এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৭ অক্টোবর ২০২৫ ০০:১৬542903
  • হ্যাঁ, এটাই...
  • lcm | ২৭ অক্টোবর ২০২৫ ০০:০৯542901
  • এই নাসিরুদ্দিন মোল্লার গল্পগুলির মূল সূত্র (টার্কিশ সোর্স) নিয়ে কয়েক বছর আগে সোমনাথ একটা কিছু শুরু করেছিল ..... যদ্দুর মনে পড়ছে তখনও এই বই (বা এরকম কিছু) খোঁজ করেছিল ...
  • যদুবাবু | ২৬ অক্টোবর ২০২৫ ২৩:৩৯542900
  • ~, আচ্ছা আমি আগে ILL চেষ্টা করি। 
  • ~ | 103.27.***.*** | ২৬ অক্টোবর ২০২৫ ২৩:৩৪542899
  • https://www.ebay.com/itm/276945361201
    এখানে দাম খুব বেশি লাগছে। আদতে বইটার দাম অত ছিল না। এটা গুগুল দুবার ডিজিটাইজ করেছে ইন্ডিয়ানা আর মিশিগান ইউনির কালেকশন থেকে। ফলে ইউনি লাইব্রেরি থ্রু গেলে ডিজিটাল কপি পাওয়া, বা ইন্টার ইউনি লোন নিয়ে হার্ড কপি আনিয়ে নিজে স্ক্যান করে ফেলাও সম্ভব হয়তো। পাতলা বই। ৮৫ টা ছবি তুললেই বা স্ক্যানারে চাপিয়ে স্ক্যান করলেই হয়ে যাবে।
  • যদুবাবু | ২৬ অক্টোবর ২০২৫ ২৩:৩৩542898
  • আহা আমাদের পাড়ায়, অর্থাৎ বৃহত্তর পাশের পাড়ায়, যার নাম কাঠগোলা, ঐরকম সবুজ পানাভরা বারোয়ারি এঁটোফেলা পুকুর ছেল। ছুটির সময় গায়ে এক কিলোলিটার সর্ষের তেল দাবড়ে সেখানে আমরা কতিপয় বালক সাঁতার কাটতে নামতাম। খালি কেরোসিনের পেলাস্টিক জারিকেন হয়ে যেত ফ্লোটিং ডিভাইস, যাকে বলে buoy। সেটাকে প্রাণপণে জলের মধ্যে ঠুসে ডুবিয়ে দিলে উল্টো ফোর্সে কিছুটা ভেসে থাকা যেতো। যে ফলিত বলবিদ্যার উপর এলাহি ভরোসা করেই আমরা যাকে বলে "সরল সাঁতারু" হয়ে উঠছিলাম। 
     
    মাঝে মাঝে অবশ্য নাকের ডগা দিয়ে সুড়ুৎ সুড়ুৎ করে ঢোঁড়া সাপ সরে যেতো। একবার মাঝপুকুরে সেই সাপের আঁকাবাঁকা সাঁতার দেখে আঁতকে উঠে হাতপা ছুঁড়ে প্রায় ডুবে যাচ্ছিলাম আর কী। ডুবে যাওয়ার অভিজ্ঞতা বেশ আশ্চর্য, বাউন্সিং বলের মত এই নিচে চলে যাচ্ছি - ঘন সবুজ থেকে অন্ধকারমতন জল, আবার শোঁ করে উপরে উঠে এলাম, এক সেকেণ্ডের জন্য জলের উপর, দূরে ঘাটে কয়েকজনকে দেখা যাচ্ছে, কিন্তু ঐটুক সময়ে লম্বা শ্বাস নিতে গিয়ে আর চ্যাঁচানো যাচ্ছে না। প্রায় নির্বাক ট্র্যাজেডি আর কী। সিনেমাটিনেমায় কি গপ্পে যে দেখায় ডুবন্ত মানুষ বাঁচান-বাঁচান করে চিল্লাচ্ছে, ওটা মনে হয় ঢপ। ডুবন্ত মানুষ, আমার ধারণা, শুধু মাঝে মাঝে ঘাই মেরে গ্যাস্প করে, আর তলিয়ে যায় আবার। 
     
    তবে, আমি কি না পুরোপুরি ডুবিনি। শেষবেলায় খোকাকাকু এসে ঘেঁটি ধরে বাঁচিয়ে দিয়েছিল। ভাগ্যিস বাঁচিয়েছিল, নৈলে কে আর ঐ অনাবাসী বিরিয়ানি আর রাবড়ি প্যাঁদাতো? 
  • Ranjan Roy | ২৬ অক্টোবর ২০২৫ ২৩:২৭542897
  • অ্যাণ্ডর
    ইন, কোল, নিউ।
    আপনি বহুদিন কিছু লিখছেন না।
    বা হয়ত কোথাও লিখেছেন, আমি জানি না।
  • r2h | 134.238.***.*** | ২৬ অক্টোবর ২০২৫ ২৩:১২542896
    • kk |  ২৬ অক্টোবর ২০২৫ ২২:১৫
    • মানালির ১১ঃ১৬'র পোস্টটা আমার খুব ভালো লাগলো। 
     
    হ্যাঁ, মানালির পোস্টটা আমারও খুব ভালো লাগলো।

    এমনিতে কালচার থাকলে কালচারাল স্টিরিওটাইপিং হয়তো কিছুটা অনিবার্যই, কেউ সেটাকে ধ্রুব বলে মেনে নেয়, কেউ স্বচ্ছ চোখে প্রশ্ন প্রতিপ্রশ্ন করে করে, মেঠো পুকুরে নাইতে নামলে যেমন হাত দিয়ে ও সবুজ সবুজ জিনিসগুলি সরাতে হয়, ঐরকম। আমার নিজের মনে হয় জিনিসটাকে চিনতে পারাই আসল কাজ।
     
    • lcm | ২৬ অক্টোবর ২০২৫ ১১:৩৩
    • ...নিম্নমানের বিরিয়ানি দেন, সঙ্গে রায়তা-র বদলে স্বকন্ঠে বেসুরো সংগীত পরিবেশন করেন ...
     
    বিরিয়ানি নিয়ে আমারও সামান্য বেদনা আছে - ব্যাপারটা মান নিয়ে না, কিন্তু এমন কানাঘুষো মাঝেমাঝে শোনা যায় যে অমুক না এক্কেবারে কলকাতার মত বিরিয়ানি বানায়, লোভে পড়ে সেই খেতে গিয়ে স্বপ্নভঙ্গ হয়। তাই এখন আর সেসব বিশ্বাস করি না। তবে বিরিয়ানির সঙ্গে গান হয় ঐটা একেবারে বাজে কথা, গান টান মিটে গেলে গান শোনার পারিশ্রমিক ও ক্ষতিপূরণ হিসেবে বিরিয়ানি দেওয়া হয়।

    এমনিতে হামবাগ ইত্যাদি নিয়ে আমার কোন চাপ নেই, প্রচুর লোক আমাকেও হামবাগ অঙ্খারী কমুনিস্ট এইসব ভাবে, আমার যে সেসব হওয়ার মত কোন গুণ নেই সেসব আর আমি ফাঁস করতে যাই না, ভাবে ভাবুকগে, আমাকে না জ্বালালেই হল।
     
    • যদুবাবু | ২৬ অক্টোবর ২০২৫ ০৭:৪১
    • ... মোটের উপর খুব একটা ক্ষয় নেই। ... 
     
    ঐটাই, এও হয়, ওও হয়, আমি কদিন খুব সামাজিক থাকি আবার কদিন খুব গুহাবাসী, এতে করে চলে যাচ্ছে বেশ।
    প্রসঙ্গত আজ সন্ধ্যাতেই একটা মক্ষিকা চক্রের নেমন্তন্ন আছে, ইন্টারেস্টিং কিছু হলে বলবো 'খন।
    • যদুবাবু | ২৬ অক্টোবর ২০২৫ ২২:১৫
    • ...নির্বিবাদী শ্রোতা হিসেবে দিনকে দিন উন্নতি করছি।  
      ... গ্রাম্য, পার্বত্য ভার্জিনিয়ার দিকে অনাবাসী কেউ যদি আজ ভাটিয়ালি পড়েন, ...
     
    হেহে, সেদিন একজন কবিকে তাঁর কবিতায় একটা শব্দ ভুল হয়েছে বলেছিলাম, তবে উনি রাগ করেননি। সংশোধনও করেননি, তবে সে কিছু না।
    আর সেদিন একজনের সঙ্গে আলাপ হল উনি নিয়মিত গুরু পড়েন।
     
    তবে অনাবাসীদের আলাদা করে বলে আর কী হবে, মূলনিবাসীদের মধ্যেও আর আমার মত খাঁটি হীরের টুকরো সত্যবাদী সরল সাঁতারু কটা পাবেন বলুন দেখি? চতুরিদিকেই কুচুটে লোকে ভর্তিঃ)
  • যদুবাবু | ২৬ অক্টোবর ২০২৫ ২৩:১১542895
  • চ্যাটার্জী লিখছে যখন, চ্যাটার্জীই পড়ুক, ভুল ধরুক, প্রশংসা কিংবা দূরছাই করুক। তবে, চ্যাটার্জী আর দীপদীপদীপের একটা ভার্চুয়াল সম্মুখ সমর হলে বেশ জমে যাবে। আমার কিন্তু ধারণা রেকারিং দীপদীপদীপের সঙ্গে কোনো ললম-ই ঠিক এঁটে উঠতে পারবে না। 
  • &/ | 107.77.***.*** | ২৬ অক্টোবর ২০২৫ ২২:৪৬542894
  • চ্যাটার্জী  দিয়ে  প্রবন্ধ  লিখিয়ে  টই  তে  তুলছে , একেবারে  রেফা  টেফা  সমেত 
  • &/ | 107.77.***.*** | ২৬ অক্টোবর ২০২৫ ২২:৪৩542893
  • কোথায়  আছেন  এখন ? ফিন  না  ইন ?
  • Ranjan Roy | ২৬ অক্টোবর ২০২৫ ২২:৩৮542892
  • অরিনদা,
    আপনার রেকো করা দুটো বই ডাউনলোড করেছি। নভেম্বরের গোড়ায় পড়ব। 
    মাত্র হীরেনদার "ফ্রয়েডের চোখে মোজেস" পড়ে বেশ বার খেয়ে আছি। হেব্বি হয়েছে। 
     
    এরপর অনুষ্টুপের "অমর্ত্য সেন বিশেষ সংখ্যা ধরেছি। বেশ কিছু কাজের এবং চমৎকার প্রবন্ধ আছে। সাতদিন লাগবে।
    তারপর আপনার রেকো করা বই দুটো। 
    কী আনন্দে যে দিন কাটছে! 
    রিটায়ারের পর এত সুখ কপালে ছিল!
     
    বোধহয় ঈশ্বর আছেন, তিনি নাস্তিকদের বিশেষ কৃপার চোখে দেখেন।
  • যদুবাবু | ২৬ অক্টোবর ২০২৫ ২২:১৫542891
  • @অরিনদা, আমি এমনিও আজকাল দেখি দীর্ঘ গান, বাজনা, ভাষণ, ক্লাস, অথবা ব্রততীয়েস্ক আবৃত্তি শুনলেই মিনিট দুয়েক পরে জ়োন আউট করে এটাসেটা হাবিজাবি প্রবলেম ভাবি, কাজেই নির্বিবাদী শ্রোতা হিসেবে দিনকে দিন উন্নতি করছি। 
     
    (অর্থাৎ, গ্রাম্য, পার্বত্য ভার্জিনিয়ার দিকে অনাবাসী কেউ যদি আজ ভাটিয়ালি পড়েন, তাহলে তাঁকে এই মর্মে জানিয়ে রাখি, আমার আগের সব লঘুতা ইগনোর করুন, ভালো বিরিয়ানি ও রাবড়ির জন্য আমি যে কোনো সান্ধ্য মাহফিলে বিনম্র পাপোষ হতে রাজি।) 
  • kk | 2607:fb91:4c21:664d:b539:75bb:5e2:***:*** | ২৬ অক্টোবর ২০২৫ ২২:১৫542890
  • মানালির ১১ঃ১৬'র পোস্টটা আমার খুব ভালো লাগলো। এরকম স্বীকারোক্তির মধ্যে একটা সততা থাকে যা সবার মধ্যে সহজে দেখা যায়না।
  • যদুবাবু | ২৬ অক্টোবর ২০২৫ ২২:০০542889
  • ~, আমি পার্ডুতে পিএইচডি করেছি, আই-ইউ ব্লুমিংটন নয়। এক-ই স্টেট, তবে অন্য ইউনি। তবে সে যাই হোক, বইটা যদি কোনোভাবে কিনে ফেলতে পারি, আমি ডিসেম্বরে কলকাতায় আসার সময় সঙ্গে নিয়ে আসবো। খুঁজে দেখি। লাইব্রেরি ছাড়া কোথাও না কোথাও পাওয়া যাবে আশা করি। লেখকদ্বয় দুজনেই দেখলাম প্রয়াত। তাদের খুঁচিয়ে লোকেট করার আশাও ক্ষীণ। 
  • ~ | 103.27.***.*** | ২৬ অক্টোবর ২০২৫ ২০:৪৭542888
  • যদুবাবুর গ্র্যাজুয়েট স্টুডেন্টাবস্থার স্থান ইন্ডিয়ানা শুনে, 
    এইটে কোনোভাবে যোগাড় করে দেওয়া যাবে? সফট বা হার্ড? হার্ড হলে কেনা থেকে কলকাতা অবধি ইন্ডিয়াপোস্টে আনার খরচ আমার।
     
    I, Hoca Nasreddin, Never Shall I Die : A Thematic Analysis of Hoca Stories (Indiana University Turkish Studies Series) Volume 18 of Indiana University Turkish studies, Bloomington, Paperback – January 1, 1998, 165 pages, İlhan Başgöz, Pertev Nailı̂ Boratav , ISBN: 1878318152, 9781878318152
  • ss | 2405:201:8009:817a:c854:dff:eb55:***:*** | ২৬ অক্টোবর ২০২৫ ১৬:২৩542887
  • এহে রবি ঠাকুর প্রসঙ্গে শিবরামের সেই অমোঘ উক্তিটি এখনো আসেনি - রবি ঠাকুরের গান হল মশারির মতন, সবদিকেই খাটানো যায় 
  • . | ২৬ অক্টোবর ২০২৫ ১২:৪৯542886
  • আমি এখানে মোট তিনজন অনাবাসীর সঙ্গে মিশি। বাঘু (যে আমার সঙ্গেই থাকে), আমার মে (অন‍্য শহরে থাকে) এবং মিস্টার গোল্ডিজি।
    তো গোল্ডিজিকে কাল সন্ধ্যায় নেমন্ত করা হয়েছে। আমিই রাঁধব এবং গিনিপিগ হবে বাঘু ও গোল্ডিজি।
    মেনুতে অলিভিয়ে সালাদ (যেটার অখাদ‍্য ভার্শানকে রাশিয়ান সালাদ নামে প্রচলিত) এবং কিয়েফ কাটলেট (এটাকে "চিকেন আ লা কিয়েভ" বলে থাকে অনেকে)।
    গেট টুগেদারে প্রচুর বাটি বাওয়াল হবে, কেন না গোল্ডিজি এলেই একটু পরে আড্ডা জিনিসটা বাওয়াল মোডে চলে যায়।
  • lcm | ২৬ অক্টোবর ২০২৫ ১১:৩৩542885
  • এক বন্ধু বলেছিল অনাবাসী গ্যাদারিং এড়িয়ে চলে কারণ -- জেনারেলি সেখানে হোস্টরা নাকি নিম্নমানের বিরিয়ানি দেন, সঙ্গে রায়তা-র বদলে স্বকন্ঠে বেসুরো সংগীত পরিবেশন করেন যাতে কারাওকে ট্র্যাক ও নাকি বেসুরো ...
  • Manali Moulik | ২৬ অক্টোবর ২০২৫ ১১:১৭542884
  • *পড়েছিলাম।
  • Manali Moulik | ২৬ অক্টোবর ২০২৫ ১১:১৬542883
  • @যদুবাবু দারুণ !  দারুণ!
     
    এরকম রুচি, দর্শন ও ধারণা প্রত‍্যেকেরই পৃথক পৃথক হতে পারে। যাইহোক, যেটা স্বীকার না করে পারছি না আমার স্কুলজীবনে যেসব ধারণা ছিলো তার অনেকটাই আজকাল পরিবর্তিত হচ্ছে।  সেজন‍্য সময়ের কাছে কৃতজ্ঞ। মনে হয় আমি একটা 'কালচারাল স্টিরিয়োটাইপ' -এর মধ‍্যে আটকে পড়েছিল, এখনো আছি। সেটা অনভিজ্ঞতার কারণে বা জন্মাবধি কলকাতা oriented থাকার কারণেও হতে পারে।
  • অরিন | 119.224.***.*** | ২৬ অক্টোবর ২০২৫ ১০:৪৩542882
  • যদুবাবু, "তবে হ্যাঁ, বিশাল মিস-ও করি এমন কিছু না। আমি অবশ্য যথাসাধ্য অনাবাসী ভারতীয় ক্লিক থেকে একটু নিরাপদ দূরত্বে থাকি আজকাল। তাতে কিছু দারুণ লোকের সঙ্গ পাই না এও ঠিক, কিন্তু মোটের উপর খুব একটা ক্ষয় নেই"
    "মোটের উপর ক্ষয় নেই" কি মশাই। 
    আপনার বিনয় ও নম্রতা বলিহারি যাই। অনাবাসী ভারতীয়/বাঙালী বিশেষ করে হুজুগেদের একেবারেই যে এককালে পাত্তা দিতেন জেনে অবাক হলাম। আমার অভিজ্ঞতায় এরা একেকজন মার্কামারা আত্মসর্বস্ব হামবাগ। 
  • kk | 2607:fb91:4c21:664d:15a4:b710:92c3:***:*** | ২৬ অক্টোবর ২০২৫ ১০:১১542881
  • হ্যাঁ, মক্ষিকা চক্রের গল্প গুলো দারুণ :-). আমি সভয়ে এঁদের এড়িয়ে চলি!
  • রমিত চট্টোপাধ্যায় | ২৬ অক্টোবর ২০২৫ ০৯:৩১542880
  • যদুবাবুর গপ্পটা ফাস্টো কেলাস ছিল। একটা বাটি  নিয়ে কি একটা ঢালছিলাম তাতে, খালি মনে হচ্ছে এইবার একটা বাওয়াল হবে।
  • &/ | 107.77.***.*** | ২৬ অক্টোবর ২০২৫ ০৮:৩৪542879
  • চণ্ডাল আর চন্ডাল এর তফাৎ ধরতে পারতাম না। গ্রূপে কয়েকজন গুণী কয়ে দিলেন কুন্তলা আর কুণ্ডল পরপর বলার চেষ্টা করতে :)
  • যদুবাবু | ২৬ অক্টোবর ২০২৫ ০৭:৪১542878
  • @অরিনদা, না না দুর্ভাগ্যই। আষাঢ়ে গল্পে কী আর লুচি আলুরদম পান্তুয়া ইত্যাদির টেস পাওয়া যায়?  
     
    তবে হ্যাঁ, বিশাল মিস-ও করি এমন কিছু না। আমি অবশ্য যথাসাধ্য অনাবাসী ভারতীয় ক্লিক থেকে একটু নিরাপদ দূরত্বে থাকি আজকাল। তাতে কিছু দারুণ লোকের সঙ্গ পাই না এও ঠিক, কিন্তু মোটের উপর খুব একটা ক্ষয় নেই। ছাত্র, কোলিগ, কোলাবরেটর, গুরুর বন্ধুরা, স্কুল-কলেজ, পাড়া  - ভাগ্যের কথা, বন্ধু কম নাই। 

    @অ্যাণ্ডর - আমি একটুআধটু অতিরঞ্জন করি না গল্পের খাতিরে এমন না, তবে এই গপ্পোটা নিয্যস সত্যি। 
  • &/ | 107.77.***.*** | ২৬ অক্টোবর ২০২৫ ০৭:৩৩542877
  • 'যে যার বাওয়াল নিয়ে এগিয়ে আসুন' শুনতে না পাওয়া খানিকটা দুর্ভাগ্যও। এত মজা সোজা কথা না :)
  • অরিন | 122.56.***.*** | ২৬ অক্টোবর ২০২৫ ০৭:০৮542876
  • যদুবাবু, "দুর্ভাগ্যের ব্যাপার যে আর ডাক পাইনা"
    গল্প যা বললেন পড়ে মনে হল ডাক না পাওয়া সৌভাগ‍্যের ব্যাপার । 
  • &/ | 107.77.***.*** | ২৬ অক্টোবর ২০২৫ ০৬:৪৩542875
  • সামাজিকতা  খুবই  দরকারি  ব্যাপার ঠিকই 
  • র২হ | 2607:fb90:e3bc:6178:bc3e:982a:ab3f:***:*** | ২৬ অক্টোবর ২০২৫ ০৬:০৪542874
    • Ekak | ২৬ অক্টোবর ২০২৫ ০২:৪২
    • তুমি এই মক্ষিকাচক্র গুলো এটেন্ড করো নিয়মিত 
     
    হ‍্যাঁ, সামাজিক হবো মনস্থ করেছি, কদ্দিন চলে দেখি :D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত