এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • MP | 2409:4060:301:7fb8::ba7:***:*** | ১৬ জুলাই ২০২৫ ০৭:০১540205
  • আচ্ছা জেফ্রি এপস্টিন ইস্যুতে আম্রিকা কি ভাবছে এনিয়ে কিছু জানা যাবে ?
  • যদুবাবু | ১৬ জুলাই ২০২৫ ০৫:৩৬540204
  • কেউ পিটার স্যান্টিলিনোর ভিডিও ডকু দেখেন? আমি সদ্য শুরু করলাম। প্রচুর আছে - এক গাদা প্লেলিস্ট, আমি আপালাচিয়া দিয়েই শুরু করলাম, এইখানেই সবথেকে বেশি দিন কাটানো হয়ে গেলো (দু-বছর নর্থ ক্যারোলিনা আর সাড়ে চার এই ভার্জিনিয়া)। 

    যে দু-একটা দেখলাম ভালোই লাগলো। রেকো করে গেলাম। একটা ভিডিও দিই - তারপর ক্লিক করলে প্লেলিস্ট ইত্যাদি তো দেখাই যাবে। ওপিওয়েড ক্রাইসিস নিয়ে, হোমলেসনেস নিয়েও কয়েকটা পর্ব আছে, তবে এইগুলো এমন ক্রাইসিস যে প্রায় সব পর্বেই এই নিয়ে দু-চারকথা হয়েই যায়। 

  • lcm | ১৬ জুলাই ২০২৫ ০৫:০২540203
  • তেরুকুট্টু - তামিল যাত্রা
  • &/ | 151.14.***.*** | ১৬ জুলাই ২০২৫ ০৪:৩০540202
  • আমাদের ছোটোবেলা মাঠে যাত্রা হত, তার আগে একমাস দেড়মাস ধরে প্রচারগাড়িতে প্রচার চলত। আসিতেছে অমুক কোম্পানির অশ্রুসজল সামাজিক পালা অমুক। আসিতেছে অমুক কোম্পানির শিহরণ জাগানো পৌরাণিক পালা অমুক।
  • &/ | 151.14.***.*** | ১৬ জুলাই ২০২৫ ০৪:২৬540201
  • উড়িয়াদেরও যাত্রা আছে! এতকাল আমার ধারণা ছিল যাত্রা অর্থাৎ কিনা যাত্রাপালা ব্যাপারটা বাংলার নিজস্ব কালচার। গ্রামে গঞ্জে হেমন্তকালে শীতকালে সারা রাত ধরে যাত্রা হবে, লোকজন চাটাই পেতে বসে চাদরমুড়ি দিয়ে শুনবে। অন্যান্য রাজ্যে পালাগান হয়ত অন্য নামে হয়। (তবে সুবে বাংলা বিহার উড়িষ্যা বলেও তো বলত এককালে, অর্থাৎ হরে দরে নানা মিল আছে।)
  • r2h | 208.127.***.*** | ১৬ জুলাই ২০২৫ ০৪:০১540200
  • তবে ফেবুতে ক্লিপ দেখে আমি ভেবেছিলাম এলিয়েন সেজেছে - সাই ফাইএর সঙ্গে পিরিয়ড ড্রামা মিশিয়ে তুলকালাম কিছু করেছে বোধয়। সেশে দেখি এই উড়িয়াদের রামযাত্রা। উৎকলজাতদের কাছে মার্জনা চাই, কিন্তু দোষ অপুর।
    "অপু বন্ধুকে সিগারেট দিয়া নিজে সিগারেট ধরাইতে ধরাইতে বলিল—আপনার এ-সব দেখে একঘেয়ে হয়ে গিয়েছে, তাই ভালো লাগছে না বোধ হয়। আমার চোখ নিয়ে যদি দেখতেন, তবে ছবছর বনবাসের পর উড়িয়াদের রামযাত্রাও ভালো লাগত। জানেন সুরেশ্বরদা, সেখানে আমার ঘর থেকে কিছু দূরে এক জায়গায় একটা গিরগিটি থাকত—সেটা এবেলা-ওবেলা রঙ বদলাত, দুটি বেলা তাই শখ করে দেখতে যেতুম—তাই ছিল একমাত্র তামাশা, তাই দেখে আনন্দ পেতুম।"

    দেখা যাচ্ছে শুধু বনবাসের পর অনর্থক কাউমাউ ভালো লাগার সম্ভাবনা জন্মায় তা না, কাউমাউয়ে অভ্যস্ত হয়ে গেলে এমনিতেই রুচিগত জোম্বিপনা হয়।
  • :|: | 2607:fb91:8811:8288:5d5c:b1c5:a165:***:*** | ১৬ জুলাই ২০২৫ ০৪:০০540199
  • কোনও কিছুই ঢোকানো হয় বেরোবার জন্য। এক্ষেত্রে নাইকা আঁটিসাপটে ছিলো খবরের কাগজে নাম বেরোবে। ঢোকানো সার্থক করে বেরিয়েছে! 
  • &/ | 151.14.***.*** | ১৬ জুলাই ২০২৫ ০২:৪৪540198
  • কিন্তু 'চন্ডালিকা'য় ওসব কেন ঢুকিয়েছে?
  • . | ১৬ জুলাই ২০২৫ ০২:৪৩540197
  • ট্রাম্প তো তাহলে ক্রমে সাম‍্যবাদী তথা জাতীয়তাবাদী সমাজ গঠনের পথে। বেকারত্ব কমছে, চড়া বেতনের কাজের সংখ‍্যা কমছে। অন‍্যদিকে দেশের মধ‍্যে স্বদেশি দ্রব‍্যের প্রোমোশন করা। সবটাই যদিও পাইলট প্রকল্পের ধার না ধেরে সরাসরি প্রোডাকশন এনভায়রনমেন্টে অ‍্যাপ্লাই করে চলেছে। এতে আখেরে দেশের ভেতরের লোকদের ভালো হবে বলেই মনে হচ্ছে। দেখা যাক আরও কয়েক মাস।
  • a | 14.2.***.*** | ১৬ জুলাই ২০২৫ ০১:৪৭540196
  • এই হুতোবাউ ঠিক ধরে ধরেছে। ঐ রবীন্দ্রনাথ কে ঠাকুর এই লিখেছেন ঠাকুর সেই বলেছেন দেখে আমিও ভাব্ছিলাম। পরে মনে হল হয়তো ফেবু তে ইন্জিরিতে টেগোর লিখেছিলো, যে টুকেছে সে এক্কেবারে টুকে দিয়েছে। 
     
    তবে নতুন ট্রেন্ড হলেও অবাক হব না। 
  • &/ | 151.14.***.*** | ১৬ জুলাই ২০২৫ ০১:০২540195
  • খুব চমৎকার শব্দ হয়েছে। ঃ-)
    এরপর বলা যাবে, 'আঁটিসাপটে নিয়ে পরের কাজটা এগিয়ে রাখুন।' ঃ-)
  • lcm | ১৫ জুলাই ২০২৫ ২৩:৪৯540194
  • হা হা ... টাইপো হয়ে মাঝে মধ্যে ইন্টারেস্টিং শব্দ তৈরি হচ্ছে ...
    অ্যান্টিসিপেট = আঁটিসাপেট
  • lcm | ১৫ জুলাই ২০২৫ ২৩:৪৮540193
  • " .... হয়ত মাস ছয়েক পরে দর দাম পাল্টাতে পারে। তবে স্থানীয়দের কর্মসংস্থান হলে তাদেরও ক্রয়ক্ষমতা বাড়বে। ... "
     
    হ্যাঁ, ট্যারিফ বসানোর ৬-৯ মাস পরে ইমপ্যাক্ট হবে বলছে ... কিন্তু ট্যারিফ বসলে সব জিনিস লোকালি তৈরি হবে, সবার কাজ হবে - সে নিয়ে বাজারে প্রচুর ডাউট আছে ...   এখন তো আনএমপ্লয়মেন্ট রেট লো, জুন মাসের ডেটা বলছে ন্যাশনালি ৪.১% ... তার মানে লোকজনের কাজ আছে..  যেটা সমস্যা সেটা হল একটু বেশি মাইনের কাজ কমে যাচ্ছে ...     
  • &/ | 107.77.***.*** | ১৫ জুলাই ২০২৫ ২৩:১৮540192
  • আঁটিসাপটে  :)
  • lcm | ১৫ জুলাই ২০২৫ ২২:১৮540191
  • সাপ্লাই চেনে জেনারেল ৬-৭ মাসের পার্টস ইনভেন্টরি থাকার জন্য এখনও সব গাড়ির দাম বাড়ে নি ... যে সব গাড়ি অন্য দেশে সম্পূর্ণ অ্যাসেম্বলি হয়, তারপরে জাহাজে করে তৈরি গাড়ি আসে, সেরকম গাড়ি যেগুলো এপ্রিলের পরে ঢুকেছে সেগুলোর দাম বেড়েছে ... 

    আর একটা জিনিস হয়েছে - টারিফ বসলেই দাম বেড়ে যাবে এটা আঁটিসাপটে করে কিছু গাড়ির বিক্রি বেড়েছিল, কিন্তু এখন আবার বলছে সেটা স্তিমিত হয়ে এসেছে ... 

    ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে যে জিনিসটা প্রথমে লক্ষ্য করার সেটা হল কম্পিউটিং ডিভাইস - ফোন, ল্যাপটপ, ট্যাবলেট ... - এসবের দাম কতটা বাড়বে ...
  • &/ | 107.77.***.*** | ১৫ জুলাই ২০২৫ ২২:০৭540190
  • স্বদেশী  আন্দোলনের  আমলে  অনেক  বাঙ্গালী  আইকন  ছিলেন ,  তখন  বাংলায়  সাহিত্যচর্চাকেও  স্বদেশী  আন্দোলনের  অংশ  করে  নেওয়া  হয়েছিল , সম্ভবত সেইজন্যেই  গুরুত্বও  পেয়েছিল।  নইলে  আইকনদের পড়াশোনা  স্কুল কলেজ  সবই  তো  ব্রিটিশ  আমলের  ইংরেজিতে , ওঁরা  লেখালেখিও  সেই  ভাষায়ই  তো  করতে  পারতেন 
  • দাম | 98.114.***.*** | ১৫ জুলাই ২০২৫ ২২:০২540189
  • অ্যাভোকাডোর দাম তো উত্তর পূর্বে বেশ বেড়েছে বলেই ঠাওর হচ্ছিল। সে জিনিষ ​​​​​​​তো ​​​​​​​মেহিকোর ​​​​​​​অবদান! 
    (স্পেসিফিক তথ্য না চাইবার আবেদন রহিল)
     
    তবে গাড়ির দাম তো বেড়েইছে, ছাড়ছোড় আর বিশেষ জুটছে না! 
     
  • r2h | 165.***.*** | ১৫ জুলাই ২০২৫ ২১:৫০540188
  • আসামের বাঙালখেদা সারা দেশে ছড়িয়ে পড়ছে, এমন বলা যায়; আসামেও প্রাথমিক লক্ষ্য গরীব লোকজন ছিল, কিন্তু লক্ষ্য হিসেবে 'আলি কুলি বাঙ্গালি' ব্যাপারটা নজর করলে চাড্ডি বাঙালীর 'ওরা' নিকেশ হবে শুধু - এই ভরসা অবান্তর, কিন্তু তাতেও কিছু আসে যায় না, কারন হিন্দি হিন্দু হিন্দুস্তান-পন্থীদের কাছে বাংলা, তা সে যতই মাতৃভাষা হোক, তার কোন আলাদা জায়গা নেই।

    হয়তো এরকম হওয়া উচিত না, কিন্তু প্রকৃতপক্ষে এরকম সময়ে কিছু আইকন, কিছু প্রাতিষ্ঠানিক ঠ্যালার দরকার হয়। এবার কোথায় আইকন? একপাল ছাগল যেমতি পোসেনজিৎ বা মহাগুরু মিঠুন। সেদিন কোথাকার কে কপিল শর্মা রবীন্দ্রনাথের গান নিয়ে রসিকতা করায় সংস্কৃতি জগতের কী লম্ফঝম্প, আরে বাপু ওসব অনুষ্ঠান দেখতে যাওয়াই বা কেন, আর অজাযুদ্ধের মত বহ্বারম্ভে লঘুক্রিয়া করে লোক হাসানোই বা কেন।
    প্রতিষ্ঠান, রাজনীতিতে তৃণমূল ও তার সাঙ্গোপাঙ্গোদের সঙ্গত কারনেই বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই। প্রসঙ্গত রাজদীপ মাইতিকে ক্যাল খেতে দেখে প্রচন্ড আমোদ পেয়েছি। লোকটাকে কি ছেড়ে দিয়েছে? রোদ্দুর রায় এতদিন জেলে ছিলেন, রাজদীপ মাইতির তো অন্তত কয়েকশো বছর হাজতে থাকার দরকার ছিল। সে যাগ্গে, মিডিয়া - আজ যেহেতু কর্পোরেট, তাই টাকা ছাড়া আর অন্য কোন আদর্শ এদের সামনে থাকার কথাও না।

    ব্যক্তিগত, ছোট উদ্যোগ? কী জানি। একেক জনের যা ছিরি দেখি। অর্ক দেব বলে একজনের নাম শুনি, তিনি দেখেছিলাম জুলাই বিপ্লবকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষনা করেছিলেন, আজকাল পোস্ট ট্রুথ টুথ নিয়ে বক্তৃতা দেন।
    গুরু - গুরুতে এসব জিনিস নিয়ে কোন এনগেজমেন্ট দেখি না, দেখার কথাও না, কারন যারা প্রবন্ধ লেখেন তাঁরা ফেবুতে এনগেজ করেন কিন্তু গুরুতে করেন না।

    আর কোথায় কি বুঁদির কেল্লা বা গলদের গ্রাম আছে কে জানে।
  • &/ | 107.77.***.*** | ১৫ জুলাই ২০২৫ ২১:৩৭540187
  • অনেক  অনেক  ধন্যবাদ।  ৪৫  নম্বরের  ভানুমতী অর্থাৎকিনা  ধাঁধা  তে পড়েছিলাম . :)
  • r2h | 165.***.*** | ১৫ জুলাই ২০২৫ ২১:১৫540185
  • ওটা বোধয় সংস্করণ ভেদে আলাদা। কোন সংস্করণে জগতে আনন্দযজ্ঞে, কোন সংস্করণ আলোয় আলোকময়।
    অনুমান করি ৪৫ নং গান কোনটা তা নিয়ে কোথায় কিছু তর্ক চলছে। তর্কটা তাহলে কোন সংস্করণে - সেদিকে নিয়ে যেতে হবে!

    ওদিকে চণ্ডালিকা নৃত্যনাট্যে পিয়া তোসে গান ঢুকিয়ে কোন নায়িকার মাথায় জল ঢেলে দিয়েছে, তাতে মিঠুন চক্রবর্তী গম্ভীর মুখে জজিয়তি। ওসব কুনাট্য সয়ে গেছে, ওসব শোয়ের কনজিউমারদের নিয়ে বক্তব্য কিছু নেই। তবে আবাপতে অভিনেত্রীর বক্তব্য পড়তে গিয়ে একটা জায়গায় আটকালাম- " - “এর আগে আমি তিন বার চণ্ডালিকার ‘প্রকৃতি’-কে মঞ্চস্থ করেছি। ঠাকুরের এই লেখা আমার সবচেয়ে প্রিয়। ... লেখনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলেন ঠাকুর।”" তারপর দেখলাম বেশ একাধিক বক্তব্য, সবেতেই 'ঠাকুর'। ইংরেজি কায়দায় শুধু লাস্ট নেম, নাকি দেখো আমার কি ভক্তি- তোমাদের রবিবাবু আমার ঠাকুর - তা বোঝা গেল না।

    ও আর কী হবে। বাঙালী ধরে ধরে কম্বল ধোলাই দিয়ে বাংলাদেশে চালান করে দিচ্ছে। স্বাধীন মিডিয়া বলতে কিছু নেই, সবার টিকি কর্পোরেটু পক্ষীর পায়ে বাঁধা।

    আমার একটা জিনিস খুব কৌতূহল- এইসব বড় বড় ব্যাপার তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও লক্ষ্য ছাড়া হয় না; তো এখানে ব্যাপারটা ঠিক কী? বাঙালীরা খেপে উঠে দাঙ্গা হাঙ্গামা করবে (সম্ভাবনা কম, তবে খাদ্য আন্দোলন, নকশাল থেকে ঐপারে মুক্তিযুদ্ধের ইতিহাসও আছে), তারপর বেশ একটা মিলিটারি নামিয়ে ঠান্ডা করে দেওয়া যাবে? কিন্তু তাতে কার কী লাভ? ব্যবসা বাণিজ্য তো বাঙালীর হাতে এমনিতেও তেমন কিছু নেই। সাংস্কৃতিক লিগ্যাসি থাকলেও বর্তমানের নামে হাঁড়ি ফাটে। ভূখণ্ড আলাদা হয়ে গেলে আপদ যাবে? তাতেই বা লাভ কী?
  • &/ | 107.77.***.*** | ১৫ জুলাই ২০২৫ ২০:৫৬540184
  • ৪৫ নিয়ে জটিলতায়  পড়েছি . বইটির  ৪৫  নম্বর  পাতাতে  যদি  কিছু  থাকে , তাও  প্লীজ  দেবেন . 
  • &/ | 107.77.***.*** | ১৫ জুলাই ২০২৫ ২০:৫৪540183
  • মূল বাংলা গীতাঞ্জলির  ৪৫  নম্বর  গানটি  কেউ  দেবেন  প্লীজ ?  আগাম ধন্যবাদ . 
  • . | ১৫ জুলাই ২০২৫ ১৫:৪৭540182
  • অর্থাৎ সমূহ কোনও পরিবর্তন নেই। হয়ত মাস ছয়েক পরে দর দাম পাল্টাতে পারে। তবে স্থানীয়দের কর্মসংস্থান হলে তাদেরও ক্রয়ক্ষমতা বাড়বে।
    ইনফরমেশনের জন্য থ্যাংক্স
  • lcm | ১৫ জুলাই ২০২৫ ১২:২৪540181
  • তা বললে কি হবে - The United States is a major tomato producer, ranking fourth globally.
  • :|: | 2607:fb91:8811:8288:5d5c:b1c5:a165:***:*** | ১৫ জুলাই ২০২৫ ১২:১৮540180
  • টোম্যাটো ঠিক আমেরিকান না। উটি বিলিতি বেগুন। 
  • lcm | ১৫ জুলাই ২০২৫ ১১:১৭540179
  • জিনিসপত্রের দাম তো এখনও তেমন বাড়ে নি, মানে দৈনন্দিন ব্যবহার্য জিনিসগুলি। কালকে এখানকার স্থানীয় খবরে বলল, এই মাস থেকে টম্যাটোর দাম বাড়তে পারে।
  • lcm | ১৫ জুলাই ২০২৫ ১০:১৩540178
  • ওহ! ৭৫ বছর আগে বেরোনো ম্যাগাজিনের আর্কাইভ ...
  • r2h | 134.238.***.*** | ১৫ জুলাই ২০২৫ ০৬:৪৬540177
  • এইটা মজার, সত্যজিৎ নিজেই খুব কম, ও 'ক্ষ্যামাঘেন্না ক'রে' বাংলা ছবি দেখার কথা বলেছেন।
  • সুজন হরবোলা | 207.244.***.*** | ১৫ জুলাই ২০২৫ ০৫:৪৭540176
  • এই দ্যাখেন এই বইটার কথা হয়তো অনেকেই জানেন না। চিদানন্দ-কমলকুমার-রাধাপ্রসাদ-সত্যজিৎ রায় সম্পাদিত দিলীপ কুমার গুপ্তর সিগনেট প্রেস থেকে প্রকাশিত 'চলচ্চিত্র' পত্রিকার প্রথম সংখ্যা। সময়টা আশ্বিন ১৩৫৭ বঙ্গাব্দ অর্থাৎ ১৯৫০ সাল। পথের পাঁচালি তখনও ভবিষ্যতের গর্ভে।  সম্পাদকমণ্ডলীর লিস্টিটা একটু দেখে নিন।
     
     
    আর এই রইল সূচিপত্র।
     
     
    বুঝেছেন তো ব্যাপারটা? ছেলেছোকরারা মিলে ফিলিম সোসাইটি খুলে বসবেন। রেনোয়াঁ কলকাতায় এসেছেন। সত্যজিতের একটি লেখা রেনোয়াঁকে নিয়ে। সেসব তো হল। কিন্তু ভূমিকাটি পড়লে মনে হবে সৈকত বন্দ্যোর লেখা, সিগনেট নয় - গুরুচন্ডালি থেকে প্রকাশিত।
     
     
    ভূমিকার ঠিক নীচে দেখা যাচ্ছে এই ব্যঙ্গচিত্রটি।
     
     
    ভাগ্যে বংগালী আজকাল সভ্য হয়েছে। কি রেসিস্ট, কি রেসিস্ট ছিল এইসব লোক!
     
    আরো আছে। শাঁটুলবাবুর প্রবন্ধটি থেকে জানতে পারবেন সেকালের বাংলা সিনেমার হালহকিকত। এইরকম হিসেব দিচ্ছেন ভদ্রলোক।
     
     
    হিন্দি বনাম বাংলা একোর্ডিং টু শাঁটুলবাবু।
     
     
    নামিয়ে পড়ে ফেলুন এই আশ্চৰ্য বইটি।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত