এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • যাদবপুর: কাঙালিদের হাতেও‌ রক্তের দাগ 

    Eman Bhasha লেখকের গ্রাহক হোন
    ২০ আগস্ট ২০২৩ | ৩৪৪৫ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • শিবপুর প্রেসিডেন্সি ধ্বংস প্রাতিষ্ঠানিক। তাতেও কাঙালিদের সায় । 
    শিবপুর কেন্দ্রীয় সরকারের হাতে গেলে নাকি ভালো হবে।
    দেশের আইআইটিগুলো থাকা সত্ত্বেও শিবপুরের নাম ছিল দেশে সর্বোচ্চমানের।‌ দেশের দ্বিতীয় ভালো প্রতিষ্ঠান ছিল।
    এখন?
    প্রেসিডেন্সি কলেজ ছিল মানবিক বিদ্যায় দেশের সেরা প্রতিষ্ঠান।
    বিজ্ঞানে দ্বিতীয়।
    কোনওবার সেন্ট জেভিয়ার্স কোনওবার সেন্ট স্টিফেন্স হতো প্রথম বা দ্বিতীয়।
    লোকে, বললো, বিশ্ববিদ্যালয় ও স্বশাসিত হলে ভাল্লো হবে।
    এখন ১৫০-র মধ্যেও আসে না।
    বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর এখনও দেশের চার নম্বর প্রতিষ্ঠান।
     
    কিন্তু ragging বিরোধিতার নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়কেই Ragging করে সংঘ পরিবারকে যাদবপুরের দখল নিতে বহু প্রগতিশীল, বহু তৃণমূল, কিছু বাম যেভাবে সহায়তা করলেন তা লজ্জার। যাদবপুর বাঙালির গর্ব। সারা দেশে বাঙালির গর্ব করার মতো আর শিক্ষা প্রতিষ্ঠান কোথায়? যাদবপুরকে বিশ্বভারতী বানানোর চেষ্টা হচ্ছে।
    তাতে আমার চেনা অচেনা বহু মানুষের হাতে রক্তের দাগ থাকছে।
    যাদবপুরে কিছু ছাত্রের অন্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক শিক্ষার্থী শিক্ষা সহায়ক কর্মীদের দায়ী করা কোন ধরনের শিক্ষাপ্রেম?
    বেসরকারি প্রতিষ্ঠানে Ragging হয় না?
    দেশের আইআইটিগুলোতে আংশিক বেসরকারিকরণ হয়েছে।
    গরিবের ছেলেমেয়েরা আর পড়তে পারেন না। ৮-১২ লাখ টাকা লাগে।
    যাদবপুরে চার বছরে ইঞ্জিনিয়ারিং পড়তে লাগে ১৮৪০০ টাকা।
    যাদবপুর বেসরকারিকরণে রাজি হয় নি।
    তাই তার বছরে মাত্র ৫ হাজার টাকায় একজন ছাত্র এম এ পাস করতে পারবেন।
    ওটাই অশোকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে ১০ লাখের বেশি লাগবে। শুধু টিউশন ফি।
    বাইরের লোক গিয়ে মদের বোতল, কন্ডোম ফেলে আসবে?
    আর ছবি তুলে বলা হবে, যাদবপুরের সবাই এমন?
    বলা হয়েছে, যাদবগাছি!
    জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যা করা হয়েছে, এখানেও তাই ।
    শুধুমাত্র তফাৎ এই, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রচার করেছিল সংঘ পরিবার।
    এখানে বাঙালি নামক কাঙালি সমাজ।
    তাদের অতৃপ্ত বাসনা, অসূয়া, ঈর্ষা আর দলাদলির প্রবণতা থেকে বাঙালির সবচেয়ে গর্বের এবং গরিবের শেষ শিক্ষা প্রতিষ্ঠানটি সংঘ পরিবারের হাতে তুলে দিয়ে নিজেদের সাফাই গাইছেন।

    একজন ছাত্র মারা গেছেন।
    খুব অন্যায়।
    আর একটা গর্বের শিক্ষা প্রতিষ্ঠানকে বহুজন  মিলে জেনে বুঝে ফাঁসিকাঠে চড়ানোও ক্ষমাহীন অপরাধ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 188.236.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৬:৩১522708
  • দ'এর লাস্ট লেখাটার সূত্রটাকে আরেকটু লম্বা করলেই দেখা যাবে রহড়া মিশনে একমাস আগেই একটা ফার্স্ট ইয়ারের বাচ্চা মারা গেছে। পুকুরে ডুবে, সাঁতার জানা ছেলে। আইআইটি তাও যদি কিছু কথাবার্তা হচ্ছে, এইটায় সবাই চুপ। সেখানেও অবশ্য সিসিটিভি ছিলনা।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:2332:6b87:6561:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৬:৩৭522709
  • তখন নেড়ে দেবে। সেটা আবার চ্যানেলগুলো দেখাবে। এক্সপার্টরা নেড়ে দেবার ভালোমন্দ নিয়ে চিৎকার করে ঝগড়া করবে।
    আর হনুমানের নেড়ে দেওয়া নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ হবে।
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৬:৪০522710
  • পকেট মারের যুক্তি - আমি না পকেট মারলে অন্য কেউ পকেট কাটতো --((
     
    সিসিটিভির পক্ষে যুক্তি -
    When a 72-year-old woman went missing from her home in July, it took footage from a 
    CCTV
     camera in the vicinity of her house in southwest Delhi for 
    police
     to discover she had in fact been murdered by a couple. This case is among more than a hundred in which close-circuit television has come to the rescue of the city’s law keepers.
    কিন্তু যুক্তি দিয়ে তো গুরু চলে না।--))
  • চুপ চাপ ফুলে ছাপ | 192.42.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৬:৪০522711
  • শনিবার আনন্দবাজার অনলাইনকে রাজন্যা বলেন, ‘‘আমাদের প্রথম কাজ, মৃত পড়ুয়ার পরিবার যাতে বিচার পায় তা নিশ্চিত করা। তার জন্য যা যা করার, আমরা তা-ই করব।’’ সেই সঙ্গে ক্যাম্পাসের ভিতরে কী কী সাংগঠনিক কাজ তাঁরা করতে চলেছেন কয়েক দিনে, সে ব্যাপারেও খানিক আভাস দিলেন রাজন্যা। তাঁর কথায়, ‘‘আমরা দু’একটা দিন দেখব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি সিসিটিভি না লাগান, তা হলে আমরাই তা লাগানোর বন্দোবস্ত করব। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন নেই। সেটাও যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না বসান, আমরা বসিয়ে দেব। বিশ্ববিদ্যালয়ের শৌচালয় কার্যত নরক হয়ে রয়েছে। কর্তৃপক্ষ যদি পরিষ্কার করানোর ব্যবস্থা না করেন, সেটাও বাইরে থেকে লোক নিয়ে গিয়ে আমরা করিয়ে দেব।’’ 
  • Amit | 163.116.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৭:০৭522712
  • ২০ আগস্ট ২০২৩ ১৬:২৫ - আজব যুক্তির চাষ হচ্ছে এবার। চার নং গেট এ ​​​​​​​একটা ​​​​​​​ক্যামেরা ​​​​​​​খারাপ ​​​​​​​হয়েছে ​​​​​​​মানে ​​​​​​​দুনিয়ার ​​​​​​​সব ​​​​​​​জায়গার ​​​​​​​ক্যামেরা ​​​​​​​কোথাও কাজ করে ​​​​​​​না - এই হলো গে যুক্তির পরম্পরা। আর ​​​​​​​ছাত্ররা ​​​​​​​খারাপ ​​​​​​​করার ​​​​​​​দরকার টাই বা ​​​​​​​কি ​​​​​​? যেখানে ​​​​​​​ছাত্র ​​​​​​​থেকে ​​​​​​​প্রফেসর /অ্যাডমিন ​​​​​​​কারোরই ​​​​​​​কোনো ​​​​​​​দায়িত্ব ​​​​​​​নেই ​​​​​​​ফালতু হ্যাজ ​​​​​​​নামানো ​​​​​​​ছাড়া ​​​​​​​- সেখানে ক্যামেরা ​​​​​​​থাকা ​​​​​​​না ​​​​​​​থাকা ​​​​​​​তো সমান। ​​​​​​​গাছে ​​​​​​​কয়েকটা পুরোনো ​​​​​​​মোবাইল ​​​​​​​ঝুলিয়ে ​​​​​​​দিলেই ​​​​​​​কাজ ​​​​​​​হয়ে ​​​​​​​যাবে তো ?
     
    যে ​​​​​​​ভিসি ​​​​​​​ঠিকঠাক ​​​​​​​ক্যামেরা সিস্টেম ​​​​​​​লাগাতে ​​​​​​​চেয়েছিলো ​​​​​​​তাকে ​​​​​​​তো ​​​​​​​হোক ​​​​​​​কলরবের ​​​​​​​পান্ডারা ​​​​​​​অর্ধচন্দ্র ​​​​​​​দিয়ে ​​​​​​​বিদায় করেছে এককালে। ​​​​​​​আজকে ​​​​​​​খুঁজলে দেখা যাবে তাদের অনেকে ​​​​​​​দিব্যি সোনামুখ ​​​​​​​করে ​​​​​​​ল্যাজ ​​​​​​​গুটিয়ে গলায় ​​​​​​​কর্পোরেট ​​​​​​​এর ​​​​​​​বকলস ​​​​​​​পড়ে অফিসে বা ফ্ল্যাটে সিসিটিভির ​​​​​​​সামনে ​​​​​​​দিয়ে ​​​​​​​আসা ​​​​​​​যাওয়া ​​​​​​​করছে​​​​​। ​​​​​​​বিপ্লবের ​​​​​​​দরকার আর শখ দুটোই ​​​​​​​মিটে ​​​​​​​গেছে। 
     
    আর ​​​​​​​হ্যা - ওয়্যার ​​​​​​​কংগ্রেস ​​​​​​​এরই ​​​​​​​কাগজ। এটাও ​​​​​​​আজকাল ​​​​​​​লিখে দিতে ​​​​​​​হচ্ছে ​​​​​​​মাইরি। সিরিয়াসলি ?
  • Amit | 163.116.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৭:১৭522713
  • আর কেসি যে লিঙ্ক দিলেন -আমাদের বাস্তব অভিজ্ঞতা পুরো আলাদা। তিনবার আমরা সরাসরি কথা বলার চেষ্টা করেছি JU অ্যাডমিন এর সাথে কোনো একজন বা দুজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কে মেরিট কাম মিনস ভিত্তিতে স্পনসর করার জন্যে। তেনারা স্কলারশিপ নিতে আদৌ উৎসাহ দেখান নি। আমাদের উল্টে বলেছেন এরকম অনেকগুলো স্কলারশিপ পড়ে আছে - কেউ এপলাই করেনা। আমার নিজের ইম্প্রেশন ​​​​​​​হয়েছিল ​​​​​​​এনারা ​​​​​​​সিলেকশন ​​​​​​​এসব ​​​​​​​ঝামেলা ​​​​​​​নিজের ​​​​​​​ওপর ​​​​​​​নিতে ​​​​​​​চাননা। 
     
    আর আমাদের পক্ষে বাইরে থেকে স্টুডেন্ট কারোর সাথে যোগাযোগ করে মোবাইল কিনে দেওয়া বা ডাইরেক্ট স্পনসর করা সম্ভব নয় কারণ তাতে যে কেউ পার্সোনাল ফেবারিটিজম দেখাবে না সেটা এনসিউর করা মুশকিল। মেম্বার্স দের মধ্যে ভুল বোঝাবুঝির চান্স থাকে। 
  • syandi | 45.25.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৭:১৮522714
  • @Amit | 163.116.203.89 | ২০ আগস্ট ২০২৩ ১৪:০২ “সভ্য দেশগুলো তে পাবলিক পার্কে বসে মাল খেলে পুলিশ ধরে ফাইন করে কোনো মাতলামি না করলেও।“ — এই জায়গাটায় দ্বিমত পোষণ করার জায়গা আছে। ইউ এস এ, কানাডা, নরওয়ে, পোল্যান্ড, স্লোভাকিয়া, অস্ট্রেলিয়া ছাড়া পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশেই পাবলিক প্লেসে মদ্যপান বৈধ। কিছু শহর বা এরিয়াতে আ্যালকোহল পান অবশ্য নিষিদ্ধ, কিন্তু সেই নিষেধাজ্ঞা শহরের অংশবিশেষেই প্রযোজ্য। অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইটালি, সুইৎজারল্য়াণ্ড, ইউ কে ইত্যাদি ইওরোপিয়ান দেশগুলো ছাড়াও চিন, জাপান, সিঙ্গাপোর, সাউথ কোরিয়াতে পাবলিক প্লেসে মদ্যপান বৈধ। জার্মানিতে তো পাবলিক ট্রান্সপোর্টেও মদ্যপান করা সম্পূর্ণভাবে আইনানুগ। অবশ্য মদ খেয়ে হইচই কে অন্যদের বিরোক্তির কারণ হলে ড্রাইভার নেমে যেতে বলবে। এরকম হতেও দেখেছি। আমি নিজেও কলিগদের সাথে বিয়ারের খোলা বোতল হাতে বা Glühwein- এ চুমুক দিতে দিতে বাসে-ট্রেনে ট্র্যাভেল করেছি। আর হ্যাঁ, বিলেতের ইউনিভার্সিটিগুলোতে সেমিস্টার শুরুর সময়ে ছাত্রছাত্রীদেরকে অনেক কন্ডোমও দেওয়া হয়। সদ্য় জয়েন করা এমপ্লয়ীদেরকেও দেয়। আমাকেও দিয়েছিল একগোছা। সঙ্গী বা সঙ্গীনি খুঁজে নেওয়ার দায়ীত্ব অবশ্য আপনার নিজের
  • Amit | 163.116.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৭:৩০522715
  • আচ্ছা - কন্ডোমে কে কখন কোথায় এখানে আপত্তি করেছে ? দুজন কংসেন্টিং এডাল্ট স্বেচ্ছায় সেক্স করুক কি যাই করুক নিজেদের প্রাইভেট স্পেসে তাতে কার কি বলার আছে ?এই প্রসঙ্গ টাই এখানে আদৌ আসছে কেন ? 
     
    ওকে - কিছু দেশে হয়তো এলকোহল পাবলিক প্লেসে এলাউড। কিন্তু সেটাই বা এখানে রেলেভান্ট কোথায় ? সেখানেও তো সব জায়গায় সিসিটিভি মনিটরিং আর কেউ মাতলামি করলে পুলিশ ধরে কেস দেবে। প্রসঙ্গটা আমিই তুলেছিলাম প্রাইভেট স্পেস আর পাবলিক স্পেস এর বিহেভিয়ার লিমিটস র ডিফারেন্স টা বোঝাতে। যেটার কনসেপ্ট টাই ইন্ডিয়াতে লোকে বোঝেনা। এখানে রাস্তায় মাল খেয়ে মাতলামি করাটাকে লোকে ফ্রিডম হিসেবে দেখে। একজনের ফ্রিডম যে আরেকজনের কাছে নুইসেন্স হতে পারে সেই বোধটাই কম। 
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৭:৩১522716
  • Syandi, ইওরোপ বা আম্রিকার ইউনি, হাসপাতাল, রেল, বাস, ট্যাক্সি, হোস্টেল বা স্টেশন চত্বর, এইসব জায়গায়, কোথাও স্মোক করতে দেখেছেন? মানে যত্র তত্র স্মোক করা যায়।
    অথচ ওইসব দেশে প্রচুর হার্ড কোর স্মোকার রয়েছে।
    আবার হোস্টেল গুলোতে, নিজের রুমে ও স্মোক করা যাবে না। কেন? এটা তো ব্যক্তি স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ।
    অথচ দুই দশক আগে এই সমস্ত জায়গায় স্মোকিং এলাউড ছিল।
    এখন তো স্মোকার হলে অনেক ল্যান্ড লর্ড বাড়ি ভাড়া অবধি দেয় না! 
    এতো দ্রুত এতো চেঞ্জ কি করে সম্ভব হলো? 
    এমনতো নয় এসব দেশে প্রতিবাদ হয় না।
    রাষ্ট্র যা বলে, লোকজন সুবোধ বালকের মতন মেনে নেয়।
  • kc | 188.236.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৮:১৮522720
  • অমিতবাউ, অ্যাটাচ করা ছবিটি আপনাদের অ্যালামনি তে যায়নি?
    কোভিদের সময় অ্যালামনিদের পাঠানো ফান্ড থেকে ইউনি গরিব ছাত্রদের মোবাইল কিনে দিয়েছিল, অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার জন্য।
     
  • Amit | 220.235.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৮:৩৪522723
  • না -এটা পাইনি আমরা। 
  • syandi | 45.25.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৮:৪০522725
  • অমিত, আসলে তথ্যগত ত্রুটিটা দেখাতে চেয়েছিলাম, অন্য কিছু নয়। আপনি একেবারি ঠিক বলেছেন যে বেশিরভাগ ভারতীয়ই প্রাইভেট স্পেস আর পাবলিক স্পেসে অ্যাকসেপ্টেবল বিহেভিয়রের পার্থক্য়টা বোঝেন না। উদাহরণ হিসাবে আমার কোন পরিচিতর বাড়িতে যেখানে সবাই চেনা সেখানে আমাকে নাম ধরে কেউ ডাকলে আপত্তির কিছুমাত্র দেখিনা, কিন্তু পাবলিক স্পেসে যেমন ট্রেনে-বাসে বা মলে আমার নাম ধরে কেউ তারস্বরে চেঁচিয়ে ডাকলে ভাল লাগে না। কারণ এতে করে আমার নাম যেটা পার্সোন্যাল ইনফর্মেশন সেটা পাঁচজনের কাছে অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছে। এছাড়া দলে থাকলে ভারতীয়দের মধ্যে পাবলিকের সমস্যা তৈরী করার টেন্ডেন্সী বাড়ে। এটা নিয়েও দ্বিমত নেই যে বেশীরভাগ ভারতীয়ই 'রেসপনসিবল ড্রিংকিং' ব্যাপারটাই বোঝেনা। পেটে দুফোঁটা পড়লেই সব নিজেদেরকে রাজাগজা ভাবতে শুরু করে দেয়। আণ্ডারগ্র্যাড পড়ার সময় থেকেই দেখেছি একপেগ খেয়েই অন্যের দরজায় লাথি মারা, দো-দমার মত জোরালো বম ফাটিয়ে দেওয়া ইত্যাদি করতে।
  • dc | 2401:4900:1cd1:121e:f8af:ee8c:f571:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৮:৫৫522726
  • বেশীরভাগ ভারতীয় পাবলিক স্পেস আর প্রাইভেট স্পেসের মধ্যে পার্থক্য বোঝেনা, এটা তো এক্কেবারে ঠিক, আর এটাই আমারও পয়েন্ট। বেশীরভাগ ভারতীয়র প্রাইভেট স্পেস সম্পর্কে ধারনা নেই, প্রাইভেসি সম্পর্কে ধারনা নেই, নিজের রাইটস আর পাবলিক রেসপন্সিবিলিটি ইত্যাদি নিয়ে ধারনা নেই। এমনকি এসেম এর মতো লোকজনের, যারা নাকি ইউকেতেও ঘুরে এসেছে, পাবলিক স্পেস আর স্মোকিং এর তফাত নিয়ে বিন্দুমাত্র ধারনা নেই। যার জন্য সিসিস্টিভি নিয়ে ইন্ডিয়ানদের মধ্যে সেরকম কোন উদ্বেগও নেই। 
  • syandi | 45.25.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৯:২২522727
  • @যুক্তি | 116.193.141.202 | ২০ আগস্ট ২০২৩ ১৭:৩১
    ইওরোপ বা আম্রিকার ইউনি,হাসপাতাল,রেল,বাস,ট্যাক্সি, হোস্টেল বা স্টেশন চত্বর,এইসব জায়গায়,কোথাও স্মোক করতে দেখেছেন? মানে যত্র তত্র স্মোক করা যায়।

    Answer: ইওরোপের হাসপাতাল,রেল,বাস,ট্যাক্সি, হোস্টেল বা স্টেশন চত্বরে ধূমপান করা যায় না, তবে ইউনি ক্যাম্পাসে করা যায় (যদিও সেটা বিল্ডিং এর মধ্যে করা যায় না)।

    আবার হোস্টেল গুলোতে, নিজের রুমে ও স্মোক করা যাবে না। কেন? এটা তো ব্যক্তি স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ।
     
    Answer:  ইওরোপের ইউনিগুলোর বেশিরভাগই কোন হস্টেল বা অ্যাকোমোডেশন প্রোভাইড করে না। তাই হস্টেলে স্মোক করার প্রশ্নটাই অবান্তর।

    রাষ্ট্র যা বলে,লোকজন সুবোধ বালকের মতন মেনে নেয়।

    Answer:  অবশ্যই মেনে নেয় না। মেনে নিলে আর একটা নাৎসি শাসন শুরু হতে দেরি হবে না।
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৯:২৪522728
  • ছাগল কে ঘাস আর ছোলা যাই দাও, কালো বোঁদেই বার করবে। ইউ কে কেন অধিকাংশ উন্নত দেশে স্টুডেন্ট হোস্টেল এ ধুম পান নিষেধ। নিজের রুমেই। স্মোক করতে গেলে হোস্টেল বিল্ডিং এর বাইরে যেতে হবে।
    হোস্টেল এর রূম হলো প্রাইভেট স্পেস। এখানে নিষেধাজ্ঞা কেন?
    এবার পরিষ্কার হলো?
    ক্যাম্পাস এর চত্বরে স্মোক করা যাবে না। এটা হলো পাবলিক স্পেস।
    বোঝা গেলো?
     অথচ, দু দশক আগে দু ক্ষেত্রেই স্মোকিং এলাউড ছিল।
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৯:২৫522729
  • ওপরের পোস্ট টা ডিসির উদ্দেশ্যে।
  • dc | 2401:4900:1cd1:121e:f8af:ee8c:f571:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৯:২৬522730
  • স্মোকিং হলো গিয়ে হেল্থ হ্যাজার্ড। স্মোকিং এর সাথে ব্যাক্তি স্বাধীনতার তুলনাটাই দাঁড়ায় না। 
  • dc | 2401:4900:1cd1:121e:f8af:ee8c:f571:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৯:২৭522731
  • এসেম নাকি আবার ডাক্তারও বটে। কি অবস্থা! laugh
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৯:৩০522732
  • স্যান্ডি,  বহু ইউনি ঘোষিত নো স্মোকিং ক্যাম্পাস। কিছু ডেজিগনেটেড  এরিয়া ছাড়া।
    দুই, কিছু ইউনিতে স্টুডেন্ট হোস্টেল আছে।
    স্টুডেন্ট হোস্টেল, ইউনির ভেতরে বা বাইরে যেখানেই হোক বা প্রাইভেট হলেও নিজের রুমে ও স্মোকিং অধিকাংশ জায়গায় ব্যান।
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৯:৩৪522733
  • ডিসি, আবার আলফাল বকছে। স্মোকিং হেলথ হ্যাজার্ড সেটা সবাই জানে।
    আবার প্রাপ্তবয়স্ক যে কেউ স্মোক করতে পারে, এটা তার ব্যক্তি স্বাধীনতা।
    নিজের রূমে স্মোক করলে প্যাসিভ স্মোকিং এর যুক্তি ও খাটে না। ওটা ওই ব্যক্তির প্রাইভেট স্পেস।
  • kc | 188.236.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৯:৫৪522734
  • ওটা বোধহয় স্মোক অ্যালার্মের জন্য। 
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ২০:০২522735
  • হি হি। কিচেনে ও স্মোকিং চলবে না। এগ্রিমেন্ট এ শর্ত থাকে।
  • যুক্তিক্রম | 2405:8100:8000:5ca1::2c:***:*** | ২০ আগস্ট ২০২৩ ২২:৪৮522741
  • dc হলেন হার্ডকোর ক্যাপিটালিস্ট। প্রাইভেট স্পেস এনেছেন, এবার সেটা প্রাইভেটাইজ করে আম্বানির হাতে তুলে দিতে বলবেন। আদতে সেটাই লক্ষ্য।
  • সিএস | 2405:201:802c:7838:9813:2cbe:ba01:***:*** | ২০ আগস্ট ২০২৩ ২৩:০২522742
  • কর্পোরেটের সাক্ষ্য যারা মানছেন, কলেজে সিসিটিভি পক্ষে, তারা কী মেনে নিয়েছেন যে কর্পোরেটে তারা বকলস ঝুলিয়েই যান এবং না গেলে ঐ বকলস ধরেই তাদের টেনে আনা হবে ? তারা কর্পোরেট দ্বারা নিয়ন্ত্রিত on a tight leash এবং নিজেদের মতই অন্যদের দেখতে চান ?

    এসব ভুলভাল যুক্তি, মল - কর্পোরেট ইত্যাদি। প্রতিটা স্পেস আলাদা, স্কুল - কলেজ আলাদা মল - অফিস থেকে, যদিও একেবারে যোগহীন নয়, কিন্তু এক জায়গার যুক্তি অন্য জায়্গায় খাটানোর মানে হয় না।
  • হোক কাহোয়া | 2405:8100:8000:5ca1::23:***:*** | ২০ আগস্ট ২০২৩ ২৩:৩১522743
  • 1 জন এবং যে টেক্সটে 'কলেজে পড়াশুনো শেষ করার পর কিছু দাদা: আমি অন্য কোথাও যাবোনা আমি এই কলেজেই থাকবো goung anywhere resoomyherland esde nmy motherland' লেখা আছে-এর একটি ছবি হতে পারে
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ২৩:৩৫522744
  • সিএস , যাঁরা সিসিটিভি বা আইডি কার্ডের বিপক্ষে,,তারাই তো কর্পোরেট এর বকলেশ ধারণ করে, মুখ বুজে চাকরি করে।
    যাঁরা পক্ষে,তাদের কি দায় আছে নিজেকে হিরো প্রমাণ করার? 
    কেউ ইউনি তে আই ডি চেকিং এর বিরুদ্ধে আন্দোলন করবে আর বাইরে গিয়েই ব্যাগ চেকিং করিয়ে মাল্টিপ্লেক্স এ ঢুকে পড়বে, এটাই তো দ্বিচারিতা! 
    আর একটা বড় কথা,সিসিটিভি খালি অপরাধী শনাক্ত করণেই সাহায্য করে না।অনেক সময় কোন অভিযুক্ত নিজেকে নির্দোষ প্রমাণ ও করতে পারে।
  • সিএস | 2405:201:802c:7838:9813:2cbe:ba01:***:*** | ২১ আগস্ট ২০২৩ ০০:০৯522745
  • যুক্তিটা হল, কলেজে প্রতিবাদী হয়ে হিরো হলে কর্পোরেটের বকলশ ফেলে দিয়ে হিরো হওয়া নয় কেন। চেনা যুক্তি। উল্টো যুক্তিটা হল, কলেজে সিসিটিভি মেনে নিলেই কর্পোরেটে গিয়ে সেই একই কম্ম করতে হবে কেন বা ম্যাদামারা হয়ে মুখ বুঁজে থাকতে হবে কেন ? 

    বা বলা যায়, মুখ খুলে চাকরি কর্পোরেটে কে করে, কতখানি খুলে করে ? বা সিসিটিভির বিরুদ্ধে যারা তারা কি সিসিটিভিপক্ষের থেকে কম মুখ খোলে জানা গেছে ?

    আবারও বলি, এসব ভুলভাল যুক্তি। 'বড় বড় কথা বলিস না তো' মার্কা কথা বলে থিঅমিনে দেওয়ার চেষ্টা।

    আগেও লিখেছিলাম, ইউনিতে সিসিটিভি নিয়ে দু'দিকেরই মত আছে কিন্তু মল- কর্পোরেট আর দ্বিচারিতা এনে ফেলে ব্যাপারটাকে খেলো করে ফেলা হবে, আর সিসিটিভি ব্যাপারেই যে কর্তৃপক্ষের প্রচুর দায়িত্ব আছে, সেসব এড়িয়ে যাওয়া হবে। (কেউ গিয়ে তাদের কাছে পলিসি দেখতে চাইলে যুক্তি দেওয়া হতে পারে, মলে গিয়ে পলিসি চাও ?)
  • যুক্তি | 116.193.***.*** | ২১ আগস্ট ২০২৩ ০০:৩২522746
  • আপনার যুক্তি অদ্ভুত ঠেকছে।কর্পোরেট সিসিটিভি লাগলে বা আই ডি কার্ড ঝোলাতে বললে আমার  অসুবিধে নাই।তো।।.. 
    আমি তো এর পক্ষেই।
    ঠিক যেমন ইউনি তে সিসিটিভি বসানোর পক্ষে। আই ডি চেক করার পক্ষে। 
    এতে তো ইউনির নিরাপত্তা ই সুরক্ষিত থাকবে।
    আপনি কি ইউনি তে সিসিটিভি বসানোর বিপক্ষে বা আই ডি চেকিং এর বিপক্ষে?? 
    সেইটা প্রথমে ক্লিয়ার করুন।
    সার্বিক ভাবে সার্ভিলেন্স এর বিপক্ষে বলে গোলপোস্ট সরাবেন না আশা করি।
    সরালেও আপত্তি নেই।পাল্টা যুক্তি আসবে।
  • সিএস | 2405:201:802c:7838:9813:2cbe:ba01:***:*** | ২১ আগস্ট ২০২৩ ০০:৫৮522747
  • আমার যুক্তি তো সোজা, আমি তো ইউনিতে পড়িনা , সুতরাং আমার মতের মূল্য নেই। যারা সেখানে পড়ে বা পড়ায় বা ইউনি চালায়, তাদেরই ঠিক করতে হবে। একই যুক্তিতে আপনার মতেরও মূল্য নেই।

    আর সারভিলিয়েন্স নিয়ে, হ্যাঁ, এসবই তো সারভিলিয়েন্সের সাথে যুক্ত। গোলপোস্ট তো ওটাই। সেই জন্যই তো স্কুলেই চালু হয়েছে, যাতে একদম ছোটবেলা থেকেই এই ব্যব্স্থার সাথে ছ্লেমেয়েদের মিশিয়ে ফেলা যায়, যাতে পরে আপত্তি না করে।
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন