এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ৩১ জুলাই ২০২৫ ১৭:২৫540719
  • ঠিকই বলেচেন। কোথায় একটা বল্লমের মাথায় সব কবিতা টাঙিয়ে রেকে দিলে তবে পাঠকের চোকে পর্বে অমন পাঠক, পাঠক নয়, কবিতা ট্যুরিস্ট। আপ্নে এরকমই হেথায় হোথায় লিকে বেড়ান। কোথাও কুত্তাবিল্লি তক্ক হচ্চে দেকলে গিয়ে দুটো কবিতা উপহার দেবেন। গুরুগম্ভীর আলোচনার মাঝে গুটি গুটি কবিতা নিয়ে ঢুকে যাবেন। একদম এভাবেই চলতে থাকুন। 
  • Srimallar | ৩১ জুলাই ২০২৫ ১৫:৩৮540718
  • আমি তো অত ভেবে পোস্ট করি না। ভাবি, সত্যিকার অর্থে যাঁরা পাঠক, তাঁরা ঠিক খুঁজে নেবেন। হ্যাঁ, আপনারা আগেও বলেছেন আমাকে যে, কবিতাগুলো একজায়গায় রাখতে— পরে খুঁজে পড়তে সুবিধা হয়। আমি ওই টইপত্তরে গিয়ে পোস্ট করে দিয়েছিলাম নিজের লেখাগুলো। সম্ভবত 'টই টই' নামের বিভাগে লেখাগুলো পোস্ট করতে হবে। আপনারা আমাকে এ বিষয়ে আরও জানালে, আমি আরও সহজেই বোঝার চেষ্টা করব। 
     
    আর রঞ্জন বাবু আপনাকে বলি যে, কলেজ ছেড়ে ছিলাম বাংলায় কবিতা লেখার চেষ্টা করব বলেই— কাজটা মোটেই দিবাস্বপ্ন নয়। আর কবিতা তো চাইলেই লিখে ফ্যালা যায় না। কবিতা আমার কথায় চলে না, আমাকে কবিতার কথায় চলতে হয়। আরেকটা কথা বলে রাখি, যাঁরা সস্তার লেখা লিখে নিজেদের বড় মনে করেন, আমি তাঁদের দলের লোক নই। কখনও ছিলামও না, এমনকী হবও না। তাই সস্তার লেখকদের সঙ্গে আমাকে আশা করি গুলিয়ে ফেলবেন না। অনেকেই শিল্পে চটজলদি কী করে নাম করতে হয় সেই পথ খুঁজে বেড়ান। সত্যি বলতে শিল্পে তেমন কোনও পথ কোনওদিনও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। শিল্পে 'সহজ' নামের কোনও রাস্তা নেই। আপনাকে আমার অতীতের প্রস্তুতি দেখিয়ে দিতে পারি, এমনকী এই মুহূর্তেরও। আমি এখনও কবিতাকে খুঁজে চলেছি, সম্ভবত যদি খুব ভুল না করি, যতদিন না পর্যন্ত আমার শারীরিক মৃত্যু ঘটছে ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া নিরন্তর চলতে থাকবে। 
  • lcm | ৩১ জুলাই ২০২৫ ০৩:৪০540717
  • ক্যালিফোর্নিয়াতে একটা সুনামি অ্যাডভাইসরি এসেছিল, আজ সকালে সেটা তুলে নিয়েছে, তেমন বিপদের সম্ভাবনা নেই বলছে। হাওয়াই-তেও ওয়ার্নিং তুলে নিয়েছে।
  • অরিন | 2404:4404:4405:700:4d17:eaa8:a31:***:*** | ৩১ জুলাই ২০২৫ ০১:২২540716
  • "আমি আমার ডেটা আর ফটো ব্যবহার করার অনুমতি ফেসবুক কে দিচ্ছি  না" - এটা এখন মার্কেটে চলছে"
     
    হেহ, ভোক্তা নিজেই যেখানে পণ‍্যে পরিণত হয়েছে .... 
  • &/ | 151.14.***.*** | ৩১ জুলাই ২০২৫ ০১:০১540715
  • ডিসি কেমন আছেন কেউ জানেন? ডিসির সেই 'নিন একটা গান শুনুন' মিস করি, যদিও ওসব উঁচুদরের গান আমার জন্য নয় ঠিক। তবু ডিসির পরিবেশন স্টাইলটি অনবদ্য।
  • &/ | 151.14.***.*** | ৩১ জুলাই ২০২৫ ০০:৪৮540714
  • ম্যালকাউন্স লিখেছিল একবার। মালকোষ রাগকে।
  • ফরিদা | ৩১ জুলাই ২০২৫ ০০:০১540713
  • ল্যাদোশ দা, 
    আবাপ বেশ কয়েক বছর হ'ল পদক্ষেপ "করে" চলেছে। বোধহয় পূর্বতনরা ইংরাজি থেকে বাংলা করেছিলেন, ইদানীং হিন্দি থেকে বাংলা করছেন। 
    বিরক্তি লাগে দেখে। 
  • r2h | 165.***.*** | ৩০ জুলাই ২০২৫ ২৩:২২540712
  • রঞ্জনদার প্রশ্ন ১ 'কবিতা কই' এর উত্তর প্রস্তাব ২ -এ আছে। আলাদা টই(গুচ্ছ)-এ।

    শ্রীমল্লারের নিজের কোন একটা টই বা খেরোতে লিখতে পারেন, তাতে সব একত্রে থাকে। আবার আলাদা আলাদা খেরো করে পর্ব লিংক করেও দিতে পারেন।
    তবে এই নিয়ে আমি অবশ্য তত মাথা ঘামাই না, চাড্ডি স্প্যামারের কপিপাস্তা বিষয়ে বিপুল সহিষ্ণুতা আকাশে বাতাসে, আলাদা আলাদা থ্রেডে কবিতাতে কী আর এমন অসুবিধা।
    আলাদা আলাদা থ্রেডে গল্প প্রবন্ধ ইত্যাদি লেখা হয়, তফাত নিতান্তই শব্দসংখ্যায়।

    তবে এক থ্রেডে রাখলে সব গোছানো থাক, তা খুব সত্যি, সে হিসেবে অতি উত্তম প্রস্তাব - কেকেও বলেছে আগে।
  • Ranjan Roy | ৩০ জুলাই ২০২৫ ২৩:০১540711
  • শ্রীমল্লারকে  বিনীত নিবেদনঃ
     
    এক 
     কবিতা লিখবেন বলে কলেজ ছেড়েছেন; তা কবিতা কই? লিখুন না! আমরা পড়ে ঋদ্ধ হই।
    দুই 
    কবিতাগুলো "পর্বে কবিতা--৩ "   বলে একটি কবিতার জন্যে নির্দিষ্ট টই আছে তাতে লিখুন ,তাহলে একজায়গায় থাকবে ছড়িয়ে ছিটিয়ে নয়।
    আপনি তা না করে ওই নামে একটা আলাদা টই খুললেন। তাতে কাজের কাজ কী হল? 
  • | ৩০ জুলাই ২০২৫ ২২:৫৩540710
  • ও ল্যাদোশ সুনামি নাকি ক্যালিফোর্নিয়াও ভাসাচ্ছে হাওয়াইএর পর? ওদিকে রাশিয়ায় তীব্র ভূমিকম্প। 
  • অপু | 2409:40e0:29:8dd0:8000::***:*** | ৩০ জুলাই ২০২৫ ১৮:৪৭540708
  • " আমি আমার ডেটা আর ফটো ব্যবহার করার অনুমতি ফেসবুক কে দিচ্ছি  না" - এটা এখন মার্কেটে চলছে
  • kk | 2607:fb91:17ad:4ed7:d47e:9247:7d0b:***:*** | ৩০ জুলাই ২০২৫ ০৮:৪২540707
  • ওঃ, আমি ভাবলাম ক্রিসমাস ইন জুলাই বোঝাচ্ছে নাকি :-))
  • &/ | 151.14.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৮:৪০540706
  • গুরুচণ্ডালিও একরকম সোশাল মিডিয়াই, তবে একটু অন্যরকম।
  • &/ | 151.14.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৮:৩৭540705
  • কে জানে! কী একটা ডিসক্লেমার নাকি পোস্ট না করা হলে ফেবু না মেটা কারা যেন লোকেদের পোস্ট করা সমস্ত লেখা ছবি ভিডো ইত্যাদি নিজেদের মতন করে ব্যবহার করবে সেই বড়দিন থেকে। তাই লোকজন সেই ডিসক্লেমার (সেও ওদেরই তৈরী জিনিস) নিজেদের ওয়ালে পোস্ট করছেন।
    ( যদিও এখন আর দেখছি না সেই জিনিস )
  • kk | 2607:fb91:17ad:4ed7:d47e:9247:7d0b:***:*** | ৩০ জুলাই ২০২৫ ০৮:২৮540704
  • কালকে বড়দিন কেন?
  • &/ | 151.14.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৮:২৬540703
  • আমাদের এক আত্মীয় ছিলেন, তিনি আবার ভালোমন্দ বলতেন না। ভালোমন্দকে একটু জোরালো করবার জন্য বলতেন 'উত্তম মধ্যম'। সেই নিয়ে এখনও নানারকম হাসাহাসি চলে। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৮:২৩540702
  • আরে ফেবুতে মাঝে মাঝে দেখি বিরাট সংখ্যক লোক পোস্ট দেন 'আমার সম্পর্কে ভালো মন্দ কিছু দু'এক লাইন বলে যান।' শুনলাম এরকম নাকি ট্রেন্ড আসে মাঝে মাঝে। মনে হয় মেটা টেটারাই কিছু একটা সুতো নাড়ে, অমনি পুতুলনাচ শুরু হয়।
    ইদানীং চলছে 'কালকে একটি বড়দিন' ট্রেন্ড। লোকে হুলিয়ে কপি করে পোস্ট করে যাচ্ছে সেটা।
  • অরিন | 202.36.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৭:০১540701
  • "আমি ইহার উপকারিতা বহুকাল যাবৎ জ্ঞাত আছি"
    বুঝেছি । 
    :-)
  • kk | 2607:fb91:17ad:4ed7:d47e:9247:7d0b:***:*** | ৩০ জুলাই ২০২৫ ০৬:৪৪540700
  • ডট (৩ঃ১২),
    বিভিন্ন দেশে সিলেবাস আর কোর্স রিকোয়ারমেন্ট হয়তো আলাদা রকমও হতে পারে। আমাকে অবশ্যই আবার ভালো করে খোঁজ নিতে হবে।
  • লিং  | 151.197.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৬:৩৯540699
  •  
    পাজি লিং 
  • পাঠক | 151.197.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৬:৩৭540698
  • যদুবাউর "সবার উপরে গুগল সত্য তাহার উপরে AI" পড়ে এত মুগ্ধ হয়ে গেলুম যে এই লিং রাখিতে প্রাণ করিল! 
     
    ডিঃ কাব্য ও লিং অসম্পর্কিত গুরুচন্ডালি  
  • &/ | 107.77.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৫:৫৪540697
  • তবে হয়ত ওখানে সময়ের প্রবাহ আলাদা। আমাদের কয়েক হাজার বছরে হয়ত সেখানে এক মাস :), সেই মেনকার ঘন্টা কয়েক নাচের মধ্যেই যেমন ভরতের ষাট বছর হয়ে যাবে :)
  • &/ | 107.77.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৫:৪৯540696
  • যেসব নশ্বর মরমানব 'দেবতা' হয়ে গেছেন, সবারই এই অবস্থা। সাইকি, হারকিউলিস ....
  • kk | 2607:fb91:17ad:4ed7:d47e:9247:7d0b:***:*** | ৩০ জুলাই ২০২৫ ০৫:৪৫540695
  • গ্যানিমেডের গল্পটা ভারী কষ্টের। বেচারাকে ঘুষ দেবার জন্য পরে 'দেবতা' বানিয়ে দিয়েছিলো। কিন্তু অনন্ত কাল ধরে শুধু ঐ পানপাত্র এগিয়ে দেওয়ার মত বড় শাস্তি!
  • kk | 2607:fb91:17ad:4ed7:d47e:9247:7d0b:***:*** | ৩০ জুলাই ২০২৫ ০৫:৪৩540694
  • "@kk কটা ভাষা জানো?"

    ওরেবাবা, না না, আমি কি আর তোমাদের সাথে এক সারিতে নাকি?! ভারতে যে তিনটে ভাষা (বাংলা, হিন্দী, ইংরেজি) শিখেছিলাম তার বাইরে ঐ ইতালিয়ান। ফ্রেঞ্চ আর স্প্যানিশ শুরু করে তারপর ঐ হুতো যেমন বললো -- ড্রপআউট।
  • যদুবাবু | ৩০ জুলাই ২০২৫ ০৫:৪২540693
  • নাঃ, আণ্ডারগ্র্যাডদের জুলিয়া কারিকুলামে শেখায় না। তবে "আমি ইহার উপকারিতা বহুকাল যাবৎ জ্ঞাত আছি"। 

  • অরিন | 202.36.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৫:২৩540692
  • "ঠিক-ই। অ্যাকাডেমিক স্ট্যাটিস্টিকাল কাজে R বেশি জনপ্রিয় কিন্তু মেশিন লার্নিং ইত্যাদিতে পাইথন।"
     
    সে কি? জুলিয়া শেখায় না? 
    :-)
     
     
  • যদুবাবু | ৩০ জুলাই ২০২৫ ০৪:৪৭540691
  • ঠিক-ই। অ্যাকাডেমিক স্ট্যাটিস্টিকাল কাজে R বেশি জনপ্রিয় কিন্তু মেশিন লার্নিং ইত্যাদিতে পাইথন। আমাদের আণ্ডারগ্র্যাডদের দেখি দুটোই শেখায়। তবে, অনেকদিন ধরে নানা লোকের সাথে কাজ করতে করতে সব-ই শিখে যায় লোকে। ইকনের লোকে দেখি স্ট্যাটা বেশি ইউজ় করে, সি-এসের লোকে পাইথন, আমরা R, আবার ইঞ্জিনিয়ারিং-এর লোকে ম্যাটল্যাব, ফিজিক্স আর ম্যাথের লোকে হুলিয়ে ম্যাথেমেটিকা, এইসব। সবাই বলে তাদেরটাই সেরা ... কারটা বেটার সেই নিয়ে অজাযুদ্ধ। 
     
    লার্জ ল্যাঙ্গোয়েজ মডেল এসে এই ব্যাপারটা হয়তো আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, যেমন চ্যাট-জিপিটিকে R-এর কোড দিয়ে পাইথন বা অন্য কোনো ল্যাঙ্গোয়েজে ট্রান্সলেট করতে বললে সুন্দর করে দেয়। অবশ্য, দুই লাইনের প্রম্পট দিলে গোটা কে গোটা কোড নামিয়ে দিচ্ছে তো আর ট্রান্সলেট। 
     
    হয়তো শিগগিরই একদিন লোকে অ্যালগোরিদমিক থিঙ্কিং ছাড়া আর কোনো আলাদা ল্যাঙ্গোয়েজ-ই শিখবে না। এইসব আলাদা-আলাদা ল্যাঙ্গোয়েজের যুদ্ধ একদিন অবসোলিট হয়ে যাবে। 
  • . | ৩০ জুলাই ২০২৫ ০৩:৪৩540690
  • হ‍্যাঁ। ডেটা সায়েন্সের সিংহভাগই ছিল স্ট‍্যাটিসটিক্স, নানানরকমের ভাষা (মানব এবং কম্পিউটারের), আরও কীকী যেন। মাল্টিলিঙ্গুয়াল টেক্সচুয়াল অ‍্যানালিসিস বলে একটা ব‍্যাপার ছিল শুনেছিলাম। মানবভাষার মধ‍্যে মূকবধিরদের জন‍্য সাইন ল‍্যাঙ্গুয়েজ নিয়েও কাজ করতে হতো, বা অন্ধদের জন‍্য যে ভাষাপদ্ধতি (ব্রেইল বা শব্দের সাহায্যে পথে রাস্তায় রেলস্টেশনে রান্নাঘরের অ‍্যাপ্লায়েন্স ব‍্যবহারের ক্ষেত্রে), পরমুখাপেক্ষী যাতে হতে না হয় তাদের।
    তারপরে ঐ এমে ক্লাসেই ও বিএ ক্লাসের বাচ্চাদের টিউটোরিয়ালের ক্লাস নিতে শুরু করেছিল স্ট‍্যাটিসটিক্সে। R বলে একটা ভাষা ও শেখাতো তাদের।
    পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে যখন ঢোকে, তখন বুঝল ইন্ডাস্ট্রিতে R তেমন চলে না, ঘুরে ফিরে সব পাইথন। তবে প্রোগ্রামিং করবার লোকের অভাব নেই। আসল নাকি কনসেপ্ট তৈরি করা। 
    এবার একটা মজার ঘটনা বলি।
    গেল মাসে কাজাখস্তানের সফর শেষে ফেরার টাইমে আলমাতিতে যেখানে থাকছিলাম সেখানে যিনি আমাদের দেখাশুনো এবং সাফাই এর কাজ করতেন, নাম জুলদিজ, তিনি এসে আমার কাছে সাজেশন চাইলেন তাঁ ছোটকন‍্যার কেরিয়ার প্ল‍্যানিং এর ব‍্যাপারে। বড় তিন সন্তানের দুজন ইউনিভার্সিটি তে পড়েছে, তৃতীয়জন অন‍্য কোনও উচ্চশিক্ষা করেছে, ছোটকন‍্যা ক্লাস নাইন শেষ করে কলেজে যাবে বলছে, তিনি চান মেয়ে আরেকটু পড়ে ইউনিভার্সিটি যাক। মেয়ে নাকি রেলের কীসব পড়তে চায়।
    যাইহোক মেয়েকে ডেকে আনা হলো। ষোলো বছরের লাজুক লাজুক চেহারা। সে বলল, কই নাতো! রেলে নয়, কম্পিউটার নিয়ে পড়ব, মা বুঝতে পারে নি। আমি কলেজ শেষ করে চাকরি করতে চাই।
    কম্পিউটার কতটা কী শিখেছে ইস্কুলে জানতে চেয়ে ধাক্কা খেলাম। সে বলল, ক্লাস নাইনে পাইথন শিখেছি এবং...
    আর শুনে কাজ নেই, দুনিয়া কী গতিতে এগিয়ে চলেছে! মাকে বললাম চিন্তা করবেন না, মেয়ে ঠিক এগিয়ে যাবে।
    জুলদিজ ফ‍্যালফ‍্যাল করে চেয়ে রইলেন।
    তবে ইংরেজি ভাষা মেয়ে শেখে নি। ঐটে দরকার। প্রাইভেটে শিখতে গেলে অনেক খরচ। সাফাইকর্মী মা এবং ড্রাইভার বাবা সে খরচ জোগাতে পারবেন না আঁচ করে আমিই শেখানোর দায়িত্ব নিলাম। ডিসট‍্যান্ট লার্নিং।
    আজ প্রায় দেড়মাস হলো অক্ষর পরিচিতি শব্দ পদ অল্প ব‍্যাকরণ শিখেছে সে। সঙ্গে একটা গল্পের বই পড়ানো হচ্ছে, দ‍্য লিটল প্রিন্স। বইটা ওর খুব ভালো লাগছে পড়তে। সেপ্টেম্বরে কলেজ শুরু হবে মেয়ের। ইংরিজিটা জানা থাকলে ওর সুবিধে হবে বলে মনে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত