এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 208.127.***.*** | ২৫ অক্টোবর ২০২৫ ০০:১৬542813
  • মাইন কামফ পড়ে লোকে উদ্বুদ্ধ হয়েছে তো। পালে পালে লোক হয়েছে। এখনও হয়, পূবে পশ্চিমে।

    সেদিন কী একটা সিনেমা দেখছিলাম, ঐ ভয়ানক মারদাঙ্গা রক্তপাতের হলিউড সিনেমা। তো হিরৈন একটা লোককে পেড়ে ফেলেছে, লোকটা কেঁদেকেটে একশা, বলছে আর কক্ষনো করবো না, এইবারটি মাপ চাই, ঘরে আমার ছোট একটা ছেলে আছে, এই সেই। হিরৈন বন্দুক সরিয়ে বলেছে আহা গো, কী নাম রেখেছো তোমার ছেলের?
    লোকটা বলেছে অ্যাডলফ।
    আর হিরৈন গদাম করে তার মাথা উড়িয়ে দিয়েছে।
  • &/ | 151.14.***.*** | ২৫ অক্টোবর ২০২৫ ০০:১১542812
  • 'প্রথম প্রতিশ্রুতি' আর 'সুবর্ণলতা' একেবারে সেই অবস্থানে দাঁড়িয়ে সেখান থেকে লেখা বলেই মনে হয় এত চমৎকার। দূর থেকে দেখা জিনিস নয়, দাস বা ভৃত্যের দুর্দশায় করুণা দেখানো নয়, একেবারে লেখকের নিজের পালকে লেগে থাকা রক্ত-অশ্রু-ঘাম এর গল্প।
  • &/ | 151.14.***.*** | ২৫ অক্টোবর ২০২৫ ০০:০৬542811
  • হ্যাঁ, 'প্রথম প্রতিশ্রুতি' আর 'সুবর্ণলতা' অনন্যসাধারণ। 'বকুলকথা' যেন ততটা নয়।
  • Manali Moulik | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:৫৪542810
  • দরিদ্র বা বঞ্চিতদের নিয়ে যেসব কথাসাহিত্যিকরা লিখেছেন, কার্যত তাঁদের অনেকেই উচ্চবিত্ত জীবনে বেঁচেছেন। কিন্তু তাঁদের রচনাশৈলী দেখে কোথাও মনে হয়নি যে নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে লিখছেন। তারাশঙ্কর বন্দ‍্যোপাধ‍্যায়ের 'না' 
    গল্পটি পড়ে যেমন অভিভূত হতে হয়, এটা কিন্তু সমাজ-রাজনৈতিক সবকিছুর বাইরে দুটি পরিবারের বিয়ের সম্পর্ক ও একটি খুন নিয়ে লেখা। বললে ন‍্যাকামি ভাববে লোকে, খুব যে বুঝেছি এমন নয় কিন্তু কয়েকঘন্টা নির্বাক হয়ে ভাবতে হয় এটা পড়ার পর। কী ক্ষুদ্র নাম  'না'! আর কী অনন‍্য ব‍্যঞ্জনা। 
    সমাজ ও সাহিত‍্যের ঠাসবুনোনের কথায় বলবো 'প্রথম প্রতিশ্রুতি' র কথা। সুবর্ণলতা ও বকুলকথা দুটোই অনন‍্যসাধারণ কিন্তু প্রথম প্রতিশ্রুতি আমার সেরার সেরা লাগে। কারণ বৃহত্তর গ্রামসমাজ ও কাঠামো থেকে প্রথম নবজাগরণ কীভাবে আসছে, কলকাতার দিকে বিদ‍্যা ও বিত্তগুণে মানুষের টান, এমনকী খাদ‍্যাভাসের পরিবর্তন পর্যন্ত নিঁখুত বুননে দেখানো। একদম 'Formation stage' এর রচনা।
    ফিকশন একটা পড়েছিলাম, নন-ফিকশনের উপর কল্পনা চাপিয়ে যেটা জার্মানিতে নাৎসি শাসন আসার পর সাহিত‍্যিক-সাংবাদিকদের অবস্থা নিয়ে লিখিত। হাইনাৎস লাইপম‍্যানের রচনা  'অগ্নিগর্ভ'  অনুবাদ অশোক গুহ। এটাও ইতিহাস ও সাহিত‍্যের টানাপোড়েন।
  • aranya | 98.8.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:৫৪542809
  • 'ধরো পরাধীন দেশের লোক ভাবলেন লিখে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করা আমার দায়, বা দলিত লেখক ভাবলেন অসাম্যের বিরুদ্ধে লেখা আমার দায়'
    - ঠিকই।  
    মহাশ্বেতা, নবারুণ - এদের লেখা পড়েও মনে হয়, একটা দায় বোধ কাজ করেছে। 
     
    অন্যদিকে ধর, বুগু, সো কলড বাজারী লেখক, ব্যক্তিগত আলাপচারিতায় বলেছিলেন, উনি খুবই চাইতেন ওনার লেখা পড়ে কম বয়সী ছেলেমেয়েরা যেন অরণ্য, প্রকৃতির প্রেমে পড়ে।  কিছুটা সফল ও হয়েছিল সেই উদ্দেশ্য 
     
     
     
     
  • অরিন | 119.224.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:৪৩542808
  • রঞ্জনবাবু, "কিন্তু যেখানে লেখক নিজে भुक्तभोगी?
    নিজের angst? যেখানে জ্ঞান দিচ্ছেন না,  sermon না দিয়ে পাঠক কে অংশীদার করার চেষ্টা করছেন?"
     
    আমার পড়া এর অসাধারণ উদাহরণ পল কলানিথির লেখা "When Breath Becomes Air"। পল কলানিথি একজন আমেরিকান নিউরোসার্জন, ভদ্রলোকের ক্যান্সার ধরা পড়ে, জীবনের শেষদিনগুলোর অনবদ‍্য কাহিনি লিপিবদ্ধ করে গেছেন। আপনারা পড়েছেন নিশ্চয়ই, না পড়ে থাকলে এইবেলা পড়ে ফেলুন। 
    আরো একটি "লেখক নিজে যেখানে ভুক্তভোগী"র সাম্প্রতিকতম উদাহরণ Virginia Giuffre'র লেখা Nobody's Girl । সে বই আমি পড়িনি তবে আপনাদের কথা অন‍্য রকম। 
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:৩৮542807
  • হ্যাঁ কেকে, সত্যি সত্যি যাঁরা অনুভব করেন তারা ওরকম 'ঢেঁকি ঢেঁকি ঢেঁকি সতীন মরে নীচে আমি উপর থেকে দেখি' ধরনের লেখা লিখবেন না তো। অভাগীর অবস্থানে নেমে সেইখান থেকে লেখা তো নয়, অভাগীর জন্য আহা আহা করে গড়াগড়ি দিয়ে গপ্পো ফাঁদিয়ে বেচলুম, সেইরকম। কায়দা করে অভাগীরই উপরে দায়টিও গেল, আবাগীরা খেতে পায় না, তাও দ্যাখো বে থা করে চাট্টি কাঙালি পয়দা করে--এ জিনিসও তো পাঠক ভাবে। বলতে গেলে টার্গেট পাঠকও তো অভাগীরা নয়, খাতেপিতেরাই গপ্পোগুলো পড়ে।
  • | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:৩৪542806
  • টানা আর পোড়েন হয় তো। আড়াআড়ি সুতোর বোনা বা   weft কে অনেক জায়গাতেই পোড়েন বলে। 
  • kk | 2607:fb91:4c21:664d:85d4:5f57:3e4e:***:*** | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:৩১542805
  • অ্যান্ডর,
    তোমার ২৩ঃ০৭ এর পোস্ট পড়ে মনে হলো যে ঐ নিজে কষ্ট না পেয়ে অন্য কারুর কষ্ট নিয়ে লেখাটা খুব একটা তোমার পছন্দসই নয়। তো মনে করো একজন লেখকের সেন্সিটিভিটি, অনুভব করার ক্ষমতা, এম্প্যাথি এগুলো খুব বেশি। তিনি নিজে যে অব্স্থাতেই থাকুন না কেন, চারপাশে যা দেখছেন, অন্যদের অবস্থা ইত্যাদি, এগুলো তিনি অনুভব করতে পারবেন না সেটা তো নাও হতে পারে। সিদ্ধার্থ নিজে রাজপুত্র ছিলেন, কিন্তু অন্যদের কষ্ট তিনি অনুভব করতে পারেননি, শুধু আন্দাজ করেছিলেন এমন তো মনে হয়না। তো এই জিনিষটা গ্রহণযোগ্য নয় কেন?
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:৩০542804
  • সত্যি কথা বলতে কী, কোনো লেখকই কি নিজের সম্পূর্ণ বাইরে গিয়ে লিখতে পারেন? লেখক নিজের কাহিনিটাই বলেন, সমস্ত গল্পে, উপন্যাসে, অন্যান্য সব লেখাতেও নিজের কাহিনিটাই একটু একটু রয়ে যায়। নিজের স্মৃতি, নিজের জীবনসংগ্রাম, নিজের ভালোবাসা রাগ তৃষ্ণা বিতৃষ্ণা, এইসবই রয়ে যায়।
  • | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:২৭542803
  • মানালি, হ্যাঁ জার্মেন গ্রিয়ার।
  • . | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:২৭542802
  • পড়েন বলে কিছু হয় না সুতোর ক্ষেত্রে। টানা এবং বানা।
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:২৫542801
  • ফিকশন সবসময় শুধু ফিকশন হয় না। 'পথের পাঁচালি' কেস দাঁড়িয়ে যায় কোনো কোনোটা, আবার কোনোটা 'নীলকন্ঠ পাখির খোঁজে', কোনোটা 'সুবর্ণলতা', কোনোটা 'ঈশ্বর পৃথিবী ভালোবাসা'। গল্প আর বাস্তব টানা আর পড়েনের সুতোর মতন ওতপ্রোত মিশে আছে।
  • Ranjan Roy | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:২৩542800
  • Hitler একটি শুয়োরের ইয়ে l
    কিন্তু ওই মাপকাঠিতে লেখাটা একটি political manifesto মাত্র l
    আমরা ক্রিয়েটিভ writing  এবং ফিকশন এর কথা বলছি l
  • পাপাঙ্গুল | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:২১542799
  • সে তো অরিন্দম চ্যাটার্জির ভাইকে নিয়ে ছবি করা লোকও বলবেন আমি দর্শককে অংশীদার করার চেষ্টা করছি 
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:২১542798
  • খুব কট্টর বাম ও খুব কট্টর ডান উভয়েই নিজের নিজের দিক থেকে লড়াই দেখিয়ে বই লিখলে তখন পাঠক ....
  • Ranjan Roy | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:১৯542797
  • জানি তো l
    আমি খালি আগুন উস্কে দিলাম l
     
    ওখানে অনেক ফালতু  ইয়ে করেছি l
    এক লাইনে বলা যেত---- একটা গল্পে কারণ অনুসন্ধান  অমুক তমুক,  এত আশা করা অনেক  বেশি l আর আমি হরিদাস  পাল,  আমার ক্ষমতায় হবে না l
  • পাপাঙ্গুল | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:১৮542796
  • সাহিত্য বলতে আমি শুধুই ফিকশন বোঝাতে চেয়েছি 
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:১৭542795
  • নিজের অ্যাংস্ট থেকে লিখলেও পাঠক অংশীদার নাও হতে পারে। মাইন কাম্ফও তো নিজের লড়াই দেখিয়েই লেখা।
  • Ranjan Roy | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:১৪542794
  • কিন্তু যেখানে লেখক নিজে भुक्तभोगी?
    নিজের angst? যেখানে জ্ঞান দিচ্ছেন না,  sermon না দিয়ে পাঠক কে অংশীদার করার চেষ্টা করছেন?
     
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:১১542793
  • আরে রঞ্জনদা, আপনার সেই হিটলারী কারবারের ব্যাপার থেকেই এই আলোচনার সূত্রপাত! ঃ-) লিখে কদ্দূর কী হয় বা হয় না।
  • Ranjan Roy | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:০৯542792
  • দারুণ আলোচনা,  একদম জমে खीर l
    এইজন্য গুরু তে আসা l
    একক এর শেষ কমেন্ট আলোচনায় অন্য মাত্রা  যোগ করল l
    जियो काका!!
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:০৭542791
  • অনেক লেখকই ওইরকম 'আমি ভালোই আছি, তোমাদের ক্লেশ দেখিয়া বড়ই কাতর' ধরনের লেখাই লিখে গেছেন জীবনভর, লোকে খেয়েওছে। নিজে যেখানে যান সবাই আহা, বামুন ঠাকুর আসুন আসুন করে, আর তিনি 'দীন অভাজন অভাগা অভাগী'দের দুঃখে গড়াগড়ি দিয়ে উঠে গপ্পো ফাঁদেন।
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২৩:০২542790
  • পোস্ট ট্রুথের জমানায় এত ভূতপ্রেততন্ত্রমন্ত্র যে কেন কেজানে! এদিকে সাম্প্রদায়িকতা তো ওদিকে দক্ষিণপন্থা, এদিকে কামড়াকামড়ি তো ওদিকে মারামারি, এদিকে জেন জি তো ওদিকে মহাজনী কারবার, এদিকে কুমীর তো ওদিকে বাঘ। পদে পদে বিপদ!!!
  • r2h | 208.127.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২২:৪৬542789
    • Ekak | ২৪ অক্টোবর ২০২৫ ২২:৪১
    • ...প্রভাবিত করেনা আর প্রভাবিত করার উদ্দেশ্যে লিখিত হয়না এদুটো আলাদা ব্যাপার।  ...
      ...
      আমরা এখানে যা যা উদাহরণ টানছি,  তার দেশ কাল খ্যাল রাখা নিতান্ত জরুরি।  দাঁড়িয়ে আচি পোস্ট ট্রুথের জমানায় আর উদাহরণ সাতবাসী মরডানিস্ট কন্টেন্ট, এ হলে আলোচনার মানে কী।
     
    হ্যাঁ হ্যাঁ, তা একদম।

    আমি মোটামুটি ঐতিহাসিক কন্টেকস্টই ভাবছিলাম। এখন, বা ভবিষ্যতে কী হবে - সেই ভাবনা একবারেই মাথায় দেয় না -কগনিটিভ রেসপন্স, এবিলিটি - এসবের বিপুল পরিবর্তন, আগামে কয়েক দশকে সব হিসেব উল্টে পাল্টে যাবে বলে মনে হয়।
  • Ekak | ২৪ অক্টোবর ২০২৫ ২২:৪১542788
  • @ হুতো 
     
    প্রভাবিত করেনা আর প্রভাবিত করার উদ্দেশ্যে লিখিত হয়না এদুটো আলাদা ব্যাপার।  
     
    এক্সপেক্টেশন এবং ফলাফল ম্যাচ করেচে আর অবধি পৃথিবীর দুটি মাত্ত বই এর ক্ষেত্তে। 
     
    ১) বাইবেল 
    ২) কমিউনিস্ট ম্যানিফেস্টো 
     
    দুটোই এব্রাহামিক ড্রিম প্রোজেক্ট যা একটা দেশ কালের ক্ষেত্রে এপ্লিকেবল।  তার বাইরে নয়। 
     
    আমরা এখানে যা যা উদাহরণ টানছি,  তার দেশ কাল খ্যাল রাখা নিতান্ত জরুরি।  দাঁড়িয়ে আচি পোস্ট ট্রুথের জমানায় আর উদাহরণ সাতবাসী মরডানিস্ট কন্টেন্ট, এ হলে আলোচনার মানে কী। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২২:২৪542787
  • @২২অক্টোবর ২০২৫ ,২৩.৫০ ,গুরুচণ্ডালী
    আজকে সম্ভবত কলেজস্ট্রিটে গুরুচণ্ডালীর দোকান খোলা ছিল না ।
    সাইটে যে নম্বরটা দেওয়া আছে ,ওতে হোয়াটসআপ করলে আর অনলাইন পেমেন্ট করলে বই বাড়িতে পাওয়া যায়? 
  • dc | 2402:e280:2141:1e8:c038:c4ce:d5c0:***:*** | ২৪ অক্টোবর ২০২৫ ২২:০৫542786
  • আচ্ছা একটা গান শুনুন :-)
     
  • r2h | 208.127.***.*** | ২৪ অক্টোবর ২০২৫ ২১:৫৫542785
  • হুঁ...
    কী জানি, হতেও পারে হয়তো।
    এমনিতে আমরা অতীত নিয়ে কিছুটা রোমান্টিসাইজ করি; আবার কম বয়সে অনেক কলুষ স্পর্শ করে না বা চোখে ধরা পড়ে না, যত বয়স বাড়ে তত আশেপাশে বাজে লোক ভিড় করেঃ)

    বাংলায় খোলাখুলি সাম্প্রদায়িকতা নর্মালাইজ হয়েছে আগের থেকে বেশি, সেইটা অবশ্য আমিও মনে করি।

    আবার গোষ্ঠীবদ্ধতা ও ব্যক্তিস্বাতন্ত্রের মধ্যে একটা বিরোধ বোধয় আমাদের দেশে গত কয়েক দশকে পাকিয়ে উঠেছে। তার থেকে ব্যক্তিতে কামড়াকামড়ি ব্যাপার কিছু হতেও পারে, কে জানে।
  • Manali Moulik | ২৪ অক্টোবর ২০২৫ ২১:৪৪542784
  • @r2h না সেরকম শান্তিপ্রিয় সমাজ কোনোকালে কোনোদেশেই ছিলো না। তবে ক্ষুদ্র গন্ডিটুকুতে বলতে পারি, আমার পাড়ার কথাই ধরি যদি। প্রতিসন্ধ‍্যায় পাঁচবছর আগেও যেসব টিনএজারগণ পড়তে যেতো (ম‍্যায় ভি ) এতোটা আচরণগত প্রভেদ চোখে পড়তো না। আঞ্চলিক দলাদলি, গোষ্ঠী নিয়ে ফিসফাস এসব ছিলো না। আপনি যে উদাহরণগুলি দিলেন সেগুলি রাষ্ট্রীয় ও সামাজিক সহিংসতার ক্ষেত্রে নিদারুণ সত‍্য। কিন্তু ওই যে বললাম, State of nature এর মতো ব‍্যক্তিতে ব‍্যক্তিতে কামড়াকামড়ি সামান‍্য হলেও বেড়েছে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত