এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৩541324
  • সেই চাকরি যদি আন অরগানাইজড সেক্টরে হয়? বা ট্রেডিং জাতীয় পেশা হয়? সেক্ষেত্রে?
  • পাপাঙ্গুল | 2406:7400:98:d237:e0ef:b8c3:52a6:***:*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৭541323
  • গ্যাপে চাকরি করলে সেটা গ্যাপ নয়
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৪541322
  • আমার এম এস সি শেষ হয়েছে ২২ বছর বয়সে। এরপর অন্যান্য জব করে যদি স্টাডি লিভ নিয়ে ৩৫ এ পি এইচ ডি স্টার্ট করতে চাই , তাহলে আই এস আই বা সি এম আই থেকে করা যাবে?নাকি এই গ্যাপ এর জন্য রিজেক্ট করে দেবে? নাকি এক্সাম ক্র্যাক করলেই হবে, গ্যাপ ম্যাটার করে না? এই ব্যাপারে কিছু বলবেন কেউ? (এক্সাম ভীষণ টাফ হয় এটা জানি)
  • π | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৯541321
  • নেটের একটা অংশ শুধু এল এস,  লেকচারারশিপ এলিজিবিলিটি। স্কোর বেশি হলে এর সঙ্গে পিএইচডি র ফেলোশিপ ( সি এস আই আর, আকাডেমিক সি এস আই আর, ইউ জি সি)  পাওয়া যাবে, কোন ইন্সটিটিউটে পিএইচডি র জন্য মনোনীত হলে। 
    সি এস আই আর, আকাডেমিক সি এস আই আর
     ইন্সটিটিউটগুলো আর ইউনিভার্সিটিরা আলাদা আবার ইন্টারভিউ নেয়, সাধারণত। 
    এছাড়া টিআইএফআর এর মত কিছু ইন্সটিটিউট সম্পূর্ণ নিজস্ব পরীক্ষা নেয়, নিজেদের ফেলোশিপ দেয়।
    স্টেট ইউনিগুলোও নিজেরা পরীক্ষা নিয়ে ফেলোশিপ দেয়, কিন্তু তার অর্থমূল্য অনেক কম হয় সাধারণত।  এখন শুনছি বন্ধও হয়ে যাচ্ছে।
     
    এছাড়াও আইসিএমার এর ব্রেট আছে। আরো কিছু আলাদা আলাদা আছে।  সোশ্যাল সায়েন্সে টিস এর আছে, আলাদা করে।  উপরেরগুলো ছাড়াও। 
     
    আর হ্যাঁ ওই মিসোজিনিস্ট কুতসাকারী নিক জেনে কুপিত হবেন, উওমেন সায়েন্টিস্ট ফেলোশিপ প্রোগ্রাম চালু আছে, ডিএইআর, ডিবিটি এদের, মূলত পরিবারের কারণে কেরিয়ারে ব্রেক এসে যাওয়া মেয়েদের পিএইচডি শেষ করার জন্য, সিলেক্টেড হলে এতে প্রচুর টাকা দেয়! 
  • &/ | 151.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৪541320
  • থ্যাংকু, থ্যাংকু। এখন কনফুশন অনেকটা ক্লিয়ার হয়েছে। আসলে আমার ধারণা ছিল পার্টিকুলার কোনো গবেষণা বা চাকরির জন্যই বুঝি পরীক্ষাটা, পাশ করলেই ওই পার্টিকুলার কাজটা পাবেন। দেখা যাচ্ছে তা নয়, এটা বেশ জেনেরালাইজড একটা ব্যাপার।
  • lcm | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৯541319
  • কনফিউশনের কি আছে!

    CISR NET পরীক্ষা তো রিকোয়ারমেন্ট... রিসার্চে ভর্তি, বা, লেকচারারের চাকরির গ্যারান্টি তো নয়। NET পরীক্ষায় ভাল ফল করলে, অন্য অ্যাপ্লিক্যান্টদের তুলনায় ভাল স্কোর থাকলে, অন্যান্য ক্রেডেনশিয়াল ভালো থাকলে - চান্স পাবে, নইলে পাবে না। তখন অন্য কিছু করবে।

    সব দেশেই তো এরকম।

    যেমন, এখানে অনেকে Medical College Admission Test (MCAT) পরীক্ষা দেয় ডাক্তারি পড়ার জন্য, তাদের মধ্যে ৪৫% অ্যাপ্লাই করে ভর্তির জন্য, কারণ অনেকের স্কোর ভালো হয় না, আর যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে অল্প শতাংশ ফাইনালি চান্স পায়। যারা অ্যাপ্লাই করে না, বা করলেও চান্স পায় না, তখন তারা অন্য কিছু করে, বা, আবার ভালো স্কোর করার চেষ্টা করে।

    এ তো স্ট্যান্ডার্ড প্রসেস, সব দেশেই কমবেশি এরকম ... এ নিয়ে তো এত কনফিউশনের কিছু নেই ...
  • &/ | 151.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৬541318
  • আর সায়েন্স অ্যান্ড টেকনোলজির বাইরে যারা? এই ধরুন ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, সাহিত্য --এইসব?
  • &/ | 151.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৪541317
  • অর্থাৎ পরীক্ষাটা পাশ করলে গবেষক বা অধ্যাপকপদের জন্য দরখাস্ত করতে পারবেন। কিন্তু দরখাস্ত করলেই যে পদ পাবেন তা নয়। সেখানে অতিরিক্ত কিছু লাগবে। এরকম কি ব্যাপারটা?
    পরীক্ষাটা পাশ করা প্রথম বেড়াটা টপকানো?
  • &/ | 151.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০০541316
  • তাহলে ওই লোকগুলি ওই পরীক্ষা পাশ করেও তো ওরকম চাকরি বা গবেষণা কিছুতে তো ঢোকেন নি! এখানেই আমার কনফিউশনটা। এটা ওই ক্ষার আর ক্ষারকের মতন জটিল হয়ে গেছে আমার কাছে। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নহে এর মতন কি?
  • kk | 2607:fb91:4c1f:77b8:e54b:1019:fe50:***:*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৮541315
  • হ্যাঁ এটাই, এলসিয়েমদা যেমন বললেন। আমাদের সময়ে পিএইচডি করতে গেলে গেট অথবা নেট একটা অন্তত পাশ করা ম্যান্ডেটারি ছিলো। গেটে ৯০% এর ওপরে স্কোর করলে আইআইটি থেকে এমটেকও করা যেতো। আর লেকচারারশিপ পেতে গেলে অর্থাৎ কলেজ বা ইউনিভার্সিটি লেভেল টিচিং লাইনে যেতে হলে নেট কোয়ালিফায়েড হওয়া আবশ্যিক ছিলো।
  • lcm | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩২541314
  • CSIR NET = Council of Scientific and Industrial Research National Eligibility Test
     
    What is the CSIR NET exam for?

    Joint CSIR-UGC NET Examination is being conducted by NTA for determining the eligibility of Indian Nationals for the award of Junior Research Fellowships (JRF) and for determining eligibility for Lectureship (LS)/Assistant Professorship in certain subject areas falling under the faculty of Science & Technology.
     
    সুতরাং, রিসার্চ এবং কিছু চাকরির জন্য এই পরীক্ষা ... 
  • &/ | 151.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩০541313
  • হ্যাঁ, ওই মুহূর্তটাও কিছুটা জড়িয়ে আছে। ওই যত্ন করে সন্তানের জন্মদিনের আয়োজন, সন্তানের বন্ধুকে (যে কিনা তখন বখতে বসেছে, তাকে বোর্ডিং এ পাঠানোর প্ল্যান হচ্ছে) নেমন্তন্ন করে খাওয়ানো, আনাজপাতি মশলাপাতির সঙ্গে ভালোবাসা মিশিয়ে রান্না করা ---এই সবও ওই ফুলকপির পকোড়ায় জড়িয়ে ছিল। নইলে পরের বছরের নেমন্তন্নে কী খাবার ছিল, তা তো সেভাবে মনে পড়ে না! ঃ-)
  • kk | 2607:fb91:4c1f:77b8:e54b:1019:fe50:***:*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২০541312
  • তাহলে ওর থেকে রেসিপিটা জেনে নাও। একেবারে অমনিই না হলেও কাছাকাছি তো হবেই? কিছু জিনিষ থাকে অমনি, স্বাদটা মনের কোনো সুন্দর জায়গায় গিয়ে ছোঁয় নিশ্চয়ই। তাই অত ভালো লাগে। আবার সবার মনকে তো একভাবে ছোঁবে না? তাই তাদের অত স্পেশ্যাল লাগেনা। আমি যতবার দেশে যাই আমার ছোড়দি খালি পাম্পকিন পাই বানাতে বলে। যত বলি "এক জিনিষ কতবার খাবি? অন্য কিছু বানাই?" কিন্তু তা বললে তার হবেনা। ঐ পাইই তার চাই! আমি তত বুঝতে পারিনা অত কী এমন ভালো!
  • &/ | 151.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৫541311
  • আমার এই ইউজিসি নেট পরীক্ষাটি নিয়ে খুব কনফুশন। বেশ কিছু মানুষকে দেখলাম যাঁরা বললেন নেট পরীক্ষা ক্লিয়ার করেছেন, অথচ তার পরেও কোনো গবেষণা বা সেই তুল্য কিছু করছেন না। এদের কেউ কেউ সরকারি বা বেসরকারি স্থায়ী বা অস্থায়ী চাকরি করছেন যার সঙ্গে গবেষণার সম্বন্ধ নেই। প্রশ্ন হল, তাহলে নেট পরীক্ষাটি ঠিক কীসের জন্য ? এটা কি কোনোরকম সার্টিফিকেট ধরণের কিছু পাওয়ার জন্য যে পরীক্ষাটা পাশ করলে সেটা পাওয়া যায় (যেটা দিয়ে হয়ত পরে কোথাও অ্যাপ্লাই করা যায়)?
  • &/ | 151.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০২541310
  • আহা, সেই ছোট্টোবেলার বন্ধুনির জন্মদিনের নেমন্তন্নে গিয়ে ফুলকপির পকোড়ার স্বাদ! কী জিনিসই না বানিয়েছিলেন ওর মা! একেবারে হেভেনলি। তুমি থাকলে একটা গল্পই বলে দিতে। আমি শুধু স্মৃতিতে ধরে রেখেছি সেই আস্বাদ। বন্ধুনিটার সঙ্গে যোগাযোগ আছে, সে শুনে অবাক! বলে, আরে আমি তো আরও কতবার খেয়েছি, মা তো হামেশাই বানাত, কিন্তু স্বাদ কিছু মনে নেই। ঃ-)
  • kk | 2607:fb91:4c1f:77b8:e54b:1019:fe50:***:*** | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৩541309
  • অ্যান্ডর,
    নিশ্চয়ই হয়। কবিতার, বাজনার, স্বাদের সবেরই তো গল্প হয়। এখন যে যেই ভাষা পড়তে পারেন।
  • &/ | 107.77.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩১541308
  • কেকে, তুমি যে ছবির মানে স্থিরচিত্রের গল্প বলো, কবিতারও এরকম গল্প হয় না কি ?
  • :|: | 2607:fb90:bd05:b97:f4ad:f507:1dc6:***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৪541307
  • মেঘের কারণে নেট চলে গেলো? তাইলে উনিজির কথা তো ঠিকই! 
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৯541306
  • একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খরচ।

    বিদেশে পড়তে যাওয়া, থাকা, খাওয়া - এসব তো পরে, আগে পরীক্ষাগুলোর কথা ভাবা যাক।
    যেমন, দুটো মেইন পরীক্ষা, GRE-র ফি ২২৫০০ টাকা, কোনো কারণে পরীক্ষার দিন বদলে পরের কোনো দিনে পোস্টপন্ড করতে গেলে, বা, অন্য শহরে বদল করতে গেলে তার ফি ৫০০০ টাকা। TOEFL এর ফি ১৭০০০ টাকা, সেখানে কোনো চেঞ্জ করতে গেলে তার ফি আছে। তো সব মিলিয়ে, শুধু পরীক্ষা দিতেই খরচ মোটামুটি ৪০-৫০ হাজার টাকা, পরীক্ষাস্থলে যাতায়াতের খরচ বাদ দিয়ে।

    সেখানে, দেশে CSIR UGC NET পরীক্ষার ফি হচ্ছে ১১৫০ টাকা।
  • Ranjan Roy | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৭541305
  • হেলসিংকির আকাশে মেঘ, কুয়াশা। ফলে চাঁদ তারা কিছুই দেখা যাচ্ছে না।
  • r2h | 134.238.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৪541304
  • মানালির প্রশ্নটা থেকে খুব কাজের আলোচনা হতে পারে। এখানে তো উচ্চশিক্ষার সঙ্গে জড়িত অনেকের নিত্য আনাগোনা (অ্যান্ডরকে তো দেখতেই পাচ্ছি)।
    কথা হোক না?
  • &/ | 107.77.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৯541303
  • কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অরোরা দেখা যাবে অরোরা দেখা যাবে করে খুব হুলুস থুলুশ দেখছি, সূর্যে একটা নাকি খুবই বড়সড় ঝোড়ো কিছু হয়েছে
  • &/ | 107.77.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৩541302
  • অরোরা বোরিওলিস দেখছেন কেমন? সবুজ? পার্পল? নড়ে চড়ে?
  • Ranjan Roy | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:০০541301
  • ধন্যবাদ কেকে।
     
    অ্যাডমিন
     
    (অদৃশ্য ত্রাণকর্তা মধুসূদন দাদা)
     ফেরারী ফৌজ --১০  আমার এখানের  (হেলসিংকি) ইন্টারনেট সাময়িক চলে যাওয়ায় দু'বার পোস্ট হয়ে গেছে। একটা উড়িয়ে দিন, প্লীজ।
  • Manali Moulik | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৬541300
  • বিদেশের ইউনিভার্সিটিতে প্রবেশিকাগুলির কথা শুনেছি। নেট সার্ফিং করলে এগুলো জানাও যায় অনেকটা। তবে 'বিদেশে পড়া' শুনলেই মাথায় স্বভাবতঃ চলে আসে,  "ওসব হাইফাই ব‍্যাপার!" কিন্তু হয়না বলাটা ভুল। বিষয় এবং আসনসংখ‍্যা অনুযায়ী হয়।
  • kk | 2607:fb91:4c1f:77b8:e54b:1019:fe50:***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৮541299
  • রঞ্জনদা,
    ৬ নম্বর অব্দি হয়েছে।
  • Ranjan Roy | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৫541298
  • আচ্ছা, মহাভারত কুইজ কতনম্বর পর্যন্ত হয়েছে কেউ বলে দেবেন? ৬ না ৭?
    তাহলে পরের প্রশ্নমালা দিতে একটু সিবিধে হয় আর কি!
  • . | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৮541297
  • আপনি যে বিষয়টি নিয়ে গবেষণা করতে চাচ্ছেন ( ধরে নিচ্ছি মাস্টার্স করা হয়ে গিয়েছে) সেটিতে সুযোগ অর্থাৎ আসন পাওয়ার পরীক্ষা যদি খুব কঠিন হয়, তাহলে বুঝতে হবে আসন সংখ্যা সীমিত কিংবা বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনুদানের পরিমাণ কম, সেইজন্যই পরীক্ষা এত কঠিন করে তুলেছে। তবে বিদেশের কোনও দেশে চেষ্টা করে দেখতে পারেন, যেখানে তাদের আর্থিক টানাটানি কম। শুনতে হাস‍্যকর লাগছে? বাস্তব পরিস্থিতি কিন্তু তা নাও হতে পারে।
    কেন বলছি? আমাদের অনেকেরই দেখার পরিধি সীমিত। খুঁজলে পাওয়া যায় না, এমন জিনিস হয় না বললেই চলে।
  • Manali Moulik | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৪541296
  • মূল লক্ষ‍্য বলতে আমার প্রেফারেন্স অ‍্যাকাডেমিয়া। কারণ, ছোটো থেকে স্বপ্ন ছিলো নিজে গবেষণামূলক দিকে এগোনোর পর সেইসব টিন এজার জন‍্য কিছু করা যারা কোনো সুযোগ পায় না। এক্ষেত্রে নিজে অ‍্যাকাডেমিয়ায় থাকলে বিষয়টা অনেক সহজ হয়। এখানে 'সুযোগ'  বলতে কেবল যথাযথ শিক্ষার সুযোগবঞ্চিতদের কথা বলছি না। এরকম অনেকে থাকে, যারা প্রশ্নের যন্ত্রণায় উদ্বেল কিন্তু প্রকাশ করত‍ে পারে না। আমাদের চিন্তাধারা ও সংস্কৃতি এখন বৃহত্তর অর্থে নিয়ন্ত্রণ করে 'Social media' এবং মাল্টিমিডিয়া রিপ্রেজেন্টেশন। যেগুলির দ্বারা গ্লোবালাইজেশনের পর অনেককিছুই ছড়িয়ে পড়ছে যা গিলতে বা উগরে দিতে কোনোটাই পারছি না। এর বিপরীতে একটি ধারা রয়েছে যা হলো পুরোনো নস্টালজিয়াকে আঁকড়ে ধরে বাকি সবকিছুকে 'অপসংস্কৃতি' বলে বাতিল করা (আক্ষরিক অর্থে এটি বোকা বোকা লাগে)। তাই সবমিলিয়ে এই মানসিক যন্ত্রণা ও প্রশ্নের সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় করে 'প‍্যারাডাইম শিফ্ট'  ঘটানো সম্ভব। এর জন‍্য গবেষণাভিত্তিক ধারাটিই লজ‍িক‍্যাল মনে হয়।
  • . | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০০541295
  • তাই চাই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত