এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ২৬ জুলাই ২০২৫ ০০:৫৫540569
  • রামরাহার ভাইপো রহ রায় 
  • Ranjan Roy | ২৬ জুলাই ২০২৫ ০০:৫০540568
  • যদুবাবুর সাহিত্য ও ইতিহাস কুইজের প্রস্তাবে পূর্ণ সমর্থন।
     
     
    আমার ইচ্ছে সিগমা নিক নেয়ার। ওই অক্ষরটা দারুণ লাগে। কিন্তু ওর সঙ্গে একটা করুণ  পারিবারিক গল্প  জড়িয়ে আছে।  তাই থেমে গেছি।
  • kk | 2607:fb91:1027:4e3c:a4a7:fd0:9ddd:***:*** | ২৬ জুলাই ২০২৫ ০০:৪৮540567
  • আমার একটা নিরীহ প্রশ্ন আছে। রহ রায় কি রঞ্জন রায়ের ছোট ভাই?  কেকে রায় কি এঁদের কাজিন?
  • Ranjan Roy | ২৬ জুলাই ২০২৫ ০০:৪৬540566
  • আমি মিশন নিয়ে কথা বললেই সবাই রে রে করে উঠবে।
     তবু এড়িয়ে যেতে পারলাম না।
     
    রহড়া মিশনে অডিটোরিয়াম দারুণ ছিল। জার্মানী না কার ডোনেশনে। ওদের ষাটের দশকে প্রধান ছিলেন স্বামী পূর্ণানন্দজী; আমরা বরানগরে শুনতাম উনি খুব কড়া আর রাগী।
    একটা গল্প চালু ছিল।
     
    কোন গাঁয়ের বুড়িমা ওখানে বাচ্চাকে ভর্তি করতে গেছে। পড়বি তো পর খোদ বাঘের সামনে।
    বুড়ি জিজ্ঞেস করল --হ্যাঁগা, এটা কি রামকেষ্ট মেশিন?
      বাচ্চাকে নেয়া হল না।
     
    গল্পটা আমার খুব বিশ্বাসযোগ্য মনে হয় নি।
     
    শুধু ওনার রাগের পরিচয় দিতে প্রতীকাত্মক।
     
    আমার যেটা খারাপ লাগত সেটা খাওয়া দাওয়া।
    আমাদের জন্য আলাদা রান্না, আর স্বামীজিদের আলাদা।
     
    আমাদের জঘন্য রান্না খেতে হত--আধসেদ্ধ ডাল ও আলু ইত্যাদি।
    পরে মোহিত মহারাজ (স্বামী নির্জরানন্দ) সেক্রেটারি হলে রান্নার মান বেড়েছিল। 
     
    মহারাজরা খেতেন ঠাকুরঘরের ভোগ; যথেষ্ট ভাল।
     
    মাঝে মাঝে গিয়ে বলতাম -- হোমটাস্ক করতে গিয়ে ডিনার মিস করেছি, এখন আপনার সঙ্গে খাব মহারাজ।
    ওনার ইশারায় আর একটা থালা ও পিঁড়ি পেতে দেয়া হত। 
  • যদুবাবু | ২৬ জুলাই ২০২৫ ০০:৪৪540565
  • টইতে লেখা উচিত কি না শিওর না, কিন্তু এই <> যদি একটা সাহিত্য/ব্যক্তিত্ব ক্যুইজ় করতেন, বা অন্য কেউ ইতিহাস বা এমন কী সংবিধান নিয়ে ... 

    মহাভারতের ক্যুইজ দুরন্ত হচ্চে, কিন্তু হাত তুলে লাপালাপি করতে পার্চ্ছি না বলে অল্প হিংসে। 
  • যদুবাবু | ২৬ জুলাই ২০২৫ ০০:৪০540564
  • এই আমি নতুন নিক নিতে পারলে আমিও একটা চিহ্ননিক নিতাম, এই ধরো একটা চাউমিনের মত ইন্টিগ্র্যাল সাইন কি গ্রীক লেটার ন্যাবলা (কারণ তার সঙ্গে ক্যাবলা অন্ত্যমিলে দুরন্ত ছড়া কাটা যেতো),  কিন্তু টু লেট, টু লেট। 

    এখনও মাঝে মাঝে ইচ্ছে করে না এমন না, কিন্তু গুরুর আদেশ, জগতে যা কিছু চৌষট্টি ফৈজত তার থেকে দূরে থাকা ভালো। 

     
  • aranya | 2601:84:4600:5410:a06e:2270:baf0:***:*** | ২৬ জুলাই ২০২৫ ০০:৩৩540563
  • বাঃ :-)  @ যদুবাবু 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৬ জুলাই ২০২৫ ০০:৩০540562
  • আচ্ছা গুরুতে বাংলা বা ইংরেজি নিকের ভাণ্ডার কি শেষমেশ ফুরিয়ে গেল? সবাই নতুন নিক গুলো চিহ্নতে নিচ্ছে কেন? কমবেশি (<>), চতুর্মাত্রিক(:৷:), স্মিতনিক (:-))
     
    ডট আর এন্ডোর ও সেই চিহ্ননিক। 
  • kk | 2607:fb91:1027:4e3c:a4a7:fd0:9ddd:***:*** | ২৬ জুলাই ২০২৫ ০০:১৫540561
  • মা খু চিহল ও পঞ্জম হস্তম :-)

    না সত্যি, আমি তো বইমেলা গিয়েও 'ঈশান' আর 'পাই' বলেই তাদের সম্বোধন করে এলাম। একবারও মনে পড়েনি এদের অন্য নাম আছে!
  • &/ | 107.77.***.*** | ২৬ জুলাই ২০২৫ ০০:০৬540560
  • কেকে , বহুকাল ব্যবহার  হতে হতে  আসলের  মত  হয়ে গেছে  শুনে  মনে  পড়ল সেই 'আমি তো পঁয়তাল্লিশ  নম্বরের ' 
  • যদুবাবু | ২৫ জুলাই ২০২৫ ২৩:৫৫540559
  • মনে পড়ে রহড়ায় ... 
    মহড়ায় তোমাকে, 
          একদিন কতো করে ডেকেছে?
    আজো হায় রহ রায়
    জেগে আছে প্রহরায়, 
            হুতো কবু তার কথা ভেবেছে? 
       
    (রোমহর্ষক রহ রায় ছায়াছবির একটি রোম্যান্টিক গান।) 
  • &/ | 107.77.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২৩:২৭540558
  • কবিতাই  বা  কই  হুতেন্দ্র ?  সনাতন  কই ?  রাধিকা  সিরিজ  কই ? নিরাপদ  পাখিরা  কই ?
  • &/ | 107.77.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২৩:২৩540557
  • একটা  খোলা  মাঠে  দরকার , হাওয়া  খাবার  মাঠ , দুঃখ  দূর  হবার  মাঠ , ছুটি , ছুটি  হাল্লার  ছুটি 
  • &/ | 107.77.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২৩:১১540556
  • প্রত্যয় ভুক্ত  অনেকদিন  আসেননা ।উনি  দুই  ভাষায়  কবিতা  লিখতেন ,  সব্যসাচীর  মতন  দুই  হাত সমান  চলত ।গেলেন  কোথায় ?
  • r2h | 165.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২৩:০৯540555
  • ব্যাপারটা গৃহীত হওয়ার - পুরোপুরি এমন নাও হতে পারে। এত বড় একটা উদ্যোগ, তার অনেক ফলো আপ, নিয়মিত রিভিউ - এইসব দরকার। ১৯৮৯ এর পর এটা এমনিতেই পেছনের সিটে চলে গেছে। আবার আবাসিক স্কুলে ছেলে মেয়েদের পাঠানো নিয়ে একটা দ্বিধা থাকে অভিভাবকদের - যদি ভালো ডে স্কুল হাতের নাগালে থাকে, তাহলে আর আবাসিক কেন। স্কুল তো ছেড়েই দিলাম, কলেজেও বাড়ি থেকে আসা যাওয়া পছন্দ করে সিংহভাগ।
    প্রত্যন্ত, গ্রামীন এলাকার জন্য খুব ভালো উদ্যোগ ছিল, কিন্তু তার জন্য আবার অন্য চ্যালেঞ্জ। বস্তার কালাহান্ডি আমলাশোল থেকে ছেলেমেয়েরা আসতে পারলে সেটা একটা বড় ব্যাপার হত, কিন্তু তারা ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা নেবে কী করে? দীর্ঘমেয়াদে পরিকল্পনায় প্রায়রিটি থাকলে হয়তো হত।

    আবার কিছু কিছু জায়গায় খুবই কাজে লেগেছে, রঞ্জনদা যেমন বললো। দক্ষিণ ভারতেও কোথাও কোথাও ভালো নবোদয় স্কুল আছে।
    পবতে আবার রাজ্য সরকার স্কুল শিক্ষায় যত্নশীল ছিল, তাই নবোদয়কে তত দরকারী কিছু বলে মনে করেননি অনেকেই।
  • kk | 2607:fb91:1027:4e3c:a4a7:fd0:9ddd:***:*** | ২৫ জুলাই ২০২৫ ২৩:০৭540554
  • প্রত্যয় ভুক্তকে অনেকদিন দেখিনা। নাহলে হয়তো প্রত্যয় আর শ্রীমল্লার বন্ধু হতে পারতেন। দুজনের বয়স একই রেঞ্জে, দুজনেই কবি।
  • &/ | 107.77.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২৩:০৪540553
  • জ্যাঠামশাইয়ের  বয়সী  শুনে  মনে  পড়ে  গেল  গুরচ  কুরুক্ষেত্রে  একবার  একজনকে পিতামহ বলে  অভিযোগ  করায়  যিনি  কইলেন  না  না  আমি  পিতামহ না. আমি  খুল্লতাত  :)
  • &/ | 107.77.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২২:৫৮540552
  • উদ্যোগ  ভালো  হলেও  যে  সমাজে  তেমন  করে  গৃহীত  না  হতে পারে , তার  একটা  উদাহরণ  রইল  মনে  হয় 
  • r2h | 165.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২২:৩৩540551
  • যখন শুরু হয়েছিল তখন স্কুলে স্কুলে সার্কুলার গেছিল। তবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ, রাজ্য সরকার একমত কিনা- সেসব জিনিস আছে। ত্রিপুরায় সে সময় কং জোট, তাই প্রচার একটু বেশি ছিল।

    রাজীব গান্ধীর পর এমনিতেই ব্যাপারটার গুরুত্ব কমেছে, এখন তো স্কুল কলেজের থেকে মন্দির বানানো বেশি দরকারি। তার ওপর এখন বিদ্যাজ্যোতি - নতুন স্কুল টুল না বানিয়ে রাজ্য সরকারী স্কুলকে কেন্দ্রীয় বানানোর ব্যাপার।
  • &/ | 107.77.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২২:২৪540550
  • ২০১৭ তে খুলেছে  শেষটা ? এ  তো  খুব বেশি দিন আগের  ব্যাপার  নয়  তবে ? অথচ  কোথাও  কিছু  শুনিনা , মিডিয়া  কিছু  বলে  না ,  বুদ্ধিজীবীরা  কিছু  বলেন  না , কোথাও  আলোচনা  নেই . এত  উচ্চ  আদর্শের  একটা  ব্যাপার , নবোদয়  বিদ্যালয় , অথচ  কোনো  প্রচার  প্রসার  কিছু  সেভাবে কোনোদিন ....  
  • r2h | 165.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২১:২০540549
  •  
    প্রতিটি বাক্যেই ক দিই।
    ঊর্জস্বতী... কী আর বলি। ছোটদের লেখালিখি, জীবনতৃষ্ণা এইসব প্রসঙ্গ এলেই অবধারিতভাবে ঊর্জস্বতীর কথা মনে হয়। ওর লেখা গল্পটাও, মনে হয় কী অদ্ভুত সমাপতন যেন।
    সেবার নবীন লেখক সমাগমের দিন কলকাতায় থেকেও যেতে পারিনি আপিসের কাজ থাকায়। কখনো মনে হয়, কেন চলে গেলাম না, আবার কখনো মনে হয়, ভালোই হয়েছে যাওয়া হয়নি।
  • r2h | 165.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২১:১০540548
  • হ্যাঁ, মানে দুষ্টুমি না, অল্প বয়সে কনিষ্ঠভ্রাতার পাহাড় জঙ্গলে হোস্টেলে থাকা নিয়ে দুশ্চিন্তাজনিত ম্যনিপুলেশন আরকি! আর সেই সময় নবোদয় নতুন ব্যাপার, কেউ কিছু জানে না কী হবে ব্যাপারটা। সিক্স না সেভেন থেকে যেন চালু হতে যাচ্ছিল। চিন্তাটা সঙ্গতও ছিল, আজীবন শহুরে, মূলত গল্পের বইয়ে মুখ গুঁজে থাকা বালকের পক্ষে গ্রামের ছেলেদের সঙ্গে গিয়ে হস্টেলে থাকা খুব একটা সহজ ব্যাপার হতো না!
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২১:০৬540547
  • উইকি তো বলছে পবতে সতেরোটা আছে। বেশিরভাগই ইউপিএ আমলে তৈরী। জলপাইগুড়িরটা ২০১৭। 
     
  • Ranjan Roy | ২৫ জুলাই ২০২৫ ২১:০৩540546
  • নবোদয় স্কুল ছত্তিশগড়ে বেশ কয়েকটি খুলেছিল, একেবারে সরকারি নির্দেশে নিয়ম করে। আমি দুটো দেখেছি। আমার দুই কলিগের ছেলে ওখান থেকে ভাল ভাবে পাশ করে জীবনে সফল।
    আজকাল ওই স্কুলের প্রোজেক্ট চলছে কিনা জানি না।
     
    ১ স্কুলগুলো পুরোপুরি আবাসিক।
    ২ লোকেশন শহর থেকে প্রায় ১০ / ১৫ কিলোমিটার দূরে।
    ৩ ভর্তি হতে পরীক্ষা দিতে হত, মেরিট বেসিসে নেয়া হত।
    ৪ গ্রামের ছেলেদের প্রাথমিকতা। 
     আমার দুই কলীগের পৈতৃক নিবাস অজ পাড়া গাঁয়ে।
    ৫ ভর্তি হলে পরে বাবা মায়ের এক পয়সা খরচা নেই।  থাকাখাওয়া, বইখাতা, ইউনিফর্ম মায় টুথপেস্ট টুথব্রাশ সব সরকার থেকে। ছাত্রাবাসের দায়িত্বে এক এক জন শিক্ষক, তাঁরাও ওইখানে থাকবেন। একই খাবার দাবার খাবেন। 
     
    অলিভার টুইস্টের হোস্টেল ছিল অনাথ শিশুদের নিয়ে ব্যবসা।
    নবোদয় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের বাজেটে।
     
    আমার মনে হয় শঙ্খ দুষ্টুমি করেছে।
     
    আর এর পেছনে সরকারের এত টাকা খরচা! আজকের  খোলা বাজার নীতিতে বন্ধ হয়ে গেছে মনে হয়।
  • r2h | 165.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২০:৫৭540545
  • নবোদয় আবাসিক স্কুল, দেশের প্রতিটি জেলায় আবাসিক স্কুল স্থাপন করার পরিকল্পনা ছিল, রাজীব গান্ধীর পেট প্রোজেক্ট বলা যায়, দুন স্কুলের আদলে সব কটি প্রত্যন্ত এলাকায়, যেখানে পড়াশুনো ছাড়াও অন্য সব বিষয়ে জোর দেওয়া হবে - এরকম।
    ব্যাপারটা দাঁড়ায়নি সেরকম ভাবে, এমনিতেও অল্পদিন পর রাজীব গান্ধীর মৃত্যুর পর সরকার বোধহয় ঐ নিয়ে আর তত উদ্যোগী হয়নি। আমার মনে হয় খুবই ভালো ও উচ্চাকাঙ্খী স্বপ্ন ছিল।
     
  • &/ | 107.77.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২০:৪১540544
  • নবোদয় বিদ্যালয়  ব্যাপারটা  কী ?  কেন্দ্রীয়  বিদ্যালয়  কে  ভি  স্কুল ? আমাদের  অঞ্চলে  নবোদয়  বিদ্যালয়  শুনিনি  কখনো ,  হয়তো মূল  কলকাতায়  ছিল 
  • &/ | 107.77.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২০:৩৮540543
  • তবে রামকৃষ্ণ মিশনের  ভালো ভালো আবাসিক স্কুল  সত্যিই  ছিল  , সবই  বয়েজ  স্কুল  যদিও।  খুবই  ভালো  পড়াশোনা   হত , শুনতাম।এই  সাইটের  অনেক  কৃতী  ব্যক্তিও তো  মিশন  স্কুলের  ছেলে  শুনেছি 
  • &/ | 107.77.***.*** | ২৫ জুলাই ২০২৫ ২০:৩৩540542
  • রহ  রায় !!!!  চমৎকার  নাম  দিয়েছিলেন  তো ! :)
  • r2h | 165.***.*** | ২৫ জুলাই ২০২৫ ১৯:৫৫540541
  • কেকেঃ)
    (২৫ জুলাই ২০২৫ ০৫:৪৯)
     
  • r2h | 165.***.*** | ২৫ জুলাই ২০২৫ ১৯:৪৪540540
  • হাহা, সাত আট বছর বয়সে আমারও ঐ ঐ, তারমধ্যে মা'র স্কুলে কার ছেলে না ভাইপো নাকি খুব বখে যাচ্ছিল, তাকে নাকি 'রহড়ার' একেবারে সিধে করে দিয়েছে, সে এখন শান্ত সুশীল সব পরীক্ষায় ফাস্ট হয়। এইসব শুনে আমি মনে মনে একটা রহস্য রোমাঞ্চ কাহিনী রচেছিলাম যার রক্তপিপাসু ভিলেনের নাম রহ রায়।
    তারপর তো আরেকটু বয়ঃপ্রাপ্ত হলে রাজীব গান্ধী নবোদয় বিদ্যালয় চালু করলেন, তাতে নিজেই খুব উৎসাহ নিয়ে পরীক্ষা টরীক্ষা দিলাম, নিজের মনে মনে যাওয়াও মোটামুটি ঠিকঠাক, শেষ মুহূর্তে অলিভার টুইস্টে খাওয়ার সময় কী হত শঙ্খ সেসব নিয়ে মা বাবাকে নানা কথা বলায় ব্যাপারটা আর পেকে উঠলো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত