এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:45c3:c3e8:5c5c:***:*** | ১৭ জুলাই ২০২৫ ২৩:০৬540235
  • শিঙাড়া-জিলিপি  আর খাওয়া যাবে না। সরকার বারণ করছে 
    অন্য প্রসঙ্গে, ভারতীয় মহিলা ফুটবল দল এশিয়া কাপে কোয়ালিফাই করেছে, বিশ্বকাপে যাওয়ার ভাল সম্ভাবনা। দারুণ ব্যাপার । 
    কল্যাণী-র একটি মেয়ে আছে দলে, মাঝমাঠের খেলোয়াড়, সঙ্গীতা বাস্ফোর 
  • kk | 2607:fb91:1027:4e3c:b05a:312f:68b6:***:*** | ১৭ জুলাই ২০২৫ ২২:৫৯540234
  • হ্যাঁ, সব কাজ করে দেবে। তারপর ব্রতীনের জন্য ভালো ভালো মিষ্টি এনে দেবে। রাত্রে বসে ওর সাথে দাবা খেলবে আর সকাল বেলায় হাতে গরম শিঙাড়া-জিলিপি বানিয়ে দেবে :-)
  • &/ | 107.77.***.*** | ১৭ জুলাই ২০২৫ ২২:৩৬540233
  • কেকে , সেই  অমনিবোট  !!!  সব  কাজ  করে দেবে !   ছোটোবেলা  শুনেছিলাম।  ।তারপর থেকে  যে ই  জিজ্ঞেস  করতেন ' হ্যাঁরে  হ্যাঁরে  তুই যে  কিছু  ঘরকন্নার  কাজ,  গানবাজনা , সেলাইফরাই , ইংরিজি অঙ্ক  কিছুই  পারিস না   , তোর কী  গতি  হবে ?'  আমি  উত্তর দিতাম , 'অমনি  বোট  করে  দেবে .' :)
  • Ranjan Roy | ১৭ জুলাই ২০২৫ ২১:৫৬540232
  • এডমিনder অনেক ধন্যবাদ l
     
    বুঝতে পারছি বেশ বুড়ো হয়েছি l বয়েস খালি নম্বর নয় এখন বুঝতে পারছি l
  • b | 2402:3a80:1c50:926f:278:5634:1232:***:*** | ১৭ জুলাই ২০২৫ ২০:৫৪540231
  • @ অপু , আমি  ওই হার নিয়ে খুব হতাশ . ব্যাটিং সহজ ছিল না , কিন্তু ইন্ডিয়ার টপ অর্ডার দায়িত্বজ্ঞানহীনের মত খেলেছে . প্রথমদিনই চার উইকেট পড়াটা কোনো কাজ কথা নয় .
  • kk | 2607:fb91:1027:4e3c:b05a:312f:68b6:***:*** | ১৭ জুলাই ২০২৫ ২০:২০540230
  • অপু (১১ঃ১৯),
    নাঃ, নতুন, পুরোনো কিচ্ছুই আমি রাঁধিনি। আমি রান্না করে কী করবো? ঐ তো ফুটিচার সাহেব বলে দিয়েছেন, এয়াইই সব রান্না করে দেবে।
  • Guruchandali | ১৭ জুলাই ২০২৫ ১৮:২৮540229
  • আপনাকে প্রথম পর্বেও মাস্টার টপিক বক্সে ওই নম্বরটা বসাতে হতো। এখন করে দেওয়া হয়েছে গুপুর তরফ থেকে। দেখে নিন।
  • Ranjan Roy | ১৭ জুলাই ২০২৫ ১৭:৪৫540228
  • অ্যাডমিনদের অনুরোধঃ
     
    আমার "দেখা না দেখায় মেশা" পর্ব ২ পোস্ট করার সময় প্রথম সংখ্যার নম্বর তো ঠিকই লিখেছিলাম-- 32714.
    অথচ, এতে  পর্ব এক লেখা নীল রঙা লিংক দেখা যাচ্ছে না।
    একটু দেখবেন?
     
  • Apu | 14.194.***.*** | ১৭ জুলাই ২০২৫ ১২:৫২540227
  • হতে পারে ।ভূলে গেছি ।শুধু পেটুক মানুষের মতো ভেটকি টা মনে আছে smiley
  • lcm | ১৭ জুলাই ২০২৫ ১১:৫০540226
  • না না , বলছে - 
    In 2006, Jet Airways offered connections between Kolkata and London, but these were not direct flights. You would likely have needed to connect through another city, such as Mumbai or Delhi. 
  • Apu | 14.194.***.*** | ১৭ জুলাই ২০২৫ ১১:৪৮540225
  • আর বলবেন না মহায়
     
      বেলুড় স্টেশন থেকে জিটি রোড অবধি মিনিট ১০ এক রাস্তা ..
    ২ টো উঠে গিয়ে এখন মানে হয় আট টা মিষ্টির দোকান ।দু তিনটে বাদ দিয়ে পদের মিষ্টি নান মহায় ,
    কী আর বলি 
     
    " ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায় ....."
  • Apu | 14.194.***.*** | ১৭ জুলাই ২০২৫ ১১:৪৪540224
  • ব্রিটিজ এয়ারেজ তো ছিলই।  জেট ও ছিল লসাগু দা ​​​​​​​। ​​​​​​​
      একবার ব্যাপক ভেটকি মাছ খাইয়েছিল মনে আছে । 
    ২০০৬বা ২০০৭ 
     
  • :|: | 2607:fb91:8811:8288:5d5c:b1c5:a165:***:*** | ১৭ জুলাই ২০২৫ ১১:৪৪540223
  • ১৭ জুলাই ২০২৫ ০১:৩৪ -- কনফুর কিছু নাই। ওনার নাম পাত্র লাস নাম মিত্র বা উল্টোটা। 
     
    এই দেখুন রান্নাবান্নাও ক্রমে এয়াই করবে। 
    আর খাওয়া দাওয়া বিষয়ে -- সরকার থেকে সিঙ্গারা জিলিপি খেতে ডিস্কারেজ করছে নাকি।
  • lcm | ১৭ জুলাই ২০২৫ ১১:৪১540222
  • জেট এর ছিল নাকি? বৃটিশ এয়ারওয়েস ছিল, ঢাকা-কলকাতা-লন্ডন।
  • Apu | 14.194.***.*** | ১৭ জুলাই ২০২৫ ১১:২১540221
  • বি ,চতুর্থ টেস্টে কাকে কী টিম করা যায় বলো তো? বুমরাহ সিরাজ আর  জাদ্দুর এই লড়াই বহুকাল মনে থাকাবে ....
  • Apu | 14.194.***.*** | ১৭ জুলাই ২০২৫ ১১:১৯540220
  • কেকে,  নতুন কিছু রাঁধলে? 
  • Apu | 14.194.***.*** | ১৭ জুলাই ২০২৫ ১১:১৭540219
  • যদুবাবু  এলসিএম দা আটোজ কী খবর ?
  • Bratin Das | ১৭ জুলাই ২০২৫ ১১:১৩540218
  • কলকাতা থেকে আগে লন্ডনের ডাইরেক্ট ফ্লাইট ছিল জেটের ।ভালো খাওয়াতো 
  • Tania Basu Dutta | 2405:201:900e:319a:f42e:1eb6:7da7:***:*** | ১৭ জুলাই ২০২৫ ০৮:৪৭540217
  • ১৬ ই জুলাই দুপুরে "আমার এপিটাফে " নাম দিয়ে একখান কবিতা লিখতে বসলাম ।...বসলাম কারণ প্রথম চার - পাঁচ লাইন এমন হুড়মুড়িয়ে পেলো ।..সে আর না লিখে রাখলেই নয়  ।......যেই লিখলুম ।....আর লাইন এলো না ।....কিছুতেই এলো না .......
     
    ঋতেন স্যার , আপনাকে উৎসর্গ করলাম ।।...খুব খুব কষ্ট হলো জেনে 
     
    এতো যন্ত্রণার মাঝে ফুল হয়ে ফুটবো আমি /ধ্বংস যেমন হয় বিধ্বংসী সূচনা 
    আমার এপিটাফ গেয়ে যাবে জোট বাঁধার গান /
    আমার চিতার আগুন উড়ন্ত ঘূর্ণির মতো ছুঁয়ে যাবে / আকাশের বুক চিরে বের করে নেবে বিদ্যুৎ ! ............
     
    যদুবাবু  আপনাকে অনেক অনেক ধন্যবাদ।....গুরুচন্ডালির অন্য সেকশন গুলো তেও অবশ্যই লিখবা .......and .....salute to the slogan of your life ! 
     
    আপনারা সবাই আরো আরো অনেক লিখুন ।.....এই কামনা করি .....
  • &/ | 107.77.***.*** | ১৭ জুলাই ২০২৫ ০১:৩৪540216
  • একজায়গায় দেখলাম  লেখা- 'জনৈক  পাত্রমিত্র ', খুবই কনফু হলাম। পাত্র  না  মিত্র  ?  নাকি  পাত্রের  মিত্র ?
  • যদুবাবু | ১৭ জুলাই ২০২৫ ০১:১৩540215
  • হ্যাঁ, এই প্রশ্ন আমারও। প্যালারাম কই কই কই? ওই আলোচনাটা চমৎকার হচ্ছিল। 
  • &/ | 107.77.***.*** | ১৬ জুলাই ২০২৫ ২২:৫২540214
  • ওই যে  হিস্ট্রি অফ  ওয়েস্টার্ন  ফিলোসফি  বইটার  চমৎকার  অনুবাদ  ধারাবাহিক  লিখছিলেন , অনেকদিন তো  আর  দেখছি  না  নতুন  কিস্তি !
  • যদুবাবু | ১৬ জুলাই ২০২৫ ২০:১৩540213
  • তানিয়া, 

    কুমুদির বইটি আমার অত্যন্ত প্রিয়। আমার কেন, আমাদের সকলের-ই। সত্যিই ঐ ঘুমিয়ে পড়া মুখের মত শান্তিময়। 

    আর নিজের বই নিয়ে কী আর বলি? আপনার মনে যে কূট প্রশ্ন আসছে, এর থেকে বড়ো আনন্দের কিছু নেই। আমার বইতে কোথাও একটা সক্রেটিসের একটি উক্তি রেখেছিলাম, "দ্য আনএগজ়ামিনড লাইফ ইজ় নট ওয়র্থ লিভিং।" কালকে সৈকতদা লিখেছে, " কষ্টিপাথরহীন জীবন কোনো জীবনই নয়" ... এক-ই সেন্টিমেন্ট! ঐটেই আমার জীবনের মোটো। মোটো-র বাংলা কি লক্ষ্য, ঠিক জানি না। 
     
    ঋতেনদা ভারি আনন্দ করে ভূমিকা লিখে দিয়েছিল। ভূমিকাটা নিজেই আস্ত একটা দুর্দান্ত প্রবন্ধের মত। ঋতেনদাকে আমি প্রায়-ই খোঁচাতাম লেখো লেখো বলে, এতো সুন্দর যে লিখতে পারতো ... কেন আরো লেখো না বলে? 

    ঋতেনদার সাথে লেখালিখির কথা ছিল, কাজ করার কথা ছিল, অনেক অনেক কথা ছিল, সেগুলো কথাই রয়ে যাবে, কারণ ঋতেনদা আজ চার মাস হ'ল আর নেই। এখনো বিশ্বাস হয় না 'নেই'। কোনোদিন-ই হবে না হয়তো। 

    আর বলছি, আপনি ভাটে লিখুন অবশ্যই, কিন্তু পারলে টই বা খেরোর খাতাতেও লিখুন। খেরোয় লিখবেন কী করে সেই নিয়ে এইটা দেখতে পারেন, https://www.guruchandali.com/comment.php?topic=32377 
  • Skm | 2607:fb90:5d13:8181:ad6:3e51:e2a8:***:*** | ১৬ জুলাই ২০২৫ ১৯:৫৯540212
  • কোলকাতা থেকে লন্ডন / usa ফ্লাইট কবে ষ্টার্ট হবে .
    Any আইডিয়া 
  • Tania Basu Dutta | 49.47.***.*** | ১৬ জুলাই ২০২৫ ১৯:২৯540211
  • আজ যে দুটো বই এর কথা লিখছি ; একটা হল আমার কাছে " song of innocence " আর একটা " song of experience " ! প্রথম টা নেহাত ই innocent ।..খুব মিষ্টি বই : কুমুদি ।......আমার কথায় কথায় সুমনের গান পায় কিনা তাই এই বই পড়ে শুনিয়ে সুমনের এই গান টা খুব মনে হচ্ছিলো : " গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ " আমার মেয়ে কে যখন "কুমুদির জন্য" পড়ে শোনাই ; গল্প শুনতে শুনতে সেই যে ভারী নিশ্চিন্তে ঘুমিয়ে যায় ; পর দিন সকালে ঘুম ভাঙে আনন্দে : স্বপ্নে নাকি গল্পের জলপরী , ম্যাজিক পেন্সিল আর প্রজাপতি রা এসেছিলো !! ওটাই আমার সারাদিনের জ্বালানী ......
     
     
    দ্বিতীয় টি ; মানে ওই experience er ব্যাপারে আসি এবার : এ বই হল যদুবাবুর টিউশনি : এ হল পাঠকের মাথায় অদৃশ্য ভূতের গাঁট্টা ।...আর গাঁট্টা টি হল "বেয়ারা প্রশ্ন " ।।.....টিউশনি নেওয়ার পর থেকে যাই করছি , যেখানেই যাচ্ছি সেই বেয়ারা প্রশ্ন মাথায় গাঁটটাঘাত করেই চলেছে ।....এই যেমন ধরুন বাজারে মাছ কিনতে গিয়ে খোকা ইলিশ ৮৫০ , দিশি ট্যাংরা ৭৫০ ।....কোনটা কিনবো ।।।...পাড়ার মন্টু কাকা বললো মেয়ে রা গাড়ি চালালে বেশি আকসিডেন্ট হয় ।....ওমনি মনে হলো সিম্পসন'স প্যারাডক্স : আলাদা আলাদা করে দেখলে হয়তো তাই কিন্তু সব মিলিয়ে গড় করলে আকসিডেন্ট টা আপনারাই করেন বেশি ..! এরম উত্তর দিতে মন্টুকাকা কেমন কটমট করে তাকালে ...... পেট্রল পাম্প এ তেল ভরতে দেখলেই মনে হচ্ছে কিমি / লিঃ নাকি লিঃ /কিমি : আমরা ঠিকমতো হিসেব করছি তো ? নাকি বোকা হয়ে যাচ্ছি প্রতিনিয়ত ? মেয়ে কে ওমুক স্কুলে ভর্তি করবো , ফি বছর একজন করে ভারী ভারী নম্বর নিয়ে বেরুচ্ছে ।....ব্যাস ।...মাথায় গাঁট্টা দিলো সার্ভাইভার বায়াস ।....বাবা কে মহানন্দে রসগোল্লা খাওয়াচ্ছি রোজ ।।..রিপোর্ট এ সুগার কন্ট্রোলে আছে জেনে ।....আবার মাথায় গাঁট্টা দিলো বেইজ থিওরেম ........ আর রাজনৈতিক হত্যার দলিল পর্ব টি পড়লে তো আপনার ধনঞ্জয়ের ফাঁসি থেকে শুরু করে কাসব এর ফাঁসি অবধি সব ঘেঁটে ঘ হয়ে যাবে মশাই : কারণ একটাই : ওই বেয়ারা প্রশ্ন .......
     
    সব শেষে যদুবাবুর নায়ক গাম্বেলের উক্তি যদুবাবু কেই ফিরিয়ে দি : সবই অত্যন্ত সুন্দর , সহজ ভাষায় গুছিয়ে লিখেছেন যদুবাবু ....
    নাহলে এই মুখ্যু সুখ্যু পাঠিকা পড়তি পারতো না .....
     
    পুনশ্চ : অধ্যাপক Riten Mitra র লেখা ভূমিকা টি হলো honeytrap ! ওই ভূমিকা পড়লে ও বই আপনি পড়ে ফেলবেনই ! যদুবাবু স্যার ( একেনবাবুর মতো করে বললুম ) আর Riten স্যার একসঙ্গে লিখলে একটি milestone হবে বই কি !
  • যদুবাবু | ১৬ জুলাই ২০২৫ ১৮:৩৬540210
  • পাপাঙ্গুল, থ্যাঙ্ক ইউ। দেখবো অবশ্যই। আমি পার্ডুতে পড়ার সময় বহুবার গ্যারি, ইন্ডিয়ানা দিয়ে যাতায়াত করেছি, ওয়েস্ট লাফিয়েত থেকে বেশি দূর না, শিকাগো যাওয়ার রাস্তায় কোনো একটা রুটে গ্যারি পড়তো। শুনেছি আগে ওখানে স্টিল বা ঐরকম কোনো হেভি ইন্ডাস্ট্রি ছিল, সেটা সরে যাওয়ার পর একটা ভয়ানক বিপর্যয় ঘটে। পরে লোকে উপদেশ দিতো যে কোনো কারণেই গ্যারিতে স্টপ না করতে - গ্যাস ভরা বা ফাস্ট ফুড কিছুই না। সেটা অবশ্য সামান্য বাড়াবাড়ি। আমি গ্যারিতে দিব্যি ঘুরে বেড়িয়েছি, ভাগ্যক্রমে চাপ হয় নি। যদিও তার থেকে কিছু প্রমাণিত হয় না। 
     
    এর কাছাকাছি মনে হয়েছে ইস্ট সেন্ট লুইস, ইলিনয়, মিসিসিপি নদীর এ পারে সেন্ট লুইস, মিজ়ৌরা, ওপারে ইস্ট সেন্ট লুইস, ইলিনয়। খুব হাই ক্রাইম রেট, দারিদ্র্য, ইত্যাদি। নদীর এপার-ওপারে আকাশ-পাতাল পার্থক্য, এপারে সেন্ট লুইসের বিখ্যাত আর্চ থেকে তাকালে ঐপারের অন্ধকার যেন আরও ঘন মনে হয়। জোনাথন কোজোলের একটা বই আছে, স্যাভেজ ইনইকুয়ালিটি, তাতে যেমন লেখা, রাত্রিবেলা ইস্ট সেন্ট লুইসের উপর দিয়ে যেতে যেতে য়াকাশের দিকে তাকালে ঐরকম বিষবাষ্পের হলদেটে বাদামী আভা দেখা যায়। সেই বইয়ের একটু অংশ এইখানে দেওয়া, পড়ে দেখতে পার। অবশ্য বইটা ১৯৯১ (?) সালে লেখা, তারপর মিসিসিপি দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। ২০২৩ সালে সিটি অফ ইস্ট সেন্ট লুইস মনসান্তো আর ফার্মাসিয়ার (ড্রাগ কোম্পানি, ফাইজার এদের অ্যাকোয়ার করেছিল ২০০৩ সালে) নামে মামলা ঠুকে দেয়। সেই কোর্ট ফাইলিং-এ সিটি প্রমাণ দেখিয়েছিল যে ইস্ট সেন্ট লুইসে PCB-র হায়েস্ট কন্সেন্ট্রেশন কয়েক হাজার গুণ বেশি (সেফ লেভেল ১ হলে, ওখানে কোনো কোনো জায়গায় ১০,০০০)। 

     
  • Apu | 14.194.***.*** | ১৬ জুলাই ২০২৫ ১৩:৪৫540209
  • উহা হলাম আমি 
  • A | 14.194.***.*** | ১৬ জুলাই ২০২৫ ১৩:৪৪540208
  • মোক্ষম !!
  • Ranjan Roy | ১৬ জুলাই ২০২৫ ১২:৩১540207
  • ধুস্‌ আপনারা কিস্যু জানেন না।
    • অ্যান্টিসিপেট = আঁটিসাপেট --এটা নতুন নয়, ফরাসী শব্দ। সঠিক বানান হল  আঁতিসাপেঁ ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত