এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৮:০০542228
  • আরে ভূতের গল্প তো বর্ষার সন্ধেতে চপমুড়ি খেতে খেতে শুনতে হয়! ঃ-)
  • r2h | 208.127.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৫৯542227
  • বিদুর আর কী, ওতে সব কালোপানা অনার্যদের চক্রান্ত।

    বিটিডব্লিউ কর্পো সাহিত্যটা কী জিনিস? অকর্পো সাহিত্য কোনগুলি? বড় হাউসের সাহিত্য? তাহলে আবাপ কি, কর্পো না অকর্পো?
  • ইত্যাদি | 42.108.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৫৯542226
    • <> | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ০৮ অক্টোবর ২০২৫ ০০:৩২542188
    • সাহিত্য মানে কী ? শুধু গল্প- কবিতা ? 
    "শুধু এপারের হিসেব। নিশ্চয় কিছু বাদ গেল। তাও ননফিকশন বাদে।"
     
    • r2h | 165.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৬:৪৬542213
    •  সন্মাত্রানন্দ কাল্ট হবেন পড়ে থমকালাম।
    আমি এখনও পড়িনি, কিন্তু ট্রেন্ড আর ফ্যান ফলোয়ারদের রকম দেখে মনে হচ্ছে। 
     
    দেবারতি ইত্যাদিরা বিমল মিত্তির গজু মিত্তির আশুতোষ মুখো শক্তিপদ লেভেলে যেতে পারেন ম্যাক্স, সুনীল শীর্ষেন্দু সমরেশ মজু বুদ্ধ গুহের মতোই, ঘাট পেরোলে ষাট বছর পর আর বই ছাপার লোক পাওয়া যাবে না নিজের প্রকাশনা বংশধরদের হাতে না দিয়ে গেলে।
     
    খুবই অসম্মানজনক উক্তি হল যদিও, লিখে অবধি একটু ডাউন রয়েছি, তবে না লিখেও পারলাম না।
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৫৭542225
  • 'মহাভারতের মহারণ্যে' তে তো বিদুরকে স্রেফ ভিলেন বানিয়ে দিয়ে সেইভাবে সব ব্যাখ্যা টেনে নেওয়া হয়েছে। দুর্যোধনকে হিরো করার জন্য বিদুরকে ভিলেন। কোথায় গ্রে এরিয়া? এও তো সাদা কালো করে দিয়েছে।
  • dc | 2402:e280:2141:1e8:1ca3:3b4b:5d7e:***:*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৫৪542224
  • আরেকজনের নাম মনে পড়লো, মারিয়ানা এনরিকে। ওনার একটা গল্প পড়েছি, আওয়ার শেয়ার অফ দ্য নাইট। তবে এটা পড়তে অনেকটা সময় লেগেছিল কারন ভুতের গল্প, কাজেই শুধু দিনের বেলায় পড়তে হয়েছে। সন্ধে নামার পর আমি ভুতের গল্প পড়িনা আর ভুতের সিনেমাও দেখিনা। 
  • r2h | 208.127.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৫৩542223
    • &/ | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৩৮
    • ...আরণ্যক, পদ্মানদীর মাঝি, ধাত্রীদেবতা এই লেভেলের লেখাগুলোর জন্য কী হিসেব ছিল? 
     
    কী হিসেব ছিল? আমি তো জানি না। এমন কোন হিসেব ছিল? যে ঐগুলি একটা নির্দিষ্ট উচ্চতার? সাহিত্যকীর্তির উচ্চতা মাপার কোন স্কেল আছে, তাই তো আমি জানি না!

    এই যেমন কালো বরফ। আমি মনে করি অবশ্য অবশ্য অবশ্যপাঠ্য। এবার কালো বরফ আর ধাত্রীদেবতা এক স্তরের কিনা, এক রকম গুরুত্বের কিনা, কোন পাঠ কী চান -সেসব আমি জানি না। পবর পাঠক চাচা খালা ফুফু পানি টোকাই ফজর দেখে বিকর্ষিত হন।
    যেমন আজকালকার মহাভারতফিলিয়াকে আমার ঐ বহুনিন্দিত তন্ত্রমন্ত্র থেকে খুব আলাদা অনেক সময়ই মনে হয় না। প্রসঙ্গত প্রতিভা বসুর মহাভারতের মহারণ্যেও আমার বেশ ঢপের, অনেক সময় আপত্তিকরও লাগে। যদিও বইটা ঐ লাইনের পথিকৃৎ বিশেষ, তাতে সন্দেহ নেই।

    তো পাঠকের রুচি বিভিন্ন, হিসেবও আলাদা।
    জনপ্রিয়তা, বিক্রি -সেসবের হিসেব হয় অবশ্যই। তবে ঐ, তাতে সবাই আসবেন।
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৫৩542222
  • এহেহেহে , এইসব কর্পো সাহিত্যেও তো দেখি তন্ত্রমন্ত্র ভূতপ্রেতের ছড়াছড়ি! কী অবস্থা!
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৫১542221
  • তিনটে তিনটে তিনটে করে হাতির শুঁড়ের মত ইন্টিগ্রাল টেনে টেনে ... ঘুমের আগে এমন করতেন আমাদের এক গুরুমশাই।
  • ? | 2001:67c:e60:c0c:192:42:116:***:*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৪৮542220
  • তন্ত্রমন্ত্রভূতপ্রেত মানে ঐ হ্যামলেট, ম্যাকবেথ মালগুলি?
  • dc | 2402:e280:2141:1e8:1ca3:3b4b:5d7e:***:*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৪৭542219
  • রিটার্ন টু দ্য ডার্ক ভ্যালি আমার খুব প্রিয় লেখা, মেয়েকেও পড়িয়েছি। এই প্রসঙ্গে স্টিগ লার্সন এর মিলেনিয়াম ট্রিলজির কথাও মনে এলো, কারন ডার্ক ভ্যালির ম্যানুয়েলা আর স্টিগ এর লিসবেথ এর বেশ কিছু সিমিলারিটি আছে, যদিও দুজন দুটো আলাদা জঁরা। তাছাড়া দুটো নভেলের লেখার স্টাইল (ডার্ক নয়ের), ফিলোজফিকাল স্ট্যান্স ইত্যাদিতেও কিছু মিল আছে। 
  • যদুবাবু | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৪৩542218
  • ওপার বাঙলার দুজন প্রিয় লেখকের নাম দ'দি করেই দিয়েছে। "কালো বরফ" (মাহমুদুল হক) আর "জীবন ও রাজনৈতিক বাস্তবতা" (শহিদুল জহির) - এ যে কত লোককে রেকো করেছি। 
     
    আর হিকিদা - আমাকে যদি নির্জন দ্বীপে বন্দী করে রাখা হয় যেখানে ফোন নেই, বই নেই, ওয়াইফাই নেই, কিচ্ছু নেই, শুধু একটি রহস্যজনক বইয়ের তাকে শুধু একপিস হিকিদার বই - তাহলেও আমি সেই বই পড়বো কি না জানি না। 
     
    তবে, এই ধরণের লিস্টগুলোর বার্ষিক গতি আছে।  মাঝেমাঝেই ফিরে আসে। গত দশ/কুড়ি/তিরিশ/পঞ্চাশ বছরের সেরা অমুক বললেই সবাই নিজের প্রিয় অমুকের নাম দিয়ে ভরিয়ে দেবেন। আমাদের ছোটোবেলায় মাঝে মাঝে বিশ্ব একাদশ ক্রিকেটারের নাম বেরুত। তাতে অমুক জায়গা পেয়েছেন কিন্তু তমুক পায়নি বলে সে কী কলহ উরেব্বাস। আমাদের সেকশনে লারা-ভক্ত আর শচীন-ভক্ত দের খুব একটা দ্বৈরথ ছিলো মনে পড়ে। 
     
    তবে, রাজনৈতিক আকচাআকচির থেকে এ ঢের ভালো আলোচনা। মাঝে মাঝে কিছু  লেখকের নাম জানা হয়ে যায়। এরকম লিস্ট থেকেই অজিত রায়ের নাম জেনেছি, অমিয়ভূষণ মজুমদারের নাম শুনেছি, অথবা সৈয়দ ওয়ালিউল্লাহ (এদের মধ্যে প্রথম দুজনের সেরা কাজ সম্ভবতঃ '৭০-এর পরেই, চেক করতে হবে) । আমার নিজের-ও ঐরকম 'মাস্ট রিড' লিস্ট ছিলো, তাতে গুরুর কিছু লেখক-ও ছিলেন বা আছেন। 
     
    মাঝে মাঝে বিভিন্ন নামকরা সাইটে দেখি, "হাণ্ড্রেড বুকস টু রিড বিফোর ইউ ডাই", ঐসব লিস্টের কিছু বই বাকি রেখে দিই। কে জানে পড়া হয়ে গেলে হয়তো যমদূত এসে কলিং বেল বাজাবে। ঐরকম লিস্ট করতে হবে, একটা-দুটো নয়, সোজা ১০০। 

    বাই দি বাই, "কেউ মনে ফুর্তি হলে ক্যালকুলাসের অংক করে" - ক্যালকুলাস না হোক, চোখ বুজে মনে মনে কাল্পনিক চকবোর্ড জুড়ে বর্ষাকালে পিপঁড়ের সারির মত অঙ্কের লাইন এঁকে যাওয়া বেশ একটা কমফর্টিং ব্যাপার। বিশেষ করে ঘুম না এলে। 
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৩৮542217
  • হুতেন্দ্র, বাছাই যাচাই জিনিসটা তো জটিলই। কিন্তু আরণ্যক, পদ্মানদীর মাঝি, ধাত্রীদেবতা এই লেভেলের লেখাগুলোর জন্য কী হিসেব ছিল? সিরিয়াস সাহিত্যবোদ্ধা মহলে জনপ্রিয়তা বা আমপাঠক মহলে জনপ্রিয়তা বা অন্য কোনো নিক্তি ?
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:১২542216
  • আচ্ছা, একটা কাজ করতে পারেন? তন্ত্রমন্ত্রভূতপ্রেত মার্কা লেখাপত্রগুলোর একটা লিস্ট করুন তো! তাহলে একটা জিনিস বোঝা যাবে কী হারে হাবিজাবি বের হচ্ছে। সেই হিসেবে ব্যস্তানুপাতে ভালো লেখাপত্র কমে কমে কী হচ্ছে তারও হদিশ পাওয়া যাবে।
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:০৬542215
  • কিন্তু সত্তর বছরের পুরোনো জিনিস কেন পড়বে? নতুন জিনিস পড়বে। নতুন শিশুসাহিত্য হচ্ছে না কিছু তেমন?
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৭:০৪542214
  • সেইজন্যেই তো লিস্টটা থাকলে একটা বিরাট সুবিধে হয়। লিস্ট থেকে তুলে নিয়ে পড়ে ব্যাপারটা বোঝা যায়।
  • r2h | 165.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৬:৪৬542213
  • হ্যাঁ মানে এ খুবই জটিল হিসেব, আমি পথের পাঁচালি আরণ্যক পড়ে উলুতপ্লুত হই, অনেকে বলেন শীর্ষেন্দু যে দোষে দুষ্ট বিভূতিভূষনও সেই দোষে দুষ্ট। অনেকে ফেলুদা নিয়ে মারমারকাট্কাট, আমি ছোটবেলায় আগ্রহ নিয়ে পড়তাম, বড় হওয়ার পর আগ্রহ চলে গেছে। কেউ মনে ফুর্তি হলে ক্যালকুলাসের অংক করে, আমার মনে হয় কী সর্বনাশ। কেউ কেউ শিশুরা আর শিশুসাহিত্য পড়ে না কেন বলে রাগ করেন, আমি মনে করি শিশুদের সত্তর বছরের পুরনো জিনিস পড়াতে গেলে তারা পড়বেই বা কেন।
    তো ওরকম করে স্তরে স্তরে বই সাজানো মুশকিল। জনপ্রিয়তার হিসেব আসতে পারে, কিন্তু তাতে স্মরণজিৎ দেবারতি স্বপনকুমার সবাই আসবেন। পরবর্তী সাহিত্যের ধারাকে কে কী কারা প্রভাবিত করেছে তার একটা হিসেব হতে পারে, কিন্তু তাতেও দেখা যাবে তারানাথ তান্ত্রিক এগিয়ে।
    তো হাওয়া খুব এলোমেলো আরকি।
     
    • ইত্যাদি | ০৭ অক্টোবর ২০২৫ ২৩:৫৩
    • ...অবশ্যপাঠ্য পাঠবস্তু হিসেবে ...
    লিস্টটা বেশ মনে হল, কিন্তু সন্মাত্রানন্দ কাল্ট হবেন পড়ে থমকালাম।
    (ডিঃ আমি এসব বেশিরভাগই পড়িনি। কিন্তু লিস্টি, মূল্যায়ন এইসব করতে গেলে পড়া জরুরী মনে করি। না হলে আমি চশমা পরা লোক দেখিনি সুতরাং কেউ চশমা পরে না- ওরকম হয়ে যায়।)
  • &/ | 107.77.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৬:৩৫542212
  • পিঞ্চন   পিঞ্চন  পিঞ্চন  ইশ   হি হি 
  • &/ | 107.77.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৬:৩০542211
  • পিঞ্চন  !!!!  কী  সুন্দর  নাম !!!!  জল সিঞ্চন  যেন 
  • lcm | ০৮ অক্টোবর ২০২৫ ০৬:১৭542210
  • এটার খানিকটা হল সেই সিনড্রোম - Rosy Retrspection , অর্থাৎ  - 
    Rosy retrospection is a proposed psychological phenomenon of recalling the past more positively than it was actually experienced. 
     
    আর, কিছুটা হল সব সময় সব জিনিসের গুনগত মান তেমন হয় না, সবকিছু কালজয়ী হয় না, ওঠানামা চলতে থাকে, বিশেষ করে সমাজ যখন দ্রুত বদলাচ্ছে ... 
     
  • curious | 141.95.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৬:১২542209
  • স্কেলটাই আলাদা হয়ে গেছে। এই যে এবছর টমাস পিঞ্চনের নতুন উপন্যাস বেরোবে, এর স্কেল কত বড় বাঙালি লেখকপাঠকদের কোন আন্দাজ আছে? পড়াশোনা আছে তাঁদের পিঞ্চনের গ্র্যাভিটি'জ রেইনবো, উইলিয়াম গাসের টানেল কিংবা ডন ডিলাইলোর হোয়াইট নয়েজ সম্পর্কে?
  • curious | 141.95.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৬:০৭542208
  • অথচ বিশ্বসাহিত্যে এই সময়ে পড়ছি মির্চা কার্টারেস্কুর লেখাগুলো। কার্ল ওভ নসগার্ডের গাবদা বইগুলো বেরোলো। ওদিকে জন ব্যানভিল আর কোলম টবিন তো লিখেই চলেছেন। স্প্যানিশে কাঁপাচ্ছেন রোড্রিগো ফ্রেসান, দি ইনভেন্টেড পার্ট, ২০১৪। কলম্বিয়ার ঔপন্যাসিক সান্তিয়াগো গাম্বোয়ার রিটার্ন টু দা ডার্ক ভ্যালি পড়ে দেখেছেন? বাংলায় এসব মাপের লেখা গত দেড় দশকে কোথায়?
  • . | ০৮ অক্টোবর ২০২৫ ০৫:৫৫542207
  • প‍্যান্টি কি ২০১০ এর আগে না পরে লেখা? 
  • curious | 141.95.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৫:৫২542206
  • ১৯৭০ তো পঞ্চান্ন বছর আগে। ২০১০ এর পরে মনে রাখার মতো কী লেখা হয়েছে বাংলায় বলুন তো।
  • perspective | 108.16.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৫:৩৫542205
  • পোষ্টটা করেই মনে হল LCM ভাবতে পারেন উনাকে বলা হল, আসলে তা নয়। বক্তব্য যিনি ঐ সব বিগত পঞ্চাশ বছরের কালজয়ী সাহিত্য খুঁজছেন তাঁকে। 
    তবে সমরেন্দ্র পান্ডের অডিয়বুক পাওয়া গেলে হয়ত উনার উদ্দেশ্য (মানে আমি যেমন বুঝছি আরকি) সিদ্ধ হতেও পারত - সুনীলের লেখা যদি কালজয়ী কাজ হতে পারে। 
     
    ভুল বুঝবেন না - অত্যন্ত টায়ার্ড থাকলে আমিও সুনীল পড়তে পছন্দ করি, এমন কি শীর্ষেন্দুও - দুর্দান্ত readability 
  • lcm | ০৮ অক্টোবর ২০২৫ ০৫:০৯542204
  • আমি আসলে এই ১৯৭০ ব্যাপারটা বুঝতে পারি নি - এর আগেই বা কী, পরেই বা কী।
    বাংলা লেখালেখি যে বন্ধ হয়ে যায় নি, সেটাই এই লিস্ট দিয়ে বোঝানোর চেষ্টা আর কি ....
    ইন ফ্যাক্ট, ভারতের অন্য ভাষার তুলনায় বাংলায় লেখালেখি চলছে, থেমে নেই ...
  • lcm | ০৮ অক্টোবর ২০২৫ ০৫:০৪542203
  • কালজয়ী লেখক তো আছেন, এই যেমন, সমরেন্দ্রনাথ পান্ডে, কিন্তু তাদের নাম তো নিতে বারণ করেছে অ্যান্ডর।
  • perspective  | 108.16.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৪:৫৫542202
  • কি বলব! এত ​​​​​​​আলোচনা এত ​​​​​​​প্রশ্নের ​​​​​​​পরে এই?! 
     
    আমায় যখন কেউ জিগ্গেস করে, ভগবানে বিশ্বাস করেন? আমি বলি, সেটা আপনার ভগবানের ডেফিনেসানের ওপর নির্ভর করছে! 
    কালজয়ী সাহিত্যের একটা ডেফিনিসান পাওয়া যাবে? উদাহরণ দেবেন না প্লীজ। 
  • lcm | ০৮ অক্টোবর ২০২৫ ০৪:৪৫542201
  • সত্যজিৎ রায়ঃ-
    গ্যাংটকে গন্ডগোল (১৯৭১) সোনার কেল্লা (১৯৭১) বাক্স-রহস্য (১৯৭২) কৈলাসে কেলেংকারী (১৯৭৪) রয়েল বেঙ্গল রহস্য (১৯৭৪) জয়বাবা ফেলুনাথ (১৯৭৫) বোম্বাইয়ের বোম্বেটে (১৯৭৬) যত কান্ড কাঠমান্ডুতে (১৯৮০)
    প্রফেসর শঙ্কুর কাণ্ডকারখানা (১৯৭০), সাবাস প্রোফেসর শঙ্কু (১৯৭৪), মহাসংকটে শঙ্কু (১৯৭৭), স্বয়ং প্রোফেসর শঙ্কু (১৯৮০), শঙ্কু একাই ১০০ (১৯৮৩)
    ** **
    মতি নন্দীঃ-
    কোনি (১৯৬৯) (*লিস্টে আসবে না, এক বছরের জন্য মিস হয়ে গেল), স্ট্রাইকার (১৯৭৮), স্টপার (১৯৭৯), ননীদা নট আউট (১৯৮৮), কলাবতী (১৯৯২)
    ** **
    সুনীল গঙ্গোপাধ্যায়ঃ-
    সেই সময় (১৯৮৩) , অর্ধেক জীবন (২০০২), ভয়ংকর সুন্দর (১৯৭২), সবুজ দ্বীপের রাজা (১৯৭৮), তিন সমুদ্র সাতাশ নদী (১৯৮৫)
    ** **
    সন্দীপন চট্টোপাধ্যায়ঃ-
    এখন আমার কোনো অসুখ নেই (১৯৭৭), আমি ও বনবিহারী (২০০০)
    ** **
    সমরেশ বসুঃ-
    শাম্ব (১৯৭৮), দেখি নাই ফিরে (১৯৮৬)
    ** **
    সমরেশ মজুমদারঃ-
    কালবেলা (১৯৮১)
    ** **
    মহশ্বেতা দেবীঃ-
    হাজার চুরাশির মা (১৯৭৪)
    ** **
    রমাপদ চৌধুরীঃ-
    খারিজ (১৯৭৪), ছাদ (১৯৮৫), বাড়ি বদলে যায় (১৯৮৭)
    ** **
    কমল কুমার মজুমদারঃ-
    নিম অন্নপূর্ণা (১৯৭০)
    ** **
    সঞ্জীব চট্টোপাধ্যায়ঃ-
    লোটাকম্বল (১৯৮৫), গাধা (১৯৮৭)
    ** **
    নারায়ণ সান্যালঃ-
    বিশ্বাসঘাতক (১৯৭৪)
    ** **
    লীলা মজুমদার:-
    খেরোর খাতা (১৯৮১)
    ** ** 
    তপন রায়চৌধুরী :-
    বাঙালনামা (২০০৭)
    ** **
    শিবরাম চক্রবর্তী :-
    এক মেয়ে ব্যোমকেশের কাহিনী (১৯৭৫)
    ** ** 
    প্রতিভা বসু :-
    মহাভারতের মহারণ্যে (১৯৯৭)
    ** ** 
    বুদ্ধদেব গুহ :-
    ঋজুদার সঙ্গে জঙ্গল (১৯৭৩)
    ** ** 
    নবারুণ ভট্টাচার্য :-
    হার্বার্ট (১৯৯২), যুদ্ধ পরিস্থিতি (১৯৯৬)  
    ** ** 
    বাণী বসু :-
    মৈত্রেয় জাতক (১৯৯৭)
    ** ** 
    শীর্ষেন্দু মুখোপাধ্যায় :-
    মনোজদের অদ্ভুত বাড়ি (১৯৭৮), ক্ষয় (১৯৮০), মানব জমিন (১৯৯৮)
    ** ** 
    সুচিত্রা ভট্টাচার্য :-
    কাছের মানুষ (১৯৯৮)
    ** ** 
    রবিশংকর বল :-
    দোজখনামা (২০১০)
  • অরিন | 119.224.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০৩:০৭542200
  • "'সেই সময়' সত্যিই বিরাট উচ্চস্তরের কাজ। 'প্রথম আলো'ও ভালো, কিন্তু 'সেই সময়' এর স্তরের জিনিস বলে মনে হয় নি। 'সেই সময়' যেন একেবারে কালজয়ী সাহিত্যের নিদর্শন"
     
    সহমত। ঐকারণেই ট্রিলজি বলে উল্লেখ করলাম। 
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০১:৫৯542199
  • স্বপনকুমার বা শ্রীপারাবত মার্কা লেখাপত্রের তালিকা করা যে উদ্দেশ্য নয়, সে তো নিশ্চয় জনগণ বুঝছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত