এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিত্র | 103.77.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৭530853
  • এই সময় দাঁড়িয়ে মমতার গুণগান গাইতে লজ্জা করছে না? 
     
    তা থি কী রকম "সামলালেন" মুখ্যমন্ত্রী মমতা? ঠিকঠাক কোনো তদন্ত ছাড়াই একটা লোককে ধরে ফাঁসি দিয়ে দেওয়ার কথা বলে তীব্র সমালোচিত, সন্দীপ ঘোষকে আরও বেশি মর্যাদার হাসপাতালে দায়িত্ব দিয়ে বিক্ষোভের মুখে পড়ে প্রথমে সরানো তারপর সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করার পর সাসপেন্ড করা, চাপে পড়ে মামলা সিবিআইকে দিয়ে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া, নিজের সিআইডি থাকতেও তার ওপর তদন্ত ভার দিয়ে দায়িত্ব নিতে না চাওয়া, আরজি করে আন্দোলনের উপর হামলা ভাঙচুর আটকাতে ব্যর্থ পুলিশের সিপির পদত্যাগ গ্রহণ না করে আরও ক্ষোভ বাড়ানো, যুবভারতীতে খেলা আয়োজন করতে না পারা, প্রতিবাদী সমর্থকদের ওপর লাঠি জলকামান চার্জ করে প্রতিবাদ আরও তীব্রতর করা এবং বিচার চাইয়ের স্লোগানের সঙ্গে সরকার ও পুলিশ বিরোধী স্লোগান যুক্ত হওয়া, বারবার নিজের দলকে রাস্তায় নামাতে চেয়েও ব্যর্থ হওয়া এবং রাগের চোটে সাধারণ আন্দোলনকারীদের ওপর পুলিশ ও দলীয় গুণ্ডা দিয়ে জায়গায় জায়গায় হামলা, প্রতিবাদী মানুষকে পুলিশ দিয়ে হেনস্থা করা, ডাক্তারদের শাস্তির ভয় দেখানো, চেয়ার চাওয়া ক্ষমতাকাঙ্খী বলে অপবাদ দেওয়া, তাদের ডেমনাইস করা, আন্দোলনকারীদের বারবার রাজনৈতিক রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করা ও তিনি ক্ষেপে উঠল তার ফল ভালো হবে না ইত্যাদি বলে হুমকি দেওয়া, দলের কর্মীদের বদল না বদলা নেবেন ঠিক করুন বলে উস্কে দেওয়া, ফোঁস করতে বলা এবং এই সবকিছু করেও আন্দোলন দমাতে ব্যর্থ হওয়া, মানুষকে এমন বিক্ষুব্ধ করে ফেলা যে যে কেসটা তিন চার দিনে ঠাণ্ডা করে দেওয়া যায় তার বদলে সর্বস্তরের হাজার হাজার মানুষকে আজ চল্লিশ দিন হলো রাস্তায় নামিয়ে আনা, এমন মানুষকে যাদের সিংহভাগ এর আগে কখনো বোধহয় রাস্তায় নামেন নি। এইটা যদি "সামলানো" হয় হে বন্ধু তাহলে "ধ্যাড়ানো" কয় কাহারে? 
     
    প্রথমেই যে ডাক্তারদের সঙ্গে আলোচনা করতে বসতে পারার কথা এবং তিন চার দিনে তাদের কাজে ফিরিয়ে স্বাস্থ্যব্যবস্থা স্বাভাবিক রাখার কথা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর তা চল্লিশ দিনে গিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে করতে বাধ্য হলেন এবং ডাক্তারদের কাছে সম্পূর্ণ নতি স্বীকার করলেন। যদি কেউ কিছু সামলে থাকে, তাহলে সেটা সুপ্রিম কোর্ট ছাড়া আর কেউ নয়।
     
    সাধারণ সমর্থক যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, সে যে দলেরই সমর্থক হোন, কোন যুক্তিতেই তাদের কোনো দলের কুকীর্তি বা মিথ্যে কথা গুলোর পাশে থাকা উচিত নয়। রাজনৈতিক দলের কুকীর্তির দায় আমাদের নয়, ঘাড় পেতে নেওয়াও উচিত নয়। যদি সরবে নাও পারা যায়, সে বৃহত্তর দিক থেকে দেখে হতেই পারে, অন্তত চুপ থেকে নীরব প্রতিবাদ করা উচিত। কোনো রাজনৈতিক দলই যেন তাদের কুকীর্তির পেছনে জনসাধারণের থেকে সক্রিয় সমর্থন না আদায় করতে পারে তা দেখার দায় আমাদের সকলের।
  • তিহার | 2405:8100:8000:5ca1::5:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৭530852
  • রাস্তার লোক প্রিয় কেষ্টদাও বেইরে এসেছেন। যে যার গাইগরু সামলে রাখতে ভুলেন না।
  • soumya | 139.99.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৭530851
  • সিপিয়েমের এত রাগ কেন? কারন সিপিয়েম দেখছে এত দুর্নীতি-আন্দোলন সামলেও মমতা ঠিক সরকার চালিয়ে যাচ্ছেন, মোদিশা ফুল ব্রিগেড বাংলায় এসেও কিস্যু বালোৎপাটন করতে পারল না, কিন্তু বুদ্ধুবাবুর সরকার স্রেফ ফুঁ দিতেই পড়ে গিয়েছিল। এইজন্য সিপিয়েমের জ্বলছে। মমতা এমনই তুখোড় রাজনীতিবিদ যে তেরো বছর সরকারে থাকার পরও সিপিয়েম আঁচড় কাটতে পারছে না। এসব কলকেতার বাবুবিবিদের দু-চারটে আন্দোলন ম্যানেজ করা মমতার বাঁহাতের খেল। যেটা বুদ্ধুবাবু জীবনেও রপ্ত করতে পারেননি, ফলে ছাগলের মত পুলিশকে দিয়ে গুলি চালিয়েছেন, সিঙ্গুরে নেগোশিয়েট করতে গিয়ে ছড়িয়েছেন। সিপিয়েমের এখন নিজেদের গালে হাওয়াই চটি মারা ছাড়া কিস্যু করার নেই। মমতা ওদের ল্যাল্যা বানিয়ে ছেড়ে দিয়েছেন।
  • Brecht | 2601:5c0:c280:d900:e5b2:24b6:ffbe:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৪:১৫530850
  • “Unhappy the land is that is need of heroes”

  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫৮530848
  • কানহাইয়া কুমার। ​​​​​​​ভগবান ​​​​​​​গাঙ্গুলি। ​​​​​​​ভাইজান। নৌশাদ। কিঞ্জল নন্দ। বঙ্গের ইতিহাসে একের পর এক তারকার জন্ম হয়েছে। হয়েই চলেছে। রেকারিং ডেসিমেলের মতো। (কানহাইয়াকে বঙ্গেরই ধরলাম, কারণ উনি স্রেফ বাংলারই তারকা)। এবার সিরিয়াসলি একজন বাম তারকা দেখতে চাই। উচ্চ বা মধ্যবিত্ত ড্রয়িং রুমের বিপ্লবের সাথী না। তারা তো মোটের উপর বিজেপিকেই ভোট দেবে। একজন সত্যিকারের রাস্তার লোক। এই ধরুন দেবলীনা হেমব্রম।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:96e1:ba19:c4d3:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:২০530847
  • ডেকেছে তাতেই সিব্বলাররা কি খুশি খুশি। মনে হচ্ছে একদিন কাটমানি ছাড় দেবে পিসী ভাইপো।
  • :|: | 174.25.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:১৭530846
  • ২১টা ০৩-এর প্রথম প্যারা পড়ে <;D> ... 
    সিবিআই বামাদের কাকে জানি ডেকেছে, তাতে কি খুশী! কি খুশী! আবাপ পড়ে তো ভেবেছিলাম লাড্ডু বিতরণ হবে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:96e1:ba19:c4d3:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০০530845
  • তানিয়া ভরদ্বাজের প্রশ্ন হ্যান্ডল করতে না পেরে পিসীমার শো ছেড়ে তুরন্ত পলায়ন। তারপর থেকে পোষা মিডিয়া না হলে পিসীমাকে কেউ প্রশ্ন করতে পায় না। শতরূপ তো বাচ্চা ছেলে।
     
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:96e1:ba19:c4d3:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫০530844
  • শতরূপের বাবা কাটমানি খায় নাকি? পিসী ভাইপোর মত? 
     
    বোঝাপড়া রাস্তায় হচ্ছে। সেখানেই হবে। 
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৪ ০১:১৮530843
  • মাথা ঠান্ডা করার বাজনা -
     
  • # | 66.203.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৩530842
  • #যুবনেতার কীর্তিমালা
     
    1) যুবনেতা আগের বছর বাইশ লাখ টাকার গাড়ি কিনেছিলেন। সে নাকি বাপের পয়সায়। বিধানসভা ভোটে সম্পত্তির হিসেব দিয়েছিলেন দু'লাখ।
     
     
     
     
    2) যুবনেতা নিজের চ্যানেলে নিজেই হিরো।
     
     
    ইদিকে ত্রিপুরা নিয়ে প্রশ্ন করলে যুবনেতা উনিজির স্টাইলে ষ্টুডিও ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।
     
     
    3) বন্যা নিয়ে বিজেপি ও সিপুয়েমের যুবনেতার বক্তব্য মিলিয়ে দেখুন। "রাজ্য সরকারের সংগে বৈঠক না করে এক গামলা জল ছাড়তে পারেনা ডিভিসি,"  বললেন শতরূপ ঘোষ।
     
     
     
    এইসব যুবনেতা নিয়ে সিপুয়েম ছাব্বিশে জিতলে মীরাক্কেল হবে।
  • সিএস | 2405:201:802c:7858:e4e7:e976:763a:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৭530841
  • ফ্যাসিস্টটা এখন খুব চালানোর চেষ্টা চলছে, ওঁয়াদের একটিই যে লাইন, বিজেমূল, ঘুরিয়ে নাক দেখানোর মত ফ্যাসিস্ট দিয়ে ওটাই করা হচ্ছে।

    এই ঘটনা, পরিস্থিতি প্রমাণ করে পঃবঃ এ দরকার ঠিকঠাক বিরোধী দল। যা আছে, তার একটি তো বদের হাঁড়ি ও মারকুটে, অন্যটি সবজান্তা ও সিউডো বিপ্লবী।
  • Ranjan Roy | ২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৬530840
  • সরি।
    'চাপ খেতেও' নয়, চা খেতেও। 
  • আহা! | 2409:40e6:1f:585b:50f1:2ff:fe2f:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৩530839
  • রঞ্জনবাবু, সিএস  - এমন করে ব্যাগড়া দিতে নেই!  অনেকদিন পরে এই অরিত্র, পলিটিশিয়ানরা কিছু ভাল খোরাক দিচ্ছেন, এরকম সব নির্মল আনন্দ থেকে প্লিজ বঞ্চিত করবেন!  ওঁদের আরো বলতে দিন! 
     
    তবে অরিত্রকে মনে হত পলিটিকালি বেশ ম্যাচিওর ( জেন্ডার  ইস্যু বাদ দিয়ে) ,  সে যে দলই করুন না কেন। কিন্তু দলদাস হয়ে গেলে, অন্ধভক্তি বা বিদ্বেষ এসে গেলে  বোধহয় এমনিই হয়ে যায়, সে যে দলেরই হোক না কেন।   
  • অরিত্র | 103.77.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭530838
  • রঞ্জন ২০:১২, প্রথমটা। হ্যাঁ, ফ্যাসিস্ট তৃণমূলের অপরাধপন্থা ও পন্থীদের হয়ে যেকোনো প্রকার ওকালতি, হোয়াটাবাউটারি, বা কুকীর্তিগুলোকে  ডাউনপ্লে করার চেষ্টা — মোটামুটি এগুলোকেই সিব্বলিং বলছে।
     
    সিব্বলিং চলছে চলবে! কাজ করছে না, করবে না।
  • Ranjan Roy | ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৯530837
  • কেরালার জনগণের ট্যাক্সের টাকায় কপিল সিব্বলকে পেমেন্ট করা যায়। কারণ তখন তিনি  সিব্বলিং করছেন না। 
  • সিএস | 2405:201:802c:7858:e4e7:e976:763a:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৫530836
  • সৈকত বন্দ্যোপাধ্যায় নিশ্চয় লিখবে, কিন্তু বলে যাই যে সিবিআই আজকেও সন্দীপ ঘোষ - অভিজিত মণ্ডলকে কোর্টে তুলেছিল। তো সেখানে বলেছে যে এমন প্রমাণ তারা এখনো পায়নি যে এই দুজন আগে থেকে ঘটনাটা সম্বন্ধে জানতে, কিন্তু, কিন্তু আরো তদন্ত, পলিগ্রাফ করতে হবে।

    তাহলে সিবিআই তদন্তটা করছে কী নিয়ে ? আর জনগণ যে সব জেনে গেছিল, জনগণের কাছে তারা যাচ্ছে না কেন ?

    মানে এরা কি কেসটাকে নষ্ট করবেই?

    আর ডাক্তাররা আন্দোলন গোটানোর দিনে সিবিআইয়ের অফিস আজ একটু ছুঁয়ে গেছে। ওতেই হবে ?
  • রঞ্জন | 2402:e280:3d02:20a:9349:d626:563c:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:১২530835
  • 1. সিব্বলিং একটি রূপক? অথবা প্লেস হোল্ডার?
    অর্থাত,  সিব্বল যখন উমর খালিদ বা ইলেক্টোরেল বন্ডের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করেন তখন তিনি সিব্বলিং করেন না!
    কিন্তুক পিসির ব্রীফ নিলে সিব্বলিং?
    -- আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে।
    2 ডাক্তারদের আন্দোলনের পেছনের মেরুদণ্ড বামশক্তি?
    তা সেই আন্দোলনের প্রতিনিধি 'ফ্যাসিস্ত' পুলিশকে দরাজ হাতে সার্টিফিকেট দিলেন। 
    -- পুলিশ ওনাদের আন্দোলনে অত্যাচার করেনি। ধর্না তুলতে চাপ দেয়নি, ভাল ব্যবহার করেছে। আবার "ফ্যাসিস্ত" সরকার অধিকাংশ দাবি মেনে নিয়েছে, বাকি দাবি নিয়ে আলোচনার পথ খোলা  রেখেছে।
    এ ক্যামন ফ্যাসিবাদ?
    -- বুঝিয়ে দে! বুঝিয়ে দে! বুঝিয়ে দে!
    3
       ডাক্তারদের সৌজন্য বোধ নেই। 
    বড় বড় নেতারা যেখানে ফ্যাসিস্ত নেতার অনুরোধে ফিশফ্রাই খেয়ে চলে আসেন, এঁরা চাপ খেতেও রাজি হলেন না!
  • সুধাংশু শেখর | ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৬530834
  • কপিলবাবু কিন্তু বেশ মূল্যবান রূপক। 
     
  • সিএস | 2401:4900:707e:f63b:a8a1:d5c:e691:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫২530833
  • ঐসব মামলা তো ভাজপার করা, দলের লোকেদের সাপোর্টের জন্য। ঠিকই করেছিল কিন্তু তারপর ভুলেও গেছে। আর দরকার নেই, ২০২৬ এ আবার করবে। তখন আবার Tango হবে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:45c2:e6ef:df0c:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৬530832
  • তাই তো ভাবছিলাম, কলকাতা হাইকোর্টের সব জাজই কি খারাপ? 
  • সিএস  | 103.99.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩২530831
  • এটাও থাকুক, সেটিং ফেটিং, সিব্বলিং, হ্যাকিং এফেক্ট।

    https://indianexpress.com/article/india/2021-bengal-post-poll-violence-supreme-court-cbi-state-judiciary-9578949/?ref=newlist_hp

    পঃবঃ এর যাবতীয় কোর্ট খারাপ, বায়সড, বললেই হবে ? সেই ২০২১ র ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানিতে সিবিআইকে প্রশ্ন করেছে সুপ্রীম কোর্ট।
  • সিএস  | 103.99.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৭530830
  • ডিজিটাল মিডিয়া এখন সিবিআই থেকে লিকেজ না খেয়ে নিজেরাই, কলেজে পড়ার সময়ে সন্দীপ ঘোষের আলুর দোষের খবর করছে !

    ওদিকে রেশন মামলায় দু'জন মেজ নেতা ক'দিন আগে জামিন পেয়েছিল।

    চাকরি মামলায় এমএলএ জামিন পেয়েছিল।

    অনুব্রতর মেয়ে গরু মামলায় জামিন পেয়েছিল। আজ অনুব্রত পেয়েছে।

    ভাজপা বুঝে গেছে আরজিকর থেকে আর ফায়দা তোলার কিছু নেই, ফেক ছাত্রসমাজ গুটিয়ে ফেলবে।

    কং কোথায় আছে কেউ জানে না।

    সিপিএম নাকি জলের মধ্যে মাছের মিশে থাকার মত জনগণের সাথে এই আন্দোলনে মিশে থাকছে ! মোটামুটি নেতাজী মূর্তির মাথায় রক্তলাল আকাশের ছবি দেওয়া (ফটোশপড তো ?) তার পরিণতি। আর কোথা থেকে এক যুবনেতার উদয় হয়েছে, তাও কুণালের বদান্যতায়।

    ক'দিন পরে পুজো এসে যাবে, সবাই কেনাকাটা করবে, তারপর বেড়াতে যাবে।

    মমতা আরো কিছু অদল বদল করলে, কিছু লোকজন সরলে কলেজ ইত্যাদিতে, মেডিকাল কাউন্সিলের কিছু সিনিয়র ডাক্তারদের সুযোগ দিলে আরো গুছিয়ে নিতে পারবে।

    সিবিআই আর ইডি আবারও ভরসা হবে, যদি তারা কিছু হেডলাইন তৈরী করতে পারে।

    আর সেটিং নিয়ে কান্নাকাটি করে আত্মকণ্ডুয়ণ হবে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:45c2:e6ef:df0c:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৭530829
  • https://tv9bangla.com/india/supreme-courts-youtube-channel-hacked-videos-of-these-things-showing-1120986.html
     
    সুপ্রীম কোর্টের চ্যানেল থেকে অভয়া মামলার লাইভ স্ট্রিমিংয়ের ভিডিও হ্যাকাররা হাওয়া করে দিয়েছে।
     
    সিব্বলিং বলে কথা।
  • . | ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২১530828
  • "একটা পরিভাষাও তৈরি হয়েছে, সিব্বলিং!"

    এইটে পড়তে গিয়ে আমি হা হা করে হাসছি অফিসে এই শুক্কুরবারের বাজারে।
  • dc | 2a09:bac3:3f46:16b4::243:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০১530827
  • জিও কে নিয়ে ঠিক এই প্রশ্নগুলো আমারও। 
  • fÔÉ¡ÏVf¡p | 2405:8100:8000:5ca1::240:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০২530826
  • fÔÉ¡ÏVf¡p c¡Ïs L¡j¡u e¡,V¡L¡J e¡z ®p Nl£h J j¡L¤¾cz e¡ÏL jdÉÏhš J ÏeÇeÏQš ?
    hsC ®i¡N£z ®i¡®N Ïp®mLÏVi BeLep¡®pz a¡q®m ®p ÏL Cu¤w e¡ JÏô ?
    Q£®S®cl Ïl®LÏV ®l¡N quz ®l¡N£®cl l¡N quz
    fÔÉ¡ÏVf¡p l¡®N e¡z ®p öd¤ iä¡j£ L®lz
  • :|: | 174.25.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৬530825
  • আচ্ছা এইরকম মেঘের আড়ালে আছে ইন্দ্রজিৎ করেনির্বাচন বৈতরণী পার করতে পারবে? ডাইরেক্টলি নিজেদের নাম বলতে না পারলে তো সমস্যাই হবে মনে হয়। কারণ এখন ক্যামোফ্লেজ করতে পারলেও ব্যালট পেপারে তো দলের নাম দিতেই হবে।
  • অরিত্র | 103.77.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৭530824
  • কপিল সিব্বল কথাটা তো রূপক। ফ্যাসিস্ট তৃণমূলের অপরাধপন্থা ও পন্থীদের হয়ে যেই ওকালতি করবে বা ঘুরিয়ে ডাউনপ্লে করবে সেই তো আজকে কপিল সিব্বল। একটা পরিভাষাও তৈরি হয়েছে, সিব্বলিং!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত