এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 165.***.*** | ১৪ মে ২০২৫ ০৮:১৩538168
  • বিলেত আমেরিকার লিটল ম্যাগাজিন বা মূলস্রোতের বাইরের লেখাপত্র নিয়ে হনুদার অনেক ফান্ডা ছিল, খোঁজখবর রাখতো।
    (মানে এখনও আছে আর রাখে নিশ্চয়, সাইটে আসে না বলে অতীতকাল লিখলাম)।
  • r2h | 165.***.*** | ১৪ মে ২০২৫ ০৮:০৯538167
  • লিটল ম্যাগাজিন আছে কিন্তু নানান দেশেই। আমেরিকাতেই কত, বিলেত বা ফরাসী দেশে তো আরও বেশি হবে।
    আজকাল ইন্টারনেটে চলে যাচ্ছে হয়তো বেশিরভাগ।

    https://davidson.libguides.com/c.php?g=349344&p=3643038
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০৭:৫৫538166
  • একবার একটা তালিকা দেখেছিলাম, লিটল ম্যাগের নামের তালিকা। উরে ব্বাবা, সে এক বিশাল লিস্ট ! এত এত লোক এইভাবে শখপরিচালিত হয়ে কাজ চালিয়ে ... এদের জীবিকার্জনের জন্য অন্য কাজও করতে হয় নিশ্চয়। সেই কাজের উপার্জিত অর্থের কিছুটা সঞ্চয় এইসব চর্চায় ব্যয় হয়। এরকম ব্যাপার বিদেশের সমাজে সম্ভবত অকল্পনীয়।
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০৭:৪৭538165
  • আমাদের সমাজে নিজেদের পকেটের টাকায় ছোটো ছোটো দল এক একটা করে লিটল ম্যাগাজিন ধরনের কিছু বের করে, কোনো প্রফিটের প্রশ্নই নেই, বছরের পর বছর শখের কারণে ( মতান্তরে আদর্শের কারণে ) কাজটা করে যায় ---এ জিনিস বিদেশে অসম্ভব ( প্রায় )। যদি হয়ও, ব্যতিক্রম হিসেবেই দেখতে হবে।
  • r2h | 165.***.*** | ১৪ মে ২০২৫ ০৭:৩১538164
  • প্রফেশনাল...
    হুঁ, মানে পেশাদার এডিটর এক গাদা টাকা নেয়, এমন আছে।
    তাতেও যে সবই খুব সরেস বই বেরোয় তাও না।
    তবে ব্যবসায়িক পেশাদারিত্বটা আছে তো বটেই।
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০৬:১৫538163
  • শিল্প বিপ্লব ইত্যাদির ব্যাপারেও গবেষণা টবেষণায় বের হয়েছে ট্যারিফ বসিয়ে বসিয়ে, শেষে ব্যান ট্যান করে বাংলার সমস্ত শিল্প ধ্বংস করে বিলাতে শিল্প বিপ্লব হয়ে হো হো করে স্টীম ইঞ্জিন জাহাজ বিশ্বজয় ইত্যাদি হয়েছিল। এ জিনিসে বাঙালিদের হক আছে। নাহলে ফট করে ওরকম লাইটবাল্ব বানিয়ে কোয়ান্টাম রেভো টেভো কিচ্ছুই হত না। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০৬:০৮538162
  • হুতেন্দ্র, বিদেশে সাহিত্যের ব্যাপারটা যদ্দূর মনে হয় অনেকটাই প্রফেশনাল। পালে পালে লোকজন 'ঊর্ধ্বে চন্দ্র উঠিয়াছে নিম্নে ফুল ফুটিয়াছে' টাইপের জিনিস লিখছে, ছাপাচ্ছে আর কবিত্ব দাবী করছে, এইরকম নয় ব্যাপার। প্রফেশনালি কাজ যাঁরা করছে, তাদের ক্ষেত্রে 'দাঁড়াবি কোথায় খাবি কী' এরকম প্রশ্ন ওঠার কথা না। প্রপার ট্রেনিং নিয়ে পাশ টাশ করে লেখালিখির জগতে ঢুকছে, রীতিমতন গ্রান্ট পেয়ে বই লেখায় হাত দিচ্ছে, সেখানে জিনিসটাই জীবিকা। হ্যাঁ, গান বাজনার দল নিয়ে যারা বেরোয়, তাদের ব্যাপার অন্য, অনিশ্চয়তা বেশি।
    (হ্যাঁ জানি, ভাষার রাজনীতি অমুক তমুক অনেক কিছু আছে। সে তো আছেই। )
  • :D | 51.159.***.*** | ১৪ মে ২০২৫ ০৪:৫৫538161
  • কেলেকুচ্ছিত দেহাতিগুলো আজকাল বিদেশে আসছে, এদের বেশিরভাগই কোন ম্যানার্স জানেনা। সিভিলিটি বোধ নেই। এদের দেশ থেকে বেরতে না দেওয়াই উচিত। দেশের বদনাম হয়।
  • r2h | 134.238.***.*** | ১৪ মে ২০২৫ ০৪:২৭538160
  • আচ্ছা, অনেক কাল আগের কাজকর্ম অন্য চোখে দেখার একটা ব্যাপার চলে আসে, তাই জোর করছি না, তবে কৌতূহল রইল, কখনো মনে হলে-

    সাহিত্যে যাও - মানে মৌলিক সাহিত্য রচনা কর - এই জিনিস কিন্তু কোন দেশেই মনে হয় কেউ বলে না। মানে সামন্ততন্ত্র উঠে যাওয়ার পর ও জিনিস আর সম্ভব না, হ্যাঁ, অন্য কাজকর্ম করতে করতে সাহিত্য করে কল্কে পেয়ে ফুল টাইম হলাম সে অন্য কথা। আর না হলে সাত পুরুষের জমিদারি আছে, মাস গেলে টাকার জোগান আছে, ও না হলে আর কী। এলন্দা তাঁর ব্যাদড়া ছেলেটাকে বলতে পারেন হয়ত। অথবা গিন্সবার্গ হয়ে গেলাম, সেও কী আর আজকালকার দিনে হয়?
    এ বাদে কম হলেও, আমাদের দেশেও কলেজগুলিতে সাহিত্য শিল্প সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থী কম না; আবার অন্য দিকে আমেরিকানরাও আজকাল পোলাপান বড় হয়ে খাবে কী ঐ চিন্তা করে, কেউ কেউ আবার শুনি মাল্টি জেনারেশন হাউসহোল্ড নিয়ে বলে, মানে দাদু ঠাকুমা বাড়ি থাকবে, এশিয়ান পরিবারগুলির মধ্যে যেটা খুবই সাধারন ব্যাপার। তো, প্রাচ্য কায়দা কানুনের দিকে একটু ঝুঁকছে দেখি লোক।

    আজ আবার কাগজে দেখলাম বৃটেনে এত এত ভারতীয় গিয়ে বাসা বেঁধেছে তাতে লোকেদের খুব হৃৎকম্প হয়েছে।
    কী আশ্চর্য, এতে আর অবাক হওয়ার কী আছে। কালো বাদামী লোকেদের রক্ত চুষেই তো বাপু দেশটা বানিয়েছো, তো এ নেহাত ন্যায্য ব্যাপার।
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০২:৫৩538159
  • অঙ্ক ছেড়ে সাহিত্যে যাও, এ উপদেশ আমাদের দেশে খুব বড়লোকদের সন্তানদের দেওয়া সম্ভব। কারণ "কবিতা যে লিখবি, খাবি কী, দাঁড়াবি কোথায় ? "সেই প্রশ্ন তাদের জন্য নয়। (সেই মহাপ্রলয়ের পর চারিদিক জলে থৈ থৈ, সদ্যসৃষ্ট মানুষরা দাঁড়াবে কোথায়, খাবে কী? )
  • kk | 172.58.***.*** | ১৪ মে ২০২৫ ০২:৪৬538158
  • বললাম না আমার কাঁচুমাচু মুখ দেখে মায়া করে ঐ কথা বলেছিলেন? হয়তো চিনি মাখিয়ে টাখিয়ে।
  • :|: | 2607:fb90:bd8a:22ec:44f:a232:aa70:***:*** | ১৪ মে ২০২৫ ০২:৪২538157
  • কিন্তু অঙ্কের মাস্টারমশাই তারিফ করলেন যে! 
  • kk | 172.58.***.*** | ১৪ মে ২০২৫ ০২:৩৯538156
  • ঐ অনুবাদ কি আর আমার মনে নেই? বলেছি তো আমার স্মৃতিশক্তি বেশটাই ভালো। কিন্তু সে আমি এখানে তুলে দিতে পারবোনা। আমার লজ্জা-শরম বলে কিছু তো আছে, নাকি? কবিতার দিকে আমার বিশেষ সুবিধা নেই। ঐ বয়সে তো আরোই ছিলোনা। পরম শ্রদ্ধেয় বৈকুন্ঠ মল্লিকের নাম নিয়ে ওটি তাকে তুলে রেখেছি :-)
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০১:৩৪538155
  • দ্রিকে আমিও খুব মিস করি। সেই করোনা আমলের শুরুর দিকে একবার দেখা দিলেন, তারপরে আর দেখিনি দ্রিকে। উনি প্রচুর কন্সপি তত্ত্ব নিয়ে লিখতেন। দুনিয়ায় এখন কত রকম কিছু চলছে...দ্রি আপনি কোথায়...
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০১:২৭538154
  • হ্যাঁ, খুঁজে দেখলাম, থ্রী ওয়েফেরারস ছিল বইটায়। যদিও সিলেবাসে ছিল না 
  • :|: | 2607:fb90:bd8a:22ec:44f:a232:aa70:***:*** | ১৪ মে ২০২৫ ০১:২৫538153
  • আজগের ডিডাকশন --
    নাট্যান = &/
    নাকট = /&
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০১:১৫538152
  • টইতে নাটক কে নাকট দেখে ভাবলাম ভুলভাল দেখছি মনে হয়। অ মা, এখনও দেখি নাকট!
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০১:১৩538151
  • সাময়িক যুদ্ধবিরতি বিষয়ে একটা লেখা ছিল লী ম র। পাশের বাড়িতে দোল খেলা হচ্ছে, বাড়ির মহিলারা এক পক্ষ আর পুরুষেরা অন্য পক্ষ। পুরুষরা বাহিরবাড়ি থেকে ভেতরবাড়িতে আক্রমণ করে গোলা রঙ তাক করছেন, মহিলারা ভেতরবাড়ি থেকে তাই করছেন। মাঝে মাঝে যুদ্ধবিরতি হচ্ছে, তখন রান্নাঘর থেকে খাবার আসছে, বাহিরবাড়িতে পুরুষরা আর ভেতরবাড়িতে মহিলারা চা টিফিন এইসব খাচ্ছেন। পুরুষেরা তখনও খাওয়া শেষ করেন নি, তখনই রঙের ফোয়ারা এসে পড়ল পিঠে, অমনি ট্রুস ভেঙে গেল। রে রে করে পুরুষরা তেড়ে গেলেন, কিন্তু মহিলারা পাঁচিলের দরজা চেপে বন্ধ করে ওপাশে আছেন, এরা কিছু করতে পারছেন না। এরা তখন একটা সংক্ষিপ্ত সাময়িক মন্ত্রণাসভা করে নিয়ে বালতিতে করে রঙ নিয়ে পাঁচিলে উঠে ...
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০১:০৬538150
  • আমারও কেকের অনুবাদটা পড়ার ইচ্ছে। সাড়ে তিনশো বছর আগের কথা, খাতাপত্র কোথায় কালাগ্নিতে ভ্যানিশ---এসব সত্ত্বেও যদি কিছু থেকে থাকে...
  • r2h | 134.238.***.*** | ১৪ মে ২০২৫ ০০:০০538149
  • অন্যত্র রান্নাবান্না ইত্যাদি দিনগত পাপক্ষয় ও তার হ্যাপা, খাবার দাবার খারাপ হওয়া এইসব নিয়ে কথা হচ্ছিল।

    আমি সেবার উইহকেনে, ছ'মাসের কড়ারে একটা প্রাচীন বাড়ির দোতলার দু'কামরা ভাড়া নিয়েছি, গ্রীষ্ম ও হেমন্ত কালটা থাকবো, গরমের ছুটিতে সোহাগও এসে থাকবে, বাড়িতে এসি নেই, ফঙ্গবেনে দেখনসই ছাতপাখা আছে, এসি ভাড়া নেওয়া যায়।
    তো, আমি কি ডরাই সখী বিলিতি গরমে -এই ভেবে এসি টেসি নিইনি।

    রাস্তার ধারে এসপানলভাষী ফিরিওলার থেকে আম কেনা হয়েছে, সে আম একদিনে শেপশিফ্ট করে কেমন একটা হয়ে গেছে। সোহাগ সে আম খাবেই। আমি বললাম ও আর খেয়ে কী করবি, একটুখানি গাড়ি চালিয়ে মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে দিয়ে আসি, ওরা হয়তো যত্ন করে রাখবে, চাইলে দু'পয়সা ইনামও দিতে পারে।

    তাতে সে কি অশান্তি।
  • r2h | 134.238.***.*** | ১৩ মে ২০২৫ ২২:৫৭538148
  • কেকে, অনুবাদটা পড়তে চাই।

    হ্যাঁ হ্যাঁ, দেড়শো বছর আগের কথা, খাতা হারিয়ে গেছে, সেসব জানি, তবে অল্পসল্প মনে থাকলে যদি ঐ লাইনে নতুন করে লিখে নেওয়া যায় আরকি!
  • r2h | 134.238.***.*** | ১৩ মে ২০২৫ ২২:৫৬538147
  • তাই নাকি? কে বলছে, কোথায় শুনলেন? গুরুতর ব্যাপার তো। সেনাবাহিনীর লোক, নাকি রিপাবলিক টিভি, না ফেসবুক?

    এই যুদ্ধ বিরতি ব্যাপারটা ছোটবেলায় খুব আজব লাগতো। মনে হত যুদ্ধের আবার বিরতি কী, সে তো এস্পার ওস্পার না হওয়া পর্যন্ত চলতেই থাকার কথা এ কে স্কুলের টিফিন পিরিয়ড নাকি, যে ঘ্ন্টা বাজলে খেলতে যাবো আবার ঘন্টা বাজলে যুদ্ধ শুরু! আর লোকজন যদি মাথা ঠান্ডা করে যুদ্ধের বিরতি করতে পারে, তাহলে তো যুদ্ধট থামিয়ে দিলেই হয়, খামোখা মারদাঙ্গা করার দরকারটা কী!
  • &/ | 107.77.***.*** | ১৩ মে ২০২৫ ২২:১৯538146
  • ওদিকে  শুনলাম সীজফায়ার  নিয়ে  কিজানি ঝামেলা .... লঙ্ঘন ... বড়দা  আবার কী করে ..মেজদা ..সেজদা ..
  • &/ | 107.77.***.*** | ১৩ মে ২০২৫ ২১:৫৬538145
  • কেউ যদি ইনডেক্স টা দিতেন ! ভালো হত . কয়েক মাস আগে এই নিয়ে এক বই গ্রূপে  আলোচনা হচ্চিল 
  • &/ | 107.77.***.*** | ১৩ মে ২০২৫ ২১:৫৩538144
  • রাইজিং অব দ্য মুন  আমাদেরটায় ছিল না . অন্যটার নামও মনে পড়ছে না 
  • b | 117.238.***.*** | ১৩ মে ২০২৫ ২১:৩৮538143
  • তার মধ্যে সবচেয়ে অখাদ্য নাটকটা আমাদের পাঠ্য ছিল যদিও ওই বইতেই  রাইজিং অফ দ্য  মুন আর থ্রী ওয়েফেরারস পড়েছিলাম। 
  • &/ | 107.77.***.*** | ১৩ মে ২০২৫ ২০:১৪538142
  • ইলেভেন টুয়েলভের পাঠ্য   ইংরেজী বইটা  ছিল  অসাধারণ  যত্নে করা একটি  সংকলন . কবিতা গদ্য  নাটক - প্রায় প্রত্যেকটা চমৎকার।  যুদ্ধবিরোধিতার  একটা  টোন  সবটার  মধ্যে  জড়ানো  ছিল 
  • kk | 172.58.***.*** | ১৩ মে ২০২৫ ১৯:১৬538141
  • অন্য টইতে 'সেন্ড অফ' কবিতাটা পড়ে ভালো লাগলো। এইটা খুব প্রিয় কবিতা আমার। ইলেভেন না টুয়েল্ভে পড়া কালীন পরীক্ষার আগে একবার অঙ্ক খাতার শেষ পাতায় এই কবিতার বাংলা অনুবাদ করে লিখে রাখলাম। পরীক্ষা তো যা হলো তা হলোই! অংকের টীচার নীতীশবাবু খুব কড়া ছিলেন। আমাকে একদিন বললেন "সত্যি কথাই বলি, তুমি সায়েন্স নিয়ে পড়ে সময় নষ্ট করছো কেন?" আমার কাঁচুমাচু মুখ দেখে একটু মায়া হয়ে থাকবে। তখন আবার বললেন "না মানে বলছি, তোমার খাতায় তো কবিতার অনুবাদটা দেখলাম। তো ঐসব দিকে গেলেই হতো।" আমার সবকিছুর মতই এক্ষেত্রেও সেই যা করলে 'হতো' তা করা হলোনা। তাই ফলও সেইরকমই হলো, একেবারেই "আপকা কুছ নহী হোগা, আপ যাইয়ে" কেস।
  • kk | 172.58.***.*** | ১৩ মে ২০২৫ ১৯:০৭538140
  • যদুবাবু,
    'সে ছিলো একদিন আমাদের' আমারও অন্যতম প্রিয় বই। এবার যখন ভারতে গেলাম, আমার ছোড়দি কদিনের জন্য বইটা ধার নিয়ে শেষে বললো "এ বই আমি আর ফেরত দিচ্ছিনা। তুই আরেকটা কিনে নে।" শুধু তাই নয় এরপরে এমন এক বইয়ের লেখকের সাথে আমার পরিচয় আছে ও মাঝেমধ্যে কথাবাত্তা বলি এইসব বলে খুব রেলাও নিলাম। কাজেই জেনে রাখুন যে আপনার সরব, অল্প সরব ও নীরব ভক্তের সংখ্যা কম নয়। তালগোল পাকানো বিশ্রী সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন (ভাটে অ্যাটেনশন আমার কম নয়, তাই মনে হয় সে সময়টা অনেকদিন ধরেই চলছে)। নিজেও অনেকটা দক্ষিণ থেকে হলেও খুব সিন্সিয়ারলি চাইছি আপনার কাছে এবার শান্ত কোমল সময় আসুক। আপনার জ্বর সেরে যাক। আপনি শালিধানের চিঁড়ে আর সোনামুগের ডাল তৃপ্তি সহকারে খেতে পারুন।
  • যদুবাবু | ১৩ মে ২০২৫ ০৯:০৮538139
  • অজস্র ধন্যবাদ তানিয়া। :) 
     
    মাঝে মাঝে মনে হয় ঐসব লেখাগুলোর সময়ও হুট করে পেরিয়ে গেছে। এখন চেষ্টা করলেও পারবো না। বড্ড বিশ্রী তালগোলপাকানো সময়। তার মধ্যে এরকম কিছু দেখলে ভারী আনন্দ হয়। 
     
    হুতোদাকে আর কী বলব? বাওজাম বাগানের স্বপ্ন একদিন সত্যি হোক। :) 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত