এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  ছবি

  • গুরুচন্ডালদের নানা ছবি 

    &/
    ছবি | ২৯ এপ্রিল ২০২২ | ৮৪৩৫২ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • এখানে আপনারা নিজেদের তোলা বা আঁকা ছবি তুলে দিন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৫ জুলাই ২০২৫ ১১:২১745303
  • আরে না! ডিসি যে!

    একটা পুরোনো ছবি দিই। ২০১০ সালে বেজিং শহরে।
     
  • | ২০ আগস্ট ২০২৫ ০০:১২745625
  •  ১৯শে আগস্ট ছিল বিশ্ব ফোটোগ্রাফি  দিবস
     
  • :|: | 2607:fb90:bd97:6c70:8d7e:79ac:667f:***:*** | ২০ আগস্ট ২০২৫ ০৪:২৪745633
  • বিশ্ব ফটোগ্রাফি দিবসে ছবি বিষয়ক টইতে মতামত দেওয়া উচিত। চীনের সাইকেলের ছবিটি বেশ ইন্টারেস্টিং বিশেষ করে ক্যাপশানের জন্য। ২০১০ -- তখনও সেখানে ওয়ান চাইল্ড পলিসি বহাল তবিয়তে। রাস্তার ওপারে তুমি শ্যাম এপারে রাধে ... ফলত সাইকেলে একটি পুতুল দাঁড়িয়ে থাকে মানবকের পরিবর্তে।
  • ত্রিনয়ন, ও ত্রিনয়ন একটু জিরো | 208.127.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫২745724
  • kk | 2607:fb91:4c1f:77b8:ed2b:33e1:a842:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০১745731
  • এই টইটা উঠে এসে ভালো হলো। আমার কিছু বকেয়া লেখা আছে। আজ একটু লিখে যাই। তেরোই জুলাই, ৫ঃ৩৩ এর ছবি "সং সেজেছো কেন?" নিয়ে লেখা। ছবিটা খুব বিষন্ন লেগেছে আমার চোখে। এখানে প্রশ্নকর্তা ঐ উট। উটের দাঁড়ানোর ভঙ্গীতে গর্ব, ককিনেস খুব স্পষ্ট দেখছি।ঐ ঝকমকে নীল, চিত্রবিচিত্র শরীর, আমার মনে হচ্ছে বৈভব আর যৌবন দুইই ডিনোট করছে। প্রশ্ন করেছে সামনে দাঁড়ানো বুনো মোষকে। মাত্র একটাই ম্যাটেমেটে রং তার, লোল চর্ম। বৃদ্ধ। ধন-জন-যৌবন গর্বের উটের কাছে ওকে সঙের মত দেখতে লাগে। 'কাল' বলে লোকটাকে উটের চেনা নেই। কাজেই যার কাছ থেকে সব হৃত হয়েছে সে ওর কাছে একটা হাসির খোরাক ছাড়া কেউ নয়। বুড়ো মোষের সারা শরীর জুড়ে লজ্জা। শেম। ওর নিজের কাছে নিজের আর দাম নেই কোনো। তাই গর্বিত উটের সামনে পড়ে গিয়ে অপরাধীর মত মাথা নীচু করে নিজেকে লুকোতে পারলে বাঁচে। টীনেজার স্মার্ট নাতি নাতনির সামনে 'টিকটক' কী না জানা দাদু দিদিমার মত। মোষের পেছনের দেওয়ালে তার ছায়া। ছায়া কী? ওরই ফেলে আসা দিনের ছবি। আমার মনে হচ্ছে ছায়াটা একটা ম্যামথের মত দেখতে। বিপুল শক্তিমান, বিশাল পশু যে দুনিয়া কাঁপিয়ে বেড়াতো। কিন্তু আজ বিলুপ্ত। ওপরের অনেকখানি অংশ অন্ধকার, ভারী ভালো প্রেক্ষিত দিচ্ছে সেটা। ঐ অন্ধকারটা না থাকলে এই দৃশ্যটা এত স্পষ্ট হতোনা। বিষন্নতা, নিরুপায়তা, অমোঘতা স্পষ্ট হতোনা। দূরে দাঁড়িয়ে আছে একজন একা ট্রাইসেরাটপস। আরো প্রাচীন, আরো বয়স্ক। ওর দাঁড়ানোর ভঙ্গীটা আমি খেয়াল করি। মনে হচ্ছে থমকে গেছে। বয়স যে কোনো অপমানের বিষয় সেটা আগে কোনোদিন ভাবেনি হয়তো। আমরা উটের দিনকাল পেছনে ফেলে এসেছি। মোষ হওয়ার কাছাকাছি পৌঁছচ্ছি রোজই। নিজেকে দেখতে পাই, নিজের অনাগত দিনকে। এই ছবিটায়।
  • কে তুমি? সং সেজেছো কেন? | 208.127.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৪745732
  • থ্যাংকিউ কেকে, প্রতিবারের মতই ছবির গল্প বিশেষ সম্পদ।

    এইটাতে আমি একটু অন্যরকম ভেবেছি, অনেকটা উল্টোরকম, তাই লিখেই ফেলি।

    আমার চোখে বাইসন হল ওল্ড ওয়ার্ল্ডের একরোখা, হেড ডাউন, নিজের শর্তে টিঁকে থাকা, আর উট স্বাধীনতা ছেড়ে মালিকের দেওয়া রঙীন জোব্বা পরে সং সেজেছে।
    আর খুনখুনে প্রাগৈতিহাসিক তফাতে দাঁড়িয়ে বলছে যত পোলাপানের কান্ড, ওরে বাছা, একটা মোটা দেখে উল্কো পড়লে টেরটি পাবি, তোরা যুদ্ধ করে করবি কী তা বল, হেসে নেও এ দুদিন বই তো নয়ঃ)
  • kk | 2607:fb91:4c1f:77b8:ed2b:33e1:a842:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৯745733
  • এই, ঠিক এই জিনিষটাই বলি! একটা ছবিরই যে কত রকম গল্প হয়! এটা অত্যন্ত ইন্টারেস্টিং। আমার অনেকটা উডি অ্যালেনের 'মেলিন্ডা ভার্সেস মেলিন্ডা' সিনেমাটার কথা মনে হয়। এই ব্যাপারটা নিয়ে গুরুর একটা বই হওয়া উচিৎ।
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৯745740
  • kk | 2607:fb91:4c1f:77b8:e54b:1019:fe50:***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪১745742
  • এলসিয়েমদা'র ছবিটা দারুণ লাগলো। এর সাথে দু এক লাইন লিখলে পারতেন। আমার কটা কথা  আছে (যথারীতি!)। পরে সময় করে লিখবো।
  • ফরিদা | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:২০745759
  • ৭ই সেপ্টেম্বরের পূর্ণ চন্দ্রগ্রহণের ছবি রইল
     
  • পাপাঙ্গুল | 49.206.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪745762
  • ফরিদার লাল চাঁদের ছবি নিয়ে তো কিছুই বলার নেই। স্টার ট্রেলের মত এটাও শহর থেকে দূরে নিরালায় তোলা ? 
  • ফরিদা | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১745763
  • পাপাঙ্গুল, না, এই ছবি আমার বাড়ির বারান্দা থেকেই তোলা। বিশদে লিখলাম নিচে— 

    বছর চারেক আগে অন্য একটা ফ্ল্যাটে থাকতাম। নাইনন্থ ফ্লোরের সেই ফ্ল্যাটের বারান্দায় দক্ষিণের আকাশ পুরোটাই পাওয়া যেত। আকাশ পরিষ্কার থাকলেও তারা খুব একটা দেখা না গেলেও বৃহস্পতি, শনি, মঙ্গল এগুলো দেখতাম। শনির বলয়ের আভাস ও বৃ্‌হস্পতির চারটে উপগ্রহ পর্যন্ত ছবিতে এসেছে। ওগুলো কোন সময়ে আকাশের কোথায় থাকবে টাকবে তার হিসেবও রাখতাম।

    এখন যেখানে থাকি, সেখানে দক্ষিণের আকাশ প্রায় এক ব্ল্যাকবোর্ডের মতো পাওয়া যায়। এবারের চন্দ্রগ্রহণের সময় হিসেব করে দেখলাম পূর্ণ গ্রহণের সময় সেটা ওই বোর্ডের মধ্যেই থাকছে। সে এক দাক্ষিণ্য তো বটেই। আরও ভাল হল ওই সপ্তাহ জুড়ে রেকর্ড বৃষ্টি। ইন ফ্যাক্ট ওই বৃষ্টি বাদলার কারণেই অন্য কোথাও যাওয়ার প্ল্যান আর করি নি।  সেই কারণেই এবারে আবহাওয়ায় ধুলোর দুষণ কম। আলোকদূষণ অবশ্য ছিল, কিন্তু বড় লেন্সের ওইটুকু এলাকায় তা খুব একটা জ্বালায় নি। অবশ্যি অটোমেটিক ফোকাস হচ্ছিল না, ম্যানুয়ালি করতে হয়েছে।

    এত দাক্ষিণ্যের অবশ্য কারণ আছে। এর আগে এত বেশিক্ষণের পূর্ণগ্রাস হয়েছিল ২০১৮ র অগস্টে। সে বার প্রায় রাত আড়াইটে পর্যন্ত বারান্দায় ট্রাইপড লাগিয়ে অপেক্ষা করেছিলাম, এক মুহূর্তের জন্যও মেঘ কাটে নি। সে বছরের জানুয়ারিতে অবশ্য লাল চাঁদ পেয়েছিলাম।

    আমার ব্ল্যাকবোর্ড আকাশের একটা আভাস রইল নিচের ছবিতে। 



    আর আমার পছন্দের একটা ছবিও দিলাম। এতে ওই মূল ছবির গল্প বলা আছে। 

  • kk | 2607:fb91:4c1f:77b8:e83d:136c:b256:***:*** | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪745764
  • চন্দ্রগ্রহণের ছবিটা দুর্দান্ত!
  • আমাদের যন্ত্রজীবন মুক্তি পাবে | 165.***.*** | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫২745836
  • এই ছবিটা পুরনো, তত ভালোও না, নাটকীয়তা ধরা পড়েনি। এমনকি আগে কখনো দিয়েও থাকতে পরেনি, ঠিক মনে পড়ছে না, এর সঙ্গের অন্য একটা ছবি তো দিয়েছিলাম বটেই।
    কিন্তু আজকাল আমি অনির্বান ভট্টাচার্যের হুলি গান ইজমে ব্যাপক মজেছি, মাঝে মাঝেই শুনছি। মেলার গান শুনতে গিয়ে এইটা মনে পড়লো। একটা ছোট একটেরে মলিন মত মেলা।

  • kk | 2607:fb91:4c1f:77b8:8439:42f3:905d:***:*** | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৯745837
  • এই ছবিটার নাম আমি দিলাম 'গ্রীন উইথ এনভি"। নিজের মনের কথা বলছি আর কী!
  • kk | 2607:fb91:4c21:664d:7c14:9095:8ce0:***:*** | ০৩ অক্টোবর ২০২৫ ০০:৪৯745886
  • খুব ভালো হয়েছে ছবিটা,রমিত।
  • শ্রীমল্লার বলছি | ০৩ অক্টোবর ২০২৫ ০১:০৪745887
  • @রমিত যদি অনুমতি দেন, ছবিটা ফোনের ওয়ালপেপারে রাখতে পারি কি? 
  • dc | 2402:e280:2141:1e8:b107:fc0b:f228:***:*** | ০৭ অক্টোবর ২০২৫ ২১:১৭745932
  • চাঁদমামা 
     
  • kk | 2607:fb91:4c21:664d:f5cb:ba4d:4d65:***:*** | ০৭ অক্টোবর ২০২৫ ২১:২৫745933
  • ডিসির এই ছবিটার দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগছে। ছাই রঙের বিভিন্ন শেড আস্তে আস্তে গড়িয়ে নীল হয়ে গেছে। "চাঁদমামা" প্রায় অবস্কিওর, মেঘের দলেরই একজন মনে হচ্ছে। মেঘদের মধ্যেও কাটাকুটি, মেঘদের মস্ত ডানা, কোথাও ঘষাটে দাগ ... কেউ যেন আপনমনে আকাশের গায়ে ডুডল আঁকছে। আর ঐ ঢেউয়ের ওপর আলোর রঙ! সেখানে কতগুলো মানুষের ছায়াও দেখতে পাই। আর ঐ আলোছায়ার খেলায় তৈরী একটা গরাদ ওয়ালা দরজা। ঢেউ জেলখানা থেকে বেরিয়ে যেতে পেরেছে। নিশ্চয়ই পেরেছে। ডিসি'র প্রচুর ছবি সমুদ্র নিয়ে। এই জিনিষটা খুব ভালো লাগে আমার। সমুদ্র আমার মাঝের নাম।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ অক্টোবর ২০২৫ ২১:২৮745935
  • থ্যাংকু কেকে, অমিতাভদা। 
    শ্রীমল্লার, অবশ্যই রাখতে পারো ওয়ালপেপারে। 
  • dc | 2402:e280:2141:1e8:b107:fc0b:f228:***:*** | ০৭ অক্টোবর ২০২৫ ২১:৪৯745936
  • রমিতবাবুর ১২ঃ৫৬ ছবিটা দুর্দান্ত হয়েছে কিন্তু। মনে হচ্ছে ডিজনির কোন হাসিখুশী দৈত্য থুতনিতে হাত দিয়ে কিছু ভাবছে, থিংকার এর মতো, আর পেছন থেকে বিরাট একটা ছায়া পড়েছে। অসাধারন মুহুর্ত! 
  • dc | 2402:e280:2141:1e8:25d7:d67f:2a0d:***:*** | ২১ অক্টোবর ২০২৫ ২০:০৮746006
  • আপনার জ্ঞানের তৃষ্ণা কি বড়োই প্রবল হয়ে উঠেছে? তাহলে চলে আসুনঃ  
     
  • | ০৪ নভেম্বর ২০২৫ ০৮:৩৮746106
  • চাঁদের আলোয় কিন্নর কৈলাস
     
  • | ০৪ নভেম্বর ২০২৫ ০৮:৩৯746107
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন