উঠতে , জংগলের রাস্তায় চালাতে সত্যি বলতে এটার জুড়ি ছিল না |
    আধ ঘন্টা পরে ফিরে এসে দেখি সাইকেল ঝাড় হয়ে গেছে
    !
    যেটা বাজে লাগল, সাইকেলটা চুরি যাবার ধরণ টার কথা ভেবে | ও জিনিষ কেউ চালিয়ে নিয়ে গেছে বলে মনে হয় না, মলের সিকেউরিটির ভদ্রলোকের কথা শুনে আমি অবাক, ভদ্রলক সব শুনে বল্লেন, এ আকছার হয় মশাই, ঢাকা দেওয়া পার্কিং লট থেকেই বেশি চুরি যায়, সাইকেলটাকে বেমালুম গাড়ির ভেতর তুলে চোরেরা চম্পট দেয়, ওসোব জায়গায় কেউ নতুন সাইকেল রাখে? চেন লক ফালতু জিনিষ!
    মরুক গে যাক, সাইকেল টা আর ইহোজন্মে ফেরত পাব না, কিন্তু একটা বড় শিক্ষা হল!
    সাইকেল চোরেরা সব দেশে সব কালে আছে! পাল্লায় পড়লেই হল! সাইকেল লোকে রাখে কি করে? দেশে লোকে কি করে সাইকেল রেখে বাজার দোকান করে?
  • aka | 75.76.***.*** | ০৭ এপ্রিল ২০১২ ০৮:৩৯536664
  • তখন আমি কেলোর মতন সবাইকে বিশ্বাস করতাম। সেদিন বৃষ্টি পড়ছিল। একহাতে ছাতা আর বই অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে লাইব্রেরি গেলাম বই রিনিউ করাতে। গিয়ে দেখি লাইব্রেরির্বার বারান্দায় একটি অল্প বয়সী ছেলে দাড়িয়ে। আমি সাইকেলের সিটে ছাতা রেখে চাবি না দিয়ে ছেলেটিকে বললাম একটু দেখোতো। বই রিনিউ করতে ঠিক দুই মিনিট লাগত। এসে দেখি সাইকেল, ছাতা ও ছেলেটি যাস্ট ভ্যানিশ উবে গেছে।
  • Lama | 117.194.***.*** | ০৭ এপ্রিল ২০১২ ০৯:১৪536668
  • "বাইসাইকেল থিফ' ছায়াছবিন্নাম কেহ শোনেন্নাইকি?
  • anirban | 108.69.***.*** | ০৭ এপ্রিল ২০১২ ২১:০২536669
  • আমার দু বার গেছে। প্রথমবার গাছে বেঁধে রেখেছিলাম। তো গেল। তার পর একটা জবরদস্ত লক কিন্‌লাম। প্রায় দেড় কেজি মত ওজন, সঙ্গে ২০০ ডলার ইন্সিউর‌্যান্স। ঐ লক ভেঙ্গে চুরি হলে, চাবি ও পুলিস রিপোর্ট পাঠালে লক-কোম্পানি ২০০টাকা পাঠাবে। দুই সপ্তাহ পর বাড়ির সামনে সাইকেল রাখার জায়গা থেকে চাকা গুলো খুলে নিয়ে গেছে রাত্রিবেলা। কঙ্কালটা লক করা ছিল যথারীতি।
  • Arin | 119.224.***.*** | ০৮ এপ্রিল ২০১২ ০২:২৬536670
  • অনির্বাণ, লকের আইডিয়া টা কিন্তু ভাল, এখন মনে হয় চাকা চুরি গেলেও অতটা গায়ে লাগে না, চাকা ফিট করে নেওয়া যায়, তবে, সাইকেল টা কেনার সময় (বা পরের বার সাইকেল কেনার সময়) ইনশিওরেন্স করে নেব | ক্রাইস্টচার্চে এত চুরি ডাকাতি আগে হত না, ইদানিং বড্ড বেড়েছে | এমনকি, দু বছর আগেও আমার মেয়ের ছোট একটা সাইকেল চুরি গেছিল, কিন্তু দুদিন পরে কেউ একজন রাতের দিকে সাইকেলটাকে বাড়ির বাগানে ফেরত দিয়ে গেছিল, (তার আগে কস্মিন কালে চো
    রে মাল চুরি করে ফেরত দিয়ে যায় বলে জানতাম না কার কিসে যে করুণা হয়!)

    নাহে, মানুষের ওপরে বিশ্বাসটা দিন কে দিন কমে যাচ্ছে!

  • nk | 151.14.***.*** | ০৮ এপ্রিল ২০১২ ০২:২৯536671
  • চুরি করা সাইকেল ফেরত দিয়ে গেছে চোরে আর আপনার কিনা মানুষের উপরে বিশ্বাস কমছে?????
    বিশ্বাস তো বাড়তে থাকা উচিত!
  • Arin | 119.224.***.*** | ০৮ এপ্রিল ২০১২ ০৬:০৭536672
  • ঐজন্যেই তো বিশ্বাসটা এতদিন অবধি ছিল, কালকের পর থেকে বড় ধাক্কা খেয়েছি হে NK, তোমার হারালে বুঝতে
    !
    হেলমেট টা অবধি ঝেড়ে দিল, এমন হাড়হাভাতে চোর!
    এরা নাকি প্রথম দুনিয়ার সভ্য সাহেব, যত্তোসব!
  • Binary | 198.169.***.*** | ১০ এপ্রিল ২০১২ ২৩:০৫536673
  • সাইকেল আর ছাতা চুরি সর্বঘটে, সর্বদেশে ইউনিভার্সাল ফেনোমেনা।

    কোপেনহাগেন-এ একবার আমার পকেটমার হয়ে ছিলো, কি করে, কি ভাবে, অত খালি বাসে, কে জানে !!

    তো, ব্যাগে টাকাপহা কিছু ছিলো না, গোটা দুয়েক ক্রেডিট কার্ড আর সোসাল-ইন্সিওরেন্স-কাম-হেলথ কার্ড। তো ব্যাঙ্কে ফোন করে, ক্রেডিট কার্ড ব্লক করতে বলতে গেলাম, ব্যাঙ্কথেকে বল্ল, আমার ক্রেডিট কার্ড নাকি, তিন বার ভুল পিনকোড ট্রাই করে অলরেডি ব্লকড (চোরে কি প্রোডাক্টিভ দেখুন)। তার্পর ১০০ ক্রোনার দিয়ে ডুপ্লিকেট হল্‌থ কার্ড করালাম (ওখানে কাউন্টারের মহিলা অবশ্য, বলছিলো দুদিন অপেক্ষা করতে, আমি শুনলাম না, শুনলে ১০০ ক্রোনার বেঁচে যেত)।

    তিনদিনের মাথায়, লেটার বক্সে, কে বা কারা যেন, আমার পকেটমার যাওয়া মানিব্যাগ উইথ হেলথ কার্ড উইথ-আওট ক্রেডিট কার্ড, রেখে দিয়ে গেছিলো। অভিশপ্ত মানিব্যাগ বলে, বউ সেটা গার্বেজ বিনে ফেলে দিলো।
  • Nim | 72.89.***.*** | ২৩ এপ্রিল ২০১২ ০৫:১৮536674
  • ডেনমার্কে আমার কিছু চুরি যায়নি, তবে প্রথমদিন এক দেশি মাল ট্যাক্সি ডাকার নাম করে ৫০ ক্রোনার নিয়ে সটকেছিলো, হারামজাদাকে পরে পেলে দেখে নিতাম, আমেরিকায় বাইরে কিছু রাখিনা, কুলোকে বলে নিউ ইয়র্কে নাকি উল্টো দিকে ঘুরলেই ঝাঁপতাল!

    আসল চোর হোলো দেশি চোর, জন্মদিনে নতুন নতুন মানিব্যাগ পেইচি, হেবি দেখতে, আনন্দের সাথে DrivingLicense, CPRcard, Danskebank এর card, SBImaestro আর SBIViswayatra আর শতখানেক টাকা রেখে ঘরের তাকে থলের ভেতর রেখেছিলাম, সকালে দেখি সব উধাও, শুধু সানশেডের উপর DrivingLicenseCPRCard আর DanskeBank এর কার্ড রয়েছে।

    এটা তাও ভালো ছিলো, এক হপ্তা পরে কোন এক কারণে (যেটা মনে নেই) আমি শুয়েছি অন্য ঘরে, বাবা আমার ঘরে, রাতে মশার কামড়ে ঘুম ভেঙে বাবা দেখে, মশারী তুলে মোবাইল নিয়ে বাবু সটকেছেন!

    তারপর থেকেই জানালায় জাল লাগিয়ে বাড়িকে খাঁচা করে ফেলা হোলো!
  • tatin | 122.252.***.*** | ২৩ এপ্রিল ২০১২ ১৪:০৮536654
  • কোপেনহেগেন আর ডেনমার্ক কি একই দেশে?
  • sinfaut | 121.24.***.*** | ২৩ এপ্রিল ২০১২ ১৪:১৮536655
  • বাইসাইকেল থীভস।
  • apu | 122.248.***.*** | ২৩ এপ্রিল ২০১২ ১৪:২৫536656
  • আমার এক পকেট মারির গল্প না বললেই নয়। তখন ছাত্রাবস্থা। পয়সার টানাটানি। ১৩ টাকা নিয়ে সিনেমা দেখতে গেলাম। লিলুয়া র চন্দনে ১১.৮০ টিকিট। ফেরার পথে পকেটমার হয়ে গেল। বোধহয় কিছু খুচরো পয়সা পেয়েছিল বেচারা। :((
  • Nim | 72.89.***.*** | ২৪ এপ্রিল ২০১২ ০৫:৪৮536657
  • পকেটমাররা হেবি খচ্চর হয়, তখন নরেন্দ্রপুর কলেজে বারো কেলাসে পড়ি, কোথাও একটা যেতে হবে, হাতখরচা পেতুম ভারি কম, তাই ভেবেচিন্তে দেখলুম সরকারী বিনামূল্য যান ট্রেন নেওয়াই ভালো, চরম বৃষ্টি হচ্ছে, অবশেষে আমি একটা অটো নিলাম, হারামজাদা অটূলা সেই অটো তে নিয়েছে ৭ জন!!! ভাবা যায়, পেছনে তিন, সামনে ড্রাইভার বাদে আরো চার! কেন? নাকি অটো আজ কম আছে, আমি ষষ্ঠ ব্যক্তি, হাফ পাছা বাইরে বের করে বসলাম, পকেটে দশ টাকার মানিব্যেগে সম্পদ ৭০ টাকা, আগেই খুচরো বের করে সাড়ে তিন টাকা বুকপকেটে রেখেছি! শালা, সোনারপুরে নেমে পেছনে হাত দিয়ে দেখি হাওয়া! ততক্ষণে লোকজন সটকেছে, কাজেই আর ধরতে পারলাম না :(

    সেম কেস হয়েছিলো বেলুড়ে পরার সময় সোনালীতে সিনেমা দেখতে গিয়ে! পঞ্চাশ টাকা লুঠ!

    হস্টেলের চুরিচামারীর কথা নাহয় বাদই দিলাম, এক চোর তো মার্গো সাবান পর্যন্ত চুরি করতো!
  • Nim | 72.89.***.*** | ২৪ এপ্রিল ২০১২ ০৫:৫১536658
  • তাতিনটা হেবি ইয়ে!
  • apu | 14.96.***.*** | ২৪ এপ্রিল ২০১২ ১০:০৭536659
  • এই তো নিম ও দেখি বেলুড়ের অনার্স। অমি ও বেলুড়। ৮৯- ৯১।
  • apu | 14.96.***.*** | ২৪ এপ্রিল ২০১২ ১০:১১536660
  • NDTV Profit বলছে TCS ৫০ হাজার লোক নেবে!!

    ২৯৩২ কোটি প্রফিট করে যাতা করছে তো!!
  • Nim | 72.89.***.*** | ২৪ এপ্রিল ২০১২ ১০:২০536661
  • আমি অনেক পরের ২০০৪-০৭ :) আপনাদের সময় প্রিন্সিপাল কে ছিলো? @Apu
  • apu | 122.248.***.*** | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৫৪536662
  • আমাদের সময় তো গননাথ মহারাজ। তোমাদের সময় কি আনন্দ মহারাজ?

    আমি বেলুড়ে থাকি । মাঝে মাঝে ই যাই অ্যালুমনির কিছু কাজের জন্যে। শেষ শনি বার ও গিয়েছিলাম।
  • Nim | 146.96.***.*** | ২৪ এপ্রিল ২০১২ ২০:৩৯536663
  • আমাদের প্রথমে ছিলেন প্রভাকর মহারাজ, তার পরে যার নাম করলেন তিনি, আমি নাম নেব না, হেবি কুফল হয়! আর নাম নিলেও তিনবার নিতে হয় :P
  • apu | 14.96.***.*** | ২৪ এপ্রিল ২০১২ ২৩:১৮536665
  • :-))

    প্রভাকর মহারাজ এখন বিবেকানন্দ ইউনি র ভাইস চ্যান্সেলার জানো নিশ্চয়ই।
  • Nim | 72.89.***.*** | ২৫ এপ্রিল ২০১২ ০৯:০৮536666
  • সে জানি :-)
  • Lama | 117.194.***.*** | ২৫ এপ্রিল ২০১২ ০৯:৪০536667
  • অল্পদিনের জন্য এক ভুলভাল পাবলিক রুমমেট হয়েছিল। মঝে মধ্যেই হোস্টেলে বিভিন্ন জনের টাকাপয়সা, আফটার শেভ লোশন ইত্যাদি হারাতে লাগল।

    সে বছর আমার সেই রুমমেট রিইউনিয়ন কার্ডগুলো হোস্টেলে বিতরণ করার দায়িত্ব যেচে নিয়েছিল। অর্ধেক কার্ড দেওয়ার পর বলল "বাকিগুলো হারিয়ে গেছে।' ছেলেদের জন্য আবার নতুন কার্ডের ব্যবস্থা করা হল। সেবারের রিইউনিয়নে কিছু বহিরাগত গন্ডগোল করতে গিয়ে ধরা পড়ল। 'ভেতরে কি করে ঢুকলে' প্রশ্নের উত্তরে জানাল 'আমরা তো অমুক হোস্টেলের অমুক বাবুর কাছ থেকে দশ টাকা করে টিকিট কিনেছি।'

    একবার হোস্টেলে ফ্যান লাগানো হচ্ছিল। ক¾ট্রাক্টরের লোকদের কাছ থেকে চারটে রেগুলেটর চুরি হল। সেগুলো আমার ঘরেই পাওয়া গেল। প্রমাণের অভাবে আমার রুমমেটকে কিছু বলা হল না।

    আমি অন্য হোস্টেলে চলে যাবার পর জনতা ধৈর্য্য হারিয়ে সেই মালের ঘরে চড়াও হল। তল্লাসী করে পাওয়া গেল- চারটে মশারি, গোটা কুড়ি ডিওডোরান্ট, গোটা পনেরো আফটার শেভ লোশন... কি নয়।

    আসল মালিকরা যার যার জিনিস সনাক্ত করে নিয়ে গেল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন