এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ২১ জুলাই ২০২৪ ২২:৫৫527153
  • ভারতে নির্বাচনের ব্যাপারটা  বাদ দেবেন না যেন । ডিপ  স্টেট  
  • X | 117.12.***.*** | ২১ জুলাই ২০২৪ ২২:৪৯527152
  • খ-দা কি বোদাগু? উনি তো ওল্ড স্কুল সিপুয়েম। এককালে কমিদের ডেডিকেশন ছিল ডিপ স্টেটকে এক্সপোজ করার। যেমন ধরুন কোইন্টেলপ্রো। ষাটের দশকে সিআইএ ও এফবিআইয়ের যৌথ প্রজেক্ট ব্ল্যাক একটিভিস্ট আর কমিদের খুন করার। এখানে কতজন জানেন?
     
     
    এই নিয়ে লেফট পন্ডিতরাই বলেছেন।
     
    কিন্তু নব্বই থেকে কমিদের কোমর ভেঙে যায়। একটা কারণ, সোভিয়েত ভেঙে যাওয়া। আরেকটা কারণ, লিবারেল ক্যাপিটালিজম চরম সত্য এই প্রোপাগান্ডার সফলতা। এখন জাস্ট লিবারেলরা কনস্পিরেসি থিয়োরিস্ট বলে দাগিয়ে দেবে এই ভয়ে কমিরা এটাও জোর করে বলতে ভয় পায় যে, ইউক্রেন ইজ আ প্রক্সি ওয়ার। নর্ডস্ট্রম ২ উড়িয়েছে ডিপ স্টেট্।
     
    আর ডিপ স্টেট্ কি করে তৈরী হয় এসব নার্সারি লেভেলের প্রশ্ন। আপনি যদি বিল গেটস হন, আপনি ওই সার্কেলের লোকের সঙ্গেই ডিল করবেন। বোহেমিয়ান গ্রোভে যাবেন। সরকারের ক্ষমতা রাখতে চাইবেন এলিট বিলিওনিয়ার ক্লাসের হাতে। এটাকে কমিরা এককালে বলত শ্রেণীস্বার্থ রক্ষা করা। এখন শুনলে ঘুড়ায় হাসে। লিবারেল রাজনীতির এইটেই সাফল্য। অল দ্যাট ইজ সলিড মেল্টস ইনটু এয়ার।
     
    এসব কিছু না। চোখের সামনেই দেখতে পাচ্ছেন, লোকে জাগছে। সিস্টেমকে সন্দেহের চোখে দেখছে। আপনিও আপনার ন্যারেটিভ রাখুন্না। এই তো ব্যাপার।
  • সিএস  | 2405:201:802c:7069:d402:8dd5:433:***:*** | ২১ জুলাই ২০২৪ ২২:৪৩527151
  • হুতোকে বলার, ডীপ স্টেট বস্তুটি ইদানীং যেভাবে বলা হয়, ক্লাসিকাল ডেফিনিশন সেরকম নয় মনে হয়। এখন বলা হয়, কতিপয় মানুষ, তারা না দেশে ছড়িয়ে আছে, তাদের একই স্বার্থ, বিশ্বজোড়া কন্ট্রোল তৈরী করা, এবং এই সব লোকের মধ্যে মিলিটারি - হাই ফাইনান্স - বিগ টেক - গোয়েন্দা - মিডিয়ার লোক, অর্থাত যারা পাওয়ার এলিট, ক্ষমতার খুঁটি যারা কন্ট্রোল করে, তারা দেশে দেশে মিলিত এবং বিভিন্ন দেশে তারা তাদের agenda চালাচ্ছে। লক্ষ্য করার, এই গোষ্ঠিটি 'গ্লোবালাইজড'।

    ক্লাসিকাল ডেফিনিশনটি কিন্তু পার্টিকুলার দেশ কেন্দ্রিক। হাতের কাছে উদাহরণ হল পাকিস্তান। মিলিটারি সেখানে আসল ক্ষমতা, গণতান্ত্রিক সরকার, তার পলিসি, তার কাজ এসব যদি মিলিটারির পছন্দ না হয়, তাহলে সে সরকার উল্টে যায়। সরকার অর্থাত 'স্টেট'। মিলিটারি যেহেতু স্টেটকেও উল্টে দেয় বা কন্ট্রোল করে, তাই তারা "ডীপ স্টেট"। যখন পাকিস্তানে মিলিটারি শাসনই ছিল, তখন ডীপ স্টেট বলে কিছু ছিল না, মিলিটারিই স্টেট, আর কিছু নেই।

    সকালে লিখেছিলাম, ট্রাম্প যতদিন না মার্কিনি ব্যবস্থাকে সম্পূর্ণ দখন করতে পারবে ততদিন এই "ডীপ স্টেট" বস্তুটি চলবে। কেন ? কারণ, আম্রিকার ব্যুরেক্রেসি - মিডিয়া - গোয়েন্দা - থিংক ট্যাংক - পলিটিশিয়ান ইত্যাদি মিলিয়ে যে ব্যবস্থা, ডেম - রিপাবলিকান বাইনারি নিরপেক্ষ সেই ব্যবস্থা। পলিসিগত কিছু পার্থক্য আছে কিন্তু দুটো দলের মধ্যে বিশেষ তফাত নেই, ফলতঃ আগে বলা ইন্সটিটিউশনগুলোর কাজ বা পলিসির মধ্যেও বিশেষ তফাত নেই। আম্রিকার ডমিনেন্স, সারা পৃথিবীতে যাতে যথেষ্ট পরিমাণে থাকে সেই জন্য দুই পক্ষ এবং অন্য গ্রুপগুলোর মধ্যে কোন বড় পার্থক্য নেই। কিন্তু ট্রাম্প এসে, ২০১৬ বা তার আগে থেকে এই status quo টা ভেঙে দিয়েছে, even রিপাবলিকান পর্টির status quo টাও ভেঙ্গে দিয়েছে। ট্রাম্প ফলে একজন disruptor, ফরেন পলিসি নিয়ে, ইমিগ্রেশন নিয়ে, সায়েন্স নিয়ে, বিজনেস নিয়ে, সব মিলিয়ে আম্রিকার নীতি নিয়ে সব পক্ষের মধ্যে যে সমঝোতা ছিল, এবং বড় ব্যাপার individual rights নিয়েও যে সমঝোতা ছিল, aamerica as a melting pot নিয়েও যে সমঝোতা ছিল, ট্রাম্প সেইসব জায়গায় নিজের মত বসাতে চায়, রিপাবলিকান পার্টির মধ্যেও প্রথমে এ নিয়ে দ্বন্দ ছিল, ক্রমশঃ তারা পথে এসেছে (এবারের ভিপি চয়েসই এককালে ট্রাম্প ক্রিটিক ছিল)। কিন্তু ট্রাম্পের সমস্যা হল, এখনো, ঐ যে মিডিয়া থেকে ব্যুরোক্রেসি, সবকটা গ্রুপ, পুরোপুরি ট্রাম্পের মতের সাথে মিশে যায়নি। ফলে ট্রাম্প ক্ষমতায় এসে যদি নিজের 'মত" কাজের পরিণত করতে চায়, তাহলে ঐসব গ্রুপের কাছ থেকে বাধা পাবে, অর্থাত ক্লাসিকাল ডেফিনিশন অনুযায়ী, ট্রাম্প যদি হত স্টেট, তাহলে ট্রাম্পের কাছে ঐসব গ্রুপগুলি হল "ডীপ স্টেট" যারা ট্রাম্পকে কাজ করতে দিচ্ছে না, তার পলিসিকে, কথাকে, ইচ্ছেকে বাধা দিচ্ছে।২০২০ র ভোট যে নকল ভোট, তাকে যে সে ভোটে জিততে দেওয়া হয়নি, তার পেছনে ঐসব গ্রুপগুলিই দায়ী এই যে বক্তব্য, এর মানে হল, ট্রাম্পের কাছে স্টেট ও "ডীপ স্টেটের" মধ্যে কনফ্লিস্ক্টটা রয়ে গেছে। ট্রাম্পকে যেহেতু এই ক্ষমতার দ্বন্দে জিততে হবে, না হলে তার পলিসিকে কাজে পরিণত করতে পারবে না, ফলে সে আর তার সঙ্গীরা, প্রোপাগাণ্ডাওয়ালারা, কমরেড জোন্সরা, পাওয়ার এলিটদের, অন্ধকার গুহায় বসে থাকা, ষড়যন্ত্রকারী, রক্তখেকো মানুষে পরিণত করেছে, এটা প্রোপাগাণ্ডা, হাস্যকর লাগতে পারে কিন্তু তাদের agenda পরিণত করতে নিশ্চয় কাজে দেয়।

    (আরো কিছু লেখা যায়)
  • &/ | 107.77.***.*** | ২১ জুলাই ২০২৪ ২২:৩৪527150
  • আমাদের ছোটবেলায় শুনতাম  সব  সিআইএ  এর চক্রান্ত । এখন শুনি বিল  গেটস আর ডিপ স্টেট 
  • dc | 2402:e280:2141:1e8:94dd:f9d2:4f3b:***:*** | ২১ জুলাই ২০২৪ ২২:২০527149
  • র২্হ র পোস্ট পড়ে মনে হলো একটা সিরিয়াস পোস্ট করি। ডিপ স্টেট কি, কেন, এই টার্মটার উদ্ভব ইত্যাদি নিয়ে কিন্তু গুরুতে সিরিয়াস আলোচনা হয়েছে। খ দা আর অন্যান্যরাও এসব নিয়ে লিখেছেন, কিছু ভাটে, কিছু প্রবন্ধ ইত্যাদিতে। সেগুলো সার্চ করে পাওয়া যাবে কিনা জানিনা। 
     
    আমি একেবারেই "পুরানো সব কিছু ভালো ছিল" তে কখনো বিশ্বাস করি না, তবে এটা নিঃসন্দেহ যে গুরুতে পলিটিকাল ডিসকোর্সের মান অনেক পড়ে গেছে বা বলতে গেলে নন-এক্সিসটেন্ট হয়ে গেছে। আগে বেশ কয়েকজন রেগুলার আসতেন যাঁদের গ্লোবাল বা রিজিওনাল পলিটিকাল অ্যাওয়্যারনেস যথেষ্ট ছিল, আর ইতিহাস, সোশ্যাল ট্রেন্ড ইত্যাদি নিয়ে ঠিকঠাক আলোচনা করতেন। সেসব আলোচনা বেশ কবছর হলো থেমে গেছে। 
  • NRO | 165.124.***.*** | ২১ জুলাই ২০২৪ ২১:৫৯527148
  • গুরু , আপনার চল্লিশ বছর বয়েস হলে একবার সিলিকন ভ্যালি তে চাকরি পাবার চেষ্টা করবেন। বুঝে যাবেন কম্পেটিশন কাকে বলে। 
  • NRO | 165.124.***.*** | ২১ জুলাই ২০২৪ ২১:৫৪527147
  • কেকে বাবু  দুঃখিত। গত কাল আপনার উপর একটু চেঁচিয়ে ফেলেছি -কাজটা ঠিক হয় নি। ' বদতমিজি কে লিয়ে মুঝে মাফ কর দিজিয়ে| ' গায়ক কেকে আর ICS KK (করুনাকেতন sen) পর এক এই আপনি কেকে কেই জানি। শুধু মাঝে মাঝে ভয় হয় অনবধাণতা বসত KKK না টাইপ করে বসি। 
     
    But I will make up for it by giving you a new conspiracy clue. কদিন আগে নেটে  এসেছে যে আম্বানি দের আসল পদবি নাকি de Rothschild. ওরা নাকি দুনিয়াজোড়া পৃথিবী শাসন করা Rothschild ফ্যামিলির ভারতীয় শাখা। একশো বছর আগে দুই  Rothschild নাকি ফ্রান্স থেকে জাহাজে সুরাট এসে নামে ভাঁড়িয়ে এক্জন আম্বানি আর এক জন আদানি সেজেছে। জানেন কিছু এই বিষয়ে? 
     
  • r2h | 96.23.***.*** | ২১ জুলাই ২০২৪ ২১:৪৩527146
  • আচ্ছা, এই ডিপ স্টেটের ব্যাপারটা - এটার মূল তো যদ্দুর জানি, সাধারনের চোখে দেখার বাইরে, গণতন্ত্রের পরিচিত স্তম্ভগুলির আড়ালে কিছু অতি ক্ষমতাধর লোকজন থাকে, যারা কলকাঠি নেড়ে রাজনৈতিক ও প্রাশাসনিক সিদ্ধান্ত গুলিকে প্রভাবিত (মতান্তরে নিয়ন্ত্রন) করে। এদের স্বার্থ ইত্যাদি মোটামুটি অ্যালাইন্ড, বড় পুঁজি, পৃথিবীর অর্থনীতি, অস্ত্র, যুদ্ধ ইত্যাদির ওপর এদের নজর ও নিয়ন্ত্রন থাকে (অন্তত আংশিক)। তো সেইসব এন্টিটিই হল ডিপ স্টেট।
    যেমন এদের কেউ কেউ এই দলের হতেও পার হয়তোঃ https://www.theguardian.com/news/2022/sep/04/super-rich-prepper-bunkers-apocalypse-survival-richest-rushkoff।

    বিশ্বের নানান ঘটনাপ্রবাহে নানান প্রভাব থাকে, আরব বসন্ত যেমন একটি।

    এই পর্যন্ত তো ব্যাপারগুলিকে হাস্যকর বা অবিশ্বাস্য মনে হওয়ার কারন দেখি না।
    তৃতীয় বিশ্বের বায়োমেট্রিক ডেটা নিয়ে যাচ্ছেতাই, ভ্যাকসিনের পরীক্ষাক্ষেত্র - এসবের মধ্যেও নিঃসন্দেহ সমর্পনের কোন কারন দেখি না- সুসভ্য বিজ্ঞানমনস্ক ফর্সা বড়দারা এই কদিন আগেও ইউজেনিক্স পত্র করেছে।

    এইগুলি ঠিক কেন হাস্যকর - সেটা কেউ গুছিয়ে লিখলে জানতে পারি।

    এর বাইরে ব্যাং গিরগিটি ওসব খিল্লি তো বিচ্ছিন্ন ব্যাপার। আমার এক ছোতবেলার বন্ধু কোভিদের পর পুরো পেগলে গেছে - ভয়াবহ অ্যান্টি ভ্যাক্সার - ফ্ল্যাট আর্থ তত্ত্ব নিয়ে গরম গরম পোস্ট নামায়। খুবই ক্রিয়েটিভ, ইমাজিনেটিভ ও প্রায় ভিশনারি ছিল ছোটবেলা থেকে। কে জানে, হয়তো ব্যাং গিরগিটিও বিশ্বাস করে।
  • &/ | 107.77.***.*** | ২১ জুলাই ২০২৪ ২১:২০527145
  • তাই তো বলি এরা খালি বাওবাব বাগান বাওবাব বাগান করে কেন ? গ্রোভ !!!! সেই গ্রোভ !!!! :)
  • সিএস | 2405:201:802c:7069:2973:51d:2b73:***:*** | ২১ জুলাই ২০২৪ ২০:২৭527144
  • আপনার সব জানেন ? হতেও তো পারে তারা আছে, জগতে তো কত কিছু হয়।

    Comedian Jones and The Last Crusade সিনেমাটা দেখে নেবেন।

    অথবা

    Comedian Jones and the kingdom of the bohemian grove।
  • dc | 2402:e280:2141:1e8:84f2:defe:f8ad:***:*** | ২১ জুলাই ২০২৪ ১৯:৫৮527142
  • বহুরূপে সম্মুখে ​​​​​​​তোমার, ​​​​​​​ছাড়ি ​​​​​​​কোথা ​​​​​​​খুঁজিছ ​​​​​​​ডিপস্টেট ​​​​​​​laugh
  • পাপাঙ্গুল | ২১ জুলাই ২০২৪ ১৯:৪৪527140
  • বহুরূপী ডিপ স্টেট 
  • kk | 172.58.***.*** | ২১ জুলাই ২০২৪ ১৯:৩৭527139
  • ডিসি (১০ঃ৩৪),
    সে আর বলতে! ;-)
  • পাপাঙ্গুল | ২১ জুলাই ২০২৪ ১৯:৩০527138
  • সর্দার তখন থতমত খেয়ে আমতা আমতা করে বললে, "বলছিলাম কি, তুমি কি ব্যাঙের ছেলে, না ব্যাঙের নাতি, না ব্যাঙের—" ল্যাজওয়ালা তখন বেজায় চটে গিয়ে বললে, "আপনি কি আরসুলার পিশে? আপনি কি চামচিকের খোকা?" সর্দার বললে, "আহা, রাগ করছ কেন?" সে বললে, "আপনি আমায় ব্যাং ব্যাং করছেন কেন?" সর্দার বললে, "তুমি কি ব্যাঙের কেউ হও না?" জন্তুটা তখন, "না—না—না—না— কেউ না— কেউ না" বলে, দুই চোখ বুজে ভয়ানক রকম দুলতে লাগল।

    তাই না দেখে সর্দার বুড়ো চীৎকার ক’রে বললে, "তবে যে তুমি ছাতা নিতে এয়েছ?" সঙ্গে সঙ্গে সবাই চেঁচাতে লাগল, "নেমে এসো, নেমে এসো,— শিগগির নেমে এসো।" মোড়ল খুড়ো ছুটে গিয়ে প্রাণপণে তার ল্যাজটা ধরে টানতে লাগল। আর হোমরা বুড়ো খোপের মধ্যে থেকে আঁকশিটা উঁচিয়ে তুলল। ল্যাজওয়ালা বিরক্ত হয়ে বললে, "কি আপদ! মশাই, ল্যাজ ধরে টানেন কেন? ছিঁড়ে যাবে যে?" সর্দার বললে, "তুমি কেন ব্যাঙের ছাতায় চড়েছ? আর পা দিয়ে ছাতা মাড়াচ্ছ?" জন্তুটা তখন আকাশের দিকে গোল গোল চোখ ক’রে অনেকক্ষণ তাকিয়ে বললে, "কি বললেন? কিসের কী?" সর্দার বললে, "বললাম যে ব্যাঙের ছাতা।"

    যেমনি বলা, অমনি সে খ্যাক্‌ খ্যাক্‌ খ্যাক্‌ খ্যাক্‌ খ্যাক্‌ খ্যাক্‌ ক’রে হাসতে হাসতে হাসতে হাসতে, একেবারে মাটির উপর গড়িয়ে পড়ল। তার গায়ে লাল নীল হলদে সবুজ রামধনুর মতো অদ্ভুত রং খুলতে লাগল। সবাই ব্যাস্ত হয়ে দৌড়ে এল। "কী হয়েছে? কী হয়েছে?" কেউ বললে, "জল দাও," কেউ বললে, "বাতাস কর।" অনেকক্ষণ পর জন্তুটা ঠাণ্ডা হয়ে, উঠে বললে, "ব্যাঙের ছাতা কি হে? ওটা বুঝি ব্যাঙের ছাতা হ’ল? যেমন বুদ্ধি তোমাদের! ওটা ছাতাও নয়, ব্যাঙেরও কিছু নয়। যারা বোকা, তারা বলে ব্যাঙের ছাতা।" শুনে কেউ কোনো কথা বলতে পারলে না, সবাই মুখ চাওয়া-চাওয়ি করতে লাগল। শেষকালে ছোকরা মতো একজন জিজ্ঞাসা করলে, "আপনি কে মশাই?" ল্যাজওয়ালা বললে, "আমি বহুরূপী- আমি গিরগিটির খুড়তুত ভাই, গোসাপের জ্ঞাতি। এটা এখন আমার হল— আমি বাড়ি নিয়ে যাব।

    এই বলে সে "ব্যাঙের ছাতা"টাকে বগলদাবা করে নিয়ে, গম্ভীরভাবে চলে গেল। আর সবাই মিলে হাঁ করে তাকিয়ে রইল।
  • Guru | 2409:4060:1b:e528:fdcb:1f00:9a53:***:*** | ২১ জুলাই ২০২৪ ১২:৫৫527137
  • @NRO, 
    নাহ আমি আম্রিকা যে একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি এটাই ঠিক মানতে পারছিনা। ইকোনমি কন্ট্রোল করে কতগুলো মনোপলি কোম্পানি। কোনো কম্পেটিশন নেই। আমি এই সিস্টেমকে প্রপার ক্যাপিটালিস্ট বলতে রাজী নই। চীনের মতো কম্পিটিটিভ ইকোনমি প্রয়োজন। পলিটিক্যাল সিস্টেমটাও মনোপলি মাত্র দুটি দলের। FREE Choice toice সব ঢপ ! Free চয়েস হলে ক্যালিফর্নিয়া আর টেক্সাসকে মেক্সিকো বা চীনের শাসনে রাখার অন্ততঃ আগামী ১০০ বছরের জন্য এরকম কোনো অপশন কেন নেই? এটা তাহলে ঢপবাজির ফ্রিডম !
  • dc | 2402:e280:2141:1e8:bc02:8dff:e19b:***:*** | ২১ জুলাই ২০২৪ ১২:৪৮527136
  • গালফোলা কোলা ব্যাং, পালতোলা রাঙা ছাতা 
    মেঠো ব্যাং, গেছো ব্যাং, ছেঁড়া ছাতা, ভাঙা ছাতা।  
    সবুজ রং জবরজং জরির ছাতা সোনা ব্যাং 
    টোক্কা-আঁটা ফোকলা ছাতা কোঁকড়া মাথা কোনা ব্যাং। 
     
    সুকুমার রায় :-)
  • X | 144.48.***.*** | ২১ জুলাই ২০২৪ ১২:১৭527135
  • "শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকবো—প্রতি সন্ধ্যায়
    কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত 
    ঢুকিয়ে দ্যায় আমার শরীরে—আমি চুপ করে বসে থাকি"
     
    কবিও ডিস্টোপিয়া প্রচার করছেন!
    হায়! 
  • সিএস | 2401:4900:7070:c91f:2c9a:ee1a:2457:***:*** | ২১ জুলাই ২০২৪ ১২:১৬527134
  • আম্রিকা মানে সব ব্যবসা। বিপ্লবও হবে, আলেক্স জোন্সের কত কত মিলিয়ন না বিলিয়নের কর্পোরেট কোম্পানি দিয়ে। এরাও নাকি মসীহা, আসলে ঐ ২৭০০ একরের বাগানটা দখল করার খেলা।

    বিপ্লবের footsoldier তখনো লাগত, এখনো লাগছে, online footsoldier।
  • সিএস | 2401:4900:7070:c91f:4d96:d8fb:be5e:***:*** | ২১ জুলাই ২০২৪ ১২:০৬527133
  • তবে ব্যাং নিয়ে রিসার্চকে মানুষের ওপর চালিয়ে দেওয়া, আলেক্স জোন্সের এই কমেডিটা কিন্তু আসলে ডিস্টোপিক। বিশ শতকের কমিউনিজম ইত্যাদি যদি হয় ইউটোপিক তাহলে এখনকার ডীপস্টেটবিরোধীবাদেরা ডিস্টোপিয়া প্রচার করছে। তখন অধিকাংশ মানুষকে সঅর্গ দেখানো হয়েছিল, এখন অধিকাংশ মানুষকে নরক দেখানো হচ্ছে।
  • অরিন | ২১ জুলাই ২০২৪ ১২:০২527132
  • আহা সিএস বিলক্ষণ । বিশেষ করে এ প্রশ্ন যেকালে ঐ সমাজে তৈরিই হয়নি ।
  • সিএস | 2401:4900:7070:c91f:4d96:d8fb:be5e:***:*** | ২১ জুলাই ২০২৪ ১১:৫৮527131
  • অরিন, তত্ত্বটা ছিল শ্রেণীহীন সমাজ তৈরী হয়ে গেলে, শোষণের উপায় রাষ্ট্র সে ধ্বংস হয়ে গেলে, নতুন মানুষ তৈরী হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং, আপনার যে প্রশ্ন, ৪২ - ৪৩ ইত্যাদি যাই হোক, সে সব ঐ সমাজে তৈরীই হবে না।
  • NRO | 165.124.***.*** | ২১ জুলাই ২০২৪ ১১:৫২527130
  • পলিটিশিয়ান , পাঁচ হাজার ডলার ঘন্টায় ? " একেবারে পেতে চান পরশ পাথর? " কিছু কমানো যায় না? চিনেদের কথা? ওরা যখন পাঁচ হাজার বছরে পারেনি তখন পরের ক বছরে পারার সম্ভাবনা নাস্তি। বেচারারা মাঝে মাঝেই না খেতে পেয়ে ...
  • অরিন | ২১ জুলাই ২০২৪ ১১:৪৮527129
  • সিএস, এই ৪২ নম্বর টা Hitchhikers' Guide to the Galaxy থেকে নেওয়া ,  Fandom থেকে, 
    "42 (or forty-two) is the Answer to the Ultimate Question of Life, the Universe and Everything. This Answer was first calculated by the supercomputer Deep Thought after seven and a half million years of thought. This shocking answer resulted in the construction of an even larger supercomputer, named Earth, which was tasked with determining what the question was in the first place."
  • X | 2402:1f00:8101:8::***:*** | ২১ জুলাই ২০২৪ ১১:৪৩527128
  • "আর অ্যালেক্স জোন্সের কনস্পিরেসি থিওরির মধ্যে সবচাইতে বিখ্যাত হলো গে ফ্রগ থিওরি"
     
    হ্যাঁ, ওটার পিছনে আছে একজন ব্ল্যাক বৈজ্ঞানিককে পর্যুদস্ত করার কর্পোরেট চক্রান্ত।
     
     
     
     
    দেখুন আর জানুন।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:2d9d:9ae7:c0ad:***:*** | ২১ জুলাই ২০২৪ ১১:২৫527127
  • এনারও
     
    আপনি আমেরিকার শোষণের ইতিহাস কিছু জানেন না, অথবা জানতে চাননা। আপনাকে পড়ানো সময়ের অপব্যয়। তবে অর্থাভাব চলছে। পাঁচ হাজার ডলার ঘন্টায় টিউশন দিলে ভেবে দেখব।
     
    চিন্তা করবেন না, আমরা তো পারিনি, চীনেরা ওদের সিধে করবে মনে হচ্ছে। আমি জানিনা আপনি কোন পেশায় আছেন। ইউনিভার্সিটিগুলোতে যে বন্ধুরা আছেন তাদের অনেকেই ভাল চীনে ছাত্রের ইদানীং কালে অভাব ঘটেছে বলে কান্না করছেন।
     
    অরিনবাবু 
    বলতে চাইলাম নির্বাচিত আইনসভার প্রণীত আইন কার্যকরী করা মানেই জনগণের ইচ্ছে কার্যকরী করা নয়। সুতরাং লোকে ধন্দে পড়ে ভাবে তবে এরা কাদের ইচ্ছে কার্যকরী করছে। এই যে কাদের ইচ্ছে, তাদেরকেই লোকে ডিপ স্টেট ডাকে। নীচের প্যারাটা দেখুন
     
    A March 2018 poll by Monmouth University found most respondents (63%) were unfamiliar with deep state but a majority believe that a deep state likely exists in the United States when described as "a group of unelected government and military officials who secretly manipulate or direct national policy". Three-fourths (74%) of the respondents say that they believe this type of group probably (47%) or definitely (27%) exists in the federal government.[8][57][58]
     
    এখন আমি কি বিশ্বাস করি সেটা একটু ভিন্ন। আমেরিকার ইতিহাস পড়লে দেখবেন ফাউন্ডিং ফাদারেরা কখনোই জনগণের ইচ্ছাকে বিশ্বাস করিনি। সিস্টেমটা সবসময়ই এলিটদের ইচ্ছেকে বিভিন্ন কায়দায় রূপ দিয়েছে। এই এলিটদের মধ্যে ফাইন্যান্স ক্যাপিটালের মাথারা, বংশানুক্রমে সম্পদের উত্তরাধিকারীরা, ইন্ডাস্ট্রি ক্যাপ্টেন ইত্যাদিরা আছেন। লুকিয়ে চুরিয়ে নেই, খুব প্রকাশ্যেই আছেন যদিও তাদের সব কায়দা প্রক্রিয়া প্রকাশ্য নয়। তো এই কথাগুলো পরিষ্কার করে না বুঝলে লোকে তাদের দুর্দশার জন্য ডিপ স্টেটের একটা কুশপুত্তলিকা খাড়া করে। সেটা এলিটদের পক্ষে সুবিধাজনকও। লোকের রাগ অন্যদিকে ঘুরে যায় তাদের টার্গেট না করে।
  • সিএস | 2401:4900:7070:c91f:18f7:836c:b410:***:*** | ২১ জুলাই ২০২৪ ১১:২১527126
  • অরিন, ৪২ নম্বরটা বুঝলাম না।
  • অরিন | ২১ জুলাই ২০২৪ ১১:১৩527125
  • সিএস "জগত ও জীবনের সব সমস্যার ব্যাখ্যা এক কালে শ্রেণীদৃষ্টিভঙ্গি দিয়ে করা যেত"
    সেকি? ৪২ নম্বরটার কি হবে তাহলে? 
    হায় :-(
  • :-) | 2a0b:f4c2:3::***:*** | ২১ জুলাই ২০২৪ ১০:৪৯527124
  • গুরুতে যারাই লেখে সবাই আম্রিকায় থাকে না রে ইডিয়ট nro.  ভারত ইউরোপ, ইউকে  নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে লোকজন  লেখে বুঝলি গর্ধব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত