এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০১:৫৬542198
  • আর একটা লেখা দেখি তেমন কেউ উল্লেখ করছেন না। মহাশ্বেতা দেবীর 'হাজার চুরাশির মা'।
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০১:৫৪542197
  • সত্যজিৎ রায়ের অনেক লেখাই তো ১৯৭০ এর পরের। কিন্তু উল্লেখযোগ্য তেমন কিছু আছে কি যা ওই পদ্মা নদীর মাঝি বা আরণ্যক স্তরের?
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০১:৫৩542196
  • 'সেই সময়' সত্যিই বিরাট উচ্চস্তরের কাজ। 'প্রথম আলো'ও ভালো, কিন্তু 'সেই সময়' এর স্তরের জিনিস বলে মনে হয় নি। 'সেই সময়' যেন একেবারে কালজয়ী সাহিত্যের নিদর্শন।
  • অরিন | 119.224.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০১:৪৭542195
  • "আরণ্যক, পদ্মা নদীর মাঝি, ধাত্রীদেবতা স্তরের লেখাপত্র কই? কোথায়?"
    আমার মতে সেই ক্লাসের লেখাপত্র বললে 
    সুনীল গঙ্গোপাধ‍্যায়ের ম‍্যাগনাম ওপাস প্রথম আলো ট্রিলজি (সেই সময়, পূর্ব পশ্চিম, প্রথম আলো)। 
  • &/ | 151.14.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০১:৩৪542194
  • বিগত ৫০ বছরের সাহিত্যকর্মের যা তালিকা আসছে তা দেখে তো ডট ডট ডট ড্যাশ ড্যাশ ড্যাশ অবস্থা। এ তো বড় গুরুচরণ কেস! আরণ্যক, পদ্মা নদীর মাঝি, ধাত্রীদেবতা স্তরের লেখাপত্র কই? কোথায়?
  • &/ | 107.77.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০১:২৯542193
  • 'দেখি  নাই  ফিরে'  অসমাপ্ত  রয়ে  গিয়ে  সত্যি  একটা  অভাব  রয়ে  গেল ।অসাধারণ  লেখা  
  • অরিন | 119.224.***.*** | ০৮ অক্টোবর ২০২৫ ০১:১৫542192
  • "সাহিত্য মানে কী ? শুধু গল্প- কবিতা ? তাহলে সুধীর চক্রবর্তী, শক্তিনাথ ঝা, কল্যাণী দত্ত, ভাস্কর মীরা মুখোপাধ্যায়, কুমারপ্রসাদ - রাধাপ্রসাদ এঁয়াদের কী হবে ? অথবা মনোরঞ্জন ব্যাপারীর আত্মজীবনীর দুই খণ্ড ? কিংবা সঞ্জয় মুখোপাধায়ের বুনো স্ট্রবেরী ? বাঙালী - বাঙালীত্ব না কী যেন বলে সেসব তো এসবে ধরা আছে !"
     
    আরো আছে। 
    সমরেশ বসু ("কালকূট") বাদ গেলেন যে ("শাম্ব", "দেখি নাই ফিরে" দ্বিতীয়টা যদিও শেষ করে যেতে পারেন নি)। তারপর ভ্রমণসাহিত‍্য (উমাপ্রসাদ ও শঙ্কু মহারাজ) , ক্রীড়া (মতি নন্দী)। নবারুণ ভট্টাচার্যের কথা বলা হয়েছে, গৌরকিশোর ঘোষ (রূপদর্শী) ও থাকুন। 
  • Manali Moulik | ০৮ অক্টোবর ২০২৫ ০০:৫২542191
  •  
    উল্লাস মল্লিকের নাম উল্লেখ না করে পারছি না। আর হ‍্যাঁ, দেবারতি মুখোপাধ‍্যায় এখন খুবই জনপ্রিয়। রিসেন্ট উপন‍্যাসও কিছু বেরিয়েছে। এছাড়া বিনতা রায়চৌধুরি, চুমকি চট্টোপাধ‍্যায় দেখতে পারেন। আর সাহিত‍্যের কথা যখন হচ্ছে তখন তো প্রবন্ধ বাদ যেতে পারে না। এখন প্রবন্ধ সাহিত‍‍্য বললে সমৃদ্ধ দত্ত এবং মৃণালকান্তি দাশকে বাদ দিয়ে ভাবা মুশকিল।
  • <> | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ০৮ অক্টোবর ২০২৫ ০০:৪৬542190
  • ** লেখাপত্তর না করলে
  • <> | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ০৮ অক্টোবর ২০২৫ ০০:৪৫542189
  • dc যেসব লেখাগুলো ছাপাচ্ছেন, সেগুলো পড়ে মনে হচ্ছে, স্তানিসলোয়া লেম, স্টুটগার্সি ভ্রাতৃদ্বয় অথবা বোরহেস , এঁয়ারা লেখাপত্তর নমস্তে করলে এগুলো হত না মনে হয়।
  • <> | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ০৮ অক্টোবর ২০২৫ ০০:৩২542188
  • সাহিত্য মানে কী ? শুধু গল্প- কবিতা ? তাহলে সুধীর চক্রবর্তী, শক্তিনাথ ঝা, কল্যাণী দত্ত, ভাস্কর মীরা মুখোপাধ্যায়, কুমারপ্রসাদ - রাধাপ্রসাদ এঁয়াদের কী হবে ? অথবা মনোরঞ্জন ব্যাপারীর আত্মজীবনীর দুই খণ্ড ? কিংবা সঞ্জয় মুখোপাধায়ের বুনো স্ট্রবেরী ? বাঙালী - বাঙালীত্ব না কী যেন বলে সেসব তো এসবে ধরা আছে !
  • ইত্যাদি | 42.108.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২৩:৫৩542187
  • কমলকুমার মারা গেছেন ১৯৭৯ সে হিসেবে শেষ ৯/১০ বছরে লেখা প্রতিটি শব্দ আগে পড়ে নেওয়া দরকার। 
    অমিয়ভূষণ একইভাবে, ১৯৭০ লক্ষণরেখা ধরলে তার পরে লেখা প্রতিটি বাক্য। সমগ্র সুবিমল মিশ্র। ইত্যাকার যাঁদের দাড়ি কমা সেমিকোলনগুলোও পড়া উচিত, সেইভাবে সন্দীপন, উদয়ন, নবারুণ, দেবর্ষি সারগী, বাসুদেব দাশগুপ্ত,  অরূপরতন বসু, অসীম রায়, অভিজিৎ সেন, কৃষ্ণগোপাল মল্লিক, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, পীযূষ ভট্টাচার্য, রাঘব বন্দ্যোপাধ্যায়, রবি সেন, রমানাথ রায় -- এঁদের পুরোপুরি সমস্ত রচনা পড়ে তারপর ভাবা যেতে পারে এর বাইরে কে কে খুচরো আর কী কী ভালো লিখেছেন কিছু কমল চক্রবর্তী, কিছু অজিত রায় কিছু সমরেশ দাশগুপ্ত কিছু সোহরাব হোসেন কিছু প্রদীপ দাশশর্মা এরকম। ইদানিংকালের একমাত্র সন্মাত্রনন্দ সম্ভবত কাল্ট হবেন। 
    শুধু এপারের হিসেব। নিশ্চয় কিছু বাদ গেল। তাও ননফিকশন বাদে।
    হ্যাঁ সাহিত্যিকদের নাম ড্রপ করা নয়, এ হল অবশ্যপাঠ্য পাঠবস্তু হিসেবে এদের সামগ্রিক রচনা আগে পড়ার রেকো। নইলে এদের প্রতিটা লেখার নাম ধরে ধরে লিস্টি করতে হবে।
    এরপরে হাংরি, শ্রুতি, শাস্ত্রবিরোধী একধারসে পড়ে নিজেকে বেছে নিতে হবে মণিমুক্তো হীরেচুনিপান্না।
     
  • &/ | 107.77.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২৩:০৭542186
  • বিগত  ৫০  বছরে  ব্যাপার  তো  বেশ  গুরুচরণ  দেখছি !!!!
  • dc | 2402:e280:2141:1e8:4504:b941:cb3b:***:*** | ০৭ অক্টোবর ২০২৫ ২৩:০২542185
  • এক্সেশান প্রথমে পড়লে অসুবিধা হতে পারে, কারন ওটা কালচার সিরিজের ৫ নং বই। আমার মনে হয় কনসিডার ফ্লেবাস আর প্লেয়ার অফ গেমস, এই বইদুটো পড়ে তারপর এক্সেশান পড়তে পারেন। 
     
    আর মারপিটের গল্প বললে পিটার হ্যামিলটন আমার পড়তে খুব ভালো লাগে। ওনার নাইটস ডন ট্রিলজির প্রথম বই এর শুরুটা পড়েই আর শেষ না করে পারিনি :-)
     
    Space outside the attack cruiser Beezling tore open in five places. For a moment anyone looking into the expanding rents would have received a true glimpse into empty infinity. The pseudofabric structure of the wormholes was a photonic dead zone, a darkness so profound it seemed to be spilling out to contaminate the real universe. Then ships were suddenly streaking up out of the gaping termini, accelerating away at six gees, twisting round on interception trajectories. They were different from the spherical Garissan naval craft which they had tracked between the stars, graceful, streamlined teardrop shapes. Larger and dangerously powerful. 
    Nestled snugly in the armoured and sealed command capsule at the heart of the Beezling, Captain Kyle Prager was shocked out of a simple astrogation review by a datavised proximity alert from the flight computer. His neural nanonics relayed information from the ship’s external sensor clusters directly into his brain. Out here in the great emptiness of interstellar space starlight wasn’t powerful enough to provide an optical-band return. He was relying on the infrared signature alone, arching smears of pinkness which the discrimination programs struggled to resolve. Radar pulses were fuzzed and hashed by the ships’ electronic-warfare pods
  • পাঠক | 2401:4900:38c7:f743:7881:11ff:fef8:***:*** | ০৭ অক্টোবর ২০২৫ ২২:৫৪542184
  • বঙ্কিমচন্দ্র একেবারে পোষায়নি।৷ দেবতোষ দাশের বিষকন্যা কী বিষ মাল!   এই দুটো বইয়েই বড্ড বেশি  স্মার্টনেস, পরীক্ষানিরীক্ষা আন্ডারলাইন করে দেখনদারির চেষ্টা মনে হয়, স্বত:স্ফূর্ত ভাবে এলে উত্তীর্ণ সাহিত্য মনে হত। বিষকন্যা তো ঠিকঠাক মিশেলও হয়নি, নানা রকমের এলিমেন্ট সব আলাদা আলাদা চেয়ে আছে মনে হয়। মা বলতেন, খিচুড়ি বাজে কারণ ভাত, ডাল সব চেয়ে চেয়ে আছে। এও তেমনি। 
     
    প্রচেত গুপ্ত কী ধরণের পরীক্ষা করেছেন ছোট গল্পে?  শ্রীমল্লার কি একটু উদাহরণ দিয়ে বলবেন?  
    আমার তো বরং ওই আগে কারা বললেন, ছত্রে ছত্রে ছায়া, হুমায়ূন আহমেদের।
    হিমাদ্রিকিশোরও অসাধারণ কিছু মনে হয়নি।  অবশ্য এসব বইয়ের প্রচ্ছদ দেখলেও বিকর্ষণ জাগে।  কী মোটা দাগের!  দেখলেই মনে হয় লেখাও এই গোত্রেরই হবে।
  • | ০৭ অক্টোবর ২০২৫ ২২:৫২542183
  • মজন্তালি সরকার আমি বৈজয়ন্তদের নাটকটা শুনে ফেললাম। খুব একটা পোষালো না। রহস্যটাও ঠিক করে জমল না আর সামাজিক কনটেন্ট ঠেসে ঢোকাতে গিয়ে কেমন ছেৎরে গেল।  পড়তে কেমন লাগবে জানি না। 
  • &/ | 107.77.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২২:৫১542182
  • দেখি  আরও  কী  কী  উল্লেখযোগ্য  নাম  আসে . এ  যা  দেখছি ,  সে  তো  ....
     
  • &/ | 107.77.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২২:৪১542181
  •  এক  গ্রূপে  একজন  মজা  করে  বলছিলেন 'হেমন্ত  সলিল'  :)
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২২:৩৪542180
  • @দম্যাডাম ধন্যবাদ অবশ্যই পড়ব। 
    @&/ 
    সরি , আমি প্রথমে ভেবেছিলাম সাহিত্যিকদের নাম চাইছেন। এঁদের সাহিত্যের নাম বলছি
    শাক্যজিত ভট্টাচার্য - একানড়ে ,অলৌকিক বাগান , এখানে ডেরেক বসে আছে
    অর্জুন বন্দ্যোপাধ্যায় - ডি মেজর ,বঙ্কিমচন্দ্র
    পরিমল ভট্টাচার্য - সাতগাঁর হাওয়াতাঁতিরা , শাংগ্রিলার খোঁজে
    জয়দেব বসু - ( এর একটাও পড়ার সৌভাগ্য হয়নি , তাও লিখে দিচ্ছি ) - উত্তরযুগ ,  সাইকোপ্যাথ ,  লুপ্ত নাসপাতির গন্ধ (তিনটেই উপন্যাস)
    রোহান রায়- মজন্তালী সরকার 
    এগুলো প্রতিটাই চমৎকার , আর আপনার বলা কালপর্বেই রচিত। এগুলো উচ্চমানের সাহিত্য ,এটা শুধু আমার মতামত নয় , সাহিত্য বোঝেন ,এমন অনেকেরই মতামত। অবশ্য জয়দেববসুর উপন্যাসগুলো পড়িনি এখনও ,উইশ লিস্টে আছে।এছাড়া একটা পপুলার সাহিত্যের নামও লিখে রাখি। সৌরভ মুখোপাধ্যায়ের সোনালি মেঘ রূপোলী ছায়া। হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে রচিত।  
  • &/ | 107.77.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২২:০৮542179
  • বিগত  ৫০  বছরের উল্লেখযোগ্য বাংলা সাহিত্যকর্মের  তালিকা  সেভাবে  পেলাম  না , মাত্র  দুয়েকজন  কয়েকটা  বললেন ।সাহিত্যিকদের  নাম  চাই  না , একজন  সাহিত্যিক  বিস্তর  হাবিজাবি  লিখতে লিখতে  একটি দুটি  চমৎকার  কিছু  সাহিত্যকর্ম  করে  ফেলতে  পারেন   , সেই  কাজগুলোর  নাম  দরকার 
  • r2h | 208.127.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২২:০৬542178
  • হ্যাঁ, ও-ই ত্রিনয়নঃ)
  • &/ | 107.77.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২২:০৩542177
  • এক্সেশনের  অডিও  শুনতে  গিয়ে  দেখি  ঠাস  ঠাস ড্রুম   ড্রাম , একেবারে  সেই  সাইবর্গ যুদ্ধ  টাইপ  ব্যাপার ,  পালিয়ে  এলাম।  পরে  আবার  ট্রাই  করবো 
  • &/ | 107.77.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২২:০১542176
  • হাতির ছানার  ভিডিও  আম্মো  দেখি।তার  উপরে  জুটেছে  মির্চি  গল্প  গোল্ডমাইন , সেখানে  অডিও  স্টোরি  শুনি।এই  করতে  করতে  পৃথার  ইচ্ছেডানায়  গিয়ে  অনেক  গল্প  শুনে  ফেললাম , বেশিরভাগই  পুরোনো  গল্প ,  নরেন্দ্রনাথ , সুবোধ  প্রমুখদের 
  • kk | 2607:fb91:4c21:664d:f5cb:ba4d:4d65:***:*** | ০৭ অক্টোবর ২০২৫ ২১:৫৯542175
  • ও, ঐ চিলটাই তো 'ত্রিনয়ন', নাকি?
  • r2h | 208.127.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২১:৫৪542174
  • আমার আজকাল গুরু আর অতি অতি অল্প বন্ধু বান্ধবের লেখার বাইরে কিছুই পড়া হয় না, ফেসবুকে বেড়ালের আর রান্নার ভিডিও দেখে একেবারেই সময় পাই না। নিতান্ত সময় বেঁচে গেলে হাতির ছানা আর বাঘ সিঙ্গির ভিডিও দেখি। তারপর পড়ার ঘরের জানলার বাইরে একটা চিল এসে বসে, সে ছোট পাখিদের উত্যক্ত করছে কিনা তার দিকেও নজর রাখতে হয়। আজ আবার কোত্থেকে একপাল কাক এসে হল্লা জুড়েছিল সকালবেলা, এখন অবশ্য তারা চলে গেছে। সেসবের পর আর কয়টুকু সময়ই বা বাঁচে, তার ওপর গুরুর ভাটে সুচিন্তিত মতামত দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ সামাজিক কর্তব্য।

    লেখালিখির ব্যাপারে জনপ্রিয়তা একটা ব্যাপার, যেমন প্রীতম বসুর বইগুলি খুব জনপ্রিয় হয়েছিল, কিন্তু আমার কাছে অলসো র‌্যান গোত্রের কিশোর উপন্যাসের বেশি কিছু মনে হয়নি। এখানে স্মরণজিৎ দেবারতির নাম কেউ লেখেননি, তাঁরাও বিশাল জনপ্রিয়। আবার হয় পরীক্ষামূলক ইত্যাদি। প্রচেত গুপ্ত পরীক্ষামূলক হলে আমিও বরাহমিহির।

    অ্যাণ্ডরের অরিজিনাল প্রশ্নের উত্তর একই সঙ্গে খুব সোজা ও কঠিন, কারন বাংলা সাহিত্য আট থেকে নয়ের মাঝামাঝি দশক পর্যন্ত উজ্জ্বলই বলা চলে।

    অনেক লেখা, রেলিভেন্ট থাকা, এইটা একটা বড় ব্যাপার মনে হয়।
    আমার অতি অল্প পড়ায় মনে হয় পাড়াতুতো চাঁদ, দুষ্কালের আখ্যানমালা, মহেঞ্জোদারো, খাণ্ডবদাহন, অতিনাটকীয়, চাঁপাফুলের গন্ধ - এই বইগুলি ফিকশনের দুনিয়ায় দীর্ঘস্থায়ী জায়গা পাওয়া উচিত।

    কিন্তু অনেকগুলি জিনিস কাজ করে, প্রচুর লেখা, একশো আটটা জায়গায় দৃশ্যমান থাকা, পাঠকের মাথায় থাকা, কন্টেন্টের সমুদ্র।

    তবে ঐ আরকি, আমার এত কাজ, বেশি তো পড়ার সময় পাই না, তাই বাইরের দুনিয়ার খবর তেমন রাখি না।
  • r2h | 208.127.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২১:৩৩542173
  • হ্যাঁ, প্রচেত গুপ্ত প্রথম পড়ে ভেবেছিলাম হুআ ছদ্মনামে পবর পাঠকদের জন্য একটু খারাপ করে লিখছেনঃ)
  • | ০৭ অক্টোবর ২০২৫ ২০:৫৬542172
  • প্রচেত গুপ্ত কি হুমায়ুন আহমেদের স্টাইল থেকে বেরোতে পেরেছেন? কবছর আগেও তো পড়লে মনে হত হু আ পড়ছি। একেবারে  ডিট্টো।
     
    কৌতুহলী 
    শহিদুল জহির আর মাহমুদুল হক পড়েন নি? না পড়ে থাকলে পড়ে ফেলুন। নেটে পাওয়া যায়।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২০:৫০542171
  • আর একজনের কথা মনে পড়ল , দেবতোশ দাশ।ইনিও পরিচিত সুসাহিত্যিক। এনার যে থ্রিলার উপন্যাসটা সবচেয়ে প্রচার পেয়েছে , বিন্দু বিসর্গ , সেটার প্লটটা খুব একটা পোক্ত নয় , কিন্তু অন্য লেখাগুলো চমৎকার।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৭ অক্টোবর ২০২৫ ২০:৪৫542170
  • &/ এখন নিরীক্ষামূলক লেখালেখি করেন দুজনের কথা জানি। একজনকে তো চেনেনই মোটামুটি সকলে ,শাক্যজিৎ ভট্টাচার্য , আর একজন অর্জুন বন্দ্যোপাধ্যায়। এছাড়া একজন অসাধারণ লেখক পরিমল ভট্টাচার্য ,এর ফিকশন ,নন ফিকশন দুধরণের লেখাই চমৎকার। আর ২০১২ তে প্রয়াত কবি জয়দেব বসুও এই তালিকায় থাকবেন , ওঁর তিনটে উপন্যাসও আছে। 
     
    ১৯৭০ পরবর্তী সাহিত্যের কথা বললেন বলে এঁদের সকলের নামই যোগ করে দিলাম। 
     
    আর পপুলার লেখালেখি করেন একজন ,বেশ পরিচিত নাম ,সৌরভ মুখোপাধ্যায়। এনার লেখা মূলধারার , খুব প্রগতিশীল ,ব্যতিক্রমী কিছু নয় , কিন্তু লেখার প্রসাদগুণ চমৎকার। 
  • শ্রীমল্লার বলছি | ০৭ অক্টোবর ২০২৫ ২০:৪০542169
  • প্রচেত গুপ্তর নাম অবশ্যই বলা উচিত। কিছু বছর আগে 'সংবাদ প্রতিদিন'-এ ওঁর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল, উনি বলেছিলেন ওঁর একমাত্র 'প্রতিদ্বন্দ্বী' ওঁর ছোটগল্প। সমসাময়িক লেখকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, প্রচেত গুপ্তর ছোটগল্পগুলো মন দিয়ে খুঁটিয়ে পড়ার পরে বুঝেছি যে, ওঁর মতো ছোটগল্প নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষা খুব কম লেখকই করেছেন, করছেন বর্তমানে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত