এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | 2404:4404:4405:700:3d79:18a4:57d3:***:*** | ২৪ জুন ২০২৫ ০১:৪২539536
  • b, "  ধুত্তোর শালা "
    :-)
    সত্যি কথা। দুনিয়ার যা হাল। 
  • | 2406:7400:63:dbbe:119c:dc43:2796:***:*** | ২৪ জুন ২০২৫ ০১:২৮539535
  • ভাম আর ভামবাচ্চা গুলো যেকোনো ভারত বিরোধী পেলেই আঁকড়ে ধরে | আমার মনে ​​​​​​​হয় ​​​​​​​ভাম ​​​​​​​গুলোর ​​​​​​​মাথায় ​​​​​​​কোন ​​​​​​​গোলমাল ache| 
    ওরে মোল্লা  টেররিস্ট গুলো প্রথম চান্সেই  তোদের মারবে | বিপ্লব &@%# এ ঢুকে যাবে | বাংলাদেশ কে দেখে শিক্ষা নে | 
     
  • নবারুণ | 150.129.***.*** | ২৩ জুন ২০২৫ ২৩:৪৩539534
  • b | 117.238.***.*** | ২৩ জুন ২০২৫ ২১:৫৮539533
  • ধুত্তোর শালা 
  • r2h | 134.238.***.*** | ২৩ জুন ২০২৫ ২১:১১539532
  • অ্যান্ডর, হাহা, থ্যাঙ্কিউ!
    ডালনায় ডাল মেশালে ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির বোনেরা যদি কিছু মনে না করেন তাহলে আমার আর কীঃD
  • b | 117.238.***.*** | ২৩ জুন ২০২৫ ২০:৩৫539531
  • ফোর্থ ডে  টি এর সময়ে ২৯৮  ফর ৪ , ৩০৪ এর লিড। সাড়ে তিনশো মতন তুলে দিলে  ব্যাটাদের সাধ্য হবে না শেষ দিনে চেজ করার । রাহুল আর পন্থ এর সেঞ্চুরী । রাহুল এখনো খেলছে , জয় মা 
  • বুঝভুম্বুল | 122.176.***.*** | ২৩ জুন ২০২৫ ২০:১৬539530
  • অনেক অনেক ধন্যবাদ, কেকে
  • kk | 172.56.***.*** | ২৩ জুন ২০২৫ ২০:০৬539529
  • বুঝভুম্বুল,
    একক গল্পটা ভাটেই লিখেছিলেন তো। এই নিন --
    • একক  | 2401:4900:88ae:66ab:f432:9965:6695:***:*** | ৩১ মে ২০২৫ ১৭:৪০538760
    • গল্প লিখতে দিলুম ​​​​​​​জিপিটিকে। কিছু ​​​​​​​বাক্য আদতে ​​​​​​​ভুল ​​​​​​​বাংলা ​​​​​​​লিখেচে। আড়ষ্টতা আচে। ​​​​​​​কিন্তু ​​​​​​​খুব ​​​​​​​খারাপ ​​​​​​​নয় ​​​​​​​প্রকাশভঙ্গীর ​​​​​​​দিক ​​​​​​​দিয়ে ​​​​​​​দেখলে। হাল্কা ​​​​​​​এডিট ​​​​​​​করে ​​​​​​​চালিয়ে ​​​​​​​দেওয়া ​​​​​​​যায় ​​​​​​​অন্তত ​​​​​​​হাবিজাবি ফেবু ​​​​​​​​​গ্রূপগুলোতে :)  মানুষের ​​​​​​​সঙ্গে ​​​​​​​তুলনীয় ​​​​​​​নয় কিন্তু ​​​​​​​জিপিটি ​​​​​​​আগের চে ​​​​​​​বেটার ​​​​​​​লিখচে ​​​​​​​আর ​​​​​​​শেখালে ​​​​​​​ধরতে ​​​​​​​পাড়ছে , এইটুকুই। 
       
       
      -----------------
       
      ঘরটা নিস্তব্ধ।
      তারা বসে থাকে। সামনের দেয়ালে ছায়া পড়ে। একেকটা লম্বা, একেকটা একটু কম।

      — তুমি ঘুমাও।
      — না, তুমি ঘুমাও আগে।
      চুপচাপ।
      একটা শব্দ হয়— চামড়ার ওপর নখ ঘষে দেওয়ার মতন। তারপর আবার চুপচাপ।

      — তোমার ডান কাঁধটা আবার ব্যথা দিচ্ছে বুঝি?
      — একটু।
      — আমি বাম পাশ ঘুমাবো। ওদিকটায় মুখ দেবো না।
      আরও একটু চুপচাপ।
      কোনো ঘড়ি নেই ঘরে, কিন্তু তারা জানে কখন রাত বাড়ে। নিঃশ্বাসের শব্দ ভারি হয়।

      — আজ তুমি একটুও খাওনি, খেয়াল করেছো?
      — না... আসলে খিদে বোধহয় উল্টে গেছে।
      — খিদে উল্টে গেলে কি দাঁড়ায়?
      — হয়তো মায়া।
      একজন উঠে দাঁড়ায়। হাটুতে হাত রাখে। একটু নড়াচড়া করে।
      আরেকজন তার পায়ের দিকে তাকিয়ে থাকে। মেঝেতে একটা খুব ছোট দাগ— কাল রাতে কে কেটেছিল, মনে পড়ে না।

      — যদি দুজনেই ঘুমিয়ে পড়ি?
      — তাহলে কেউ জাগবে না।
      — যদি কেউ ভুল করে জেগে যায়?
      — তবে সে একলা থাকবে।
       
      দেয়ালের গায়ে একটা দাগ— তারা অনেক দিন ধরে দেখে। সেটা আরেকটা মুখের মতো দেখায়। মাঝে মাঝে তারা তৃতীয় একটা নাম দেয় দাগটাকে।

      — আজকে ও (দাগটা) কিছু বলেনি।
      — বোধহয় ক্লান্ত।
      — আজ ওকে খাওয়া যায় না?
      একটা হাসি ছিটকে আসে, আবার চুপসে যায়।

      — তুমি তো গত রাতে একটুখানি গাল কেটেছিলে। আমি জেগে ছিলাম।
      — জানতাম।
      — তখন কেন কিছু বললে না?
      — তখন জানতাম তুমি কান্না পাচ্ছিল।
      একটু পরে একটা হাঁপ ধরা শ্বাস।

      — তুমি জানো, শেষবার কে আগে ঘুমাবে?
      — আমি চাই তুমি আগে ঘুমাও।
      — কেন?
      — কারণ আমি তোমাকে পরে ডাকতে পারি।
      দরজার পাশে বসে পড়ে একজন। পিঠ দেয়ালে ঠেকানো। চোখ বন্ধ করে, আবার খুলে।

      — তুমি কি দেখছো এখনো?
      — দেখি, কিন্তু ঘোলা হয়ে গেছে।
      — আমারও তাই।
      দুজনের চোখই অর্ধেক খোলা, অর্ধেক বন্ধ।
      মাঝে মাঝে কেউ চোখ রগড়ে। কেউ পায়ের আঙুল ঘষে।
       

      — জানো, এই ঘরটা একদিন ফাঁকা থাকবে।
      — তখন কি আলো আসবে?
      — হয়তো।
      — তুমি যদি থাকো, আমি জানালাটা খুলে দিতাম।
      একটা দীর্ঘশ্বাস।
      তারপর কেউ উঠে এসে আরেকজনের পাশে বসে।
      কাঁধে কাঁধ লেগে যায়।
      ঘুম আসে না।
      ঘুম আসছে।

      — একটু দাঁড়াও…
      — হুম?
       
      আর কিছু বলা হয় না।
      শুধু নীরবতার গা থেকে একটুখানি শব্দ খসে পড়ে। কেউ কুড়িয়ে নেয় না।

       
  • বুঝভুম্বুল | 122.176.***.*** | ২৩ জুন ২০২৫ ১৯:১১539527
  • একটা এয়াই দিয়ে লেখা গল্প কেউ লিখেছিলেন কোনো টইতে, গল্পটা এরকম: দুজন লোককে একটা ঘরে রাখা আছে, আর দুজনেই দুজনের শরীর থেকে মাংস ছিঁড়ে খেয়ে থাকবে। এবার শেষ দিনে দুজনের কেউই অন্যের মাংস খেতে চায় না। খেলেই সে মরে যাবে,তাই।
    এই টইটা কেউ একটু খুঁজে দেবেন প্লিজ? পাচ্ছি না। 
  • ই বাবা | 2a12:a800:2:1:45:141:215:***:*** | ২৩ জুন ২০২৫ ১৯:১০539526
  • ইরান এখন প্রগতিদের নতুন বাবা। একের পর এক বাবা ধরায় কাঙলুদেরও ছাপিয়ে যাবেন ইনারা।
  • বাবা বোম | 23.93.***.*** | ২৩ জুন ২০২৫ ১৮:১৯539525
  • মোল্লারা সুখে ছিল। কিন্তু সে সুখ তাদের সইলো না। ভাবলো ইজরেইলকে কাঠি করি। হামাসকে লেলিয়ে দিয়ে হাজার পনেরশো মারলো। তার ফলে গভীর রাতে আমেরিকা ইরানের পোঁদ মেরে গেল। একবার নয় তিন বার।  
  • b | 14.139.***.*** | ২৩ জুন ২০২৫ ১৪:২৫539524
  • সাই সুদর্শন ছোঁড়াটার খেলা দেখে কাল ভালো লাগলো । খুব ফ্লুয়েন্ট , অনর্থক ঝুঁকি না নিয়ে  বাজে  বল মারছিলো, এদিকে এক দুই রান নিয়ে স্কোরকার্ড চালু রাখছিলো । কিন্তু  বিশ্রী আউট হল,  টেমপারামেন্ট গ্রো করতে হবে ।
  • আমার ছেড়া গ্যাছে | 2401:4900:8828:fd80:5cb7:63c0:4cf4:***:*** | ২৩ জুন ২০২৫ ১৩:০৬539523
  • গভীর রাতে আমেরিকা ইরানের পোঁদ মেরে গেল। একবার নয় তিন বার। এটাই প্রমাণ করে ইরানের ও আমেরিকায় ক্ষেপন যোগ্য পরমাণু বোমা থাকা দরকার। নর্থ কোরিয়ার ছিল বলে আগের টার্মে দোলান্ড এসে দেখা করে হ্যান্ড শেক করে গেল কিমের সাথে। ওই দেশের কিছু করল না। 
  • | ২৩ জুন ২০২৫ ১২:২৮539522
  • ট্রাম্প ১৩-১৪ বার বলে ফেলল যে ব্যবসা বন্ধের হুমকি দিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করিয়েছে। মোদী বা জয়শঙ্করের হিম্মতই হল না  সেটা খন্ডন করবার বা কোন বিবৃতি দেবার।  কি নাকি ৩৫ মিনিট ফোনে কথা বলেছে।  ট্রাম্প প্রকাশ্যে বলছে বারবার মোদী এবং সরকার ফোনে কাঁদছে কেন? কথাটা ঠিক না হলে প্রকাশ্যে বলতে মোদী এট আলের মুরোদে  কুলাচ্ছে না কেন? নির্ঘাৎ আদানিকে রগড়াবার হুমকি দিয়েছিল ট্রাম্প তাই আর এরা কিস্যুই বলতে পারছে না। 
     
    এদিকে  পাকিস্তানের আসিম মুনিরকে লাঞ্চে আপ্যায়ন করল ট্রাম্প। মুনির গিয়ে ট্রাম্পকে জড়িয়ে ফরিয়ে ধরে কোন পাবলিসিটি করে নি। নিজের ওজন বুঝে দর কষাকষি করেছে (কূটনীতিতে যেটা করার কথা)।  ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য ধন্যবাদ দিয়েছে,  নোবেলের জন্য নমিনেশান দিয়েছে। পাকিস্তান পরের পর লোন পাচ্ছে, পাকিস্তানের হয়ে তার বন্ধু দেশরা বিবৃতি দিয়েছে। ভারতের হয়ে একটি দেশও বিবৃতি দেয় নি। পহেলগাম হানার নিন্দে করেছে অল্প কটা দেশ কিন্তু তারাও ভারতের হয়ে কিছু বলে নি যেমন পাকিস্তানের হয়ে বলেছে তার বব্ধুরা। এদিকে ইউএস আবার ভারতে যাবার ব্যপাতে ট্যুরিস্টদের ট্রাভেল অ্যাডভাইসারি  বের করেছে রেপ ইত্যাদি বলে।
    মুম্বাই হানার পরে কিন্তু ভারত বিশ্বে পাকিস্তানকে কোণঠাসা করতে পেরেছিল।
     
    মোটামুটি ভারতের এখন বন্ধু কোন সভ্য দেশই নয়। ইন্দিরা গান্ধী কিসিঞ্জারকে পুরো শঠে শাঠ্যং ট্রীটমেন্ট দিয়েছিলেন। মোদীর হিম্মতই হবে না।  ইন্দিরা গান্ধীর সাহস মেরুদন্ডের জোর আর বুদ্ধি সহজলভ্য নয়। কূটনীতি তো যাত্রাপালা নয় যে নাকিসুরে গলা কাঁপিয়ে উৎকট উচ্চারণে খানিক ভ্যারভ্যার করলেই হবে। তার জন্য শিক্ষা বুদ্ধি এবং বিশ্ব পরিস্থিতি সম্পর্কে প্রতিমূহুর্তে আপডেটেড থাকা দরকার।  ওই নাকিসুরে গলা কাঁপানো দেশের মধ্যেই চলছে আপাতত। বহির্বিশ্বে ভারতের স্থান ক্রমেই নামছে, বন্ধুশুন্য তো  হয়েই গেছে। 
  • অরিন | 2404:4404:4405:700:3d79:18a4:57d3:***:*** | ২৩ জুন ২০২৫ ১০:২৭539521
  • "মধ্যরাতের হাতুড়ি তাই মোল্লার পোদে চোদ্দটা বা-বা বোম গুজে দিয়েছে। "
     
    ফুরূশিমায় ২০১১'র রেডিয়েশন লিকেজ সালাতে ১২ বছর লেগেছে, তাও জাপান দ্বীপরাষ্ট্র, ভূমিকম্প জনিত কারণে সমুদ্রের তীরে পরমাণু কেন্দ্র থেকে লিক করেছিল। 
     
    পরমাণু যুদ্ধ যেন না হয়, কারণ হলে কিন্তু যে সাড়ে সর্বনাশ হবে, সেই কথা লেখার জন‍্য খুব বেশী মানুষ অবশিষ্ট থাকবেন না। 
     
     
    "... these very rough yardsticks to a large-scale nuclear war in which 10,000 megatons of nuclear force are detonated, the effects on a world population of 5 billion appear enormous. Allowing for uncertainties about the dynamics of a possible nuclear war, radiation-induced cancers and genetic damage together over 30 years are estimated to range from 1.5 to 30 million for the world population as a whole. This would mean one additional case for every 100 to 3,000 people or about ½ percent to 15 percent of the estimated peacetime cancer death rate in developed countries. As will be seen, moreover, there could be other, less well understood effects which would drastically increase suffering and death"
     
    https://time.com/6290977/nuclear-war-impact-essay/
     
    peer-reviewed research suggests that explosions, the electromagnetic pulse, and the radioactivity aren’t the worst part: a nuclear winter is caused by the black carbon smoke from the nuclear firestorms. The Hiroshima atomic bomb caused such a firestorm, but today’s hydrogen bombs are much more powerful. A large city like Moscow, with almost 50 times more people than Hiroshima, can create much more smoke, and a firestorm that sends plumes of black smoke up into the stratosphere, far above any rain clouds that would otherwise wash out the smoke. This black smoke gets heated by sunlight, lofting it like a hot air balloon for up to a decade. High-altitude jet streams are so fast that it takes only a few days for the smoke to spread across much of the northern hemisphere.
     
    ঘুঁটে পুড়তে দেখলে গোবরের হাসি পায় যদিও। 
  • হিজি-বিজ-বিজ | 2603:8000:a401:47ce:f83b:9c38:34be:***:*** | ২৩ জুন ২০২৫ ০৯:১৭539520
  • @স্যান্ডি  যথার্থ !  শান্তির ছেলেরাই নো-বেল শান্তি পুরস্কার পায়। তবে ডোলান ভাই কৎবেল ও পেতে পারে। 
  • হিজি-বিজ-বিজ   | 2603:8000:a401:47ce:f83b:9c38:34be:***:*** | ২৩ জুন ২০২৫ ০৯:১২539519
  • পাকিরা সাপের গালেও চুমু খায় ব্যাঙের গালেও।
  • ডোলান ডাক | 65.49.***.*** | ২৩ জুন ২০২৫ ০৯:০০539518
  • একসময়ে ইরানের সব ছিল। 
    হামাস ছিল হুথি ছিল। 
    হেজবোল্লা ছিল। 
    পাশের বাড়ি আসাদ ছিল। 
    আর ছিল রাশা। 
    আজ কেউ নেই ভালোবাসা নেই। 
    হামাস শেষ। পেজার ফেটে হেজবোল্লা শেষ। হুথি গেছে পুথির ঘরে। 
    রাশান হাতি কাদায় আটকে কোমর ভেঙেছে। 
    মধ্যরাতের হাতুড়ি তাই মোল্লার পোদে চোদ্দটা বা-বা বোম গুজে দিয়েছে।   
  • আমার ছেড়া গ্যাছে | 2401:4900:8828:fd80:5cb7:63c0:4cf4:***:*** | ২৩ জুন ২০২৫ ০৭:৫৭539517
  • পাকিস্তান আমেরিকার সব পাপ কাজের দোসর। আফগানিস্তান যুদ্ধের সময় ও তাই হয়েছিল। এক দিকে লাদেন পাকিস্তানে ওদিকে তার খোঁজে মার্কিনিরা আফগানিস্তানে বোমা ফেলে গেছে। এখন পাকিস্তান ইরানের পাশে আবার মার্কিনিদের ও পাশে।
  • &/ | 151.14.***.*** | ২৩ জুন ২০২৫ ০১:০৯539516
  • এইসব রত্নের সন্ধানেই তো ... কালেভদ্রে মিলে যায়। নইলে টইপত্তর ঠাসা এত সব বোরিং ... যাই হোক ট্রেজার হান্টের মত কিছু কিছু চম্মৎকার জিনিস মিলে যায় কালেভদ্রে। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৩ জুন ২০২৫ ০০:০৪539515
  • হুতেন্দ্র, আপনার এই কবিতা অসাধারণ হয়েছে। এতে সুর দিয়ে গান তৈরী করে গিটার বাজিয়ে গাওয়া দরকার।
    আহ, চম্মত্কার। আবার একটু নিজের মতন গেয়ে নিই। শুধু "চুন দিয়ে রাঁধি ডালের ডালনা' করে নিয়ে 'এবং' টা ডিলিটিয়ে দিলাম। ঃ-)

    "আমি সিংহের মতো গর্জন করি
    বজ্রের মত গান
    আমি চুন দিয়ে রাঁধি ডালনা এবং
    নুনে সাজি ছাঁচি পান।

    আমি উপনিষদিয়া হিন্দু এবং
    ভুখারিয়া তৃণমূল
    আমি দক্ষিনে সাজি মহাবাম আর
    গুলবাগে বুলবুল।

    আমি কমিটি সমিতি মাচায় মঞ্চে
    প্রপঞ্চময় ভাঁড়
    এ ভাঙা বঙ্গে অলীক রঙ্গে
    আমাকেই দরকার।

    আমি সুনীল সাগরে সরকারি আর
    প্রতিষ্ঠানের পোষা
    আমি দরকারি কবি হুজুরে হাজির
    হুকুমে দাঁড়ানো বসা।
  • &/ | 151.14.***.*** | ২২ জুন ২০২৫ ২৩:৫৯539514
  • আরে এই যে তেইশটা চৌতিরিশের ডেডিকেটেড ড্যাশ ট্রোলটি, এ তো ওঁত পেতে বসে চব্বিশঘন্টা।কোর কমিটি কিছু করুন। হয় এর ড্যাশগুলো ডিলিট করুন, নয় একে এক্সপোজ করুন, নয় ব্লকান।
  • &/ | 151.14.***.*** | ২২ জুন ২০২৫ ২৩:৫৫539513
  • যে প্রকাশকের দিকে অভিযোগ, তিনি বা তাঁরা আদৌ কিছু জানতে পারছেন কি?
  • &/ | 151.14.***.*** | ২২ জুন ২০২৫ ২৩:৫৩539512
  • যদি সত্যিই প্রকাশক ভুল চিঠি ছাপিয়ে যাচ্ছেন, তবে তার প্রতিকার দরকার নয়? সেটাই তো সদ্য আসা পাঠকেরও মনে হবে, অন্যদেরও মনে হবে। কিন্তু তার তো কোনো কিছু হচ্ছে না? বয়ান অনুসারে বেশ কিছু বছর আগেই লেখাটি বেরিয়েছিল, ওই ব্যাপারের কোনো প্রতিকার হয়েছে বা হচ্ছে কি?
  • আরেভাই | 2405:8100:8000:5ca1::8a:***:*** | ২২ জুন ২০২৫ ২৩:৩৪539511
  • খিস্তিট্যান ও টোয়ি খুলেও দেখে নি। লম্বা নাম পড়েই এসে গেছে প্যাঁচ লাগাতে। কেউ চামচে করে পড়িয়ে দেবে তবে ত জানবে।
  • ? | 103.244.***.*** | ২২ জুন ২০২৫ ২২:৩০539510
  • সত্যিই  ওরকম ভুলভাল  চিঠি  বইয়ে  ছাপিয়ে  যাচ্ছেন  তো  প্রকাশক। লেখক মৃত তাতে সমস্যা কোথায়? পাঠককে মিসলিড কোথায় করা হল? 
  • &/ | 151.14.***.*** | ২২ জুন ২০২৫ ২২:২২539509
  • অনেকের চেনা বন্ধু-বান্ধব সপরিবারে রয়েছেন তেহেরানে, সোশাল মিডিয়ায় রোজ আপডেট দিচ্ছেন। রেডিও স্টেশনে কাজ করেন এমন একজন বন্ধু (আমাদের একটি অনলাইন সম্মেলনে একটি সেশন সঞ্চালনা করেছিলেন একবার, খুবই চমৎকার মানুষ। পরবর্তীকালে মাসে একটি করে সপ্তাহান্তিক জুম মিটিং হত, তাতেও মাঝে মাঝে যোগ দিতেন), তিনি ওখানে আছেন। রোজ তাঁর আপডেট দেখি, ভয় অনিশ্চয়তা জড়ানো ... এইসব যুদ্ধ ... ক্ষমতাবানদের সব কারিকুরি ... সাধারণ মানুষ আগুনের মধ্যে পড়ে...
  • syandi | 2401:4900:88ad:e13c:b4bb:a734:33c:***:*** | ২২ জুন ২০২৫ ২১:৫৬539508
  • @২২ জুন ২০২৫ ১৪:২৪,
    একমত নই। ট্রাম্প যুদ্ধে জড়িয়ে শান্তি নোবেলের আরো জোরালো দাবিদার হল বলে মনে হয়। শান্তি নোবেল যুদ্ধবাজ লোকেরাই পায় — ইতিহাস সাক্ষী আছে। 
  • গুরুর গুরু | 2401:4900:8828:fd80:25ac:c118:775f:***:*** | ২২ জুন ২০২৫ ১৪:২৪539507
  • ট্রাম্প বুঝে গেছে নোবেল শান্তি জুটবে না। তাই যুদ্ধে জড়াল। তবে ইরাক শেষ করার সময় দোসর ব্রিটেন কে পাশে পেয়েছিল। এবার ইসরাইল আছে। কিন্তু রাশিয়া চীন বেশি বাড়তে দেবে না। গর্ত থেকে খামেনি কে বার করে ফাঁসি দেওয়া হবে না। 
  • পাপাঙ্গুল | 103.252.***.*** | ২২ জুন ২০২৫ ১২:১৩539506
  • The facilities targeted today either contained no nuclear material or small quantities of natural or low enriched uranium, meaning any radioactive contamination is limited to the buildings that were damaged or destroyed.
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত